রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই মাঝিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ার থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দুর্বৃত্তরা ফের দু’জন মাঝিকে কুপিয়ে হত্যা করেছে।শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা গেছেন।নিহতরা হলেন, উখিয়া থাইংখালি ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার(৩৮) একই ক্যাম্পের সাব-মাঝি মৌলভী সৈয়দ কাসিমের ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর এফ ব্লকের হেডমাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী মো. ইউনুস একটি দোকানের সামনে অবস্থান করে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলছিলেন।এসময় ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল তাদেরকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে সাবমাঝি মৌলভী মো. ইউনুস ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
আর ব্লক হেডমাঝি আনোয়ার গুরুতর জখম পান। তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আনোয়ারও মারা যান।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এফ ব্লকের হেড মাঝি আনোয়ার ও সাব-মাঝি ইউনুস দুর্বৃত্তের দ্বারা জখম হয়ে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সহকারী পুলিশ সুপার ফারুক বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আপাতত ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।
আরো পড়ুন:
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন