ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

 


ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ঝিনাইদহ শহরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে শহরের চাকলাপাড়া এলাকার দাসপাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন।

নিহত তরুণের নাম সুবীর কুমার দাস (২২)। তিনি দাসপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন—নিহত ব্যক্তির প্রতিবেশী সুনিল কুমার দাস, বিমল দাস ও অন্তর দাস।  

সুবীরের বাবা সত্যপদ দাস বলেন, দাসপাড়ায় একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী সুনিলের সঙ্গে তাঁদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মামলা চলমান। গতকাল রাতে তাঁরা চাকলাপাড়ার একটি পূজামণ্ডপে গিয়েছিলেন। 

রাত একটার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে মির্জামহলের সামনে পৌঁছালে তাঁর ছেলে সুবীর কুমারের সঙ্গে সুনিলের বাড়ির লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সুবীরকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে সুবীরের বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদেরকে মারধর করেন।

এ সময় সত্যপদ দাসসহ শিতা রাণী দাস ও খোকন দাস আহত হন। এ ছাড়া দুই পক্ষের হাতাহাতির সময় প্রতিপক্ষের সুনিল দাস আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সুবীরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক আবু বক্কর সিদ্দিক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সুবীর দাসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত অন্য চারজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget