Latest Post

 রাশিয়ার পরাধীনতার দেওয়াল ভেঙে দিন: জার্মানিকে জেলেনস্কি
Break down the wall of Russian subjugation: Jelensky to Germany


ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। বেশিরভাগ সংঘাত কবলিত এলাকায় বিশেষ করে কিয়েভ অভিমুখে রুশ সেনাদের স্থল অগ্রযাত্রা থমকে গেছে। তবে আকাশপথে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের মারিউপোল শহরের একটি থিয়েটারে বোমা হামলা হয়েছে। সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চলেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন যেকোনও আলোচনা সফল হওয়ার পূর্বশর্ত হলো- ইউক্রেনের সত্যিকারের সুরক্ষা। এদিকে গতকাল বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে রাশিয়ার পরাধীনতার দেয়াল ভেঙ্গে ফেলার আহবান জানিয়েছেন তিনি। আর ইউক্রেন ইস্যুতে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


রাশিয়ার পরাধীনতার দেয়াল ভেঙ্গে দিন’

বার্লিন প্রাচীর ভাঙ্গার মতো ইউরোপকে বিভক্ত করার রুশ পরাধীনতার দেয়াল ভেঙ্গে দিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলত্স’র প্রতি আহবান জানিয়েছেন ভলোদিমির  জেলেনস্কি। ভিডিও লিঙ্কের মাধ্যমে জার্মান পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা একটি দেয়ালের মাধ্যমে বিভক্ত। এটি বার্লিন প্রাচীর নয়। এটি ইউরোপের মাঝে স্বাধীনতা ও দাসত্বের দেয়াল। ইউক্রেনে প্রতিটি বোমা পড়ার মাধ্যমে এই দেয়াল বড় হচ্ছে। তিনি বলেন, জার্মানিকে এখন নেতৃত্বের ভূমিকা নিতে হবে। জার্মানিরা এই নেতৃত্ব দেওয়ার যোগ্য। স্বাধীনতাকে সমর্থন করুন, ইউক্রেনকে সহায়তা করুন, এই যুদ্ধ থামান। বুন্দেসটাগে জার্মান আইনপ্রণেতারা দাঁড়িয়ে জেলেনস্কি’কে অভ্যর্থনা জানান। চেম্বারের ভাইস প্রেসিডেন্ট কাটরিন গোয়েরিং বলেন, আপনার দেশ গণতন্ত্রকে বেছে নিয়েছে, আর এই জিনিসটিই ভয় পান ভ্লাদিমির পুতিন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মারিউপোলের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মূলত সব ফ্রন্টেই থমকে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা তথ্যে এই দাবি করা হয়েছে। তবে আকাশ পথে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। বেসামরিক জনগোষ্ঠীর ওপর বোমা এবং গোলা বর্ষণ চলছে। বুধবার অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের একটি থিয়েটারে আশ্রয় নেওয়া বেসামরিক মানুষদের ওপর বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই শহরের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ দাবি করেছেন, ওই ভবনে এক হাজার থেকে ১২শ’র মতো মানুষ আশ্রয় নিয়েছিল। বোমা হামলায় হতাহতের সংখ্যা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার ধংসাবশেষ থেকে একশোর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, মারিউপোলে এটা আরেকটি ভয়াবহ যুদ্ধাপরাধ এবং রুশ বাহিনী বলতে পারবে না যে এটা বেসামরিক আশ্রয় কেন্দ্র ছিল তা তারা জানতো না। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই থিয়েটারে বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে।


এদিকে চেরনিহিভ শহরে ৫৩ জন বেসামরিক নাগরিক রুশ হামলা নিহত হয়েছে বলে দাবি করেছেন ওই অঞ্চলের গভর্নর। গভর্নর ভিয়াচেসলভ বলে, উত্তরাঞ্চলীয় শহরটিতে ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল কিয়েভে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল পর্যন্ত ২২ দিনের যুদ্ধে ১৪ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন।


মুক্তি পেলেন ইউক্রেনীয় মেয়র

রুশ বাহিনীর হাতে অপহরণের শিকার ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেদেরভ মুক্তি পেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহযোগী জানিয়েছেন, আটক নয় রুশ সেনার মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন মেয়র ফেদেরভ। পাঁচদিন আগে রুশ বাহিনী তাকে অপহরণ করে। এ ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাস বলে মন্তব্য করেন।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

যুদ্ধ নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ শুক্রবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি রোমে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির মধ্যে সাত ঘণ্টা বৈঠক হয়। যেখানে হুশিয়ারি দিয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাশিয়াকে সামরিক ও আর্থিক সহযোগিতা দিলে চীনকে পরিণতি ভোগ করতে হবে।


এদিকে সামরিক সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘সুইচব্লেড’ ড্রোন দেবে বলে জানা গেছে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ‘আত্মঘাতী’ ড্রোন হিসেবে পরিচিত ‘সুইচব্লেড’ দেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হওয়ার কথা ছিলো।


জেলেনস্কির ‘ভুয়া’ ভিডিও ফুটেজ ভাইরাল

ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। একটি ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাদের প্রতি তাকে এই আহ্বান জানাতে দেখা যায়। মুহূর্তেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ওই ব্যক্তি জেলেনস্কি নন। জেলেনস্কির মতো দেখতে একজন কথা বলছেন। ভিডিও ফুটেজের সঙ্গে মিল রেখে ঠোঁটও নড়ছিল তার। তবে ভিডিওতে বলা কথার সঙ্গে জেলেনস্কির কণ্ঠস্বরের কোনো মিল পাওয়া যাচ্ছিল না। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার। 


আরো পড়ুন:






 ১৫টি মাদক জাতীয় গাছ উদ্ধার! 
15 drug national trees rescued!


ঠাকুরগাঁওয়ে নতুন জাতের মাদক ক্র্যাটমের ১৫টি গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্ক ফোর্স। 


বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে এক অভিযানে ঠাকুরগাঁও সদরের বালিয়াগ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম। 


এ সময় শামিম ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শামিম স্থানীয় মজির উদ্দীন সরকারের ছেলে। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

ক্র্যাটম বাংলাদেশে একেবারেই অপরিচিত। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ক্র্যাটম গাছের পাতা দেখতে অনেকটা কদম গাছের পাতার মতো। ক্র্যাটম দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে মাদক হিসেবেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশেই ক্র্যাটম খাওয়া বা পান করার উদ্দেশ্যে বাজারজাত করা নিষিদ্ধ। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি-মালয়েশিয়া থেকে এনে গত কয়েক বছর আগে নেশা জাতীয় উদ্ভিদ ক্র্যাটমের বীজ বপন করে শামিম এবং স্থানীয় কয়েকজন এটি সেবনও করে। ধীরে ধীরে এর প্রভাব বিস্তার করছিলো। 


তিনি বলেন, অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে। সেই সাথে শামিমকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়মিত মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।


আরো পড়ুন:





 তিন বন্ধুর ইতালি যাত্রা : পথে দুই জনের মৃত্যু
Three friends travel to Italy: Two killed on the way


ফরিদপুরের নগরকান্দার কাইচাইল গ্রামের তিন বন্ধুর ইতালি যেতে পাশের গ্রামের দুই প্রবাসী দালালের সঙ্গে চুক্তি হয় ৩০ লাখ টাকায়। দালালদের খপ্পরে পড়ে তাদের হাতে তুলেও দেন ২৪ লাখ টাকা। লিবিয়ায় একটি ঘরে বন্দি হন তিন বন্ধু। পরে নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয় দুই বন্ধুর। মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন ফরিদপুরের নগরকান্দার কাইচাইল গ্রামের ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (২১)। তিন বন্ধুর মধ্যে সামিউল একাই মায়ের কোলে বেঁচে ফিরেছেন। নৌকাডুবিতে মারা যাওয়া দুই বন্ধু হলেন, বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল মাতুব্বর (১৯) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২)।


মৃত্যু থেকে বেঁচে ফেরা সামিউল দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। বড় ভাই শাহিন শেখ (২৮)। বড় বোনের (২৬) বিয়ে হয় ছয় বছর আগে। ছোট বোন (১৪) নগরকান্দার একটি মাদ্রাসায় পড়ে। সামিউল সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বিদেশে যাওয়ায় তাঁর পরীক্ষা দেওয়া হয়নি।


সেদিনের সেই রোমহর্ষ বর্ণনা দিয়েছেন সামিউল শেখ। 

সামিউল শেখ জানান, গত বছরের ১৪ নভেম্বর আমরা তিন বন্ধু ইতালি যেতে প্রথমে ঢাকায় যাই। ঢাকার কাকরাইলে আল-হেলাল বোর্ডিংয়ে তিন দিন থাকি। সেখান থেকে ১৭ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ে যাই। সেখানে দালাল শওকতের ভাই জুয়েল মাতুব্বরের কাছে পৌঁছাই ১৮ নভেম্বর। ১ ডিসেম্বর বিমানে লিবিয়ায় পৌঁছাই। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যেতে স্পিডবোটে ২৭ জানুয়ারি রওনা দেই। এরপর ইতালি যেতে প্রথমে আমাদে জাহাজে তোলার জন্য লিবিয়ার জোয়ারা ঘাটে নিয়ে যাওয়া হয়। তখন আমাদের সঙ্গে ছিলেন অলিদ নামের এক দালাল। ঘাটে নিয়ে তাদের জাহাজের পরিবর্তে ২০ জন ধারণক্ষমতার একটি স্পিডবোটে অস্ত্রের মুখে জোর করে তোলা হয়। স্পিডবোটে ২ জন চালকসহ মোট ৩৭ জনকে তোলা হয়। প্রায় আট ঘণ্টা চলার পর হঠাৎ ঝোড়ো বাতাসে মাঝারি আকারের স্পিডবোটটি উল্টে যায়। সাগরের ঢেউয়ের সঙ্গে চালক ও আমার এক বন্ধু ফয়সাল মাতুব্বরসহ ২৯ জন ভেসে যান। আটজনের মধ্যে আমি ও আরেক বন্ধু নাজমুল স্পিডবোটের একপাশ ধরে থাকি। প্রায় ঘণ্টা দুয়েক পর আমার এক বন্ধু নাজমুল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এরপর আমরা সাতজন বোটের অন্য পাশে ভাসতে ভাসতে তিউনিসিয়া সীমান্তে চলে যাই। তখন আমাদের শরীরে কোনো কাপড় ছিল না। এভাবে প্রায় ১১ ঘণ্টা ভাসতে থাকি। এরপর কিছু দূরে একটি জাহাজ দেখে আমাদের মধ্যে ফারুক নামের একজন একটি লাল গেঞ্জি উঁচু করেন। জাহাজটির লোকেরা আমাদের দেখতে পেয়ে তিউনিসিয়া সীমান্ত থেকে উদ্ধার করেন। জাহাজে তুলে তাঁরা আমাদের নির্যাতন শুরু করেন। লাথি মারতে থাকেন। এসময় জাহাজে আরেক সহযাত্রী রাশেদুল নামের একজন মারা যান। ২ জন বোট চালকসহ মোট ৩৭ জনের মধ্যে বেঁচে ফেরেন মাত্র ৬ জন। জীবিতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের ইউসুফ মৃধা, একই জেলার নালিখা গ্রামের ইয়াসিন, বেলাব থানার ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার জাকির, মাদারীপুরের ইউনুস ও নগরকান্দার সামিউল শেখ।


সামিউল শেখ বলেন, ২৮ জানুয়ারি সন্ধ্যায় ছয়জনকে লিবিয়ার জাউইয়া ঘাটে নামিয়ে নিয়ে যাওয়া হয় জাউইয়া জেলে। সেখানে তিন দিন (৩১ জানুয়ারি) পর্যন্ত থাকি। পরে খামছাখামছিন জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্দী থাকতে হয় ১ মাস ২৮ দিন। জেলে সকাল এগারোটার দিকে ১০০ গ্রামের একটা রুটি এবং রাত এগারোটায় আরেকটি রুটি দেওয়া হতো। ওখানে রুটি নাম খুবজু। খুবজুর সাথে প্রতিদিন দুই বেলা পানির বোতলের ছিপি মেপে ২ থেকে ৩ ছিপি পরিমাণ পানি খেতে দেওয়া হতো।


গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) থেকে যোগাযোগ করা হয়। আইওএম আমাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করে এবং ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসার পর বাড়িতে যাওয়ার জন্য প্রত্যেককে ৪ হাজার ৭৮০ টাকা দেয়। আমরা ২ মার্চ ঢাকায় ফিরে আসি। এক সপ্তাহ বিমানবন্দরের পাশে হজ ক্যাম্পে কোয়ারেন্টিন থাকার পর ১০ মার্চ বাড়িতে ফিরে আসি।


দালাল রাসেল ও শওকত মাতুব্বর লিবিয়ায় অবস্থানকারী নরসিংদীর দালাল মনির শীলের কাছে আমাদের বিক্রি করে দেন। পরে মনির শীল লিবিয়ার দালাল অলিদের কাছে বিক্রি করে দেন।


মৃত্যুর মুখ থেকে দেশে ফিরে আসা সামিউল শেখ অভিযোগ করে আরও বলেন, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ির সঙ্গে জড়িত দালাল চক্রের মধ্যে দেশে আছেন দুজন। আর লিবিয়ায় দুজন। দেশের দুই দালাল হলেন নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (৪১) ও মৃত শামসুদ্দিন মাতুব্বরের ছেলে ইলিয়াস মাতুব্বর (৩৯)। আর লিবিয়ার দুজন হলেন ছোট নাওডুবি গ্রামের মৃত শামছুদ্দিন মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বর (২৫) ও চানু মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (৩৫)। চার বছর ধরে তাঁরা লিবিয়ায় থাকেন।


এ ঘটনায় ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় গত ৫ ফেব্রুয়ারি ১০ জনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা করেন। 


এ বিষয়ে মামলার নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পীযূষ কান্তি দে  জানান, মামলার আসামি হান্নান মাতুব্বর,তাঁর ছেলে তুহিন মাতুব্বর ও আসামি কাজল মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 আলমশাহ পাড়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 
Bangabandhu's birthday and National Children's Day are celebrated at Alamshah Para Madrasa


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তালুকদার, ব্যাংকার খাঁন মুহাম্মদ ইশতিয়াক, গভর্নিং বডির সদস্য বেলাল বিন সত্তার, মির্জা খোরশেদ আলম।  

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

প্রধান অতিথি বক্তব্যে ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বিশ্বের বুকে জন্ম দিয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক মুসলিম সভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেছিলেন। তিনি বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে যোগ দেন।


তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকরা বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০২ জন্মদিন। আজকের দিনে জাতি গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছে। তাই বাঙ্গালী জাতি চিরদিনই তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখার লক্ষেই জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।


জসিম উদ্দিন তালুকদার বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালির জন্য একটি স্বাধীন দেশের প্রথম রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাননি, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর লক্ষ্য। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। তরই লক্ষ্যে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের কবল থেকে এ জাতিকে মুক্ত করতে নতুন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে অগ্রসর হন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি বলেন, বঙ্গবন্ধু ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৮-র আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ’৬২-র শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। ’৭১-এর ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে দিয়ে অসহযোগ আন্দোলন শুরু করে স্বাধীনতার ডাক দেন। পরে ২৬ মার্চের প্রথম প্রহরে  ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসভবন থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। অবশেষে নয় মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ’৭১-সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনেন।


তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিজ বাসভবনে ক্ষমতালোভী ঘাতকদের হাতে তিনি স্ব-পরিবারে নিহত হন। এদিকে স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জীবনাবসান হয়। স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকার জন্যও তিনি সারা বিশ্বে সমাদৃত নেতা ছিলেন।


এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:

 নদী দেখতে গিয়ে দুই বোনের মৃত্যু
Two sisters died while going to see the river


ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার বলেন, শবেবরাত এর ছুটিতে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।


নিহতরা হলেন- সানজিদা আক্তার (১০) ও সুমনা আক্তার (৬)। নিহতরা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে শাহজাহান আলী মেয়ে। শাহাজান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

স্থানীয় সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোটবোন। এসময় বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।


এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছেছি। পরে মরদেহ উদ্ধার করে মৃত দুই বোনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


ওসি আরও জানান পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকা মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। 


আরো পড়ুন:

 নারী উন্নয়ন ফোরাম পরিচালন কমিটি  
Conducting Women Development Forum Committee


ফরিদপুরের মধুখালী পরিষদের আয়োজনে  ও কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয়  সরকার প্রকল্প,স্থানীয় সরকার বিভাগের  সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন  ও কার্যকরি কমিটির গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


  বুধবার (১৬ মার্চ)  সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীরর সভাপতিত্বে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন  ও কার্যকরি কমিটির গঠনের লক্ষ্যে  আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ  মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা, জেলা ফ্যাসিলিলেটর মোঃ মনিরুজ্জামান মজুমদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ। 

 আলোচনা পরবর্তী  উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌর সভার সংরক্ষিত নির্বাচিত   সদস্যগণের উপস্থিতে  সাধারন সম্পাদক ও সহসভাপতি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয় । পদাধিকার বলে মহিলা   উপজেলা ভাইস চেয়ারম্যান সভাপতি  নির্বাচিত হবেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা ভাইস চেয়ারম্যান  মোরশেদা আক্তার মিনা সভাপতি,মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতান সাধারন সম্পাদক,কামালদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য সাহেরা বেগম সহসভাপতি , জাহাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য লিপিকা রানী কে অর্থ সম্পাদক ও  সাধারন ৭ সদস্য নিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি  আড়াই বছর দায়ীত্ব পারন করবেন। 

উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন  ও কার্যকরি কমিটির গঠন বিষয়ক কর্মশালা  পরবর্তী একই ভেনুতে উপজেলা পরিষদের কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ টুলস ও  গাইডলাইন বিষয়ে  অবহিতকরণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।


আরো পড়ুন:


 ফরিদপুরে প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজের উদ্বোধন
Inauguration of Prepaid Meter Installation at Faridpur


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে হবে।তাহলে দেশের উন্নয়ন সম্ভব । তিনি বুধবার  ওজোপাডিকো ফরিদপুরের আওতায় প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।


তিনি আরো বলেন, আমাদের  বিদ্যুৎ ব্যবহারে আরো  মিতব্যয়ী হতে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার।বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন আমাদের  বাইরে দেশে বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা তৈরি হয়েছে ।

তিনি বলেন প্রিপেইড মিটার ব্যবহারের কারণে  বিদ্যুৎ সাশ্রয় হবে। আপনি যতটা বিদ্যুৎ খরচ করবেন ঠিক ততটাই বিল প্রদান করতে হচ্ছে। এতে আপনি যেমন আর্থিকভাবে সাশ্রয়ী  হচ্ছেন তেমনি দেশের উন্নয়ন হচ্ছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 পরে তিনি একটি প্রিপেইড মিটার পৌর মেয়র অমিতাভ বোস এর নিকট  হস্তান্তর করে এর  উদ্বোধন করেন।


অনুষ্ঠানে প্রিপেইড মিটারে সুবিধা সংক্রান্ত একটি ডিসপ্লে প্রদর্শন করেন ওজোপাডিকো কর্মকর্তা মুর্শিদ আলম।


অনুষ্ঠানে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামান এর  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।


এসময় অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা ২০২৫ সালের মধ্যে সমস্ত বাংলাদেশ এ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আরো পড়ুন:




 মধুমতি নদী থেকে বালু উত্তোলনে  আতংকিত  গ্রামবাসী
Villagers panicked over sand extraction from Madhumati river


ফরিদপুরের মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে বাগাট ইউনিয়নের মিটাইন ও গোমরাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদী থেকে অবাদে বালু উত্তোলনের কারনে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া মধুমতি চরের কয়েকশ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। বর্তমানে চরের বিস্তির্ন এলাকাজুড়ে আবাদ করা বাদাম, মুসুরী, পিয়াজ খেত নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে শক্তিশালী কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের কারনে ইতোমধ্যেই নদীতে ভাঙন শুরু হয়েছে। হুমকির মধ্যে রয়েছে বাড়ী-ঘর, স্কুল, মসজিদ-মাদ্রাসা, কবরস্থানসহ কয়েকশ একর ফসলী জমি। বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি জেলা প্রশাসকসহ  উর্ধ্বতন কতৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। ফলে অল্প কয়েকদিনের জন্য বালু উত্তোলন বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বালু উত্তোলন।


 বাগাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বাদশা শেখ বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। নদী থেকে বড় আকারের পাইপ ধারা প্রায় ৪ কিলোমিটার দুরে নিয়ে বালু ফেলা হচ্ছে। অবৈধভাবে বালু কাটার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলী জমি। চাষাবাদ ব্যাহত হচ্ছে চরের কৃষকদের। তাছাড়া বড় আকারের পাইপের কারনে সরকারী রাস্তা, জনগনের বসত বাড়ী, ফল-সবজি বাগানের ক্ষতি হচ্ছে। হুমকির মুখে রয়েছে বেশকিছু স্থাপনা। এ বিষয়ে একাধিক বার জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি।


 কৃষক আকমল শেখ, মহিউদ্দিন মোল্যা,সাহেব আলীরা জানান,নদী থেকে বালু তোলার কারনে তারা এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। মধুমতি চরে লাগানো বাদাম, মুসুরি, ধনিয়া, পিঁয়াজসহ নানা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। পাইপের বালু মাঠে পড়ার কারনে সেখানে কোন চাষাবাদ করা যাচ্ছেনা। তাছাড়া বালু উত্তোলনের কারনে নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে ভাঙন ভয়াবহ আকার ধারন করবে বলে জানান তারা। এ বিষয়ে কয়েকশ গ্রামবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেবার পর তাদের নানাভাবে হয়রানী করছে বালু উত্তোলনকারীদের পক্ষে থাকা লোকজন। অবিলম্বে তারা মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 স্থানীয় গ্রামবাসীরা জানান, বালু উত্তোলন না করতে প্রশাসনের লোকজন কয়েকদিন আগে বলে যায়। এরপর কয়েকদিন বালু উত্তোলন বন্ধ ছিল। কিন্তু ফের বালু উত্তোলন শুরু হয়েছে। 


এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনের সাথে জড়িত জনৈক কুইন কাজী মোবাইল ফোনে জানান, ফরিদপুরের জেলা প্রশাসনের কাছ থেকে বালু উত্তোলনের অনুমতি নেওয়া আছে। 


বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সাথে মোবাইল ফোনে এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি ফোন রিসিভ করেনি।


এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিকুর রহমান চৌধুরী  জানান, বালু উত্তোলনের কোন অনুমতি দেওয়া হয়নি। এর আগে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। এখন যদি বালু উত্তোলন করা হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। 

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget