রাজশাহীতে পদ্মায় দুই নৌকাডুবি, নিখোঁজ ৪
রাজশাহীর পদ্মা নদীতে আজ রোববার সকালে তিন ঘণ্টার ব্যবধানে দুটি নৌকা ডুবে গেছে। এতে প্রথম নৌকার তিন কৃষক নিখোঁজ রয়েছেন বলে তাঁদের স্বজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। দ্বিতীয় নৌকার তিন যাত্রীর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সকালে রাজশাহী নগরের তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। তখন অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় লোকজন বলেন, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এখনো নিখোঁজ আছেন নগরের পদ্মার ধারের মিজানের মোড় এলাকার সাদেক আলী (৬৫), একই এলাকার মো. নজু (৬০) ও ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী (৫০) নামের তিন কৃষক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সকাল আটটা আট মিনিটে তারা খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে চলে এসেছেন। সাদেক, নজু ও নবী ছাড়া অন্যরা সাঁতরে তীরে উঠেছেন। আর দ্বিতীয় নৌকাটি তিন যাত্রী নিয়ে সকাল নয়টার দিকে ডুবে যায়। তখন তাঁদের কর্মীরা ওই যাত্রীদের জীবিত উদ্ধার করেন। এখনো উদ্ধার তৎপরতা চলছে।
প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীরা স্রোতের টানে রাজশাহী থেকে চারঘাটের দিকে ভেসে যেতে পারেন। এ জন্য বিজিবির একটি ও ফায়ার সার্ভিসের একটি দলকে চারঘাটে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
- সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন