নালিতাবাড়ী ভোগাই নদীতে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রবিবার সকাল থেকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে দল বেঁধে মাছ ধরতে নামেন সৌখিন মৎস শিকারীরা। জানা গেছে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বর মাস এলে খাল বিল নদ নদীর পানি কমে যায়।
এসময় সৌখিন গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল, ছিপজাল, ঠেলাজাল, লাঠি ও বিভিন্ন ফাঁদ নিয়ে দলবেঁধে জলাশয়ে মাছ ধরতে মেতে উঠেন। উপজেলার পাঁচগাও, রাজনগর, দোহালিয়া, সন্নাসীভিটা ও কোননগর গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ চারআলী ব্রীজপাড় থেকে মাছ ধরতে নামেন। মাছ শিকারী ও স্থানীয়রা জানান তারা আগে থেকেই নির্ধারন করেন যে কবে তারা মাছ ধরবেন।
মাছ ধরা উৎসবে অংশগ্রহণকারী পাঁচগাও গ্রামের আহাম্মদ আলী তিনি ৮ কেজি ওজনের একটি আইড় মাছ ধরে শিকারীদের তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রতিবছর আমরা ৪/৫ গ্রামের শিকারী মিলে নিজেদের তৈরি পলো ও জাল নিয়ে জেলার ভোগাই , চেল্লাখলী , মহারশি মালিঝি নদী ও ধলী বিলে বর্ষা শেষে কার্তিক মাসে দলবেঁধে মাছ ধরার উৎসবে অংশগ্রহণ করেন।
এতে কেউ মাছ ধরতে না পারলেও আনন্দ উপভোগ করেন। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য দলবেঁধে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার কোন আইন নেই। তবে এ জাতীয় কোন উৎসব করতে হলে আগে প্রশাসনের অনুমতি নিতে হয়।
ঝিনাইগাতী শেরপুর।
আরো পড়ুন:
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন