শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে

 


শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য  দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে 


সারা দেশের ন্যায় শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ১লা অক্টোবর শনিবার  এ উপলক্ষে শহরের গোপাল জিওর মন্দির থেকে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। 


শোভাযাত্রা উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার মেনহাজ ফেরদৌস, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমূখ্যসহ জেলাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতনধর্মানল্বীরা অংশ গ্রহণ করেন। 

পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে খাদ্য ও বস্তুবিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।


আরো পড়ুন:



একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget