Latest Post

 ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫০বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার-১
Arrested with 50 bottles of foreign liquor in RAB operation in Jhenaigati-1


শেরপুরের ঝিনাইগাতীতে  ৫০বোতল বিদেশী মদ সহ মো. ফিরোজ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ১৯মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সন্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরুজ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুর বক্সের ছেলে। র‍্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে ৫০ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য  ২৬হাজার টাকা। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গ্রেপ্তারকৃত ফিরোজ র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলা বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামী ফিরোজের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাকৃত ফিরোজকে রবিবার সকালে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। র‍্যাব-১৪এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। 


আরো পড়ুন:



 শেরপুরে রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ উদ্বোধন
Inauguration of TCB product distribution on the occasion of Ramadan in Sherpur


 আসন্ন রমজান উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় শেরপুরে টিসিবি’র মাধ্যমে পণ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকার ১১ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের নবীনগর মহল্লায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযুদ্ধা আতিউর রহমান আতিক এমপি। শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব ফিরুজ আর মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোর্শেদ আলী। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এছাড়াও অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, ইতোমধ্যে জেলার ৪টি পৌরসভা ও ৫২ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। জেলায় টিসিবির নির্ধারিত ২৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হবে যার আওতায় ১ লক্ষ ১০ হাজার ৬৯টি পরিবারকে কম মূল্যে পণ্য পাবে। মোট ৩ দফায়  মশুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে। এদিকে পণ্য বিতরণে সময় দীর্ঘ  সারিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যম আয়ের মানুষদেরও লাইনে দাড়িয়ে খাদ্য ক্রয় করতে দেখা গেছে।


আরো পড়ুন:



 ৫ বছরের পূর্ণিমা যেতে চায় তার বাবা মার কাছে।
5 year old Purnima wants to go to her parents.


সাভারের একটি মসজিদের পাশ থেকে পূর্ণিমা (৫) নামের হারিয়ে যাওয়া এক শিশুকে পেয়ে থানায় দিয়ে গেছেন এক নারী। শিশুটি তার বাবার নাম ও নিজের নাম ছাড়া আর কিছু বলতে পারে না। 

শনিবার (১৯ মার্চ) রাত দুইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ডিউটি অফিসার  উপ-পরিদর্শক সদানন্দ বৌদ্ধ।  এর আগে আজ দুপুর ১২ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সংলগ্ন তারাপুর মসজিদের সামনে তাকে পেয়ে থানায় দিয়ে যান আরজিনা নামের এক নারী।

প্রাথমিকভাবে আরজিনা বেগমের বিস্তারিত ঠিকানা পাওয়া যায় নি। তবে পূর্ণিমা তার বাবার নাম স্বপন বলে জানায়। তারা হিন্দু ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পুলিশ জনায়, দুপুরে মসজিদের পাশে কান্নাকাটি করতে দেখে তার ঠিকানা জানতে চায় পথচারী আরজিনা। সে শুধু তার নাম ও বাবার নাম বলতে পারে। ঠিকানা বলতে না পারায় শিশুকে নিয়ে থানায় দিয়ে যান তিনি। 

সাভার মডেল থানার ডিউটি অফিসার সদানন্দ বৌদ্ধ জানান, শিশুটি দুপুর থেকে আমাদের হেফাজতে রয়েছে। তাকে কেউ চিনতে পারলে তার পরিবারের কাছে খবর টি পৌছে দেওয়ার অনুরোধ করছি। সামান্য চেষ্টায় পূর্ণিমা ফিরে পেতে পারে তার বাবা ও মাকে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা তাকে পরিবারের কাছে পৌছে দিতে পারবো।


আরো পড়ুন:




 শার্শার নাভারণ কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত
An introductory meeting of the governing body of Navaran College, Sharjah was held




যশোরের শার্শা উপজেলার নাভারণ ডিগ্রী কলেজের নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতির সাথে শিক্ষকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০মার্চ) সকাল সাড়ে ১০টায় নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এ পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান। 

কলেজের নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে বরণ করতে কলেজের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকাগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পরিচিতি পর্ব শেষে অত্র কলেজে শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধে কলেজের শিক্ষকদের কমান রুম সংস্কার বাবদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন নব-নির্বাচিত সভাপতি। পরিচিতি অনুষ্ঠানে এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:




 নিয়ামতপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু 
TCB products started selling in Niamatpur




সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে এর শুভ উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ১ কোটি সুবিধাভোগী পরিবার এই সুবিধা পাবেন। এরমধ্যে নিয়ামতপুর উপজেলায় পাবেন ২১ হাজার ৭ শত ৭৬ জন। কার্ডধারী প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল পাবেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার  জাকির হোসের, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই চিত্তরঞ্জন প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সারাদেশের ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। উল্লেখ্য, উপজেলার ৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৭ শত ২২ জন কার্ডধারী ব্যক্তি ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।



আরো পড়ুন:




 'স্বাধীনতা ঘোষণা দিবস' উদযাপন উপলক্ষে ফেনীতে বিএনপির প্রস্তুতি সভা 
BNP's preparatory meeting in Feni on the occasion of 'Independence Declaration Day'




বিএনপির স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে "স্বাধীনতা ঘোষণা দিবস" উদযাপন করবেন। এই উপলক্ষে আজ শনিবার(২০ মার্চ)বিকেলে জেলা বিএনপির কার্যলয়ে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক ,এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী ৩ আসনে গতবারের নির্বাচনে বিএনপির প্রার্থী ও দাগনভুইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেসবাহ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য বৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরো পড়ুন:




 আলীকদমে টিসিবির পণ্য বিক্রয় শুরু পণ্য পেয়ে খুশি প্রতিবন্ধীরা
People with disabilities are happy to start selling TCB products in Alikadam


সারাদেশে মত আলীকদম উপজেলায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু হয়েছে। ভ্রাম্যমান ট্রাকের থেকে এই পণ্য ক্রয় করেন নিম্ন আয়ের মানুষ। 


 রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় আলীকদম সদর ইউনিয়নের  ও চৈক্ষ্যং নম্বর ওয়ার্ডে স্টেশন রোড এবং সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদ,বাসটার্মিনাল প্রাথমিক বিদ্যালয়, চৈক্ষ্যং রাস্তার মাথা,চিনারী বাজার,চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে  ন্যায্য মূল্যের পণ্য   বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। 



পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন কালীন ও তদারকি করার সময় জনগণের উদ্দেশ্য বলেন,কার্ডধারী পরিবারের মধ্যে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হবে। এছাড়া ২ কেজি করে ছোলা পাবেন ৫০ টাকা  রমজানে। ওজনে কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশী কেউ নিলে অভিযোগ করলে বা এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


 উপজেলায় ৮ হাজার ২১৪ জন উপকার ভোগী ও ২৪ জন প্রতিবন্ধীর তালিকা করা হয়।

 নিয়ামতপুরে গুদামে মিললো ২০ হাজার লিটার তেল এক ব্যবসায়ীকে জরিমানা 
A trader was fined 20,000 liters of oil found in a warehouse in Niamatpur


নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার(১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদের মেইন গেট সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিক হুমায়ূন কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে সয়াবিন তেলের কোনো সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জেলা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে মেসার্স হাবিবা স্টোরে অভিযান চালিয়ে ১০০ টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।


আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি আরোও বলেন, সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুতকৃত ২০ হাজার লিটার তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া হুমায়ূন কবির লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়িক লাইসেন্স আগামী ৫ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রশাসন, এনএসআই ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:



Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget