Latest Post


আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে দুই ঘণ্টা পর মুক্ত করেছে পুলিশ।

এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজকের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের। এ নিয়ে গতকাল সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছিলো। পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে মহিলা পুলিশ কনস্টেবলসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতরে ভিসিকে অবরুদ্ধ করে রাখে। অবরোধের পর থেকে তারা আইসিটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে- সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিচার্জ চালায়। আইসিটি ভবনের ফটকের কাছে ঘেরাও করে শিক্ষার্থীদের পেটায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে রাবার বুলেট ছুড়ে। এতে শিক্ষার্থীরা আইসিটি ভবনের সামনে থেকে পিছু হটলে পুলিশি পাহারায় ভিসি ফরিদ উদ্দিন আহমদকে তার বাসভবনে পৌঁছে দেয়া হয়। এরপর থেকে ভিসি বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে- পুলিশের বেধড়ক লাঠিচার্জ, রাবার বুলেটের আঘাতে অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। 

রাবার বুলেটে আহত কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় এম্বুলেন্সে করে গুরুতর আহত এক মহিলা পুলিশ কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের পুলিশের ডিসি আজবাহার আলী শেখ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমদ, শিক্ষার্থী সজল কুণ্ডও আহত হন। 

ক্যাম্পাসে উপস্থিত থাকা ছাত্রলীগ কর্মীরা জানিয়েছে- পুলিশের লাঠিচার্জের সময় তাদের কয়েকজনও আহত হয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার শেখ সাংবাদিকদের জানিয়েছেন- শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও পাল্টা লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে- শিক্ষার্থীরা জানিয়েছেন- পুলিশ দিয়ে ছাত্র পিটিয়ে ভিসি তার বাস ভবনে গেছে। অতীতে কোনো ভিসি এ ধরনের ঘটনার জন্ম দেননি। ঘটনায় আহতদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি চার দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। শাবির দ্বিতীয় হল বলে পরিচিত বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হল। এই হলের প্রভোস্ট অধ্যাপক জাফরিন আহমদ করোনা আক্রান্ত হয়ে বাসায় রয়েছেন। 

গত বৃহস্পতিবার রাতে হল প্রভোস্টের পদত্যাগ, হলের ভেতরে নানা অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করা ও দ্রুততম সময়ের মধ্যে নতুন হল প্রভোস্ট নিয়োগ করাসহ তিন দফা দাবিতে কনকনে শীত উপেক্ষা করে বিক্ষোভ শুরু করে ওই হলের ছাত্রীরা। প্রথমে তারা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও ওই রাতে ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে। 

রাত আড়াইটার দিকে ভিসি বেরিয়ে এসে পরদিন গত শুক্রবার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা ভোররাতে হলে ফিরে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যস্ত ছাত্রীদের একাংশ গিয়ে ভিসির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছাত্রীরা তাৎক্ষণিক দাবি মেনে নেয়ার দাবি জানালেও ভিসি সময় চান। ফলে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত শুক্রবার দুপুর থেকে সিরাজুন্নেছা হলের শিক্ষার্থীরা ফের বিক্ষোভ শুরু করে। ওইদিন সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ছাত্রীরা হলে ফিরে যায়। 

কিন্তু আল্টিমেটামের মেয়াদ গত শনিবার সন্ধ্যা ৭টায় শেষ হলেও শিক্ষার্থীদের দাবি মানা হয়নি। এ কারণে গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে ফের বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের বেশকিছু ছাত্র এসে একাত্মতা প্রকাশ করেন। 

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি এম্বুলেন্স বাইরে বের হওয়াকে কেন্দ্র ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি; ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করেছে। কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তারও অভিযোগ করা হয়। এ ঘটনার পর তিন দফা দাবিকে চার দফায় রূপান্তরিত করে গত শনিবার রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করে। 

তাদের দাবির শেষ দফা হচ্ছে; আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি। রাত ১টার দিকে শিক্ষার্থীরা গতকাল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে হলে ফিরে। এদিকে- গতকাল সকাল হতেই বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের গোলচত্বরের প্রবেশমুখে অবস্থান করার কারণে ক্যাম্পাসের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারেনি কিংবা প্রবেশ করতে পারেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অর্ধেক বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়েছে। আর ছাত্রী বিক্ষোভের কারণে প্রায় অর্ধেক বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলশী কুমার দাস বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে এসে দাবি মেনে নেয়ার জন্য এক সপ্তাহের সময় চাইলে ছাত্রীরা সে দাবি মানেনি। 


দাবি মেনে না নিলে তারা আন্দোলনে থাকবে বলে ঘোষণা দেয়। তাদের এই ঘোষণার প্রেক্ষিতে ক্যাম্পাসে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল ৩টা পর্যন্ত ভিসি রেজিস্ট্রার ভবনে একাডেমিক বৈঠক করেন। বৈঠক শেষ করে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বেরিয়ে গেলে ছাত্রীরা তার পিছু নেয়। এ সময় ভিসি আইসিটি ভবনে ঢুকে পড়েন। ভিসির পিছু পিছু শিক্ষার্থীরা ওই ভবনের ভেতরে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। 

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা ফটকে তালাও ঝুলিয়ে দিয়েছে। শতাধিক ছাত্রী ভিসিকে ওই ভবনের ভেতরে রেখে বাইরে বিক্ষোভ করে। বিকাল পৌনে ৪টার দিকে কয়েকজন শিক্ষক গিয়ে আইসিটি ভবনের কলাপসেবল ফটক খুলতে চাইলে শিক্ষার্থীরা বাধা প্রদান করে। 

শিক্ষকরা ভেতরে ঢুকতে চাইলে তাদের ঢুকতে দেয়া হয়নি। সন্ধ্যা পর্যন্ত ভিসি ভবনের ভেতরেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন- যেহেতু হল প্রভোস্ট করোনা আক্রান্ত, সে কারণে আমরা ছাত্রীদের কাছ থেকে বিষয়টির সুরাহা করার জন্য এক সপ্তাহের সময় চেয়েছিলাম। 

কিন্তু শিক্ষার্থীরা সে দাবি মানেনি। তিনি বলেন- দাবি একটি প্রক্রিয়ার মধ্যে মেনে নিতে হয়। এই সময়ও দিচ্ছে না ছাত্রীরা। এদিকে- ভিসি অবরুদ্ধ হওয়ার পর ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা বিক্ষোভ স্থল, আইসিটি ভবনের সামনে অবস্থান নিয়েছে। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সামনেই বিক্ষোভ চলছিলো শিক্ষার্থীদের। সন্ধ্যায় শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে- ঘোষিত চার দফা দাবি মেনে নিলে তারা হলে ফিরবে। নতুবা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবে। যতই বাধা আসুক তারা আন্দোলনে থাকবে বলে জানায়। 


হুমায়ুন কবির শাওন। ২৫ বছর বয়সী এ যুবক ভোট দিতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভোট দেয়ার জন্য তিনি সকাল ১০টার সময় এসে একটি লাইনে দাঁড়ান। তারপর চলে যায় প্রায় আড়াই ঘণ্টা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে বের হওয়ার সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ। ভোট কেমন হয়েছে জিজ্ঞেস করতে অনেকটা রাগান্বিত সুরে বললেন, আড়াই ঘণ্টা ধরে ছোট একটা লাইনে দাঁড়িয়েছিলাম। আমার সামনে ছিলেন ৮০ জনের মতো ভোটার। তাদের ভোট শেষ হতে হতে এতটা সময় লেগে গেছে।

ভেতর থেকে যারাই আসছে সবার মাঝে রাগ রাগ ভাব। কেন এই রাগ জানতে চাইলে তিনি বলেন, সময় বেশি যাচ্ছে। অনেকের আঙ্গুলের ছাপ মেলেনি। তাদের পেছনে অনেক সময় নষ্ট হয়েছে। আবার কখনো ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে জীবনে প্রথমবার ভোট দিতে আসার অভিজ্ঞতা খুব সুখকর না। একই বিরক্তির কথা জানালেন রুহুল আমিন নামের আরেক মধ্য বয়সী ব্যক্তি। তিনি বলেন, আগেও অনেকবার ভোট দিয়েছি। কিন্তু কখনো এত সময় লাইনে দাঁড়াতে হয়নি। এবার ইভিএমে ভোট হওয়াতে সময় খুব বেশি যাচ্ছে। তবে এই কেন্দ্রের ভেতরে ভোটারদের মধ্যে বিরক্তি ভাব থাকলেও কেন্দ্রের বাইরে ছিল উত্তাপ। বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বিভিন্ন প্রতীকের নাম ধরে চিৎকার চেঁচামেচি করছিলেন। কেন্দ্রে আসা ভোটারদের প্রতীকসহ স্লিপ দিয়ে ভোট প্রয়োগের অনুরোধ করছিলেন।
একই ওয়ার্ডের মহিলাকেন্দ্র শিমরাইল দারুচ্ছুন্নাত ছালেহিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেল প্রায় একই অবস্থা। ২ হাজার ৪৭২ ভোটের এই কেন্দ্রটি অনেকটা ঘিঞ্জি পরিবেশের। এই কেন্দ্রের মোট ৬টি বুথে ভোটগ্রহণ করা হয়। নারী ভোটারদের চাপে ভোটগ্রহণকারীদের হিমশিম খেতে হয়েছে। তবে ভোটারের মধ্যে হতাশা ও ক্ষোভ ছিল চরমে। কারণ ঘিঞ্জি পরিবেশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে ভোটারদের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দাঁড়িয়ে থেকেও অনেকে ভোট দিতে পারছিলেন না। আঙ্গুলের ছাপ মেলেনি অনেকের আবার ইভিএম মেশিনে সমস্যা থাকায় সময় নষ্ট হয়েছে। কেন্দ্রটির ভেতরে যেমন লম্বা লাইন ছিল ঠিক তেমনি বাহিরেও ছিল লম্বা লাইন। বাহিরে দাঁড়িয়ে থাকা ভোটারদের নিয়ে রীতিমতো টানাটানি করছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনুসারীরা। প্রার্থীদের প্রতীকসহ স্লিপ নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন সমর্থকরা। প্রার্থীর সমর্থকদের টানাটানিতে অনেক ভোটার বিরক্তি প্রকাশ করছিলেন।
প্রিজাইডিং অফিসার মাসুদ মজুমদার মানবজমিনকে বলেন, আমাদের বয়স্ক ভোটাররা ইভিএমে অভ্যস্ত না। এজন্য ভোট দিতে সময় লাগছে। যদি অভ্যস্ত হয়ে যায় তবে আর এমন সমস্যা হবে না। আমরা ইভিএম মেশিন নিয়ে খুবই সতর্ক ছিলাম। আগের রাতেও মেশিন চালু করে দেখেছি ঠিক আছে কিনা। ভোটের দিন সকাল ৬টায় চালু করেছি। এ ছাড়া টেকনিশিয়ানরাও সার্বক্ষণিক প্রস্তুত ছিল।


চার নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রার্থীর সমর্থকদের আনাগোনায় পা ফেলার জায়গা ছিল না। ভোটাররা ভোট দিতে আসলেই সব প্রার্থীদের সমর্থকরা ভোটারদের আলাদা আলাদা ঘিরে ধরছেন। সব সমর্থকই তাদের প্রার্থীদের স্লিপ ভোটারদের নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কেন্দ্রের বাহিরের পুরো সড়কে ছিল সমর্থকদের দাপট। কেন্দ্রে প্রবেশের সময় স্কুলের গেটে আবার ভোটারদের ধরে ধরে অনুরোধ করা হয়। বাহিরের উত্তাপ পেরিয়ে ভেতরে যাওয়ার পর ভোটাররা নতুন সমস্যায় পড়েন। কারণ এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ও ঘিঞ্জি পরিবেশের। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৪৫৭টি। সেই তুলনায় ভোটাররা লাইন ধরে দাঁড়ানোর মতো স্থান পাচ্ছিলেন না। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষ পর্যন্ত যাওয়ার পর ভোটারদের বলা হয় ওই কক্ষে তাদের ভোট হবে না। যেতে হবে অন্য কক্ষে। সেখানে যাওয়ার পর আবার ভোটারদের পাঠানো হচ্ছে দ্বিতীয়তলায়। এভাবে এই কেন্দ্রে ভোটাররা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
ভোটাররা বলেন, এই কেন্দ্রে সিরিয়াল মেইনটেইন নিয়ে সমস্যা ছিল। আনসাররা ভুল লাইনে দাঁড় করিয়ে তাদেরকে এমন ভোগান্তিতে ফেলেছে। এ ছাড়া ইভিএম মেশিনে একজন ভোটারের পেছনে সময় নষ্ট হয়েছে ১৫ থেকে ২০ মিনিট করে। এসব সমস্যার কারণে ১১০ বছর বয়সী এক নারী নিজের ভোট দিতে পারেননি। রুহান নামের এক ভোটার বলেন, সকাল ৮টায় ভোট দিতে এসেছি। আনসারদের কথামতো লাইনে দেড় ঘণ্টা দাঁড়িয়ে একটি কক্ষে যাওয়ার পর দোতলায় পাঠানো হয়। সেখান থেকে আবার নিচে পাঠানো হয়। এভাবে প্রায় দুই ঘণ্টায় ভোট দিয়েছি। রেহেনা বেগম নামের ভোটার বলেন, সকালে এসেছি। সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিতে পারি নাই। এক লাইন থেকে আরেক লাইন। এক কক্ষ থেকে আরেক কক্ষে যেতে এত সময় গেল। করোনার মধ্য মানুষের ঠাসাঠাসিতে অস্বস্তি লাগছে।
সরজমিন এই কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রটিতে ভোটারের চাপে পা ফেলার অবস্থা নাই। পুরুষ ও নারী ভোটাররা গাদাগাদি করে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে ভোটগ্রহণ বিলম্বিত হওয়াতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। অনেকের মুখে মাস্ক ছিল না। প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম মানবজমিনকে বলেন, কেন্দ্রে ভোটার বেশি। ৩ হাজার ৪৫৭ ভোটের মধ্য পুরুষ ১ হাজার ৬৬৫ জন আর মহিলা ১ হাজার ৭৯২ জন। পুরুষের তুলনায় মহিলা বেশি। মোট ৯টি কক্ষে ভোটগ্রহণ নেয়া হয়। মেশিনে সমস্যা ছিল কিন্তু সমাধান করা হয়েছে। এতে করে ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়েছে।

১:৪৮ AM


ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী গত নভেম্বর মাসে বলিউড থেকে হলিউডে ঝড় বয়ে গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে। হঠাৎ করে ইনস্টাগ্রাম এবং টুইটারে তার সঙ্গে নাম থেকে স্বামী নিক জোনাসের পদবি সরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

সেই থেকে শুরু হয় জল্পনা। তবে প্রিয়াঙ্কার মা সেই গুজবে ইতি টানেন। পরে প্রিয়াঙ্কা নিকের ছবি তুলে তার ক্যাপশনে নিককে নিয়ে ভালোবাসার কথা লেখায় সবার মুখ বন্ধ হয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে প্রিয়াঙ্কা সেই প্রসঙ্গে মুখ খোলেন।

প্রিয়াঙ্কা জানান, তারকা হওয়ার বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাকে সেই সময়ে। সবসময় তার দিকে মানুষের চোখ। পদবি সরিয়ে দেওয়ার পরে তাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়, তা আসলে প্রিয়ঙ্কার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই মুহূর্তগুলিকে সামলাতে গিয়ে মাঝে মাঝে তিনি দুর্বল হয়ে পড়েন।



প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমি যদি কোনও ছবি পোস্ট করি, তাতে ছবির নেপথ্যে কী আছে, মানুষের চোখে সে সবই বেশি পড়ে। তার পরে শুরু হয় নানা রকমের জল্পনা। তুচ্ছ বিষয়কেও অনেক বড় করে দেখা হয়।’’

২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন নিক এবং প্রিয়ঙ্কা। তারপর থেকে প্রিয়াঙ্কা আমেরিকাতেই নিকের সঙ্গে সংসার পেতেছেন। কেবল হিন্দি ছবির শ্যুটিং থাকলে তিনি ভারতে পাড়ি জমান।


কয়েক বছরের বিরতির পরে ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে তাকে। তার সাথে থাকবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ।

১:৪০ AM


সালমান খান এর প্যানভেলের বাগান বাড়িটি প্রায়ই খবরের শিরোনামে আসে। লকডাউন কাটানো, জন্মদিন পালন কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগান বাড়ি সম্পর্কে ভক্তদের না জানার কোনো কারণ নেই। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাগান বাড়ির দাম জানা গেছে।

মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের বাগান বাড়িটি। ‘সিয়াসাট’-এর সূত্রে জানা গেছে, এই বাগান বাড়ির মূল্য ৮০ কোটি রুপিরও বেশি।
সালমানের বাগান বাড়ির পুরো এলাকায় মোট তিনটি বাংলো, একটি সুইমিং পুল, একটি জিম সহ আরও অনেক কিছু আছে। পাঁচটি ঘোড়া থাকে সেখানে। ঘোড়া নিয়ে দৌড়ে বেড়ানোর পর্যাপ্ত যায়গা আছে। ঘোড়ার যত্নের জন্য নিয়োগ করা হয়েছে একাধিক কর্মী।
প্রথম লকডাউনের অধিকাংশ সময় সালমান প্যানভেলের বাগান বাড়িতেই কাটিয়েছেন। তার অনেকগুলো জন্মদিনের আয়োজনও এখানেই হয়েছে। নিজের বাগান বাড়িতে সালমান প্রায়ই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান।

১:৩২ AM


বাংলার হাওর অঞ্চলের গানকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন কিংবদন্তি শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে। তবে এই বাউল সম্রাটের জীবদ্দশা থেকেই তার গান গেয়ে ও রিমেক করে দেশ-বিদেশে নাম-অর্থ কুড়িয়েছেন অসংখ্য সাধারণ ও অসাধারণ মানুষ। সেই ধারাবাহিকতা চলছে এখনও।

বিপরীতে করিম পরিবার এখনও পড়ে আছে হাওর অঞ্চলের নিভৃতে। গত ১৩ বছর ধরেই তার একমাত্র ছেলে বাউল শাহ নূর জালাল এ নিয়ে করছেন হাহাকার। অবশেষে শাহ আবদুল করিমের লেখা-সুর করা ৪৭২টি গানের একটা বিহিত হলো। জানা গেছে, বাংলাদেশ কপিরাইট বোর্ডে গানগুলোর মালিকানা ও কপিরাইট ইস্যুর বিষয়টি সংরক্ষিত হলো সম্প্রতি।

কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর আগ্রহ আর সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ জু ও সারোয়ার শুভর উদ্যোগে এই জটিল কাজটি সম্পন্ন হলো বলে জানান শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল।

এই উদ্যোগের সঙ্গে জড়িত জুয়েল মোর্শেদ বাংলা ট্রিবিউনকে জানান, শাহ আবদুল করিমের লেখা-সুর করা গানের সংখ্যা প্রায় সাত শ। তবে সবগুলো গানের সঠিক পাণ্ডুলিপি বা ট্র্যাক সংগ্রহ করা সম্ভব হয়নি। সে জন্যই ৪৭২টি গান আপাতত সংরক্ষিত করা হলো। বাকি গানগুলো অনুসন্ধানের কাজ চলছে।

অন্য উদ্যোক্তা সারোয়ার শুভ বলেন, ‘এর মধ্য দিয়ে শাহ আবদুল করিমের সৃষ্টিগুলো প্রচার ও প্রকাশের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরবে বলে আমাদের বিশ্বাস। কারণ, এরমধ্যে কপিরাইট অফিসের মাধ্যমে গানগুলোর সঠিক সংরক্ষণ ও রয়্যালটি সংগ্রহের বিষয়ে কাজ শুরু হয়েছে। আগে যারা উনার গান প্রকাশ করেছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

জুয়েল মোর্শেদ যোগ করেন, ‘উনার গানগুলো গাইতে বা প্রকাশে কিন্তু কোনও বাধা নেই। যে কেউ গানগুলো গাইতে পারেন। তবে বাণিজ্যিকভাবে কিছু করতে হলে কপিরাইট বোর্ডের অনুমতি লাগবে।’

‘বন্দে মায়া লাগাইছে’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘তুমি মানুষ আমিও মানুষ’, ‘প্রাণে সহে না দুঃখ বলবো কারে’, ‘কোন মেস্তোরি নাও বানাইছে’, ‘ওরে ভব সাগরের নাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার শাহ আবদুল করিম সিলেট অঞ্চলের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক কৃষক পরিবারে জন্ম নেন। করিমের শৈশব-কৈশোর-যৌবন কাটে চরম দারিদ্র্যের মধ্যে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুর পর উজানধল গ্রামের নিজ বাড়িতে স্ত্রী সরলা খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

মাত্র আট দিন নাইটস্কুলে লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন আব্দুল করিম। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও, তিনি ছিলেন স্ব শিক্ষিত। জীবদ্দশায় কালনী নদীর তীরে বসে তিনি রচনা করেছেন অসংখ্য বাউল গান। ভাটিবাংলার অপার সৌন্দর্য তিনি ধারণ করেছিলেন তার হৃদয় সত্তায়। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তাকে তিলেতিলে পীড়ন করতো। তার গানে গ্রামবাংলার জীবনচিত্র ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। গানে গানে তিনি হয়ে উঠেছিলেন মানুষের আত্মার আত্মীয়, অকৃত্রিম দেশপ্রেমিক ও গণ মানুষের শিল্পী।

১:২৭ AM


নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের কলমে উঠে আসছে ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তিনি রচনা করেছেন ‘জিন্দাবাহার’ নামে দীর্ঘ একটি ধারাবাহিক নাটক। প্রযোজনা ও নির্দেশনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। আজ থেকে প্রচার শুরু হচ্ছে তারকাবহুল ৫২ পর্বের এই ধারাবাহিকটি। সপ্তাহে প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এ নাটক। ধারাবাহিকটিতে একসঙ্গে দেখা মিলবে জনপ্রিয় সব তারকাদের। অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, রোজী সিদ্দিকী, মুনিরা বেগম মেমী, নাজনীন   চুমকি, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনী, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, ইউসুফ রাসেল, শাকিলসহ আরও অনেকে। নাটকটির রচয়িতা মামুনুর রশীদ বলেন, ঢাকা শহরটা খুব অভাগিনী।

কয়েকবার রাজধানী পরিবর্তিত হয়েছে। ঢাকার দুঃখ-দুর্দশা নিয়ে গবেষণা হলেও সেভাবে কোনো ফিকশন নির্মিত হয়নি। এক সময় জিনজিরা প্রাসাদও ঝলমলে ছিল। পরবর্তীকালে পরিত্যক্ত হয়ে যায়। রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে ঢাকাও এক সময় পরিত্যক্ত হয়ে পড়ে। তখন ঢাকার অবস্থা কেমন ছিল? এসবেরই প্রতিচ্ছবি আছে ‘জিন্দাবাহার’ নাটকে। জিন্দা মানে জীবিত আর বাহার হলো বসন্ত। আসলে ঢাকা একটা জীবিত বসন্তের জায়গা। নির্মাতা ফজলে আজিম জুয়েল জানান, ২০০ বা ৩০০ বছর আগের ইতিহাস নিয়ে বাংলা নাটক কিংবা টেলিভিশন চ্যানেলে সেভাবে কাজ হয়নি। সে সময়ের ঢাকা আমাদের কাছে অনেকটাই অজানা। দীর্ঘ এই ধারাবাহিকের মধ্যদিয়ে এ সময়ের দর্শকরা অষ্টাদশ শতাব্দীর ঢাকাকে জানতে পারবেন।

১:১৬ AM


গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করে অনেক কিছুই বদলে ফেলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পোশাকে এনেছেন পরিবর্তন, এরপর গত ডিসেম্বরে সৌদি আরবে গিয়ে স্বামীর সঙ্গে পালন করে এসেছেন উমরাহ হজ। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে যোগ করে নিলেন স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী।

এতদিন নায়িকার ফেসবুক পেজটি ছিল মাহিয়া মাহি নামে। শনিবার থেকে সেটি হয়ে গেছে মাহিয়া সরকার মাহি। অর্থাৎ, আগের নামে সার্চ দিলে এখন থেকে আর তাকে পাওয়া যাবে না। লিখতে হবে মাহিয়া মাহি সরকার। শনিবার নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে তোলা তিনটি ছবিও পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

কিন্তু ছবির ক্যাপশনে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লেখার কারণ কী? এ প্রসঙ্গে মাহি বলেন, তিনি নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবীটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও জানান অভিনেত্রী।

গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেন নায়িকা। গত বছরের জুন মাসে তাদের ডিভোর্স হয়। তারও আগে ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন নামে একজনকে বিয়ে করেন মাহি।

২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে নায়িকার বিয়ের বিষয়টি আলোচনায় আসে। শাওন-মাহির একাধিক ছবিও ফাঁস হয়। সে সময় মাহি সাইবার ক্রাইমে মামলা করেন। যদিও মামলার প্রতিবেদনে শাওনের সঙ্গে তার বিয়ের প্রমাণ পাওয়া যায়। ফলে আদালতের মাধ্যমে পরে সেই মামলা ঢিশমিশ হয়ে যায়।

১:০৭ AM


দক্ষিণের সুপারস্টার রাম চরণের পরিবার ভারতের হায়দরাবাদের ধনীদের মধ্যে অন্যতম। অভিনয়ের বাইরে এই নায়ক নিজেও একজন সফল ব্যবসায়ী।

রাম চরণ তেলুগু সিনেমার অন্যতম নায়ক চিরঞ্জীবির পুত্র। বাবার পথ অনুসরণ করে ২০০৭ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই নায়ক। তার জনপ্রিয়তা এতোটাই যে, মাত্র ৩৬ বছর বয়সেই বাবাকেও ছাপিয়ে গেছেন।

অভিনয়ের বাইরে রাম চরণের একাধিক আয়ের উৎস রয়েছে। তিনি একজন সফল উদ্যোক্তা। একটি বিমান সংস্থায় অংশীদার রয়েছে তার। এই অভিনেতার একটি পোলো ক্লাবও রয়েছে।  

জানা যায়, হায়দরাবাদের টার্বো মেঘা এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি বিমান সংস্থার চেয়ারম্যান রাম চরণ। একটি টেলিভিশন চ্যানেলের বোর্ড অব ডিরেক্টরের সদস্যও ‘মাগাধীরা’-র এই নায়ক। হায়দরাবাদ পোলো ক্লাবের মালিকও তিনি, আবার নিজের একটি দলও রয়েছে।

মুম্বাইয়ে একটি অভিজাত পেন্টহাউসের মালিক এই তেলুগু ছবির সুপারস্টার। ইউরোপীয় ধাঁচের এই পেন্টহাউসটিকে দেখলে হলিউডের সিনেমার বিলাসবহুল সেট ভেবেও ভুল হতে পারে। এছাড়াও হায়দরাবাদের জুবিলি হিলসে ৩০ কোটিরও বেশি মূল্যের একটি বাড়ি রয়েছে রাম চরণের। ২৫ হাজার বর্গফুটের বাড়িটিতে সুইমিং পুল, জিম, টেনিস কোর্টসহ রয়েছে আধুনিক সকল সুবিধা।

সখের দুটি ঘোড়াও রয়েছে রাম চরণের। তার গ্যারাজে রয়েছে একাধিক দামি গাড়ি। এরমধ্যে রয়েছে অ্যাস্টন মার্টিন বা রোলস রয়েস ফ্যান্টম থেকে মার্সিডিজের জিএল ৩৫০ মডেলসহ আরও বেশ কিছু গাড়ি।  

সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক ছাড়াও একাধিক ব্যবসা থেকে মোটা অংকের টাকা আয় করেন না রাম চরণ। এভাবেই তিনি বর্তমানে ১,৩০০ কোটি টাকার মালিক।  

এদিকে নতুন সিনেমায় অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাম চরণ। কিয়ারা আদবানীর সঙ্গে শঙ্করের পরিচালনায় ‘আরসি ১৫’ এবং গৌতম তিন্নানুরির পরিচালনায় দিশা পাটানির সঙ্গে নতুন সিনেমায় এই পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি।  

১:০৩ AM


কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আর বিতর্ক যেন একে অন্যের পরিপূরক। আর সেই বিতর্কের আগুনে মাঝেমধ্যে ঘি ঢেলে দেন নায়িকা নিজেও। তিন বিয়ে, নতুন প্রেমের চর্চা, রাজনৈতিক ক্যারিয়ার সব নিয়ে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। কিন্তু কোনও বিতর্ক নিয়েই মাথা ঘামাতে রাজি নন এই নায়িকা।

তবে রবিবাসরীয় (১৬ জানুয়ারি) সকালে ভক্তদের চমকে দিলেন শ্রাবন্তী। এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় ভক্ত মনের।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’। তবে মাঘের সকালে শ্রাবন্তীর এই স্নানের ছবি দেখে অবাক ভক্তরা!


কেউ কেউ ছবির মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, ‘একটু ফেনাটা সরাও না’।

প্রকাশিত ছবিতে দেখা যায়—বাথটাবে শুয়ে আছেন শ্রাবন্তী। ফেনায় ঢেকে আছে তার পুরো শরীর। তার দৃষ্টিতে ভর করেছে মায়া। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’। মাঘের সকালে শ্রাবন্তীর স্নানের এই ছবি উষ্ণতা ছড়াচ্ছে। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

কয়েক দিন আগে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। মূল অনুষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত কিছু প্রশ্নের জবাব দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।


প্রতিবেশীর নামে মামলা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে মামলায় দায়ের করেছেন ভাইজান।

সামাজিকমাধ্যমে সালমানের নামে মানহানিকর বক্তব্য দিয়েছেন কেতন। আর এতেই তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ এই অভিনেতা।  

কেতনের বিরুদ্ধে সালমানের আইনজীবীর অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে এবং সামাজিকমাধ্যমে অভিনেতাকে নিয়ে নানা অবমাননাকর কথা বলেছেন। সালমানের মানহানি করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  ।  

সালমানের পানভেলের ফার্ম হাউজের কাছের একটি জমির মালিক কেতন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার নামে মানহানিকর কথা বলেন তিনি। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এই বলিউড অভিনেতার আইনজীবী।  

অন্যদিকে কেতনের আইনজীবীদের সময় দিয়ে মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।


সত্তরটি দেশের সোয়া দুইশ চলচ্চিত্র প্রদর্শনী লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হলো নয় দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবের প্রতিপাদ্য 'বেটার ফিল্ম,  বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি'।

লেবানন ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ও মারিয়া ইভানোভা জেড পরিচালিত ‘দ্যা অ্যাংগার’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ উৎসব শুরু হয়।

২৩ জানুয়ারি পর্যন্ত উৎসবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ও ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগের অধীনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি এবং প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনেও চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

এছাড়া চলচ্চিত্র উৎসবে ১৬-১৭ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে “অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স ২০২২” এবং ১৬-১৯ জানুয়ারি ২০২২ অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তনে ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুবই মর্যাদাপূর্ণ একটি উৎসব।  এটি ইতিবাচক ও সুস্থধারার জাতীয় চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখছে। এটি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের বৈশ্বিক শৈল্পিক ধারার সঙ্গে সংযোগ তৈরি করে দিচ্ছে।

"আমার দৃঢ় বিশ্বাস, এই বার্ষিক উৎসব তরুণ মননে বৈচিত্র্যতা গ্রহণ, বিশ্বায়ন ও উদারবাদনীতিতে তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।

আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে বাংলা চলচ্চিত্রের প্রদর্শনীর এই উৎসব আয়োজন করার জন্য রেইনবো ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান হলো চলচ্চিত্র। চলচ্চিত্রের মধ্য দিয়ে একটি জাতি তার ঐতিহ্যকে প্রকাশ করতে পারে। চলচ্চিত্র কতটা প্রভাবশালী সেটা আমরা দেখেছি, সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজনৈতিক হাতিয়ার হিসেবে চলচ্চিত্রকে বেছে নিয়েছিলেন এবং তারা অত্যন্ত সফলও হয়েছিল।

“আজকে বাংলাদেশের তরুণ সমাজ নিজের দেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরছেন এবং বহির্বিশ্বের সুউপাদানগুলো সংযোজন করে আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন। এ ধরনের কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই।”

উদ্বোধনী অনুষ্ঠানের উৎসবের পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী এবং উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালও বক্তব্য দেন।


গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করতে ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩ হাজার ৪৪৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ।

এর আগের দিনও (শুক্রবার) করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জনে।


দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৭ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪.৩৫ শতাংশে। 

এর আগে গতকাল শুক্রবার করোনায় ছয়জনের মৃত্যু হয়। শনাক্ত হয় চার হাজার ৩৭৮ জন। শনাক্তের হার ছিল ১৪.৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে চারজন। বরিশালে এক ও সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।


প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগর নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবের আমেজে।

রোববার সকাল ৮টায় এ সিটির ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। তবে মাঘের শীতের মধ্যে ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে জড়ো হতে দেখা গেছে নির্দিষ্ট সময়ের আগেই।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের কিউ দীর্ঘ হয়েছে কেন্দ্রের বাইরে। উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারকেও দেখা গেছে ভোট দেওয়ার অপেক্ষায়।

সকালে নগীরর ১৩ নম্বর ওয়ার্ডের নারায়ণগঞ্জ  ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র, ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগের শিশুবাগ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আদর্শ বালক বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভোগের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় এমন চিত্র।

দেওভোগের শিশুবাগ বিদ্যালয় আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কেন্দ্র। সকালে এখানেই তিনি ভোট দেবেন গত দশ বছর মেয়রের দায়িত্বে থাকা আইভী।

এখানে পাঁচটি নারী ও পাঁচটি পুরুষদের বুথ রয়েছে। তিনতলা এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে ভোটকেন্দ্র।

ভোট শুরুর আগেই ভোটাররা লাইন ধরে দাঁড়ান। সকাল ৮টায় এখানে ভোটগ্রহণ শুরু করেন ভোটকর্মীরা।

এ ভোটকেন্দ্রের বাইরে কোনো দোকানপাট খোলা নেই। সেখানে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে ভোটাররা অটোকিশা ও রিকশায় করে আসতে পারছেন।

অনেক বয়স্ক ভোটারকেও দেখা গেছে ভোটের লাইনে। কেন্দ্রের বাইরের পরিবেশ ছিল উৎসবমুখর।

সকাল সাড়ে ৮টায় দেওভোগের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রতিটি বুথের সামনেই ভোটারদের লাইন দেখা যায়।

এই কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু মডেল বুথ স্থাপন করা হয়েছে। সেখানেও ভোটাররা ভোট দিচ্ছেন। সকালেই এখানে একটি ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের পরিদর্শন করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকালে ৮টার দিকে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম ছিল। প্রতিটি বুথের সামনে ৮-১০ জনের লাইন দেখা যায় ওই সময়।

সোয়া ৮টার দিকে এ কেন্দ্রে ভোট দেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বিএনপির নেতা তৈমুর দলের পদ ছেড়ে হাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

১৩ নম্বর ওয়ার্ডের চাষাড়ার ঈদগাহ মাঠের পাশের আদর্শ স্কুল কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশ। সকালের কুয়াশা কেটে যাওয়ার পর রোদেলা আবহাওয়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বেড়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ জামান বলেন, “এ পযন্ত ভোটের পরিস্থিতি ভালো। ভোটও শান্তিপূর্ণ হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে।”

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে হচ্ছে। হাতে ভোটার স্লিপ ও জাতীয় পরিচয়পত্র রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে ভোটারদের। মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

১৩ নম্বর ওয়ার্ডের সরকারি মহিলা কলেজ কেন্দ্রেও পুরুষদের তুলনায় নারী ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেল। সকালে কেন্দ্রটি পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, একটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে তার এজেন্ট উপস্থিত রয়েছে। ভোটের পরিবেশ তখন পর্যন্ত তিনি ‘শান্ত ও ভালো’ বলে তিনি মন্তব্য করেন। পরে তিনি সরকারি তোলারাম কলেজ পরিদর্শনে যান।

মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ সিটির তৃতীয় এই নির্বাচনে।

বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-আমিন বেলা সাড়ে ৯টার দিকে বলেন, “আমাদের সমন্বিত তিনটি টিম নির্বাচনী এলাকায় টহলে রয়েছেন। কোথাও কোনো ধরনের গোলযোগ, ত্রুটি পরিলক্ষিত হয়নি। ইভিএমে ভোটও স্মুদলি হচ্ছে। সকালের তুলনায় ভোটার উপস্থিতিও বেড়েছে।”

তিনি বলেন, “ইভিএমে ভোট দিতে বিলম্ব বা ইভিএম নষ্ট হয়েছে এমন অভিযোগও আসেনি নিয়ন্ত্রণ কক্ষে। কয়েকজন কাউন্সিলর প্রার্থী ফোন করে ইভিএমের বিষয়ে কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলে তা সমাধান করা হয়েছে। আশা করি, কোথাও কোনো অসুবিধা হবে না; কেন্দ্রে কেন্দ্রে সাপোর্ট স্টাফও রয়েছে।”


করোনার নতুন ধরন ওমিক্রনে কাবু বিশ্ববাসী। গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৫৬২ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯৮ জনের।

এর আগে গতকাল শনিবার আগের করোনার ইতিহাসে সব রেকর্ড ভেঙে বিশ্বে এক দিনে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ৭৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৩৭৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৩০ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৯ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ১৪৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭২৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ১২০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৮৯৯ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ২৫৫ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৮৬৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। আটক ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।

স্থানীয় সূত্র জানায়, আটক যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট কেন্দ্রের ভিতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটক যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।


আমার বাচ্চারা এক একটি আস্ত রাক্ষস। বিশেষ করে এই তৈমুরটা’। নিজের দুই সন্তানের ব্যাপারে প্রকাশ্যে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ইন্সটাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কারিনা আরও বলেন ‘তবে আজ তাদের দেখিয়ে দেব সত্যিকারে দৈত্যটা ঠিক কে।’

সম্প্রতি, মুক্তি পেয়েছে জনপ্রিয় কার্টুন ফ্র্যাঞ্চাইজি ‘হোটেল ট্রানসিলভিনিয়া’ এর চার নম্বর ছবি ‘হোটেল ট্রানসিলভিনিয়া: ট্রান্সফর্মেনিয়া’। ইতিমধ্যেই অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত এই হরর-কমেডি দেখতে ব্যস্ত ভক্তরা।

এবার এই তালিকায় যোগ হল কারিনার নামটাও। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে হোটেল ট্রানসিলভিনিয়া: ট্রান্সফর্মেনিয়া নামের মজার ‘ভুতুড়ে’ ফিল্টার ব্যবহার করে একটি ভিডিও আপলোড দিয়েছেন তিনি। সেখানে দেখা যায়- এই ফিল্টারের কারিকুরিতে ভয়ংকর দেখতে সবুকরঙা রাক্ষসীতে পরিণত হয়েছেন বলি-সুন্দরী।

আর প্রিয় অভিনেত্রীর এহেন ভিডিও দেখে স্বাভাবিকভাবেই সাড়া পড়েছে নেটপাড়ায়। পাশাপাশি নিজের দুই ছেলের ব্যাপারে কারিনার মজাদার মন্তব্য শুনে মজাও পেয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। দ্রুত ভাইরাল হতে শুরু করে বলি-অভিনেত্রীর এই ‘ভুতুড়ে’ ভিডিওটি।

এরপর ভিডিওতে কারিনা আরও ফাঁস করেন যে, এই সপ্তাহ শেষেই তার বাড়ি রাক্ষস খোক্কসে একেবারে ভরে যাবে। নিজের দুই সন্তানের সঙ্গে বসে হইচই করে তিনি ওই ছবি দেখবেন।

তার মতো গোটা খান পরিবারেরই যে এই ‘হোটেল ট্রানসিলভিনিয়া’ ছবির সিরিজটি দারুণ পছন্দের জানা গেল সে কথাও। সঙ্গে নিজেদের অনুসারীদের অনুরোধ করলেন, এই মজার ‘ভুতুড়ে’ ফিল্টার ব্যবহার করে নিজেদের ভুতুড়ে অবতারটা অন্তত একবার হলেও দেখে নিতে।


সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মডেল ও কারডেশিয়ান পরিবারের সদস্য, নামী ব্যবসায়ী কাইলি জেনার ইন্সটাগ্রামে এখন সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া নারী। বৃহস্পতিবার তার অ্যাকাউন্টের তথ্য থেকে দেখা যায় যে, বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৩০ কোটি ১০ লাখ।

২৪ বছর বয়সী এই রিয়ালিটি শো’র তারকা, পপ-তারকা আরিয়ানা গ্রন্দকে ছাড়িয়ে গেছেন। এর আগে আরিয়ানা ছিলেন ইন্সটাগ্রামে সবচেয়ে জনপ্রিয় নারী, যার অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ারের সংখ্যা ২৮ কোটি ৯০ লাখ।

তবে ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে এখনো শীর্ষে আছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার অ্যাকাউন্টে বর্তমান ফলোয়ারের সংখ্যা ৩৯ কোটি। আরেক ফুটবল তারকা লিওনেল মেসি, ৩০ কোটি ফলোয়ার নিয়ে কাইলি জেনারের ঠিক পরের স্থানে রয়েছেন।

কাইলি জেনার তার বিখ্যত বোন কিম, কোর্টনি এবং ক্লোই কারডেশিয়ান এর সাথে, ‘কিপিং আপ উইথ দ্যা কারডেশিয়ানস’ রিয়ালিটি শো’তে অংশগ্রহণ করে, ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

পরবর্তীতে তিনি ‘কাইলি কসমেটিকস’ নামে তার মেকআপ কোম্পানি শুরু করে ব্যবসায়িক জগতেও সাফল্য পেয়েছেন।

কাইলি জেনার ছাড়াও তার বোন কিম কারডেশিয়ান, কেন্ডল জেনার এবং ক্লোই কারডেশিয়ানও ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় অ্যাকাউন্টগুলোর তালিকায় রয়েছেন। সেই তালিকায় ২৭ কোটি ৯০ লাখ ফলোয়ার নিয়ে কিম ৮ম স্থানে, ২১ কোটি ৩০ লাখ ফলোয়ার নিয়ে কেন্ডল ১১তম স্থানে এবং ২১ কোটি ২০ লাখ ফলোয়ার নিয়ে ক্লোই ১২তম স্থানে রয়েছেন। এছাড়াও ইন্সটাগ্রামে সবচেয়ে জনপ্রিয় নারীদের মধ্যে রয়েছেন সেলেনা গোমেজ, বিয়ন্সে এবং টেলর সুইফট।


সূত্র : ভয়েস অফ আমেরিকা


নানারকম বিতর্ক, সমালোচনা ও নিন্দাকে থোড়াই কেয়ার করে এখন পেখম মেলে নাচছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান! কখনও তার অঙ্গে উঠছে ময়ূরের পালকে তৈরি কাঁচুলি, কাছা দেওয়া খাটো পোশাক। কখনও শরীর জুড়ে রানি রঙা কাঁচুলি-ঘাঘরার হিল্লোল। আবার কখনও খোলা চুলে মোহময়ী রূপে নায়িকা আগের মতোই উষ্ণ!

আগুনঝরা লাস্যে সেই নুসরাত জাহানকে এবার দেখা যাবে বাংলাদেশের একটি আইটেম গানে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তার ছোট্ট ঝলক। বাংলাদেশের টিএম প্রযোজনা সংস্থার আইটেম গান ‘নাচ ময়ূরী নাচ’-এ কোমর দুলিয়েছেন নুসরাত। এই খবর নিশ্চিত করেছেন ওপার বাংলার জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

টিএম প্রযোজনা সংস্থা এর আগে সানি লিওনকে নিয়ে তৈরি করেছিল এ রকমই একটি মিউজিক ভিডিও, ‘দুষ্টু পোলাপান’। একই সংস্থা সম্প্রতি বাংলাদেশি নায়ক নিরব হোসেন ও ওপার বাংলার সাংসদ-নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়েও একটি মিউজিক ভিডিও তৈরি করেছে। এবার তাদের নজরে মিমিরই ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহকর্মী নুসরাত জাহান।

এই নায়িকার ‘নাচ ময়ূরী নাচ’ ভিডিওটি পরিচালনা করছেন বাবা যাদব। যিনি এর আগেও নুসরাতের সঙ্গে একাধিক ছবির গানে কাজ করেছেন নৃত্য পরিচালক হিসেবে। নির্মাতার দাবি, ‘নুসরাত আগের চেয়ে এখন বেশি আত্মবিশ্বাসী। একই সঙ্গে নমনীয়, কমনীয়ও! সাত মাসের ছেলেকে বাসায় রেখে কাজ করে বেড়াচ্ছেন। যদিও ফোনে সবসময় খবরাখবর নেন।’

বাবা যাদব আরও বলেন, ‘খুব কম সময়ে মেদ ঝরিয়ে আগের মতোই ছিপছিপে ও সুন্দরী নুসরাত। না দেখলে বিশ্বাস করা কঠিন!’ আপাতত এই ছিপছিপে সুন্দরীকে আইটেম গানে দেখার অপেক্ষায় দুই বাংলার দর্শক।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget