নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার অঘটনের হারে শুরু বিশ্বকাপ

 


নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার অঘটনের হারে শুরু বিশ্বকাপ

ম্যাচ শুরুর আগেই বড় একটি ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দলটির বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। এরপর ম্যাচে যে ধাক্কাটা তারা খেল, সেটার কাছে মাদুশানকে হারানোর ধাক্কা খুবই মামুলি ব্যাপার। নিজেদের প্রথম ম্যাচে ‘পুঁচকে’ নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে গেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা।

দিনের শুরুটা অবশ্য অন্যরকমই ছিল। মনে হচ্ছিল, এশিয়া কাপের চ্যাম্পিয়নরা ঠিকঠাক শুরুই পেতে যাচ্ছে। টস জিতে ফিল্ডিং নিয়ে নামিবিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল লঙ্কানরা। ৩৫ রানের মধ্যে তারা ফেলে দিয়েছিল নামিবিয়ার ৩ উইকেট।

একটা পর্যায়ে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নামবিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো ১৬৩ রানের পুঁজি গড়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত দলটি।

১৬৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে যায়। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এই চাপ থেকে আর নিজেদের বের করে আনতে পারেনি শ্রীলঙ্কা। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৯ ওভারে অলআউট হয়েছে তারা ১০৮ রান করে।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই এলোমেলো হয়ে পড়া নামবিয়া মূলত ঘুরে দাঁড়ায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর ভর করে।

৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে স্টেফান বার্ড ও অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৪২ বলে গড়েন ৪১ রানের জুটি। এরাসমাসের আউটের পর ইয়ান ফ্রাইলিঙ্ককে নিয়ে ১৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি গড়েন বার্ড।

আরো পড়ুন:


Label:

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget