পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, সরকারের সদিচ্ছার অভাবে পার্বত্য চুক্তি স্বাক্ষরের প্রায় দুই যুগেও পূর্ণ বাস্তবায়ন হতে পারেনি। সবার আশা ছিল পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধান হবে। এখন উল্টো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা চুক্তির আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ১০টায় মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সন্তু লারমা এ বক্তব্য দেন বলে হিল উইমেন্স ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শহরের কল্যাণপুর এলাকায় উদ্যোগ রিসোর্স সেন্টারে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এম এন লারমার স্মরণসভায় আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। আরও উপস্থিত ছিলেন পার্বত্য মহিলা সমিতি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিতা চাকমা, এম এন লারমা মেমোরিয়াল
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইন্টুমনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা শাখার সহসাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সভাপতি সোনারিতা চাকমা।
একটি মন্তব্য পোস্ট করুন