Latest Post

সবাই নৌকায় উঠতে চায়, বেশী উঠলে নৌকা ডুবার সম্ভাবনা আছে- তথ্যমন্ত্রী 
Everybody Wants To Get On A Boat, There Is A Possibility Of Sinking Boat If It Gets Too High - Information Minister


তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে ঠিকিয়ে রেখেছে। অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনো মূল নেতৃত্বকে ছেড়ে যাননি।


মঙ্গলবার (২৯মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়। আওয়ামী লীগ একটি গণসংগঠন কোন বদ্ধ জলাশয় নয়। আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারিনা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি আরও বলেন, যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চান তাদের দরকার নাই। যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারেযুক্ত তাদেরকে আমাদের দলে প্রয়োজন নাই।


রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, শামসুদ্দোহা সিকদার আরজু, নিলুফা আকতার, আয়ুব রানা,  মোর্শেদ তালুকদার, নাছির উদ্দিন রিয়াজ, মো. রাসু প্রমুখ।


এদিকে সন্ধ্যার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ বেতারের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

এতে ড. হাছান মাহমুদ বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সমগ্র পৃথিবীর জন্য একটি অনন্য উদাহারণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, নারী উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিহীত। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের উন্নয়ন ব্যতিরেকে মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, রাষ্ট্রের সম্ভব হয়। রাষ্ট্রের উন্নতি অগ্রগতি প্রগতি সম্ভব নয়।


তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নারী ও শিশু উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। গত ১৩ বছরে নারীর যেভাবে ক্ষমতায়ন হয়েছে, মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার যেভাবে কমেছে বাংলাদেশে এটি সমস্ত উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহারণ। আমাদের দেশে শিশু মৃত্যুর হার এবং প্রসুতি মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয়ে অনেক কম।


ড. হাছান বলেন, সমস্ত মানব উন্নয়ন সূচকে আমরা ভারত পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছি। এটির অন্যতম প্রধান কারন হচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সরকার নারী ও শিশু উন্নয়নের উপর অনেক গুরুত্বারোপ করেছে বিধায় এটি সম্ভব হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বহিরাঙ্গন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সচিব মো. আনছার আলী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও ইফতেখার ইউনুস প্রমুখ।



আরো পড়ুন:






দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ফেনীতে বিএনপির প্রতীকী অনশন 
BNP's symbolic hunger strike in Feni to protest rising commodity prices

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। বুধবার ৩০ মার্চ সকালে ফেনী জেলা বিএনপি কার্যলয়ে প্রতীকী অনশন শুরু হয়ে দুপুর পযন্ত চলে এই কর্মসুচি। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎসজীবি দলের আহবায়ক জহির চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ এস এম কায়সার এলিন, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম,সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, রশিদ আহমদ মজুমদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইউম সহ জেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃন্দ।



আরো পড়ুন:




ফেনীর পরশুরামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  
Two children drowned after taking a bath in a pond at Parashuram in Feni


ফেনীর পরশুরামে পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ বেলা তিনটার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে। 


পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো উত্তর চন্দনা গ্রামের মানিক চৌধুরীর বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক ফয়েজ আহম্মেদের ছেলে ফরহাদ হোসেন (৭) ও একই বাড়ির দুবাই প্রবাসী মো: শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (৭)।

তারা সম্পর্কে দু'জন চাচাতো ভাই। দুজনেই স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই শিশু ফরহাদ ও সাব্বির দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। পুকুরের ঘাটের পাশেই একটি গর্ত ছিল। গোসলের একপর্যায়ে তারা ওই গর্তে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে দুজনকে পানিতে ভেসে থাকতে দেখেন বাড়ির লোকজন। 

এ সময় তাঁরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে স্হানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। 


পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। লাশের সুরতহাল তৈরি করে।  ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা করছে দুই পরিবার।



আরো পড়ুন:




ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ
In Thakurgaon, rice card holders are accused of changing their names at the rate of Tk 10 per kg


ঠাকুরগাঁওয়ে  হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।


বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভুক্তভোগীরা চেয়ারম্যান রোমান বাদশার বিরুদ্ধে এমনি অভিযোগ করেন। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলা আখানগর ইউনিয়নে প্রায় ৩শ অসহায় মানুষের ১০ টাকা কেজি চালের কার্ড পরিবর্তন করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেন ভুক্তভোগীরা।  এসব চাল বিতরণ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় ভুক্তভোগীরা।  এসময় তাদের ন্যায্য অধিকার পেতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এতো ঘন্টাব্যাপী বন্ধ হয়ে যায় চাল বিতরণ কার্যক্রম।


জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরে চাল এক হাজার ৭৫ জনের মাঝে অসহায় মানুষের মাঝে কার্ড দেয়া হয়। এরমধ্যে প্রায় ৩শ অসহায়দের কার্ড বাতিল করেন চেয়ারম্যান বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ভুক্তভোগীদের অভিযোগ চেয়ারম্যান তাদের কার্ড নিয়ে আর ফেরত না দিয়ে তাদের নামের পরিবর্তে নিজের খুশি মতো স্বচ্ছল মানুষদের নামে কার্ড করে দিয়েছে। যদিও চেয়ারম্যান অভিযোগের কথা অস্বীকার করে বলেন, যারা অসহায় শুধু তাদের মাঝেই বিতরণ করা হচ্ছে এই চাল।


ভুক্তোভোগী দিনমজুর  মানিক বলেন, আমি অসহায় মানুষ। দিনে আনে দিনে খাই। চেয়ারম্যান কিছুদিন আগে আমার কার্ড নিয়েছে বলে কি বলে প্রয়োজন। এখন আর কার্ড দেয়না। আমি একজন দিনমজুর হয়ে যদি সরকারের এই সুযোগ না পাই তাহলে কারা পাবে???


আরেক ভুক্তভোগী আইযুব আলী  বলেন, আমরা অসহায়,গরীব কিন্তু আমাদের সাথে এমন অন্যায় কেন হলো?. আমি মিলে কাজজ করি।  চেয়ারম্যানকে বলি আমার কার্ড বাতিল কেন করলেন তিনি বলে তুমি পাবেনা। আমার মতো দিনমজুর পাবেনা কিন্তু স্বচ্ছল মানুষেরা পাইছে। চেয়ারম্যান তার নিজের খুশি মতো কার্ড দিছে।


তবে অভিযুক্ত আখানগর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রোমান বাদশা বলেন, আমাদের ইউনিয়নে সকল অসহায় মানুষেরাই এই কার্ড পেয়েছে। কার্ড পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা পরিষদে  মিটিং হয়েছে যারা দীর্ঘদিন এই কার্ডের সুবিধা নিয়েছে তাদের নাম পরিবর্তনের। সেই সিদ্ধান্ত মতে আমরা কিছু কার্ড  পরিবর্তন করেছি। তবে উপজেলা পরিষদের এই সিদ্ধান্তের কোন লিখিত নেই বলেও জানান তিনি। 


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো.সামসুজ্জামান বলেন, যারা আগে থেকে এই কার্ডের সুবিধে নিচ্ছে তারাই নিবে। কার্ড পরিবর্তন করা হবে এই ধরনের কোন সিদ্ধন্ত নেয়া হয়নি। তবে আখানগরের বিষয়ে এমন অভিযোগ শুনেছি,  খোঁজ খবর নিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আরো পড়ুন:




রাণীশংকৈলে সাংবাদিক বিপ্লবের মায়ের ইন্তেকাল
The mother of the journalist revolution died in Ranishankail

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিপ্লব হোসেনের মা সুরাইয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন )।


মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার পাটগাঁও  এলাকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ভোররাতে তিনি মারা যান।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৩ টায় গাংগুয়া মুগদুম মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক বিপ্লবের মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা।


এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,  ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পীরগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা পরিবার সহ রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সাংসদ ইয়াছিন আলী, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ বিএনপি' নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও  বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং শোক সন্তুষ্ট পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।



আরো পড়ুন:




সোনাগাজীতে ভ্রাম্যমান আদলতের অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় 
A fine of Tk 270,000 was levied on a mobile court in Sonagazi


ফেনীতে ফসলি কৃষি জমির উর্বর মাটি ইটভাটায় ব্যবহার ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে প্রগতি ব্রিক ফিল্ড ইটভাটাকে ২ লাখ টাকা মতিগন্জ ব্রিক ফিল্ড কতৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার বিকেলে জেলার সোনাগাজীর উপজেলার মতিগন্জ ইউনিয়নের সরাজপুর এলাকার প্রগতি ব্রিকস এন্ড বিল্ডার্স ও মতিগন্জ ব্রিক ফিল্ড এ অভিযান চালিয়েছেন বন ও পরিবেশ আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এসময় ব্রিক ফিল্ড পরিচালনা করার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রগতি ব্রিক ফিল্ড এর ম্যানেজার সাইফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা এবং অবৈধ ভাবে মাটি সংরক্ষণ করায় মতিগন্জ ব্রিকফিল্ড ম্যানেজার আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসময় উপজেলার সফরপুর এলাকায় যত্রতত্র মরা মুরগী, পচাঁ ডিমসহ পোল্ট্রি বৈজ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে ভাই ভাই পোল্ট্রি খামার ও অজিবা পোল্ট্রি কতৃপক্ষকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ সহ আদায় করা হয়।


এসময় অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরে উপ পরিচালক সাইদুর রহমান পরিবেশ অধিদপ্তরের ফেনীর পরিদর্শক ফায়জুল কবিরসহ সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল।


ফেনীর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফায়জুল কবির জানান, পরিবেশের ভারসাম্য নস্ট করে অনেকে অপরাধ করছেন। তাই পরিবেশ সংরক্ষণে এই উদ্যোগ। ফেনীর একাধিক ব্রিকফিল্ড মালিক আবাসিক এলাকা,স্কুলের পাশে ইটভাটা নির্মাণ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না নিয়ে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছেন।এজন্য দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।পর্যায় ক্রমে এমন অভিযান চলবে জানান তিনি।



আরো পড়ুন:




কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত পাঠের অনুষ্ঠান
Bhagavata recitation program at Basuntia Mahasmashan in Keshabpur


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া মহাশ্মশানে মঙ্গলবার সকাল থেকে তিনটা পর্যন্ত ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসাবে ধর্মজ্ঞান বিতরণ করেন, অনন্ত লীলা দাস ব্রহ্মচারী, দ্বিতীয় বক্তা সুশান্ত কুমার পাল ও তৃতীয় বক্তা ছিলেন সুমন রায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, শ্মশানে এই প্রথম অনুষ্ঠান। শ্মশান উন্নয়নে বিদ্যুতের আবেদন করেও অদ্যবধি বিদ্যুৎ পাইনাই। আমরা সরকারের কাছে দ্রুত বিদ্যুৎ-সহ সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার প্রদীপ কুমার দেবনাথ, প্রাক্তন ব্যাংকার অমরেন্দ্র নাথ সিংহ, প্রাক্তন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডাঃ জিতেন্দ্র নাথ সিংহ, এলাকা ইউপি সদস্য কামরুজ্জামান, বিদ্যানন্দকাটি পূজা উদযাপন কমিটির  সদস্য দেবু ঘোষ প্রমূখ।



আরো পড়ুন:




 দ্রব্যমূল্য কমায় জনমনে স্বস্তি, অস্বস্তিতে বিএনপি -তথ্যমন্ত্রী
BNP-Information Minister in relief of public opinion by reducing commodity prices

'বাজারে দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তি ফিরে পেলেও বিএনপি অস্বস্তিতে পড়েছে' বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 


তিনি বলেন, 'স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টিসিবি’র মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এক কোটি ফ্যামিলি কার্ড মানে পাঁচ কোটি মানুষ। বাজারে দ্রব্যমূল্যও কমে গেছে। দ্রব্যমূল্যের দাম কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। জনগণের মধ্যে যখন স্বস্তি ফিরে এসেছে তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেছে। তারা সেজন্য 'বাম-ভাইদেরকে' দিয়ে হরতাল ডাকালেন।'


মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


'দ্রব্যমূল্য নিয়ে বিএনপি একদিকে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও অপরদিকে অসাধু ব্যবসায়ীদের উস্কে দেয়ার দ্বিচারিতা করছে' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপির কাজই বিভ্রান্তি ছড়ানো। পদ্মাসেতু নির্মাণের শুরুতে বিএনপি ছেলেধরা গুজব ছড়িয়েছিল। এই সরকার পদ্মাসেতু করতে পারবেনা বলেছিল। আজকে পদ্মাসেতু হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেতুর ওপর গাড়ি চালিয়ে এপার থেকে ওপারে গেছেন।' 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিএনপি টিকা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পরে নিজেরাই কেউ গোপনে, কেউ লজ্জা-শরম ভেঙে জনসম্মুখে টিকা নিয়েছে। সুতরাং বিএনপি, যাদের টেলিভিশনের পর্দা ছাড়া দেশে খুঁজে পাওয়া যায় না, তাদের কথায় বিভ্রান্ত হবেন না, সতর্কবার্তা দেন তিনি।


এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্য সারাদেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, 'এতে আগামী নির্বাচনে আমরা আবারও ২০০৮ এর মতো ধস নামানো বিজয় নিশ্চিত করবো বলে দৃঢ় আশা রাখি।'


রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, জনগণকে মনে করিয়ে দিতে হবে ১৩ বছর আগে দেশের কি পরিস্থিতি ছিল। ভাতা এবং উপকারভোগী অনেক বেড়েছে, প্রতিটি ইউনিয়নে দেড়-দুই হাজার মানুষ ভাতা পাচ্ছে, অনেক রাস্তাঘাট হয়েছে -এগুলো তুলে ধরতে হবে। 


উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সবেক চেয়ারম্যান ও সিডিএ মেম্বার মোঃ আলীশাহ, রাঙ্গুনিয়া পৌর মেয়র আলহাজ্ব শাহাজাহান শিকদার, আবুল কাশেম চিশতি, পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী,  রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন, উপজেলা আ. লীগের প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, কমিশনার জসিম উদ্দিন শাহ ও হালিম আবদুল্লহ প্রমুখ।



আরো পড়ুন:






Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget