Latest Post

৯:২৬ AM


বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। অবশেষে মুক্তি পেলো তার ট্রেলার। আজ শুক্রবার (৪ জানুয়ারি) ৩মিনিটের এই ট্রেইলারটি মুক্তির পর থেকে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।

আলিয়ার ভক্তদের মন্ত্যবের জোয়ার বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মন্ত্যবেই বুঝা যাচ্ছে তারা কতটা অপেক্ষায় রয়েছেন ছবিটির জন্য।

ট্রেলারে আভাস মিললো, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আরও এক অসাধারণ সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমা নিয়ে আলিয়া ভাট এবং অজয় দেবগনের উপর অনেক প্রত্যাশা ছিলো পরিচালকের। ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছে তারা পরিচালক ও ভক্তদের হতাশ করবেন না তারা।

অসাধারণ সব সংলাপ, দৃশ্যায়ন আর আলিয়ার অভিনয় নৈপুণ্যের প্রশংসায় মেতে দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচক সবাই। ট্রেলারের একটি দৃশ্যে আলিয়াকে বলতে শোনা যায়, ‘আপনাদের চেয়ে বেশি সম্মান আছে আমার কাছে। জানতে চান কীভাবে? আপনার সম্মান একবার গেলো তো গেলোই। আমি তো প্রতি রাতে সম্মান বিক্রি করি, শেষই হয় না!’

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তিতে, সঞ্জয় লীলা বানসালির ১০তম সিনেমা এটি।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িকে ফেব্রুয়ারিতে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার জন্যও নির্বাচিত করা হয়েছে। উৎসবে এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

আলিয়ার আগে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তাঁর মা সোনিও



কামাঠিপুরা মুম্বাই তো বটেই এশিয়ার অন্যতম বৃহত্ পতিতালয়। ১৯৬০-এর দশকে এই পতিতালয়ের সর্দার ছিলেন গাঙ্গুবাই কোঠেওয়ালি। অবৈধ্য মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় পরিচিতি  ছিলেন ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ হিসেবে।

তাঁর জীবনের সত্য ঘটনা অবলম্বনে ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ ছবি বানিয়েছেন সঞ্জয়লীলা বানশালি।

ছবিতে গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।

আলিয়ার প্রায় ৪০ বছর আগে তাঁর মা সোনি রাজদানও অভিনয় করেন যৌনকর্মীর চরিত্রে! সেটি ছিলো শ্যাম বেনেগালের বিখ্যাত ছবি ‘মান্দি’।



১৯৮৩ সালে মুক্তি পাওয়া ছবিটিতে আরো ছিলেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নীনা গুপ্ত। ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, প্রশংসিত হয় বিদেশের বিভিন্ন উত্সবে।

চার দশক পর মায়ের মতো একই ধরণের চরিত্রে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের আলোচনা চলছে। অনেকে বলছেন, আলিয়ার অভিনয় মাকে ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার।

‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি। পতিতার চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে সত্যিকারের কয়েকজন যৌনকর্মীর সঙ্গে দেখা করেছিলেন আলিয়া।

ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি, সীমা পাহওয়া। অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।

ছবিটির প্রিমিয়ার হবে এবারের বার্লিন চলচ্চিত্র উত্সবেও।


প্লে অফে জায়গা করে নিতে অপেক্ষায় এখনও কঠিন চ্যালেঞ্জ। সেই অভিযানে গুরুত্বপূর্ণ এক সেনানীকে পাচ্ছে না মিনিস্টার ঢাকা। 

টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। ঢাকা থেকে ডালাসে গিয়ে ফিটনেস নিয়ে কাজ করবেন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মহাতারকা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটিই হওয়ার কথা ছিল রাসেলের শেষ। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যায় কোনো বল না হয়েই।


দুই দিন বিরতি দিয়ে রোববার থেকে শুরু হবে সিলেট পর্ব। রাসেল বাংলাদেশ ছেড়ে যাবেন শুক্রবার রাতে।

অন্তত ২০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট রাসেলের। তবে এবারের আসর তার ভালো কাটেনি খুব একটা। এক ম্যাচে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিলেও অন্য চার ইনিংসে তার রান ৭, ১২, ০ ও ১১।

বোলিং পারফরম্যান্স অবশ্য তুলনামূলকভাবে একটু ভালো ছিল। ৬ ম্যাচে শিকার ৮ উইকেট। তবে ওভারপ্রতি রান দেন প্রায় সাড়ে ৯ করে।


পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও রাসেলের মতো একজন থাকা মানে দলের জন্য বড় ভরসা আর প্রতিপক্ষের জন্য সবসময়ই শঙ্কা। সেই ‘এক্স-ফ্যাক্টর’ হারিয়ে ফেলছে ঢাকা। তবে রাসেলের মতে, ট্রফি জয়ের সামর্থ্য এই দলের আছে।

“আমার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেল। ‘দ্রে-রাস’ যা করে-বিনোদন দেওয়া, সেটি করতে এবং ভালো খেলে ভালোভাবে বিদায় নিতে মুখিয়ে ছিলাম আমি। তা হতে পারল না বৃষ্টির কারণে। তবে সামনের পথচলার জন্য সবাইকে শুভ কামনা। অবশ্যই কাপ জয়ের মতো দল আছে আমাদের।”


“মিনিস্টার ঢাকার ভক্তদের বলছি, সমর্থন দিয়ে যান এবং অবশ্যই ডালাস থেকে আমি চোখ রাখব। দুঃখজনক যে আমাকে আগেই যেতে হবে, তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে আমার। এখানে মজা পেয়েছি, দারুণ একদল ছেলের সঙ্গ উপভোগ করেছি। কাপ জয়ের জন্য যা প্রয়োজন, অবশ্যই ওদের সবটুকু আছে। ওদের জন্য শুভ কামনা।”


অনেক আলোচনা-সমালোচনা, বিতর্ক আর টানাপোড়েনের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে জাস্টিন ল্যাঙ্গার অধ্যায়ের আপাতত সমাপ্তি। অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সাবেক এই ওপেনার।

ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ‘ডিএসইজি’ শনিবার সকালে এক বিবৃতিতে জানায় এই সিদ্ধান্ত।

“ডিএসইজি নিশ্চিত করছে যে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে আজকে পদত্যাগ করেছে। গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর এই মুহূর্ত থেকেই।”

ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হেন্ডারসন, যিনি রিকি পন্টিং, টিম পেইন ও ক্যামেরন গ্রিনেরও ম্যানেজার, পরে টুইটারে নিজে আরেকটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেন সিদ্ধান্ত। ল্যাঙ্গার তখন ছিলেন মেলবোর্ন থেকে পার্থে যাওয়ার পথে।

ল্যাঙ্গারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি ছিল আগামী জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরে। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে অ্যাশেজ জয়ের পর ল্যাঙ্গারের চাওয়া ছিল লম্বা সময়ের জন্য মেয়াদ বাড়ানো। কিন্তু হলো উল্টো।

ল্যাঙ্গারের পদত্যাগপত্র গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানায়, ল্যাঙ্গারকে আর কিছুদিন দায়িত্বে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।


“জাস্টিনের বর্তমান চুক্তির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। দুঃখজনকভাবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।”


ল্যাঙ্গারের মেয়াদ বৃদ্ধির সেই প্রস্তাবিত সময়ে অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল বলে জানায় বোর্ড। কিন্তু স্বল্প মেয়াদের প্রস্তাব মনে ধরেনি ল্যাঙ্গারের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকরা মেলবোর্নে ম্যারাথন এক সভায় বসেন শুক্রবার। ৮ ঘণ্টার সেই সভায় মূল আলোচ্য বিষয় ছিল ল্যাঙ্গারের চুক্তি। গত মাসে অ্যাশেজ শেষ হওয়ার পর এই তিন সপ্তাহে চুক্তি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান বেন অলিভারের সঙ্গে দফায় দফায় সভা হয় ল্যাঙ্গারের।
শুক্রবারের সভা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানায়, ল্যাঙ্গারের সঙ্গে একান্তে আলোচনা চলছে তাদের এবং আলোচনার ফলাফল জানানো হবে শিগগিরই। বোর্ডের এই বিবৃতির পরদিন সকালেই এলো ল্যাঙ্গারের পদত্যাগের ঘোষণা।


এই ঘটনাপ্রবাহ থেকেই অনেকটা পরিষ্কার, দায়িত্বে থেকে যেতে চাইলেও পরিস্থিতির কারণে পদত্যাগের পথে হাঁটতে অনেকটা বাধ্য হলেন ল্যাঙ্গার। সেটির মূল কারণ, কোচিংয়ের ধরন নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে যা নিয়ে আলোচনা চলছে গত প্রায় এক বছর ধরে।

গত বছর ভারতের কাছে দেশের মাঠে সিরিজ হারার পর থেকেই ল্যাঙ্গারের কোচিংয়ের ধরন নিয়ে সিনিয়র ক্রিকেটারদের অসন্তোষের ব্যাপারটি প্রকাশ্য হতে থাকে। সংবাদমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয় যা। পরে গতবছর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে সীমিত ওভারের সিরিজের পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ড্রেসিং রুমে ও মাঠের বাইরে ল্যাঙ্গারের কিছু আচরণ, কিছু পরিস্থিতি সামলানোর ধরন এবং তার ‘ম্যান ম্যানেজমেন্ট’ নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে ক্রিকেটারদের মধ্যে।

বাংলাদেশ থেকে দেশে ফেরার পর গত অগাস্টের শেষ দিকে কোয়ারেন্টিনে থাকার সময়টায় কোচের সঙ্গে জরুরি সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেন সেই সময়ের টেস্ট অধিনায়ক টিম পেইন, তখনকার সহ-অধিনায়ক ও এখনকার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


ওই সভার পর নিজের কোচিংয়ের ধরন পাল্টাতে সম্মত হন ল্যাঙ্গার। নিজে একটু আড়ালে থেকে সহকারী কোচদের সামনে রাখা ও ক্রিকেটারদের ওপর বেশি নির্ভরতার সিদ্ধান্ত হয় আলোচনায়। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং নিজের ধরনের সঙ্গে আপোস করা নিয়ে তখন ৩০টিরও বেশি জুম মিটিং করেন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়াও তখন জানায়, বিশ্বকাপ ও অ্যাশেজে ল্যাঙ্গারকে সময় দিচ্ছেন তারা।

এরপর ফেভারিটদের কাতারে না থেকেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের পর সিনিয়র ক্রিকেটারদের কয়েকজন বলেন, এই সাফল্য মূলত এসেছে ক্রিকেটারদের নিজেদের তাড়নায় ও প্রেরণায়।

বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর অ্যাশেজেও ‘ডে টু ডে’ কোচিং থেকে দূরে সরে একটু আড়ালে থেকে ‘রিল্যাক্সড’ কোচিংয়ের ধরন ধরে রাখেন ল্যাঙ্গার। এবারও মেলে সাফল্য, ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া।


পিঠেপিঠি এই সাফল্য ও কোচিংয়ের ধরনে পরিবর্তনের পর ল্যাঙ্গার আশা করছিলেন চুক্তির মেয়াদ দীর্ঘমেয়াদে বাড়ার। কিন্তু সিনিয়র ক্রিকেটারদের, বিশেষ করে সাদা ও লাল বলের অধিনায়ক ফিঞ্চ ও কামিন্সের নানা মন্তব্যে প্রতিফলন পড়েনি কোচের প্রতি পূর্ণ সমর্থনের। কামিন্স তো প্রকাশ্যেই বলেন, ল্যাঙ্গারের চুক্তির মেয়াদ মূল্যায়ন করা উচিত।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাবনাও যে ক্রিকেটারদের সঙ্গে এক স্রোতে মিশেছে, তার প্রমাণ ল্যাঙ্গারের পদত্যাগে। ল্যাঙ্গারের চুক্তি নিয়ে দুই অধিনায়ক কামিন্স ও ফিঞ্চের সঙ্গে একান্তে কথা বলেন প্রধান নির্বাহী হকলি। সেই কথোপকথনের প্রতিবেদনও উপস্থাপন করা হয় বোর্ডে। সবকিছুর প্রেক্ষিতেই ল্যাঙ্গার বুঝে যান করণীয়। শেষ হয় কোচ হিসেবে তার চড়াই-উৎরাইয়ের অধ্যায়।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভীষণ সঙ্কটের সময়ে ২০১৮ সালে কোচের দায়িত্ব নেন ল্যাঙ্গার। কেপ টাউনে বল টেম্পারিং কাণ্ডে তখন টালমাটাল দল। ল্যাঙ্গারের শুরুটাও হয় প্রচণ্ড বাজে। ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজে সব ম্যাচ হারে তারা। প্রথম টেস্ট সফর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে এক টেস্টে উসমান খাওয়াজার বীরত্বে ড্র করতে পারলেও আরেকটিতে হেরে সিরিজও হারতে হয়।


পরে দেশে ফিরে ভারতের কাছেও টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া, যা ছিল দেশের মাঠে প্রথমবার এশিয়ার কোনো দলের কাছে তাদের সিরিজ হার। ক্রিকেটারদের সঙ্গে তার বিভেদের রেখা ফুটে ওঠে সেখান থেকেই।

পরে ল্যাঙ্গারের কোচিংয়ে দলের ঘুরে দাঁড়ানোর শুরু ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ২০১৯ বিশ্বকাপে খুব আশা না নিয়ে গিয়েও সেমি-ফাইনাল খেলে অস্ট্রেলিয়া। পরে ওই বছর ইংল্যান্ডে অ্যাশেজও ধরে রাখতে পারে তারা।
২০২০ সালে নিউ জিল্যান্ড ও পাকিস্তানকে উড়িয়ে টেস্টের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে যায় অস্ট্রেলিয়া। পরে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও প্রথমবারের মতো এক নম্বরে ওঠে তারা।


কিন্তু গত বছর আবার তারা দেশের মাঠে সিরিজ হারে ভারতের কাছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের বিপর্যয় দিয়ে প্রশ্ন উচ্চকিত হতে থাকে তার ড্রেসিং রুম সামলানোর ধরন নিয়ে।

শেষ পর্যন্ত সেটাই কাল হলো তার জন্য। পরিসংখ্যানে তিনি জন বুকাননের পর অস্ট্রেলিয়ার সফলতম কোচ। কিন্তু ড্রেসিং রুম সামলানোর প্রশ্নবিদ্ধ সামর্থ্য তাকে ঠেলে দিল পদত্যাগের পথে।

অস্ট্রেলিয়ার পকিস্তান সফরের আর এক মাসও নেই। আপাতত ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পাকিস্তান সফরের আগে দেশেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সিরিজে ল্যাঙ্গারকে আগেই বিশ্রাম দিয়ে দায়িত্ব দেওয়া হয় ম্যাকডোনাল্ডকে।


রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে খেলতে নামবে ভারত। সাদা বলের ক্রিকেটের দলনেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেই দায়িত্ব নিতে চলেছেন রোহিত শর্মা। এই ম্যাচটি হতে যাচ্ছে ভারতের হাজারতম ওয়ানডে। তার আগে রোহিত জানিয়ে দিলেন, বিরাট কোহলির নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চান তিনি।

নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে রোহিত বলেন, 'কোহলি যখন অধিনায়ক ছিল, আমি সহ-অধিনায়ক ছিলাম। ও যেখানে টিমকে রেখে গেছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের কী প্রত্যাশা খুব ভালো করেই জানি। 

সেই কারণে টিম যাতে একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি টিমের দায়িত্ব নিচ্ছি মানে সব কিছু পাল্টে ফেলতে হবে। যে ভাবে টিম চলছে, সে ভাবেই চলবে। টিমের প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।'

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে অধিনায়কত্ব করতে পারেননি তিনি। রবিবার আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে প্রথম বার সীমিত ওভারের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে রোহিত শর্মার। তার আগে রোহিত জানিয়ে দিলেন, বিরাট কোহলীর নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চান তিনি।

ধারণা করা হচ্ছে টেস্ট দলেও তাকে অধিনায়ক করা হবে। এ ব্যাপারে রোহিত বলেছেন, 'এই মুহূর্তে আমার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক দিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া। বেশি দূরে তাকাতে এখনই রাজি নই।'


চলতি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) টানা চার ম্যাচ হেরেছে বাবর আজমের করাচি কিংস। গতকাল পেশোয়ার জালামির বিপক্ষে ৬৩ বলে ৯০* রানের ইনিংসেও দলকে জেতাতে পারেননি বাবর। ৯ রানে হেরে যায় করাচি।


বাবরের ব্যাটিং নিয়ে তুষ্ট নন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি মনে করেন, কেউ ২০ ওভার ব্যাট করলে তার দলের জয় নিয়েই মাঠ ছাড়া উচিত। পাকিস্তানের একটি স্থানীয় চ্যানেলকে ইনজামাম বলেন, ‘তুমি বিশ্বের এক নম্বর ক্রিকেটার। পুরো ২০ ওভারই ব্যাটিং করেছো। তোমার উচিত ছিল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া। অন্যথায় পুরো ওভার না খেলে আরো আগেই আউট হয়ে যাও।’


ইনজামাম মনে করেন, সেরা ব্যাটসম্যান হতে গেলে ভালো ফিনিশিং দক্ষতা থাকতে হবে।


যে দক্ষতা এখনো তৈরি হয়নি বাবরের। ইনজামাম বলেন, ‘বড় খেলোয়াড়ের লক্ষণ হলো ম্যাচ ফিনিংশিংয়ে দক্ষ হওয়া।’ ইনজামাম করাচি কিংসের ব্যাটিং সিলেকশন নিয়েও প্রশ্ন তোলেন।

গতকাল আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। ২৮ বলে ৫২* রানের বিস্ফোরক ইনিংস খেলেন শোয়েব মালিক। জবাবে ৬ উইকেটে ১৬৪ রানে থামে করাচি কিংস।


৬৩ বলে ১২ চার ও এক ছক্কায় ৯০* রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ইয়ান ককবেইনের ব্যাট থেকে। বাকিদের কেউ বাবরকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। টানা চার হারে পয়েন্ট তালিকায় তলানিতে বাবরের দল। অন্যদিকে প্রথম চার ম্যাচই জিতেছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস। ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে পেশোয়ারের অবস্থান চার নম্বরে।


ইউক্রেনের অচলাবস্থার মধ্যে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে ধারণা করা হচেছ। এবার দুই শীর্ষ নেতার এই বৈঠকের নিন্দা জানালো তাইওয়ান।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) তাইওয়ানের তরফে জানানো হয়, শীতকালীন অলিম্পিকের আয়োজনের সময় চীন রাশিয়া যে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সেটি নিন্দনীয়। একই সঙ্গে চীন সরকার খেলার চেতনাকেও লজ্জা দিচ্ছে।

অলিম্পিক আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে বৈঠকে বসেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। দ্বীপটির জন্য যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতাও করে চীন। বৈঠকে রাশিয়া চীনের এই অবস্থানের প্রতি সমর্থন জানায়।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বীপটি গণপ্রজাতন্ত্রী চীনের অংশ বলে চীন ক্রমাগত মিথ্যা দাবি করে আসছে এবং ভুয়া খবর ছড়ানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তারা আরও জানায়, এটি শুধু তাইওয়ানের জনগণের প্রতি চীনা সরকারের ঔদ্ধত্য ও দাম্ভিকতার পরিচয় নয়। এটি বিশ্বের সমস্ত দেশকে চীনা কমিউনিস্ট শাসনের আগ্রাসন, সম্প্রসারণবাদ এবং শান্তির জন্য ক্ষতিকর ও ভয়ঙ্কর চেহারাকে আরও স্পষ্ট করে।



দেশটির মন্ত্রণালয় আরও জানায়, বিশ্বের সবার নজর যখন শীতকালীন অলিম্পিকের দিকে, তখন চীন সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, যেটি কর্তৃত্ববাদেরই বহি:প্রকাশ। তারা এটি করে অলিম্পিকের আয়োজনকে অবমাননা করছে এবং এটি তাইওয়ানের মানুষের কাছে নিন্দনীয়।

যুক্তরাষ্ট্রও এই বৈঠকের কড়া সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচিত ছিল বৈঠকে ইউক্রেনে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া।

এবারের অলিম্পিকে তাইওয়ানের চারজন খেলোয়াড় অংশ নিয়েছেন। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান প্রবেশ করে। ফলে চরম উত্তেজনা বিরাজ করছে বেইজিং ও তাইপের মধ্যে।

মজার বিষয় হচ্ছে, তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চিং-কুও, যিনি অস্থায়ী গণতান্ত্রিক সংস্কার শুরু করেছিলেন। তিনি রাশিয়ান ভাষায় কথা বলতে পারতেন। ১৯৩০ সালের দিকে সেখানে কাজ করার সময় একজন রাশিয়ান নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেশটির এই সাবেক প্রেসিডেন্ট।


মরক্কোয় গত কয়েকদিন ধরে পাঁচ বছর বয়সী যে শিশুটি একটি গভীর কুয়ার ভেতরে আটকা পড়ে আছে জরুরি উদ্ধার কর্মীরা তাকে তুলে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বলা হচ্ছে এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল, তবে উদ্ধার-কর্মীরা তাদের অভিযানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু একই সঙ্গে ভূমিধ্বসের আশঙ্কায় শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা আরো বেশি বিপদজনক হয়ে উঠেছে।

উত্তর আফ্রিকার এই দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শিশুটির নাম রায়ান। তার পিতা চারদিন আগে যখন কুয়াটি মেরামতের কাজ করছিলেন তখন সে হঠাৎ করে ৩০ মিটার (১০৪ ফুট) গভীরে পড়ে যায়।

মরক্কোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা মরক্কোও প্রতিবেশি আলজেরিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

সমবেত লোকজন হর্ষ-ধ্বনি দিয়ে উদ্ধারকারীদের উৎসাহ যোগাচ্ছেন। এবং মরক্কোর সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়াতে এই খবরটি নিয়েই আলোচনা হচ্ছে। রায়ানকে উদ্ধার করে কূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে- এরকম একটি দৃশ্য দেখতে সারা দেশ যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।

রায়ানকে উদ্ধারের এই চেষ্টা গোটা আরব বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

যেভাবে চলছে উদ্ধারকাজ

কুয়াটি বেশি প্রশস্ত না হওয়ার কারণে এখন সেখানে বড় আকারের গর্ত তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বুলডোজার দিয়ে এই গর্ত করা হচ্ছে কুয়ার সমান্তরালে। কিন্তু সেখানকার মাটিতে পাথর ও বালি থাকার কারণে জায়গাটি ধসে পড়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

উদ্ধার-কর্মীরা বলছেন, তারা বালকটির প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। গত মঙ্গলবার থেকে বালক রায়ানকে উদ্ধারের চেষ্টা চলছে।

তারা আশা করছেন গর্তটি যখন কুয়ার গভীরতার সমান পর্যায়ে গিয়ে পৌঁছাবে তখন আড়াআড়ি সুড়ঙ্গ তৈরি করে বালকটিকে বের করে আনা সম্ভব হবে।

একজন উদ্ধারকারী আবদেসালাম মাকোদি শুক্রবার দুপুরে বলেন, "আমরা গত তিনদিন ধরে একটানা কাজ করছি। ফলে লোকজন ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছে। কিন্তু তারপরেও পুরো টিম ধৈর্য ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

শিশুটির কাছে পৌঁছাতে পারছে না কেন

বালক রায়ানকে উদ্ধারের কাজে সহযোগিতা করছেন স্থানীয় একজন বিশেষজ্ঞ মোহামেদ ইয়ানি কোয়াহাবি, তিনি বলেছেন কুয়াটি সরু হওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তিনি জানান স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী ও উদ্ধার-কর্মীরা বার বার কুয়ার নিচে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

"সমস্যা হলো কুয়াটি খুব সরু। এর ব্যাস মাত্র ২৫ সেমি (৯.৮ ইঞ্চি)। কুয়ার ২৮ মিটার গভীরে গিয়ে এটি আরো বেশি সরু হয়ে গেছে। ফলে আমরা তার কাছে পৌঁছাতে পারছি না," বলেন তিনি।

উদ্ধারকারী দলের একজন বলেন, "আমরা যতোই তার কাছে যাচ্ছি, কুয়াটি ততোই সরু হয়ে যাচ্ছে। সেখান দিয়ে আরো নিচে নামা কঠিন। একারণে আমরা একটা গর্ত করে ভেতরে নামার চেষ্টা করছি।"

তবে কর্তৃপক্ষের ভয় হচ্ছে এর ফলে দুর্ঘটনাক্রমে ভূমিধ্বসের মতো ঘটনা ঘটলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে।

কেমন আছে রায়ান

রায়ানের পিতা, দুর্ঘটনার সময় যিনি সেখানে কাজ করছিলেন, বলেন এর পর থেকে তিনি এক পলকও ঘুমাতে পারেন নি এবং রায়ানের মা খুব ভেঙে পড়েছেন।

"ওই মুহূর্তে আমি তার ওপর থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম, আর তখনই সে কুয়ার ভেতরে পড়ে গেল। এর পর থেকে আমি ঘুমাইনি," স্থানীয় একটি সংবাদ মাধ্যমে একথা বলেছেন রায়ানের পিতা।

মরক্কোর মিডিয়ার সঙ্গে কথা বলার সময় কাঁদছিলেন রায়ানের মা। তিনি বলেন, "পুরো পরিবারটিই তাকে খুঁজতে গিয়েছিল। তখন আমরা বুঝতে পারি যে সে আসলে কুয়ার ভেতরে পড়ে গেছে। তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি এখনও আশা ছাড়িনি।"

বৃহস্পতিবার কুয়ার ভেতরে একটি ক্যামেরা ফেলা হয়েছিল। তার ফুটেজে দেখা যাচ্ছে শিশুটির এখনও জ্ঞান আছে। যদিও তার মাথায় সামান্য আঘাতের কিছু চিহ্ন রয়েছে।

শিশুটির যাতে শ্বাস নিতে কষ্ট না হয় সেজন্য উদ্ধার-কর্মীরা কুয়ার ভেতরে অক্সিজেনের মাস্ক ফেলেছেন। ভেতরে খাবার এবং পানিও দেওয়া হয়েছে।

কুয়াটির কাছে চিকিৎসকদের একটি দলও অবস্থান করছে। যে কোনো সময়ে রায়ানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে তারা প্রস্তুত।

তাকে কুয়ার ভেতর থেকে তুলে আনার পর দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সেখানে একটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।


নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাংবিধানিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক হিসেবে থাকছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

শনিবার রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান গঠিত সার্চ কমিটির সভাপতি থাকছেন। তিনি আগের সার্চ কমিটির সদস্য ছিলেন।

সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে থাকছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।

মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন এই সার্চ কমিটিতে থাকছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবারই এই সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা মন্ত্রিপরিষদ বিভাগই দেবে।

প্রজ্ঞাপনের পর সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, শিগগিরই বৈঠক করবেন তারা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলবো। শর্টেস্ট পিরিয়ডের মধ্যে আমরা বসব। চেষ্টা করব কালকের মধ্যে বসে কমিটির সবাই কথা বলতে।”

নির্ধারিত সময়ের মধ্যে সার্চ কমিটি কাজ শেষ করবে বলে জানান তিনি।

গঠিত এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য কমিশনারদের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর সেই ইসির পরিচালনায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

সদ্য পাস হওয়া আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন।

কিন্তু কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে। ফলে সেই সময়ের মধ্যে রাষ্ট্রপতি যদি নতুন নির্বাচন কমিশন গঠন করতে চান, তাহলে হাতে সময় ১০ দিনও নেই।

অবশ্য বিগত সময়ে সার্চ কমিটিতে এক সপ্তাহেই কাজ শেষ করতে দেখা গিয়েছিল।

সংবিধানের বিধান অনুযায়ী ইসি গঠনে আইন প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। আইন না থাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় থেকে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন শুরু হয়, যা অনুসরণ করেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এবার সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের মধ্যেই গত মাসে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি, যা গত ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। সংসদের ভেতরে ও বাইরে আইনটি নিয়ে চলে অনেক আলোচনা-সমালোচনা।

কী হবে সার্চ কমিটির কাজ

সার্চ কমিটির কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে।

আইনে বেধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

এ অনুসন্ধান কমিটি সিইসি ও কমিশনারদের প্রতি পদের জন্য দুই জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটির গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে।

সার্চ কমিটি সিইসি এবং নির্বাচন কমিশনার পদে যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে।



ইসিতে নিয়োগে যোগ্যতা কী

সিইসি ও নির্বাচন কমিশনার পদে কাউকে সুপারিশের ক্ষেত্রে তিনটি যোগ্যতা থাকতে হবে

>> তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

>> ন্যূনতম ৫০ বছর বয়স হতে হবে।

>> কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় পদে তার অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিইসি ও কমিশনারদের অযোগ্যতা

সিইসি ও কমিশনার পদের জন্য ছয়টি অযোগ্যতার কথা বলা হয়েছে।

>> আদালত অপ্রকৃতিস্থ ঘোষণা করলে।

>> দেউলিয়া হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেলে।

>> কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে।

>> নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হলে।

>> ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট-১৯৭৩ বা বাংলাদেশ কোলাবরেটরস (স্পেশাল ট্রাইব্যুনালস) অর্ডার-১৯৭২ এর অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে।

>> আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করছে না, এমন পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে।

৫:১৪ AM


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা কাটছেই না৷ আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ খান আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না।

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে জায়েদ খানের বিপক্ষে বিক্ষোভ মিছিল।

মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা আজ বিকেল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে আল্পনা এঁকে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন। এসময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে স্লোগান দেন তারা।

এ বিষয়ে নৃত্যশিল্পী রতন বলেন, ‘আমাদের সাথে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই। ওকে আমি অভিশাপ দিচ্ছি।’

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোনও বন্ধ। এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমে বলেন, ‘আজ সরস্বতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদের ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।’



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। এছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

এছাড়া একই সময়ে সারাদেশে ৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হলো। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।


মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিং এবং অধিনায়ক ইমরুল কায়েস ও লিটন দাসের ব্যাটিং ঝড়ে বিশাল জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দলের হয়ে ফিজ ৫ উইকেট শিকার করেন। আর ইমরুল খেলেন ৮১ রানের ঝলমলে ইনিংস। 

দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চ্যাডউইক ওয়ালটনকে হারায় চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে সেই ধাক্কা সামলে ওঠেন আফিফ হোসেন ও উইল জ্যাকস। ২৭ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন আফিফ। 

তবে থেকে যান জ্যাকস। শামীম হোসেনকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তিনি। তবে তাকে যথার্থ সঙ্গ দিতে পারেননি শামীম। ২৬ রান করে বিদায় নেন তিনি।

ম্যাচে নিজের প্রথম ওভার ভালো করতে পারেননি মোস্তাফিজ। সেই ওভারে ১৪ রান খরচ করেন তিনি। তবে পরের ওভারেই শামীম ও জ্যাকসকে তুলে নেন কাটার মাস্টার। নিজের তৃতীয় ওভারে নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে শিকার করেন ফিজ। 

চট্টগ্রামের হয়ে ইনফর্ম জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৩ ছক্কায়। জ্যাকস সাজঘরে ফেরার পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে প্যাভিলিয়নে পাঠিয়ে বিপিএলে প্রথমবার ৫ উইকেট নেন মোস্তাফিজ। বিপিএলে ১৫তম বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়বার ৫ উইকেট ঝুলিতে ভরার কীর্তি।

বৃষ্টির কারণে খেলা নেমে আসে ১৮ ওভারে। শেষ পর্যন্ত সবকটি ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। বৃষ্টি আইনে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেন কুমিল্লার দুই উদ্বোধনী ব্যাটার ইমরুল ও লিটন। নির্বিঘ্নে রান তোলেন তারা। তাদের জুটিতে আসে ১৩৮ রান। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন লিটন। 

আর ইমরুল অপরাজিত থাকেন ৬২ বলে ৮১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে। তার ইনিংসটি সাজানো ৬ চার ও ৫ ছক্কায়। পরে ব্যাট করতে নামা ফ্যাফ ডু প্লেসি কোনো রান করতে পারেননি।


দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। 

শুক্রবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সিরিজটির ব্যপারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে এসে একদিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা আসবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর  পাকিস্তানে আসবেন। 

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে আসবেন চার্টাড বিমানে চড়ে।

এ সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।  



৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই।  ১২ মার্চ  করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। 

এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। 

৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই। 

এদিকে পাকিস্তানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় আসতে চান না বলে জানা গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের প্রত্যাশা শক্তিশালী দল নিয়েই আসবে অজিরা।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget