রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর কৃষকের লাশ উদ্ধার, আটক ১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কুন্ডুপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই কৃষকের নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের মৃত আহের আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রাতে জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল আহমেদকে (২৫) আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সাইফুল ইসলামকে কে বা কারা বাড়ি ডেকে নিয়ে যান। এর পর থেকে সাইফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাইফুল নিখোঁজের বিষয়ে গতকাল বিকেলে তাঁর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি হওয়ার পর গতকাল রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিলকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল হত্যার দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, ঘুড়কা কুন্ডুপাড়া এলাকার খাল থেকে আজ সকালে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন:
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন