Latest Post

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের ওপর যে প্রভাব পড়বে তা মোকাবেলায় ভারত অনেকটাই প্রস্তুত।

বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভেশ কুমার এ কথা বলেন।


ইরানি তেলের ক্ষতিপূরণের জন্য অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর থেকে অতিরিক্ত সরবরাহ পাব। চীনের পরেই ইরানের শীর্ষ তেল ক্রেতা ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস শিথিলের মেয়াদ শেষ হওয়ার পর নয়াদিল্লি মে মাসে ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। পরে ওপেক সদস্য ভারতসহ ইরানের আটটি শীর্ষ গ্রাহককে সীমিত পরিমাণে আমদানি করার অনুমতি দিয়েছে।

এর আগে শনিবার (৩০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইরানের তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেন।

এতে সুষমা স্বরাজ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে কোনো রকম প্রভাব ছাড়াই ভারত ইরানের অপরিশোধিত তেল আরও কিছু সময়ের জন্য আমদানি করতে চায়। যেহেতু ভারতে নির্বাচন চলছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

তবে পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তেল আমদানি করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

(breakingnews)

ঘূ‌র্ণিঝড় ‘ফ‌ণী’ মোকা‌বিলায় দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দফতর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি (নৈমিত্তিক, সাপ্তাহিক ও গেজেটেড) বাতিল করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২ মে) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।  পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নি‌র্দেশনা বহাল থাক‌বে।


উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা হলো- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ।

সরকা‌রি আদেশে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তের এসব কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে আসন্ন ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট সকল দফতর ও সংস্থার প্রধানকে বিষয়টি নিশ্চিত করার জন্য ওই আদেশে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ‘ফণী’ বাংলাদেশের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগের বিশেষ বুলেটিনে জানানো হয়, ‘ফণী’ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

(breakingnews)

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে বাকিংহাম প্যালেসে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশকালে হাইকমিশনারের সঙ্গে তার স্বামী তৌহিদুল আই চৌধুরী এবং হাই কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এছাড়া কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, মিনিস্টার (কনস্যুলার) মো. লুৎফুল হাসান, কমার্শিয়াল কাউন্সিলর এস এম জাকারিয়া হক এবং প্রথম সচিব মো. শফিউল আলম।

পরিচয়পত্র পেশ করার পর ডিপ্লোমেটিক কর্পের এ্যাসিসটেন্ট মার্শাল এবিগেইল বয়েল হাইকমিশনার ও তার সঙ্গীদের রাজকীয় ঘোড়ার গাড়ির বহরে করে বাকিংহাম প্যালেস থেকে সেন্টস জেমস কোর্টে (তাজ হোটেল) নিয়ে যান। সেখানে পরিচয়পত্র প্রদান পরবর্তী এক অভ্যর্থনার আয়োজন করা হয়। 

অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

(breakingnews)

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই ট্রাম্প এ সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। 

বৃহস্পতিবার (২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসোগলু এ কথা জানান। খবর আনাদলু ও ডেইলি সাবাহ


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে এরদোয়ান ও ট্রাম্প প্রায়ই টেলিফোনে কথা বলেন। যদিও কিছু বিষয়ে উভয় দেশের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।

মেভলুত বলেন, ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের যোগাযোগ ও কথোপকথন সবসময়ই ইতিবাচক ছিল।

দুই রাষ্ট্রপতির মধ্যে সর্বশেষ যোগাযোগের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরদোয়ান সবসময় ইতিবাচকভাবেই সব বিষয় মোকাবেলা করেন। তাই এরদোয়ান তুরস্ক সফরে আবার ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী জুনে ব্রিটেন ও ফ্রান্স সফরে যাবেন।

ব্রিটেন ও ফ্রান্স সফরের পরই ট্রাম্পের তুরস্ক সফরের কথা নিশ্চিত জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুটি দেশ সফরের সময়ই তুরস্ক আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফর করতে চায়। এ জন্য সম্ভবত এক মাস সময় লাগবে।

সফরের বিষয়টি নিশ্চিত হলেও সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সফরের তারিখ নির্ধারণ হবে বলে জানান মেভলুত কাভুসোগলু।

(breakingnews)

রমজান এবং অত্যধিক গরমের কথা মাথায় রেখে সকাল সাতটার পরিবর্তে পাঁচটা থেকে ভোটগ্রহণ পদ্ধতি চালু করার প্রস্তাব দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রস্তাব গৃহীত হবে কিনা, সে বিষয়টি যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
 

ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে সাত দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভোট শেষ হবে ১৯ মে। প্রায় একমাসেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ প্রক্রিয়ার মাঝেই শুরু হচ্ছে রমজান৷ এছাড়াও দিন যত যাচ্ছে, ততই বাড়ছে তাপমাত্রা। যা নিয়ে রীতিমতো বিরক্ত বেশিরভাগ রাজনৈতিক দল।

ভোট শুরুর সময়সীমা পিছিয়ে দেয়ার দাবিতে সরব হয়েছিলেন ভারতের বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এই দাবির প্রেক্ষিতেই এ প্রস্তাব দিলো সুপ্রিম কোর্ট। দাবি খতিয়ে দেখে প্রয়োজনে ভোটগ্রহণের সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার কথা জানাল ভারতের সর্বোচ্চ আদালত।

সাধারণত সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে রমজান। তাই রমজান পরবর্তী নির্বাচনগুলোতে ভোটগ্রহণ ভোর ৫টা থেকে শুরু করা যায় কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। 

আপাতত কমিশনের সিদ্ধান্তের উপরেই ভরসা রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় তবে তা নজিরবিহীন হয়েই থাকবে। কারণ, এর আগে কোনও নির্বাচনেই এই সিদ্ধান্ত নেয়নি কমিশন। 

আগামী ৬ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। 

(breakingnews)

চায়ের সঙ্গে ‘টা’ মানেই বিস্কুট। সকালে ঘুম থেকে উঠে চায়ের সঙ্গে বিস্কুট, সারাদিনে নানা সময়েই অনেকেই বিস্কুট খেয়ে থাকেন। কিন্তু এই বিস্কুট থেকে অস্বাভাবিক স্থুলতা, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে! 


ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কাস অ্যান্ড প্রিভেনসন্স (Cancer Epidemiology, Biomarkers & Prevention) নামের একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত বিস্কুট ডেকে আনতে পারে মারাক্তক বিপদ। মার্কিন চিকিত্সক ও গবেষকদের মতে, বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয়, আর ময়দা তৈরির সময় ভিছটামিনের তারতম্যের সৃষ্টি হয়। 

ময়দা তৈরির সময় ফাইবার কমে যাওয়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে ‘এন্ডমেট্রিয়াল ক্যান্সার’-এর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। দীর্ঘ ১০ বছর ধরে চলা একটি সমীক্ষায় জানা গিয়েছে, সুইডেনে ৬০ হাজারেরও বেশি মহিলা পেটের নানা সমস্যায় আক্রান্ত। আর আক্রান্তদের বেশির ভাগের মধ্যেই অতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার অভ্যাস রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিস্কুটে  ট্রান্স ফ্যাটের আধিক্য রয়েছে যার প্রভাবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা আর ওজন অস্বাভাবিক হারে বাড়াতে থাকে। এই ট্রান্স ফ্যাটের আধিক্যের ফলে ডায়াবেটিস ও হার্টের নানা রোগের আশঙ্কাও বাড়তে থাকে। শুধু তাই নয়, নিয়মিত বিস্কুট খাওয়ার কারণে শিশুদের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। 

সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, মাত্রাতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে মহিলাদের গর্ভাশয়ে ক্যান্সার বা টিউমার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
(breakingnews)

ফণীর প্রভাবে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের প্রধান মিঠু সরকার জানিয়েছেন, পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর থেকেই বরিশাল নদী বন্দরের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া ঠিক না হলে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে অভ্যান্তরীণ নৌরুট।


বর্তমানে ফণী পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

বরিশাল আবহাওয়া অফিস ঢাকা অফিসের বরাত দিয়ে জানায় শুক্রবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তীতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে হয়ে শুক্রবার মে সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

(breakingnews)

ঘূর্ণিঝড় ফণী’র বিষয়ে সার্বক্ষণিক উপকূলীয় এলাকায় খোঁজখবর রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  ইতোমধ্যে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল। 


পুরো বিষয়টি মনিটরিং করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি
ঘূর্ণিঝড় ’ফণী’র বিষয়ে সার্বিক খবরাখবর রাখতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সকল সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। 

তিনি জানিয়েছেন,  ইতোমধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডিস্থ কার্যালয়ের বর্ধিত ভবনে দপ্তর সেলে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে ফণীর বিষয়ে সব খবর পাওয়া যাবে উপ-কমিটির সদস্যদের কাছে। তৃণমূলের নেতাকর্মিসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন উপ-কমিটির সদস্যরা।
(breakingnews)

ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে সুপার ওভারে নিয়ে যান মনীশ পাণ্ড্যে। কিন্তু সুপার ওভারে বাজিমাত করল মুম্বাই ইন্ডিয়ান্স। আটটি ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে ফেলল মুম্বাই।

বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের দলে তৃতীয় দল হিসেবে ঢুকে পড়ল রোহিত শর্মারা। সানরাইজার্সের প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল। মুম্বাইয়ের পর তারাই ছিল সব থেকে এগিয়ে। তবে দুটো ম্যাচই জিতে থাকলে অনেকটা লাভ হত হায়দ্রাবাদের। তেমনটা হল না।


ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের সামনেই ছিল প্লে-অফের লক্ষ্য। মুম্বাইয়ের একটি ম্যাচ হলেও হায়দ্রাবাদের সামনে দুটো ম্যাচই মাস্ট উইন ছিল। যার একটা হাতছাড়া হয়ে গেল। এই অবস্থায় দলের ভরসা হয়ে ওঠার কথা ছিল কেন উইলিয়ামসন, মনীশ পাণ্ড্যে, বিজয় শঙ্কর ও ঋদ্ধিমান সাহাদের কিন্তু মনীশ ছাড়া আর কেউই ভরসা দিতে পারলেন না। শেষ পর্যন্ত লড়াই দিলেন তিনি। কিন্তু কাজে লাগবে না।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই। ২০ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে মুম্বাই।

১৬৩ রানের লক্ষ্যে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার ভরসা দিতে পারেননি। ঋদ্ধিমান সাহা ২৫ ও মার্টিন গাপ্তিল ১৫ রান করে আউট হয়ে যান। পরে হায়দ্রাবাদের হাল ধরেন মনীশ পাণ্ড্যে। শেষ বলে হায়দ্রাবাদের জিততে যখন সাত রান দরকার তখন ছক্কা হাঁকিয়ে ম্যাচ ড্র করে দেন মনীশ পাণ্ড্যে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বইয়ের সামনে ৯ রানের টার্গেট রেখেছিল হায়দ্রাবাদ। মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে ফেলেছিলেন হার্দিক পাণ্ড্যে। প্রথম তিন বলেই জয়ের রান তুলে নিল মুম্বই। সুপার ওভারে জিতে প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স।
(breakingnews)

নিজেদের মাঠে সেমি-ফাইনালের প্রথম লেগে ভালেন্সিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পথে আর্সেনাল।

বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় আর্সেনাল।

ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। কর্নারের পর সতীর্থের হেড করে বাড়ানো বল হেডেই জালে জড়িয়ে দেন মুক্তার দিয়াখাবি।


১৮তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের আড়াআড়ি পাস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন আলেকসঁদ লাকাজেত। এরপর ২৬তম মিনিটে গ্রানিত জাকার বাড়ানো বল হেডে লক্ষ্যভেদ করে আর্সেনালকে এগিয়ে নেন ফরাসি এই ফরোয়ার্ড।

বিরতির পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আউবামেয়াংয়ের লক্ষ্যভেদে আর্সেনালের জয় নিশ্চিত হয়ে যায়।

ব্রেকিংনিউজ/এমজি

(breakingnews)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ফণী আঘাত করার পর আক্রান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতিরর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির এক জরুরি বৈঠকে সাংবাদিকদের সামনে একথা বলেন। 


জাহাঙ্গীর কবির নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশু দিন লন্ডনের উদ্দেশে যাওয়ার আগে তখনই তিনি আমাদের দলকে যাবতীয় নির্দেশনা দিয়ে গেছেন। এছাড়াও তিনি দুর্যোগ মোকাবেলায় সরকারি সকল সংস্থাকেও নির্দেশনা দিয়ে গেছেন। তিনি আমাদেরকে ঘূর্ণিঝড় ফণী আঘাতের পর আক্রান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন।

‘মাননীয় নেত্রী লন্ডন থেকেও সার্বিক বিষয়ে সব সময় খোঁজখবর রাখছেন। তিনি সারাদেশের দলীয় নেতাকর্মীদের যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হবে, ঘূর্ণিঝড় আঘাত করবে সে সমস্ত এলাকার মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। এটা আমাদের দলীয় নীতি। এবারও এর ব্যতয় হবে না।’

‘ইতোমধ্যে উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে টেলিফোনে যোগাযোগ করেছে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটিরর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের নেতারা আমাদের ইতোমধ্যে জানিয়েছেন তারা দুর্যোগ পরবর্তী যেকোন অবস্থা মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

ঘূর্ণিঝড় ’ফণী’র বিষয়ে সার্বিক মনিটরিং রাখতে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সকল সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ের বর্ধিত ভবনে দপ্তর সেলে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে ফণীর বিষয়ে সব খবর পাওয়া যাবে উপ-কমিটির সদস্যদের কাছে। তৃণমূলের নেতা কর্মিসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন উপ-কমিটির সদস্যরা। পুরো বিষয়টি মনিটরিং করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ উপ কমিটির সদস্যরা।

ব্রেকিংনিউজ/আরএইচ/ এমজি
(breakingnews)

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে  বরগুনায় ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বইছে প্রচণ্ড বাতাস। শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৩ টার বৃষ্টি শুরু হয়। এতে বরগুনার নদী পাড়ের মানুষ বেশ দুশ্চিন্তায় রয়েছেন।


বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পায়রা নদীর পাড়ের বাসিন্দারা জানান, ভোর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তারা সবাই আতঙ্কে রয়েছেন। সকাল হলেই পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় সাইক্লোন শেল্টারে গিয়ে আশ্রয় নেবেন। 

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। এতে অন্তত ২ লাখ মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবে।এছাড়াও ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে উঠতে দুই'শ ২৬ বান্ডিল ঢেউটিন, চার'শ ২৩ মেট্রিক টন খাদ্য শষ্য, নগদ ১৩ লাখ ৯৬ হাজার টাকা, দুই হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

ব্রেকিংনিউজ/এনকে
(breakingnews)

কামরুল হাসান : দেশের প্রযুক্তি খাতের সাংবাদিকতার বিকাশ, উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে পথচলা শুরু করেছে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। সোমবার রাত আটটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভ্যাল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন: গণমাধ্যমের সংকট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল যুগে আমরা পা দিয়ে ফেলেছি। এই ডিজিটাল যুগ অনিবার্য এবং এর রূপান্তরও অনিবার্য। ডিজিটাল রূপান্তর না ঠেকিয়ে এটিকে সামলাব কীভাবে তা বের করতে হবে।
আলোচনায় ‍মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। তিনি বলেন, গণমাধ্যমের বিজ্ঞাপনী ব্যয়ের কথা চিন্তা করে ডিজিটাল মার্কেটিংয়ের কথা ভাবতে হবে। প্রথাগত গণমাধ্যম থেকে ধীরে ধীরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কীভাবে বিজ্ঞাপনী ব্যয় কমানো যায়, তা আমাদের দেখতে হবে।
মোবাইল ফোন সেবাদাতাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ বলেন, ইউটিউব, গুগল, ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের টাকা তো বিদেশে চলে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এতে করে ডিজিটাল মার্কেটিংয়ের বিজ্ঞাপন দেশের বাইরে আর যাবে না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ টি আই এম নূরুল কবীর। স্বাগত বক্তব্য দেন টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খান।
(amadershomoy)

মঈন মোশাররফ : চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীদের ভোগান্তি এবং খরচ কমাতে নতুন এক ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ। সরকারি এই সাইটটি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম এবং বিডিজবসডটকম-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। নতুন এই সাইটটি বিদেশে চাকরিপ্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। ফলে এত কাল দালালরা যে অবৈধভাবে চাকরিপ্রার্থীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে বাড়তি অর্থ আদায় করতো, তা বন্ধ হবে বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা।

আইওএম-এর বাংলাদেশ কার্যালয়ের উপপ্রধান ডিমানশ শ্যারন এ বিষয়ে বলেন, অভিবাসীরা সাইটটিতে নিবন্ধন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবেন। ফলে নিয়োগদাতারাও সেরা কর্মীদের পাবেন। ওয়েবসাইটটি উভয়পক্ষের জন্যই লাভজনক হবে।
শ্রমিক অ্যাক্টিভিস্টরা জানান, প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন । বর্তমানে দেশটির ৭৫লাখ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছেন । শুধুমাত্র ২০১৭ সালে চাকরি নিয়ে বিদেশে গেছেন অন্তত ১০লাখের মতো বাংলাদেশি, যা সরকারি হিসাব অনুযায়ী এক বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে নির্মাণ এবং পরিচ্ছন্ন শ্রমিকের কাজ করছেন।
চাকরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা । গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার।
(amadershomoy)

সালেহ্ বিপ্লব : ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় আছেন মার্ক জাকারবার্গ। বিশ্বাসযোগ্যতা যতোটা হারিয়েছে ফেসবুক, তা ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে, নিজেই বুঝতে পারছেন। আর আস্থায় আসতে হলে বেশ কিছু কাজও করতে হবে, এমনটাই বললেন ওয়েব ডেভেলপারদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায়। জানালেন, সবার আগে প্রাইভেসিকে গুরুত্ব দিয়ে তিনি ফেসবুককে নতুন করে সুরক্ষিত করতে চান। বেশ কিছু ধারাবাহিক পরিবর্তন আসবে ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও। বিবিসি

মার্ক যে সব পরিবর্তন আনতে চাইছেন, সেগুলোর মধ্যে শুরুতেই থাকছে মেসেঞ্জারের নিরাপত্তা। ওয়ান টু ওয়ান মেসেজ এখন থেকে ফেসবুক কর্তৃপক্ষও দেখতে পারবে না, আর এই বার্তাবিনিময়কে সমন্বিত করা হবে হোয়াটসঅ্যাপের সাথে।
এরপর থাকছে ইন্সটাগ্রামের প্রাইভেসি। ইন্সটাগ্রামের কনটেন্টে যেসব লাইক পড়বে, তা একমাত্র আইডির মালিকই দেখতে পারবেন।‘ প্রাইভেট লাইক কাউন্টস’ নামক এই পদ্ধতিটির এখন ট্রায়াল চলছে।
এরপর আসছে মেসেজ বক্সে শেয়ার করা কনটেন্টের স্থায়ীত্ব কমানোর বিষয়টি। শেয়ার করা কোন কনটেন্ট স্থায়ীভাবে ইনবক্সে সংরক্ষিত না থাকার অপশন নিয়ে কাজ করছেন মার্ক জুকারবার্গ।
হোয়াটস অ্যাপে একটা সিকিউরড পেমেন্ট সার্ভিস চালুর পরিকল্পনা আগে থেকেই ছিলো, তার পরীক্ষামূলক ব্যবহার এরই মধ্যে ভারতে করা হচ্ছে। এ বছরের শেষদিকে অন্যান্য দেশেও এই সুবিধা দেয়া হবে বলে জাকারবার্গ জানান।
নীল রঙে বিশ্বজুড়ে বিখ্যাত ফেসবুক ওয়ালের ডিজাইন নতুন করে করা হচ্ছে। ইউজারদের নিউজ ফিডে কেন্দ্রীভূত করতে এই রিডিজাইনিং এরই মধ্যে আমেরিকায় শুরু হয়েছে, যা ধারাবাহিকভাবে সব দেশের জন্যেই করা হবে।
আর একটি উল্লেখযোগ্য পরিবর্তন যেটি আসতে যাচ্ছে, তা হলো, ইন্সটাগ্রামের আসতে হলে ছবি বা ভিডিও দিতে হবে, এই নিয়মটি থাকবে না। টেক্সট, স্টিকার বা ড্রইংস দিয়েই ইন্সটাগ্রামে সক্রিয় থাকা যাবে।
এমন আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেছেন মার্ক জাকারবার্গ। আসলেই অনেক কাজ করতে হবে ফেসবুককে, আর এসব করতে হবে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য। প্রাইভেসি নষ্ট হবে না, এই গ্যারান্টি দিতে পারাটাই জাকারবার্গের জন্য বড়ো চ্যালেঞ্জ।
(amadershomoy)

সাইদুল ইসলাম : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ আমাদের সময় ডটকমকে জানান, নেত্রী মুলত চোখের চিকিৎসার জন্য লন্ডনে আসছেন। বাংলাদেশে তাঁর চিকিৎসকরা তাকে দ্রুত লন্ডনের চিকিৎসকদের পরামর্শ দেবার প্রেক্ষিতেই তিনি লন্ডনে এসেছেন। এ সফরে তিনি প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীদেরও সময় দেবেন।
প্রধানমন্ত্রীর এ লন্ডন সফর ‘সরকারি সফর’ হিসেবে একটি নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করলেও দাফতরিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ওই সূত্রটি আরো জানায় লন্ডনে প্রধানমন্ত্রী দিন দশেক অবস্থান করতে পারেন।
এ সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার সঙ্গে রয়েছেন।
(amadershomoy)

মহিব আল হাসান : চলচ্চিত্রে সরকারি অনুদান দেওয়া নিয়ে গত ২৮ এপ্রিল অভিযোগ এনে তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠান চার হেবিওয়েট সদস্য বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনূর রশীদ, খ্যাতিমান নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ড. মতিন রহমান।। এরপর বিষয়টি গণমাধ্যমে আসলে তা নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বেশ আলোচনা হয়। এরপরই আজ ১ মে তথ্য মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা প্রদান করেন।

অনুদান পাওয়া চলচ্চিত্র, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্র দুটি নিয়ে অভিযোগ ওঠেছে। এ চলচ্চিত্র দুটি অনুদান প্রদান নিয়ে ১১ সদস্যের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
অনুদান পাওয়া নিয়ে  নিজের ছবির ব্যাপারে  আপত্তি প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী কবরী।
নিজের ছবির ব্যাপারে আপত্তি প্রসঙ্গে অভিনেত্রী কবরী অামাদের সময় ডট কমকে বলেন, ‘মন্ত্রণালয়ে অনুদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক। চলচ্চিত্র ভালো মানের হওয়ার কারণে আমার চলচ্চিত্রটি অনুদান পেয়েছে। বিগতে দেখে আসছি ভালো নির্মাতার ছবি অনুদান পেলেই একটা চক্র কোনও না কোনও ভাবে বিরুদ্ধে অবস্থান নেন।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে এমন লোকদের চিহ্নিত করে বাদ দেওয়া উচিত ছিলো। এই ধরণের কাজ যারা করেন তাদের পদত্যাগ করা উচিত ছিল। এখন পদত্যাগ করা না করা সমান কথা। সবকিছু সুন্দরভাবে শেষ হওয়ার পর পদত্যাগ করতে চাওয়ায় বোঝা যায় যে, তাদের উদ্দেশ্য অসৎ।’
(amadershomoy)

আক্তারুজ্জামান : বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মৌসুমীরা। গতকালের ওই ম্যাচে বাংলাদেশের ত্রানকর্তা ছিলেন এক পাহাড়ি কন্যা মণিকা চাকমা। একটি গোল নিজে করে এবং সতীর্থকে দিয়ে আরেকটি করিয়ে ম্যাচের নায়ক ছিলেন তিনিই। এরপর ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর দেখিয়েছেন অভিনব বদান্যতা। যা দেখে খুব সুন্দর একটি স্ট্যাটাস লিখেছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক কাজী আলিম উজ জামান।
মণিকা চাকমাকে নিয়ে তার লেখা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো আমাদের সময়.কম পাঠকদের জন্য।

মণিকা চাকমা একটি গোল করেছেন। ম্যাচসেরাও হয়েছেন। পেনাল্টি আর্কের ওপর থেকে দুর্দান্ত ভলিতে গোল করে গ্যালারির দর্শকদের আনন্দ ভাসিয়েছেন। দ্বিতীয়ার্ধে সতীর্থ মার্জিয়া আক্তারকে দিয়েও করিয়েছেন একটি গোল। প্রাইজমানি পেয়েছেন ৫০০ ডলার। টাকার হিসাবে ৪৩ হাজার টাকার মতো।
এই টাকাটা তাঁর একার। কিন্তু তিনি একা নেবেন না। কি বলেছেন জানেন? বলেছেন, সতীর্থরা যদি বল না দিত তাহলে তো গোল করতে পারতেন না। সবাই মিলে খেলেছেন বলেই তো শক্তিশালী মঙ্গোলিয়াকে হারাতে পেরেছেন। তাই টাকাটা টিমমেট সবাইকে কিছু কিছু দেবেন।
সকাল থেকে মনিকা চাকমার কথাটা ভাবছি। এ রকমও হয়? কখনও তো শুনিনি। কখনও শুনিনি সাকিব, মাশরাফি, মুশফিকরা ম্যান অব দ্য ম্যাচের টাকা সতীর্থদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেছেন। দিয়ে থাকলে ভালো। কিন্তু শুনিনি। জানি তুলনা করা ঠিক হবে না। অনেকে হয়তো খেপেও যাবেন। কিন্তু তুলনাটা আসা কি অন্যায়?
ন্যায়-অন্যায়ের প্রশ্ন পাশে সরিয়ে রেখে একটা কথাই বলা যায়, মণিকা চাকমা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। সত্যিকারের নেতার পরিচয় দিয়েছেন। আমরা সবাই যখন নিজের ভাবনায় ডুবে আছি, ঠিক তখন মণিকা দেখিয়েছেন, রাস্তার মোড়ে যখন কেউ কোনো বৃক্ষ রোপণ করে, আর সেই বৃক্ষটা যখন বড় হয়, তখন যিনি বৃক্ষটা রোপণ করেছিলেন তিনি একা নন, সবাই সেই ছায়ার নিচে দাঁড়িয়ে শ্রান্তি দূর করতে পারে।
একই সঙ্গে এটা মাথায় আসছে যে বাংলাদেশ নারী ফুটবল দলে আরও পাহাড়ি মেয়ে নেওয়া যায় কি না। কারণ এই মেয়েরা বেশি পরিশ্রমী ও অনমনীয় মানসিকতার হয়, বাঙ্গালী মেয়েদের চেয়ে। কথাটা এক ধরণের সরলীকরণ হলেও অসত্য কি?
কাজী আলিম-উজ-জামান এর ফেসবুক স্ট্যাটাস থেকে
(amadershomoy)

রাশিদ রিয়াজ : এবার বাংলা, ইংরেজি ও হিন্দিতে একটি পোস্টার প্রকাশ করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট। তাতে বলা হয়েছে, ‘বাংলা ও হিন্দি খিলাফার সৈনিকদের চুপ করিয়ে দিয়েছেন বলে যদি আপনারা মনে করেন তাহলে শুনুন, আমাদের কখনও চুপ করিয়ে দেওয়া যায় না। বদলা নেওয়ার তৃষ্ণা কখনও মোছার নয়।’ এধরনের বার্তা দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীটি এ বার ভারত ও বাংলাদেশে হামলার সরাসরি হুমকি দিল।
‘বাংলা’য় হামলার জন্য নয়া দায়িত্বপ্রাপ্ত আবু মুহম্মদ আল-বেঙ্গলি নামে একজনের নামও ঘোষণা করেছে এই সন্ত্রাসবাদী সংগঠন। ঢাকায় একটি সিনেমা হলের কাছে একটি ছোট বিস্ফোরণ ঘটানোর পরদিনই এই হুমকি দিল আইএস। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গুলিস্তান সিনেমা হলের সামনে ছোট একটি বিস্ফোরণ হয়। খুব বড় কোনও ক্ষয়ক্ষতি না-হলেও কয়েকজন পুলিশকর্মী তাতে আহত হন।

মঙ্গলবার ভোরে তাদের মুখপত্র অমাকে বিবৃতি দিয়ে ভারত ও বাংলাদেশকে হুমকি দিয়েছে এই সংগঠন। বাগদাদির ভাষণ-সহ এই হুমকি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। দিনকয়েক আগেই আরও একটি বাংলায় পোস্টারে এমনই ইঙ্গিত মিলেছিল। ইসলামিক স্টেটকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া একটি পোস্টার বাংলা হরফে লেখা হয়, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’। টাইমস অব ইন্ডিয়া
তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আইএসএর এধরনের হুমকি গত কয়েক বছর ধরে দিয়ে আসা হচ্ছে। এ প্রসঙ্গে ডয়চে ভেলে ২০১৬ সালের ১৫ এপ্রিল ‘বাংলাদেশে আইএস-র নতুন ফ্রন্ট! নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এধরনের আশঙ্কা নাকচ করে দিয়েছিলেন। এধরনের হামলার আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞরা উড়িয়ে দিয়েছিলেন। প্রতিবেদনটি পাঠক সমীপে পুনরায় দেয়া হল:
বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট!
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর মুখপত্র বলে পরিচিত ‘দাবিক’ ম্যাগাজিনে বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট খোলার কথা বলা হয়েছে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই৷
ভারত ও মিয়ানমারে আক্রমণ চালাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবিকের সর্বশেষ সংখ্যায় বলা হয়৷ এছাড়া দাবিক বলছে, বাংলাদেশে আইএস পরিচালনার দায়িত্বে আছেন আবু ইব্রাহিম৷ আবু জান্দাল নামে এক বাংলাদেশি আইএস সদস্য সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছেন বলেও জানিয়েছে ম্যাগাজিনটি৷
বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, বিদেশি নাগরিক আর ব্লগার খুনের ধারাবাহিকতায় দাবিক দাবি করছে, ‘‘বাংলাদেশের স্থানীয় জিহাদিরা আইএসের প্রতি আনুগত্য জানিয়েছে এবং তাদেরকে আইএসের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷”
‘আইএস বাংলাদেশ ও ভারতে বিস্তৃত হতে চায় এমন তথ্য আমাদের হাতে নেই’
দাবিক এর সর্বশেষ সংখ্যার শেষ কয়েক পাতায় শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামের এক ব্যক্তির সাক্ষাৎকার ছাপা হয়েছে৷ আবু ইব্রাহিম এখন বাংলাদেশে আইএস-এর তৎপরতা পরিচালনা করছেন৷ সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকারকে ভারতের প্রতি অনুগত উল্লেখ করে আবু ইব্রাহিম বলেন, ‘‘এই অঞ্চলের মুসলমানরা বিশেষত বার্মার মুসলমানরা বৌদ্ধ ধর্ম ও হিন্দুত্ববাদের ভয়াবহ নিপীড়নের শিকার৷”
তিনি জানান, আইএস বাংলাদেশে জিহাদি কার্যক্রম শক্তিশালী করার পর তাঁরা মিয়ানমারে তৎপরতা শুরু করবেন৷ আবু ইব্রাহিম বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের ব্যাপক পরিমাণে টার্গেট করা না গেলে সেখানে শরিয়া প্রতিষ্ঠা সম্ভব নয়৷”
হত্যা, আতঙ্ক আর ঘৃণায় আইএস
তাদের কাছে নারী যেন বাজারের পণ্য
অনেক সময় আটক নারী ও শিশুদের আইএস জঙ্গিরা যৌন দাস হিসেবে ব্যবহার করে৷ সম্প্রতি আইএস-এর কবল থেকে পালিয়ে আসা ৪০ জনেরও বেশি ইয়াজিদি নারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ নারী ও শিশুদের সঙ্গে আইএস-এর এমন আচরণে নিন্দা জানিয়েছেন সবাই৷
দাবিক-এ আবু জান্দাল আল বাঙালি নামের এক ব্যক্তির প্রোফাইল প্রকাশ করা হয়৷ তাতে বলা হয়েছে, ‘‘জান্দাল সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশার যুদ্ধে প্রাণ হারিয়েছেন৷ জান্দাল বাংলাদেশের রাজধানী ঢাকার এক সমৃদ্ধ পরিবারের সন্তান, তার সামরিক সংশ্লিষ্টতা ছিল৷ তিনি আইএসের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই শহীদী মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন৷ জান্দাল একজন একনিষ্ঠ জিহাদি ছিলেন এবং বাংলাদেশে জিহাদের পক্ষে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তিনি৷”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার বলেছেন, ‘‘বাংলাদেশে আইএস-এর কোনও অস্তিত্ব নেই৷ বাংলাদেশে আইএস-এর কোনও সাংগঠনিক ভিত্তি নেই৷ তবে তাদের অনুসারী কেউ থাকতে পারেন৷ এদেশে আইএস-এর কোনও আস্তানা হবেও না৷”
আইএস এর সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা দেশি-বিদেশি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
কোথা থেকে অর্থ পাচ্ছে আইএস?
বেআইনি তেল বিক্রি
বেআইনি ভাবে পেট্রোলিয়াম বিক্রি আইএস-এর আয়ের প্রধান উৎস৷ সিরিয়া ও ইরাকে বেশ কিছু বড় তৈলকূপ আপাতত তাদের দখলে৷ মূলত তুরস্কের মধ্য দিয়েই তারা চোরাচালানের কাজ চালিয়ে থাকে৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কালোবাজারে তেল বিক্রি করে আইএস-এর মাসে প্রায় ৪ কোটি ডলার আয় হয়৷
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আইএস-এর অস্তিত্ব অস্বীকার কললেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন আরেকটি তথ্য দিয়েছেন৷ তিনি বিদেশি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের কাছে প্রশিক্ষণ নেয়া অন্তত ৮ হাজার জঙ্গি বাংলাদেশে রয়েছে৷ তাদের তৎপরতার কারণে বাংলাদেশ ভয়াবহ সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে৷”
বিশেষজ্ঞ মত
এদিকে, বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘আইএস এখন তাদের মূল ভূখন্ডে বিপদে আছে৷ তাই তারা বিস্তৃত হতে চায়৷ তবে তারা বিস্তৃত হতে চায় পশ্চিমে, পশ্চিম ইউরোপে৷ দক্ষিণে বা বাংলাদেশ ও ভারতে তারা বিস্তৃত হতে চায় এমন কোনও প্রমাণ বা তথ্য এখনো আমাদের হাতে নেই৷ পশ্চিমে বিস্তৃত হলেই তাদের টার্গেটের জন্য সুবিধা৷”
তিনি বলেন, ‘‘বাংলাদেশে যেসব জঙ্গি গ্রুপ আছে তারা দেশজ৷ তাদের কিছু রাজনৈতিক দল আশ্রয়, প্রশ্রয় দেয়৷ তাদের মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম৷ বাংলাদেশি জঙ্গিদের যা কিছু আন্তর্জাতিক যোগাযোগ তা জামায়াতে ইসলামীর মাধ্যমেই৷”
আল কায়েদা থেকে তৈরি হওয়া সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন আইএস৷ সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে এবং বাশার আল আসাদের আমলে সিরিয়ায় সুন্নিদের হতাশা থেকেই জন্ম সংগঠনটির৷ আইএস-এর পতাকায় লেখা থাকে, ‘মুহাম্মদ (সা.) আল্লাহর নবী’ এবং ‘আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই৷’
(amadershomoy)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget