Latest Post

 পরশুরামে মাদকের বিরুদ্ধে নতুন ওসি'র জোরালো অভিযান, তৃতীয় দিনে গ্রেফতার ২
New OC's strong campaign against drugs in Parashuram, 2 arrested on the third day


পরশুরাম মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহন করেই অপরাধ নিরমুলে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব গ্রহনের তৃতীয় দিনে মোঃ সাইফুল ইসলাম(২৯) ও আবু বক্কর(৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার ২৪ মার্চ রাতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের জাফর আহমেদ'র ছেলে ও একই ইউনিয়নের মধ্যম ধনিকুন্ডা গ্রামের মৃত মীর আহমেদ'র ছেলে আবু বক্কর।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পুলিশ সূত্র জানান, থানায় দায়িত্ব গ্রহনের তৃতীয় দিন নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এস আই সৌরজিৎ বড়ুয়া'র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার চিথলিয়া ও মধ্যম ধনিকুন্ডা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 


পরশুরাম মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। 


ওসি সাইফুল ইসলাম অপরাধ নিরমুলে মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার জন্য পরশুরামবাসীর প্রতি আহ্বান  জানিয়েছন।


উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন’সহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক  আদালতে সোর্পদ করা হয়।



আরো পড়ুন:






 ফেনীর পরশুরামে শিশু তরিকুল হত্যা মামলায় চাচির যাবজ্জীবন

Aunty's life in the case of murder of child Tariqul in Feni's Parashuram



ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে ভাতিজা তরিকুল ইসলামকে (৩) হত্যা মামলায় চাচি আর্জিনা আক্তারকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার ২৪ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি আর্জিনা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বাড়ির পাশের জমি থেকে মাওলানা আবু বকরের ছেলে তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ নভেম্বর পরশুরাম মডেল থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ওই দিনই সন্দেহভাজন হিসেবে চাচি আরজিনা আক্তারকে আটক করা হয়। পরে ২৪ নভেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে এসআই রিজাউল জাব্বার ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আরজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।


আদালতের বেঞ্চ সহকারী মো. কামাল উদ্দিন জানান, আসামি আর্জিনা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দিয়েছেন।


আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ছাত্তার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।


পিপি হাফেজ আহাম্মদ জানান, আসামি আর্জিনা ২০১৯ সালে ২৩ নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন। রায় ঘোষণার পর তাকে পূণরায় কারাগারে পাঠানো হয়েছে।



আরো পড়ুন:






 পরশুরামে বিদেশি মদ সহ মাদক বিক্রেতা আটক
Drug dealer with foreign liquor arrested in Parashuram


ফেনীর পরশুরামে বিদেশি মদ সহ মাদক বিক্রেতা মোঃ সেলিম মিয়া(৪৬) কে আটক করেছে পরশুরাম থানা পুলিশ। ২৩ মার্চ মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়।


আটককৃত মোঃ সেলিম মিয়া উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম এর মৃত তাজুল ইসলাম এর ছেলে।


পুলিশ সূত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সৌরজিৎ বড়ুয়া ও এএসআই রেজাউল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মির্জানগর ইউনিয়নে মধুগ্রাম (চৌমুড়ী বাজার) আলম স্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা সেলিমকে মাদক সহ আটক করে। 

এ সময় পুলিশ ২ বোতল হুইস্কি, ৪ বোতল ভোদকা(মদ) এবং ১ বোতল স্কাফ সিরাফ উদ্ধার করে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পরশুরাম মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান এ সংক্রান্ত মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও  সেলিম একটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল বলে জানান তিনি। 


এ সময় ওসি সাইফুল ইসলাম মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার জন্য পরশুরামবাসীর প্রতি আহবান জানিয়েছন।


উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন’সহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক  আদালতে সোর্পদ করা হয়।



আরো পড়ুন:






 পরশুরাম মডেল থানার নতুন ওসি সাইফুল ইসলাম
Saiful Islam is the new OC of Parshuram Model Police Station


পরশুরাম মডেল থানার নবাগত ওসি হিসাবে মু. খালেদ দাইয়ানের স্বলাভিষিক্ত হলেন মো: সাইফুল ইসলাম। এর আগে তিনি ফেনীর সোনাগাজী থানার ওসি তদন্ত হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 


মো: সাইফুল ইসলাম ওসি হিসাবে পরশুরাম মডেল থানায় কর্মজীবন শুরু করেন।  মঙ্গলবার (২২ মার্চ) থেকে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তাঁর দেশের বাড়ী পাবনার জেলার ঈশ্বরদী উপজেলায় ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার দুই ছেলে সন্তান রয়েছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।



আরো পড়ুন:







 সোনাগাজী মডেল থানার নতুন ওসি খালেদ দাইয়ান
Khaled Dayan is the new OC of Sonagazi Model Police Station


সোনাগাজী মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন মু.খালেদ দাইয়ান। তিনি পরশুরাম মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়ীত্ব পালন করেছেন। এর আগে তিনি সোনাগাজী মডেল থানায় ওসি তদন্ত হিসেবে  দক্ষতার সাথে দায়ীত্ব পালন করেছিলেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পরশুরাম থানায় ওসি হিসেবে দায়ীত্ব পালনকালে তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। 


মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি সোনাগাজী মডেল থানার ওসি হিসেবে দায়ীত্ব গ্রহন করেন।

সোনাগাজী মডেল থানার সদ্য বিদায়ী ও জেলার আরেক শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন খালেদ।




সোনাগাজী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মু.খালেদ দাইয়ান বলেন, সোনাগাজীবাসীর সেবা প্রদানের লক্ষ্যে আজ সোনাগাজী থানায় যোগদান করলাম। সোনাগাজী থানার আইন শৃঙ্খলা রক্ষা করতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।


এ সময় তিনি সাবেক কর্মস্থল পরশুরামবাসীর উদ্দেশ্যে বলেন বদলি সূত্রে পরশুরাম মডেল থানা থেকে সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। খুব অল্প সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন থানায় দায়িত্ব গ্রহণের প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ব্যক্তিগতভাবে কাউকেই জানাতে পারিনি। পরশুরামবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব আমাকে ওসি হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দোয়া করার জন্য। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

তিনি আরো বলেন পরশুরাম মডেল থানায় আমার কর্মকালে সকল সফলতা প্রিয় পরশুরামবাসীর এবং সকল ব্যর্থতা আমার নিজের। আমার কর্মকালের সকল ভুল-ত্রুটি ও ব্যর্থতার জন্য ক্ষমা চাই। যেকোন প্রযোজনে আমার ব্যক্তিগত/সরকারি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।


উল্লেখ্য, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামকে পরশুরাম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনিও মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম থানায় যোগদানের কথা রয়েছে।



আরো পড়ুন:






 ফেনীর পরশুরাম ও সোনাগাজী থানার ওসির রদবদল
Reshuffle of OC of Feni's Parashuram and Sonagazi police stations


ফেনীর পরশুরাম মডেল থানা ও সোনাগাজী মডেল থানার দুই ওসিকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান করে এ দুই কর্মকর্তা।


 পরশুরাম মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মু. খালেদ দাইয়ানকে সোনাগাজী মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এদিকে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো: সাইফুল ইসলামকে পরশুরাম মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।


 ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম মডেল থানায় যোগদান করেন মোঃ সাইফুল ইসলাম এবং একেদিন  সোনাগাজী মডেল থানায় যোগদান করেন মু. খালেদ দাইয়ান।



আরো পড়ুন:







 পরশুরামে চলাচলের সরকারী রাস্তা বেড়া ও কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে
The government road in Parshuram have been closed with fences and cuts


ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উ্ত্তর পাশের ১০/১৫টি পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে মোঃ সিরাজ ভুইয়া এবং তার ভাই মোঃ হারুন ভুইয়া নামের দুজন। তারা পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে। এসময় তারা রাস্তায় বেড়ার পাশে কাটা দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করেন দীর্ঘ ৫০ বছর যাতায়াতের রাস্তা রবিবার বেড়া দিয়ে  বন্ধ করে দিয়েছে সিরাজ ও হারুন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গ্রামবাসী সোমবার সকালে সিরাজ ও হারুনকে রাস্তা থেকে বেড়া সড়াতে অনুরোধ করলেও তারা তা মানেননি। 

চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া ওই পরিবার লোকজন বর্তমানে গৃহবন্ধি অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মো শহিদ উল্যাহ, মমতাজ মিয়া, আবুল বশর, হাবিবুর রহমান প্রতিকার চেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রিয়াংকা দত্তর  কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মো শহিদ উল্যাহ অভিযোগ করেন তারা সহ স্কুলেরর উত্তর পাশের ১০/১৫ টি পরিবার এবং কি গ্রামবাসী ওই রাস্তা দিয়ে বিগত ৫০ বছর যাবৎ যাতায়াত করে আসছে। কিন্তু হঠাৎ সিরাজ ও হারুন রবিবার সকালে তাদের বাড়ীর বাউন্ডারীর বাইরে গিয়ে রাস্তার উপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় এবং কাটা দেয়। বিষয়টি তাৎক্ষনিক ভাবে পরশুরাম পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খোরশেদ আলমসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

পৌর সভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান  বিষয়টি তিনি শুনেছেন, ক্ষতিগ্রস্ত পরিবার ও  গ্রামবাসী তার কাছে অভিযোগ করেছেন সিরাজ ভুইয়া  বেআইনি ভাবে  রাস্তা বন্ধ করে দিয়েছেন।এতে ওই এলাকার লোকজন চলাচল করতে পারছেনা।

এই বিষয় বক্তব্য জানতে সোমবার ঘটনাস্থলে গেলে মোঃ সিরাজ কোন বক্তব্য দিবেনা বলে বাড়ীতে চলে যান।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



আরো পড়ুন:






 ৮ বছর পলাতক থেকে শেষ রক্ষা হলো না মোমেন দম্পতির
The Momen couple was not the last survivors of 8 year's fugitive


৮ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার ১৬ মামলার পলাতক আসামি মোমেন দম্পতি। ফেনীতে প্রতারণা মামলায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ফেনী শহরের এসএসকে রোডের একটি মার্কেটের সামনে থেকে রবিবার দুপুরে তাদের গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। পরে সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন- আবদুল মোমেন (৫৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)। মোমেন সোনাগাজী উপজেলার চরখোয়াজ গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলায় ছয় মাসের সাজা থেকে বাঁচতে গত আট বছর ধরে সস্ত্রীক পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আবদুল মোমেনের বিরুদ্ধে চেক জালিয়াতি, অর্থআত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্তরা থানা ও আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলায় ছয় মাস কারাদণ্ড ও অর্থদণ্ড এবং ১৬টি মামলা আদালতে বিচারাধীন। তার স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে একটি মামলায় সাজা রয়েছে।


ওসি আরও বলেন, ২০১৪ সালে আবদুল মোমেনের বিরুদ্ধে ছয় মাসের সাজা পরোয়ানা ঘোষণার পর থেকে তিনি ও তার স্ত্রী আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরের দিকে ফেনী শহরের এসি মার্কেটের সামনে থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget