Latest Post

 


বুধবার বিকাল থেকে আসতে পারে বাংলাদেশে টানা বৃষ্টিপাতের প্রকোপ


গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় অনেক স্থানে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ওপরে বাতাসের চাপ বেশি ছিল। এই কারণে বৃষ্টিপাত বেশি হয়েছে। তবে বুধবার বিকেলের পর থেকে সেটা আসবে বলে তাদের ধারণা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার বিকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় বৃষ্টিপাতের মাত্রা হতে পারে ৪৪-৮৮ মিলিমিটার থেকে শুরু করে আরও বেশি।

এই সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটাকে ভারী বৃষ্টি বলা হয়।

বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি তৈরি হয়েছিল, সেটি সরে এখন ভারতের দক্ষিণ মধ্য প্রদেশ এলাকায় রয়েছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।


ফলে আশেপাশের এলাকায় এই লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ থেকে দূরে থাকলেও সেটার প্রভাবেই এখানেও বৃষ্টিপাত হচ্ছে।

খেয়ালি আবহাওয়া

গত মাসের শেষে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি বছরের বর্ষাকালে অর্থাৎ জুলাই ও অগাস্টে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে এই দুমাসের মধ্যে অন্তত পনের দিন দেশের কোন না কোন জায়গায় দাবদাহের মতো পরিস্থিতি দেখা গেছে, যা অনেকটাই নজিরবিহীন।

এ অবস্থার কারণে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। তাই দিনের পাশাপাশি রাতেও যথেষ্ট গরম অনুভূত হয়েছে।

কিন্তু হঠাৎ করে আবহাওয়ার এমন আচরণের জন্য মৌসুমি বায়ুর খেয়ালি আচরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

তবে শরৎ ঋতুতে এসে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টির ঘনঘটা দেখা যেতে শুরু করে। বঙ্গোপসাগরে তৈরি হওয়ার একটি নিম্নচাপের কারণে বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হয়। সেই নিম্নচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে মেঘ পুঞ্জিভূত হতে পারছে না। গরম বাতাসের ধাক্কায় মেঘে যে পানি থাকে তা বৃষ্টি হয়ে নামার আগেই বাষ্প হয়ে যাচ্ছে।

এদিকে, তীব্র গরমের কারণে বাতাসের স্বাভাবিক গতি প্রবাহে পরিবর্তন এসেছে। এর প্রভাবে ফসলের আবাদ কমে যাচ্ছে যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে সেইসাথে নতুন ধরণের রোগবালাই দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


ঝিনাইগাতী কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণের উদ্বোধন 


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালঘোষা নদীর বাকাকুড়ায় গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে  এ সেতুর  শুভ উদ্বোধন করেন,শেরপুর ৩ (ঝিনাইগাতী - শ্রীবরদী) আসনের   

সংসদ সদস্য আলহাজ এ.কে.এম ফজলুল হক চাঁন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া,আওয়ামী লীগ নেতা  মিজানুর রহমান মিলন,  আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


 ৭৫ মিটার পিএসসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে  ৬ কোটি ৪০ লাখ ২ শত ৩ টাকা । আগামী ২০২৪ সালের ৩জানুয়ারী  নির্মাণ কাজ শেষ হবে। এতে  ওই এলাকাবাসীর  দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।


আরো পড়ুন:

  1. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  7. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  8. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  9. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো অতীতের রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছে।


আবার বাড়লো সোনার দাম

আগামীকাল রোববার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এতো দাম হয়নি।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো অপরিবর্তিত আসেনি।


আজকে এক ভরি সোনার দাম কত?

আজকের সোনার দাম।সোনার দাম কত আজ।আজকে সোনার দাম কত।আজ এক ভরি সোনার দাম কত।এক ভরি সোনার দাম কত আজ।আজ 1 ভরি সোনার দাম কত?এক ভরি সোনার দাম।আজ এক ভরি সোনার দাম।এক আনা সোনার দাম কত আজ?আজকের সোনার দাম কত?এখন এক ভরি সোনার দাম কত?আজ এক ভরি সোনার দাম কত টাকা?কত আনায় এক ভরি।1 ভরি সোনার দাম কত আজ?এখন এক ভরি সোনার দাম।এক আনা সোনার দাম কত আজকে?১ ভরি সোনার দাম/এক ভরি সোনার গহনার দাম কত।আজকে ১ ভরি সোনার দাম


বাড়লো সোনার দাম

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (১২ সেপ্টেম্বর) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


অতীতের রেকর্ড ভেঙে ফের বাড়লো স্বর্ণের দাম

সব অতীতের রেকর্ড ভেঙে ফের বাড়লো স্বর্ণের দামzথেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা করা হয়েছে। এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ওঠে সর্বোচ্চ ৮৪ হাজার ৩৩১ টাকা। অর্থাৎ অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে এখন সর্বোচ্চ দামে স্বর্ণ।


আবারও বাড়লো স্বর্ণের দাম

এর আগে গত ২২ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৯৩৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ২২০ টাকা করা হয়।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ১৬৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৭ হাজার ৩৮৭ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ২১৯ টাকা করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে করা হয় ৫২ হাজার ৭২১ টাকা।

এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৫ ডলার বা ৩ শতাংশ বেরেছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরও বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পর গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে দশমিক ৬০ শতাংশ বা ১০ দশমিক ৪৯ ডলার


আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


১০ দফা দাবি না মানলে পুরো ঢাকা শহর অচল করে দিবো আমরাঃ জবি শিক্ষার্থীরা


৪৮ ঘন্টার আল্টিমেটাম, আমাদের ১০ দফা দাবি না মানলে পুরো ঢাকা শহরকে অচল করে দিবো আমরা এমনটা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।


(রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন ও ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিনের গ্রেফতারসহ দশ দফা দাবির পরিপেক্ষিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। 


শিক্ষার্থীরা বলেন, পুরো পুরান ঢাকাতে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে । বাতাসে অনেক কথা শুনতে পাচ্ছি  কিন্তু আমরা কিছু বলছি না, শুধু বলছি দ্বিতীয় ক্যাম্পাসে দ্রুত হল চাই। শাহিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 


সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীকে এ ক্যাম্পাসের কাজ দেয়া হোক তাহলে নতুন এ ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে পারবো আমরা। আমরা দ্রুত সেখানে একটি থানা চাই। সেই সঙ্গে আমরা বলে দিতে চাই দ্বিতীয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত যাওয়া - আসা করবে তার জন্য দুই গাড়ি পুলিশের প্রয়োজন নেই। 


মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইভান তাহসীব বলেন,  'আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে নয় এটা আমাদের মৌলিক আন্দোলন।' শিক্ষার্থীরা একবার মাঠে নেমে গেলে কোনো আন্দোলন কখনো বিপল হয়নি এবং হবেও না কোনোদিন।


এ শিক্ষার্থী আরও বলেন, আন্দোলন ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনদিনও কোন কিছু হয়নি এবং হবেও না। সুতরাং আমাদের আন্দোলন করতে হবে এছাড়াও কোনো বিকল্প নেই। 


নাট্যকলা বিভাগের ১২ তম ব্যাচের সুমাইয়া সুমা বলেন, আমাদের এ ১০ দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে প্রশাসন আবারো ২০১৬ সালের মতো আরেকটা হল আন্দোলন দেখবে। আমরা কেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হয়ে অবহেলিত হবো বারবার। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পারেনা কোনো আন্দোলন-সংগ্রাম ছাড়া শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করতে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের কাতারে চলে আসুন, এখনো সময় আছে নতুবা সময় শেষ হলে শিক্ষার্থীদের হুঙ্কার দেখবেন কিন্তু তখন থামানো যাবে না। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস মাফিয়াদের 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কোনো মাফিয়াদের জায়গা হতে দিবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী। ২০১৮ সাল থেকে আজ চার বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কাজের অগ্রগতি দেখেনি আমরা। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে একটি ফুটবল টুর্নামেটের আয়োজন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে কোনো খাওয়ার পানি কিংবা বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করেনি। 


সাইদ আরও বলেন, আমরা আগামী বুধবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি না হলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  দুর্বার আন্দোলন গড়ে তুলবে। 


মানববন্ধনে বোটানি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী রাকিব বলেন, 'কোথাকার কোন পাতি নেতা কি বলছে, না বলছে আমরা সেটা ভাবছি না'। আমরা ভাবছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন চুপ করে বসে আছে এতদিনে। আমাদের প্রশাসন হয়তো তাদের মৌন সম্মতি দিচ্ছি নতুবা লুতুপুতু করছে একটা পক্ষের সাথে।


 রাকিব আরও বলেন, ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত অনেকগুলো আন্দোলন হয়েছে এ ক্যাম্পাসে কিন্তু  একটা আন্দোলনের মধ্যেও প্রশাসন কিছুই করতে পারেনি। এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা ভেজা বিড়াল তাদের হাইস্কুলে পাঠানো উচিত। তাদের কোনো যোগ্যতা নেই এখানে থাকার। আমাদের মাঠ চলে গেছে, হল চলে গেছে, এখন নতুন ক্যাম্পাসে একইভাবে যাত্রা শুরু করেছে।


এদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ''জবিয়ান একপ্রাণ ভূমিদস্যুরা সাবধান'', ''এসো ভাই, এসো বোন গড়ে তুলি আন্দোলন'',''ভূমি দস্যুদের বিরুদ্ধে ডাইরেক একশন'',''শাহিনের দুই গালে জুতা মারো তালে তালে'',''শাহিনের চামড়া তুলে নেব আমরা''বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।


মানববন্ধনের অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এসময় বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শাঁখারি বাজার মোড় দিয়ে পুরো ভিক্টোরিয়ান পার্ক ঘুরে ক্যাম্পাসের প্রধান ফটকে আসে। এসময় কিছুক্ষণের জন্য শিক্ষার্থীরা সদরঘাটগামী রাস্তা বন্ধ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। এরপর পুনরায় ক্যাম্পাসের শান্ত চত্বরের পাদদেশে মানববন্ধনও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম আল্টিমেটাম অর্থাৎ আগামী বুধবারের মধ্যে তাদের ১০ দফা দাবি না মানলে পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার ঘোষণা দেয়। 


উল্লেখ্য শিক্ষার্থীদের ১০ দফা দাবিঃ

১.অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুততম সময়ে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।

২.সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ দেওয়া

৩.কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদকে গ্রেফতার করতে হবে। 

৪. নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা,

৫. প্রথমে হলগুলোর কাজ সম্পন্ন করা

৬. লেকের টেন্ডারের সুষ্ঠু তদন্ত করতে হবে। 

৭.ভূমি জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা। 

৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল

৯. দ্রুত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা

১০.বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করা।

আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


রাজশাহীতে পদ্মায় দুই নৌকাডুবি, নিখোঁজ ৪


রাজশাহীর পদ্মা নদীতে আজ রোববার সকালে তিন ঘণ্টার ব্যবধানে দুটি নৌকা ডুবে গেছে। এতে প্রথম নৌকার তিন কৃষক নিখোঁজ রয়েছেন বলে তাঁদের স্বজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। দ্বিতীয় নৌকার তিন যাত্রীর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সকালে রাজশাহী নগরের তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।



ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। তখন অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।


স্থানীয় লোকজন বলেন, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এখনো নিখোঁজ আছেন নগরের পদ্মার ধারের মিজানের মোড় এলাকার সাদেক আলী (৬৫), একই এলাকার মো. নজু (৬০) ও ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী (৫০) নামের তিন কৃষক।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সকাল আটটা আট মিনিটে তারা খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে চলে এসেছেন। সাদেক, নজু ও নবী ছাড়া অন্যরা সাঁতরে তীরে উঠেছেন। আর দ্বিতীয় নৌকাটি তিন যাত্রী নিয়ে সকাল নয়টার দিকে ডুবে যায়। তখন তাঁদের কর্মীরা ওই যাত্রীদের জীবিত উদ্ধার করেন। এখনো উদ্ধার তৎপরতা চলছে।


প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীরা স্রোতের টানে রাজশাহী থেকে চারঘাটের দিকে ভেসে যেতে পারেন। এ জন্য বিজিবির একটি ও ফায়ার সার্ভিসের একটি দলকে চারঘাটে পাঠানো হয়েছে।


আরো পড়ুন:



 


জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে দাবি একরামুল করিম চৌধুরীর।


আগের চেয়ে আমার জনপ্রিয়তা অনেক বেড়েছে এমন দাবি করেছেন নোয়াখালী ৪ (সদর-সূবর্নচর) আসনের সংসদ একরামুল করিম চৌধুরী।

শনিবার(১০ই সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি বিএনপির নেতাদের নানা কটূক্তির প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন একরামুল করিম চৌধুরী। সমাবেশে তিনি তিনি একথা বলেন। 

তিনি অভিযোগ করেন একটি শ্রেণি মনে করেছে, আমাকে পদ থেকে সরালে আমার রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু আগে আমার যা জনপ্রিয়তা ছিল, এখন তা আরও অনেক বেড়ে গেছে। আমি যত দিন ধরে রাজনীতি করছি, কর্মী-নেতাদের রক্তের বিনিময়ে ভালোবাসা দিয়েছি


তিনি বলেন গত তিন বছর রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। তবে কারা তাঁকে রাজনীতি করার সুযোগ দেননি, সেটি বলেননি জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক

একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার নেত্রীর বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁদের কাউকে আমি ছাড় দেব না। আমার নেত্রীকে আর আমার কর্মীকে গালাগালি করা একই কথা। দু-একজন কয়, কে কোথায় গালি দিয়েছে। আমি বলি, বাংলাদেশের যে প্রান্ত থেকেই নেত্রীকে গালি দেওয়া হোক, এক কথা। আমার নেত্রীকে কটূক্তি করা আমি কোনোভাবে বরদাশত করব না।


সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে সদর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন থেকে লোক এনে জড়ো করা হয়। তাঁদের আসা-যাওয়ার জন্য ভাড়া করা হয় ৩৫০টি বাস।


শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্পিকার প্রয়াত আবদুল মালেক উকিলের ছেলে ও বিটিভির সাবেক উপমহাপরিচালক বাহার উদ্দিন খেলন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।


আরো পড়ুন:



Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget