Latest Post

জিয়ারুল হক : ঘোষণা না দিয়ে অস্ত্র ও গুলি বহন করায় শাহজালাল বিমানবন্দরে বাগেরহাটের চিতলমারীর সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মোল্লা মুজিবর রহমান শামীম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সময় নিউজ

শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) পরিচালক নূর সিদ্দিকী বলেন, কোনো ঘোষণা ছাড়াই মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(amadershomoy)

আসাদুজ্জামান সম্প্রাট : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চেয়েছে সংসদীয় কমিটি। আগামী দুই মাসের মধ্যে কমিটিতে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। এছাড়া প্রকল্প পরিচালককে আগামী বৈঠকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিব সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সম্পর্কিত অনুশাসন দেয়া হয়। কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ ন‚র-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে ন‚র তাপস, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশ নেন।
এ বিষয়ে কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উত্তর দিকে কেবিন ব্লকের পেছনে ১২ বিঘা জমির ওপর দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ-এর অর্থায়নে নির্মিতব্য সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিরপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবছরের সেপ্টেম্বরে এটি উদ্বোধন করা হয়। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
সংসদীয় কমিটি সুত্র জানায়, দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালে থাকবে অত্যাধুনিক চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা। সকল কার্যক্রম থাকবে পরিবেশবান্ধব ও ডিজিটাল পদ্ধতির। চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও গবেষণা কার্যক্রমও চলবে। ইতোমধ্যে ৮০ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও ১০ জন কর্মকর্তাকে কোরিয়ায় উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোন প্রকল্প পরিচলক নিয়োগের আগে প্রকল্প সংশ্লিষ্ট কাজের সাথে অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে সুপারিশ করে কমিটি।
(amadershomoy)

অপূর্ব ও মম
অনন্যা ঢাকার শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষিত ধনী পরিবারের ছেলে হাসিবের সঙ্গে তার প্রেম হয়। পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। তবে হঠাৎ বাবার অসুস্থতার কারণে বিয়ে থেকে সরে দাঁড়ান অনন্যা। মা, ভাই ও অসুস্থ বাবাকে নিয়ে পরিবারের হাল ধরেন তিনি।


এদিকে হাসিবের পরিবার স্বাবলম্বী মেয়েকে ঘরের বউ করতে চায় না। এ নিয়ে হাসিব অনন্যার বিয়ে ভেঙে যায়। এমনই গল্পে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কুমারিকা’র ইউটিউব চ্যানেলে সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি পর্বগুলোও প্রকাশ পাবে। ওয়েব সিরিজটিতে অনন্যার চরিত্রে জাকিয়া বারী মম ও হাসিব চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন। এতে আরও রয়েছেন নাইম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান প্রমুখ।
নির্মাতা শিহাব শহীন বলেন, ওয়েব সিরিজের ধারণাটি আমাদের বর্তমান সময়ে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। যখন গল্পটি পেলাম আমি কাজটি করতে রাজি হয়ে যাই। সিরিজে কয়েকজন অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করেছি। সকলেই খুব ভাল কাজ করেছেন। কুমারিকা’র এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে আশা করছি।

কুমারিকা বাংলাদেশের হেড অফ মার্কেটিং নুসরাত জাহান বলেন, ওয়েব সিরিজটি দেখা যাবে কুমারিকা’র ডিজিটাল প্লাটফর্ম কুমারিকা ন্যাচারাল লিভিং ইউটিউব চ্যানেলে ও কুমারিকা’র ফেসবুক পেইজে। আগামী দুই সপ্তাহে ওয়েব সিরিজটির ৮টি এপিসোড ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। বাংলাদেশের প্রতিভা সারা পৃথিবীতেই স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশের কনটেন্ট সারা পৃথিবীর কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা।
এর আগে সমাজের হার না মানা নারীদের গল্পগুলো সবার সামনে নিয়ে আসার জন্য বাংলাদেশের সুপরিচিত ব্র্যান্ড কুমারিকা শুরু করে অনলাইন ক্যাম্পেইন সাহসিনী। যার মাধ্যমে ‘কুমারিকা মিস ন্যাচারাল-২০১৬’ তে একজন এসিডদগ্ধ নারীকে সম্মাননা জানানো হয়।
**'চেনা পথের অপরিচিতা'র প্রমো
(banglanews24)

একবার কথা বলার জন্য সাবেক প্রেমিককে এক সপ্তাহে ৭৭ হাজার বার ফোন করে গ্রেফতার হয়েছেন মেক্সিকোর এক তরুণী। শুধু তাই নয়, ফোনের পাশাপাশি এসএমএস, ই-মেইল, চিঠি পাঠিয়েও রেকর্ড গড়েছেন এই প্রেমিকা।
২৮ বছর বয়সী ওই তরুণীর নাম লিন্ডা মারফি। উইলিয়াম রায়ানস নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের কিছুদিনের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সেই সম্পর্ক কয়েকদিনের মধ্যেই ভেঙে যায়।
উইলিয়াম এই সম্পর্কের জের বেশিদিন টানতে চাননি। তবে লিন্ডা ব্রেকআপ হয়ে যাওয়ার কয়েকদিন পরই সম্পর্ক পুনঃস্থাপন করতে চেয়েছিলেন। সে জন্য তিনি উইলিয়ামকে ফোন করেন। সমস্যার শুরু হয় সেখান থেকেই।
লিন্ডার কোনো ফোন রিসিভ করেননি উইলিয়াম। এরপরই ফোনে এভাবে বিরক্ত করার জন্য পুলিশের দ্বারস্থ হন উইলিয়াম। লিন্ডার ফোনের কল হিস্ট্রি পরীক্ষা করে পুলিশ জানতে পারে এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন করেছেন লিন্ডা।
এছাড়া এই সময়ের মধ্যে তিনি সাবেক প্রেমিক উইলিয়ামকে ই-মেইল করেছেন ১ হাজার ৯৩৭ বার, ক্ষুদে বার্তা পাঠিয়েছেন ৪১ হাজার ২২৯টি, ২১৭টি ভয়েস ম্যাসেজ এবং চিঠি দিয়েছেন ৬৪৭টি।
পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে সত্যতা নিশ্চিত হয়। পরে আলবুকারিন পুলিশ ডিপার্টমেন্ট লিন্ডাকে গ্রেফতার করে
লিন্ডা বলেছেন, তিনি তিনটি ফোন থেকে একসঙ্গে উইলিয়ামের বাড়ির ল্যান্ডফোন, মোবাইল ও অফিসের ফোনে ক্রমাগত কল দিয়েছেন। উইলিয়ামের সঙ্গে একবার কথা বলার জন্য দিনে সবসময় ফোন করতেন তিনি। রাত জেগে ফোন করার জন্য বিশেষ ধরনের এনার্জি ড্রিংক ও অ্যামফেটামাইন জাতীয় ওষুধ খেতেন লিন্ডা।

পুলিশ বলছে, লিন্ডা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার নামের এক বিশেষ মানসিক রোগের শিকার। এই রোগে আক্রান্তরা মানসিক উদ্বেগে ভোগেন এবং একই কাজ বারবার করে যাওয়া থেকে নিজেকে বিরত করতে পারেন না। উইলিয়ামের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে লিন্ডার সেই সমস্যা আরও বৃদ্ধি পায়।
(jagonews24)

এইচবিওর সিরিজ ‘গেম অফ থ্রোনস সিজন ৮’ এর প্রথম এপিসোড, ‘হেলবয়’, ‘পেট সেমেট্রি’র মতো হেভিওয়েট হলিউডি ছবিও অনলাইনে ফাঁস করেছিল ‘তামিলরকার্স’। বাদ যায়নি সদ্য মুক্তি পাওয়া বলিউডি ছবি ‘গাল্লি বয়’, ‘থাগস অফ হিন্দোস্তান’, ‘কেশরি’! তালিকায় রয়েছে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পেট্টা’, ‘বিশ্বাসম’ ও!




এবার মুক্তির একদিনের মধ্যেই ‘কলঙ্ক’ নিয়ে কেলেঙ্কারি! অনলাইন পাইরেসি ওয়েবসাইট ‘তামিলরকার্স’ ইতিমধ্যেই ইন্টারনেটে গোটা ছবিটি ফাঁস করে দিয়েছে!
এর আগে পাইরেসি যাতে বন্ধ করা যায় সেজন্য রজনীকান্তের ব্লকবাস্টার ছবি ‘২.০’ ফাঁস হওয়ার পর ছবির নির্মাতারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি তামিলরকার্সকে।
পরিচালক ও নির্মাতাদের কাছে সবসময় বড় আশঙ্কার কারণ পাইরেসির খপ্পরে পড়া। অনলাইনে ছবি দেখা গেলে তারাই সব থেকে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সম্প্রতি এই বেআইনিভাবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে!
প্রসঙ্গত, পাইরেসির বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও বারংবার এই ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারাদেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
(ittefaq)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) অবৈধ বহুতল ভবন ভাঙতে আদালতের নির্দেশনা রয়েছে

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিজিএমইএ ভবন ভাঙতে সময় চেয়ে করা আবেদনে আদালত অবমাননা হবে কি না, এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের কোনো আবেদন করা হলে তা আদালতে যাবে এবং সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।



বুধবার বিজিএমইএর অবৈধ ভবন ভাঙার জন্য এক বছর সময় চেয়ে আপিল বিভাগে করা আবেদন তিন দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে বিজিএমইএর সভাপতিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সময় চেয়ে আবেদন প্রত্যাহার না করা হলে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, এর আগে গত বছর ২ এপ্রিল ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না উল্লেখ করে বিজিএমইএর দেওয়া অঙ্গীকারে আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় ভবন সরাতে সময় বৃদ্ধি করে আদেশ দেয়।
ভবনটি সরাতে গত ১২ এপ্রিল সময় শেষ হয়। এরপরও ভবন সরিয়ে না নেওয়ায় গত মঙ্গলবার রাজউক ভবনটি সিলগালা করে।
২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এ ভবনটি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে প্রায় ২০ বছর আগে বহুতলবিশিষ্ট বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়।
হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা বহুতল এ ভবনটি ভাঙার নির্দেশ দেয়। রায়ে বলা হয়, বিজিএমইএ ভবনটি সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো। ২০১৩ সালের ১৯ মার্চ ৬৯ পৃষ্ঠায় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর তার বিরুদ্ধে আপিল করে বিজিএমইএ।
ইত্তেফাক/এমআই
(ittefaq)

এবার আর ট্রেনের টিকিট বিক্রি শুধু কমলাপুরেই সীমাবদ্ধ থাকছে না। পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঢাকার কয়েকটি স্থানসহ মোট ৬ জায়গা থেকে ট্রেনের টিকিট কেনা যাবে। এ ৬ জায়গা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর।




আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী জানান, আগামী ঈদের টিকেট ঢাকার ফুলবাড়িয়া, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মিরপুরসহ ছয়টি স্থান থেকে বিক্রি করা হবে। তবে আগামী ২৮ তারিখ থেকে নতুন অ্যাপস চালু করা হচ্ছে, যার মাধ্যমে ঘরে বসেই ৫০ শতাংশ টিকেট সংগ্রহ করতে পারবে যাত্রীরা।
তিনি আরও জানান, আগামী ২৫ এপ্রিল থেকে চালু হচ্ছে ঢাকা-রাজশাহী ননস্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস। পর্যায়ক্রমে ঢাকা-যশোর এ ঢাকা-পঞ্চগড় ননস্টপ ট্রেন সার্ভিস চালু করা হবে।
এসএস
(RTV)

আরএইচ রফিক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা পৌণে ১১টায় শহরের ধরমপুর এলাকায় নিহত বিএনপি নেতা শাহীনের বাড়িতে যান। তিনি এ সময় নিহত শাহীনের অসুস্থ স্ত্রী আকতার জাহান শিল্পী ও তিন সন্তানের সঙ্গে দেখা করে তাদের সান্তনা দেন। এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গত ১৪ এপ্রিল রবিবার রাতে বগুড়া শহরের উপ-শহর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। তিনি শহরের ধরমপুর এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে। তিনি পরিবহন ব্যবসার কারণে সাবেক মোটর মালিক গ্রুপের নেতা ও বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহবায়কও ছিলেন। পাশাপাশি তিনি আইন পেশায়ও নিয়োজিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা শাহীনকে দলমত নির্বিশেষে বগুড়াবাসীর প্রিয় মানুষ ও রাজনৈতিক কর্মী উল্লেখ করে বলেন, ‘শাহীনের হত্যাকান্ডে বাংলাদেশের আইন-শৃঙ্খলার বর্তমান চিত্র প্রকাশিত করেছে।’ অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ‘আজকে এই অবস্থার বিরুদ্ধে জনগণকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। রুখে দাঁড়াতে হবে। সমস্ত হত্যাকান্ডে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন আমরা ন্যায়-ইনসাফের জন্য লড়াই করছি। আমাদের অধিকারগুলো ফিরে পাবার জন্য লড়াই করছি। সেই লড়াইয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। তিনি আহবান জানিয়ে বলেন আসুন আমরা এক সাথে থাকি।’

(amadershomoy)





রংপুরের কাউনিয়া উপজেলার একটি সেফটি ট্যাংক থেকে অজ্ঞান দুই শ্রমিককে উদ্ধার করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুরশা ইউনিয়নের বাহেগগিলি গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে তাদের উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত শ্রমিকরা হলেন শাহজাহান ও আখেরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাহেগগিলি গ্রামের একটি সেফটি ট্যাংকের ৩০ ফুট নিচে কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়েন শাহজাহান নামের এক শ্রমিক। তাকে উদ্ধার করার জন্য আখেরুজ্জামান নামে অপর এক শ্রমিক সেফটি ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। ঘণ্টাখানেক তাদের কোনও সাড়াশব্দ না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত আছেন।
জেবি
(rtvonline)


স্ত্রী নির্যাতনের মামলায় বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৪৩ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন।


মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ার কারণে এ জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, হিরো আলমের জামিন আবেদন শুনানির সময় তার স্ত্রী সুমি বেগম উপস্থিত ছিলেন। জামিন শুনানিকালে কোনো আপত্তি জানাননি তিনি। শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় এ জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় একটি মামলা করেন। মামলার পরই হিরো আলমকে গ্রেফতার করা হয়।
(jugantor)

পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমার পদত্যাগ করেছেন। দেশটির মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার এক টুইটার পোস্টে পদত্যাগের কথা জানানোর এক ঘণ্টা পর তিনি সংবাদ সম্মেলন করেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।


টুইটার পোস্টে আসাদ উমার বলেন, মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আমাকে অর্থ মন্ত্রণালয়ের পরিবর্তে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য বলেন। কিন্তু আমি কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন না করার কথা জানাই। এতে সম্মত হন তিনি।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইমরান খানই পাকিস্তানের জন্য সবচেয়ে ভালো এবং তিনি একটি নতুন পাকিস্তান গড়ে তুলবেন ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের সদ্য সাবেক অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কিছু ‘কঠিন সিদ্ধান্ত’ নেয়ার সময় এসেছে এবং আমার পদত্যাগ এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আমি আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। আমি যে কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই না, তা তাকে বোঝাই। এর মানে এই নয় যে পিটিআই’র(পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) ভিশন নয়া পাকিস্তানে আমার কোনও অংশগ্রহণ থাকবে না।
তিনি বলেন, দেশের স্বার্থে নেয়া যেকোনো উদ্যোগের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো।
একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভার এই রদবদলের বিষয়ে আমি প্রথম কথা বলি গত রাতে। এনিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যে কথা হয়েছে, তা অনুসারে অন্যান্য মন্ত্রণালয়ের পরিবর্তনের কথা আজ রাত বা আগামীকাল সকালের মধ্যেই ঘোষণা করা হবে।
আসাদ উমার বলেন, ২০১২ সালের ঠিক এই দিনে সংবাদপত্রগুলো ঘোষণা করেছিল যে আমি পিটিআই’তে যোগ দিচ্ছি। সাত বছর পর আজ আমি আপনাদেরকে এই সংবাদ দিচ্ছি। এই সাত বছরের সফর খুবই চমৎকার ছিল।
কে/এসএস
(rtvonline)

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতর থেকেও বাজার মনিটরিং চলছে। কাজেই আশা করছি, রমজানে বাজার স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের দাম বাড়বে না।’


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে চাল ব্যবসায়ীদের সংগঠন-অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদ (মিনিকেট রশিদ) ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘সবকিছুর পর্যাপ্ত মজুত আছে। রাস্তায় যেন পণ্য পরিবহনের ট্রাকে চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে চাল রফতানির প্রস্তাব দেয় চাল ব্যবসায়ীদের সংগঠনটি। তাদের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশে চাহিদার অতিরিক্ত চাল উদ্বৃত্ত রয়েছে। রফতানি করা না গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে চাল রফতানির অনুমতি প্রয়োজন।
এমন প্রস্তাবের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দাবি শুনেছি। এগুলো পরীক্ষা- নিরীক্ষা করে দেখবো। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানবো, আসলেই চাল উদ্বৃত্ত রয়েছে কিনা। তারা যে তথ্য দিয়েছে তা সঠিক কিনা। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’ 
(banglatribune)

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো লিভারপুল। পোর্তোকে বুধবার উড়িয়ে দেওয়ার পরপরই চূড়ান্ত হয়েছে তাদের প্রতিপক্ষ। বার্সেলোনার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে গত বছরের রানার্স-আপকে। কিন্তু এখনই তাদের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে ভাবছে না প্রিমিয়ার লিগ জায়ান্টরা। প্রায় দুই সপ্তাহ প্রস্তুতির সময় পাওয়ায় নির্ভার থাকছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।



আগামী ৩০ এপ্রিল ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে লিভারপুল। ইউরোপিয়ান মঞ্চে উড়তে থাকা কাতালানদের মোকাবিলা করতে এখনও ১২ দিন পাচ্ছে হাতে। এই সময়ে মেসি অনুপ্রাণিত বার্সাকে থামাতে ছক কষবেন ক্লপ। অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে থামানো অসম্ভব বিশ্বাস করেন লিভারপুল কোচ।
এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ গোল করেছেন মেসি। সবশেষ তার জোড়া গোলে ম্যানইউকে উড়িয়ে দেয় বার্সা। এই দলকে থামাতে অনেক কিছু করতে হবে বললেন ক্লপ, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে এনিয়ে ভাবতে হচ্ছে না, আরও কয়েকটি রাত সময় পাবো। এখন পর্যন্ত প্রত্যেকে চেষ্টা করে গেছে এবং কেউই পারেনি। কিন্তু আমরা মুখিয়ে আছি। বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে অনেক কাজ বাকি আছে, দেখা যাক।’
সাদিও মানে, মোহাম্মদ সালাহ, রবের্তো ফিরমিনো ও ভার্জিল ফন দিকের গোলে পোর্তোকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। দুই লেগে ৬-১ গোলের অগ্রগামিতায় এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করাকে বিরাট অর্জন মনে করছেন ক্লপ। বার্সা চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত জার্মান কোচ, ‘আমরা বার্সার বিপক্ষে খেলবো। এনিয়ে আমি খুব বেশি ভাবছি না। কিন্তু তাদের বিপক্ষে খেলার ব্যাপার নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আমরা এখন সেমিফাইনালে। রবিবার কার্ডিফের (সিটি) বিপক্ষে খেলা, ঘুম থেকে উঠে কাল (বৃহস্পতিবার) সেটা নিয়েই চিন্তা করবো। টানা দ্বিতীয় বছর সেমিফাইনালে ওঠা বিরাট ব্যাপার।’ গোল ডটকম
(banglatribune)

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সংক্রান্ত কোনও তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আজ বৃস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। এ বিষয়ে ব্রিটিশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না।’
প্রসঙ্গত, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত পাঁচ বছর সাজা দেন খালেদা জিয়াকে। এরপর ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা। অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন (রিভিশন) করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদন গ্রহণ করে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা, যা শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
এছাড়া গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা। এটিও শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৩৩ মামলায় জামিনে রয়েছেন।
এদিকে গত ৬ এপ্রিল জামালপুরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে।’
যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গত ৭ এপ্রিল এক অনশন কর্মসূচিতে বলেন, ‘আমরা খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন জানাইনি, তিনি জামিনে মুক্তি পান।’ 
(banglatribune)

দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে ৭২ ঘণ্টা পর্যবেক্ষনে রেখেছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে বলে জানালেন সুবীর নন্দীর আত্মীয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা সংগীতশিল্পী তৃপ্তি কর।

উন্নত চিকিৎসার জন্য সুবীর নন্দীকে আমেরিকায় নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।তৃপ্তি কর বলেন, ‘সুবীর নন্দীর অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন তার হার্টের অবস্থা বেশ জটিল। এর আগে আমেরিকায় সুবীর নন্দীর হার্টের অপারেশন করতে গিয়েও সেখানকার চিকিৎসকরা করতে পারেননি। এখন চিকিৎসকরা আবারও তাকে আমেরিকায় অপারেশন করার পরামর্শ দিয়েছেন।’
তৃপ্তি কর জানালেন ‘ডাক্তারদের মতে, বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা সুবীর নন্দীর আছে। এখানে আর দুই দিন চিকিৎসা নেবেন তিনি। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে আমেরিকাতে নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। তার হার্টেও সমস্যা রয়েছে। সিএমএইচের চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।
নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।
(jagonews24)

অব্যাহত দরপতনে একটু একটু করে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। উল্টো গাড়ি বিলাসে মেতেছেন ডিএসইর শীর্ষ ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)-এর জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। ইতোমধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ সংক্রান্ত অনুমোদনও নেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমানের জন্য কেনা হচ্ছে দেড় কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। সিআরও এ কে এম জিয়াউল হাসান খান ও সিএফও আবদুল মতিন পাটওয়ারীর জন্য কেনা হচ্ছে অর্ধ কোটির বেশি মূল্যের নিশান এক্স-ট্রেইল।

এমডি, সিআরও ও সিএফও’র জন্য যে গাড়ি রয়েছে তা বেশ পুরোনো- এমন কারণ দেখিয়ে ডিএসইর ৯১৪তম বোর্ড সভায় তিনটি নতুন গাড়ি কেনার অনুমোদন নেয়া হয়। এর মধ্যে এমডির গাড়ির জন্য বাজেট ধরা হয় দেড় কোটি টাকা। আর সিআরও ও সিএফও’র গাড়ির জন্য বাজেট ধরা হয় ৫৫ লাখ টাকা করে। এ বাজেটের ওপর ভিত্তি করে এমডির জন্য এক কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা এবং সিআরও ও সিএফও’র জন্য ৫৪ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের গাড়ি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
শীর্ষ কর্মকর্তাদের জন্য এমন বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগ নেয়া হলেও প্রায় তিন মাস ধরে চলা অব্যাহত দরপতন ঠেকাতে বাস্তব কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ডিএসই। ফলে দিনের পর দিন দরপতনের কবলে পড়ে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে বাজারের ওপর চরম আস্থাহীনতার সঙ্গে দেখা দিয়েছে তারল্য সংকট। লেনদেন কমতে কমতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা তিন কার্যদিবস লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার নিচে। ১৪ মার্চের পর গত এক মাসে ডিএসইর লেনদেন পাঁচশ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি।
এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, এমডি, সিআরও ও সিএফও’র জন্য গাড়ি কিনতে যে টাকা খরচ হচ্ছে তা আমাদের টাকা। বাজারের চরম মন্দাভাবের কারণে ব্যবসা কীভাবে টিকিয়ে রাখব, কর্মকর্তাদের বেতন কীভাবে পরিশোধ করব, সারাক্ষণ সেই চিন্তা করতে হচ্ছে আমাদের। আর ডিএসইর শীর্ষ ব্যক্তিরা আমাদের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনার পায়তারা করছেন! কিন্তু বাজারের মন্দাভাব কাটাতে ডিএসইর পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। অথচ বাজার উন্নয়নের জন্য ক্ষেত্র-বিশেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ডিএসইর ভূমিকা বেশি থাকার কথা।
তিনি আরও বলেন, ডিএসইর বর্তমান ম্যানেজমেন্টের কর্মকাণ্ডে বোঝা যায়, বাজার সম্পর্কে তাদের দক্ষতার বেশ অভাব আছে। এরপরও প্রভাবশালী সদস্যদের হাত করে তারা তাদের পদ ধরে রেখেছেন। এমনকি সিআরও, সিএফও’র পদ দুটি চুক্তি-ভিত্তিক হলেও তারা তা স্থায়ী করে নিয়েছেন। বিভিন্ন সময় ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে প্রজেক্টের নামে টাকা হাতিয়ে নেয়া এবং অবৈধভাবে শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ওই সদস্য বলেন, ডিএসইতে আসলে কী হচ্ছে তা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত খতিয়ে দেখা উচিত। ডিএসই ঠিক না হলে পুঁজিবাজার ঠিক হবে না। এ বাজারের সঙ্গে জড়িত লাখ লাখ বিনিয়োগকারী। সেই সঙ্গে দেশের অর্থনীতির উন্নয়নেও পুঁজিবাজারের ভূমিকা রয়েছে। তাই লাখ লাখ বিনিয়োগকারী ও দেশের অর্থনীতির স্বার্থে সরকারের উচিত দ্রুত ডিএসইর কার্যক্রম খতিয়ে দেখা।
ডিএসইর এক কর্মকর্তা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান ২০০৩ সালে যখন ডিএসইর সিইও হিসেবে আসেন তখন লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি টাকার মতো। তার দক্ষ ব্যবস্থাপনায় ২০০৮ সালে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। পরবর্তীতে ২০১০ সালে লেনদেনের পরিমাণ বেড়ে তিন হাজার কোটি টাকায় পৌঁছায়। কিন্তু ২০১০ এর ধসের পর মার্কেট আর ঘুরে দাঁড়াতে পারেনি, শুধুমাত্র অদক্ষ ম্যানেজমেন্টের অযোগ্যতার কারণে।ওই কর্মকর্তা আরও বলেন, ২০১৩ ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী মালিকানা ব্যবস্থাপনা আলাদাকরণ হলেও মার্কেটের উন্নতির জন্য নেয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। উল্টো ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী যে ম্যানেজমেন্ট ডিএসইতে এসেছে তারা নিজেদের স্বার্থে ব্যস্ত ছিল। মার্কেটের ব্যাপারে তারা ছিল বরাবরই উদাসীন। ফলে বাজারে যেমন গতি আসেনি, তেমনি সময়ে সময়ে লেনদেনে দেখা গেছে মহাখরা। অথচ ২০০৮ সালের তুলনায় এখন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা অনেক বেশি। অথচ লেনদেনের পরিমাণ না বেড়ে উল্টো কমছে।
ডিএসইর অপর কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশনের পর ম্যানেজমেন্ট ডিএসইকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। উল্টো ডিএসইর সদস্যদের সাময়িক খুশি করার জন্য বছরের পর বছর রিজার্ভ ভেঙে লভ্যাংশ দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ফান্ড সংকটের মুখে পড়তে যাচ্ছে। এ বছর ডিএসই নিকুঞ্জের নিজস্ব ভবনে যাওয়ার কথা। সেখানে গেলে পরিচালন ব্যয় বেড়ে যাবে। সে ক্ষেত্রে মার্কেটের গতি বাড়াতে না পারলে ডিএসইর আর্থিক অবস্থা আরও খারাপ হবে।
তিনি আরও বলেন, ডিএসইতে অফিস সহকারী হিসেবে যোগদান করে বর্তমানে একজন জিএম পদে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অবৈধ শেয়ার ব্যবসার অভিযোগও ওঠে। উত্তরায় তার একাধিক বাড়ি আছে। সম্প্রতি সাভারে একটি কারখানা চালু করেছেন। তার নামে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) মামলা হয়েছিল। এরপরও তিনি দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমন অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে ডিএসই।
সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন জগো নিউজকে বলেন, পুঁজিবাজারের বেশকিছু বিষয়ে পরিবর্তন আনার জন্য ডিএসইর পক্ষ থেকে বিএসইসিতে মতামত দেয়া হবে। তবে ডিএসইর এমডি, সিআরও ও সিএফও’র জন্য বিলাসবহুল গাড়ি কেনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।তিনি আরও বলেন, বাজারে আস্থার জায়গা দুর্বল হয়ে গেছে। বাজারে কিছু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনগুলো আনার জন্য বিএসইসিতে মতমত দেয়া হবে।
‘আইপিও যেভাবে আসছে সে ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে। প্লেসমেন্টের বিষয়ে আমাদের আপত্তি আছে। এমন অনেক বিষয়েও আমাদের আপত্তি আছে। এগুলো আমরা বিএসইসিকে জানাব।’
বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী বলেন, বাজারের মন্দাভাবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিদিন পুঁজি হারাচ্ছেন। নিঃস্ব হয়ে সাধারণ বিনিয়োগকারীরা আত্মহত্যা করছেন। আর ডিএসইর এমডির জন্য কেনা হচ্ছে দেড় কোটি টাকা মূল্যের গাড়ি।
‘ডিএসইর এমডি বাজারের জন্য কী করেছেন? উনি তো নিজের স্বার্থ হাসিলের পায়তারা চালাচ্ছেন। ইস্যুয়ারদের পক্ষে দালালি করছেন এবং বিভিন্ন সুবিধা নিচ্ছেন। অথচ বিনিয়োগকারীদের সুরক্ষার ব্যবস্থা করা ডিএসইর অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব তো ডিএসইকে পালন করতে দেখছি না।’
(jagonews24)

অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ছাড়া দুর্যোগ ও দুর্ঘটনায় ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে সেগুলো প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা ও আহ্বান জানান।
সভায় শেখ হাসিনার সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোথায় কাজ করেন, কী করেন, সেখানে নিরাপত্তা কতটুকু নিজের ভেতরে সেই সচেতনতা আছে কি না- এ ব্যাপারে নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে।
দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কী কী করণীয় সেগুলোর প্রচার নিজ নিজ প্রতিষ্ঠান করবে। কোনো দুর্যোগ এলে জাতীয়ভাবে আমাদের করণীয় কী? যে নির্দেশনাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে।
তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার, দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিছুদিন আগে একটা বহুতল ভবনে আগুন লাগল, সেখানে যে বিষয়টা লক্ষণীয় ছিল, সেখানে যারা কর্মরত ছিল, তাদের মধ্যে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটাও তারা জানে না।
তিনি বলেন, অনেক ফায়ার এক্সিট বা জরুরি নির্গমণ পথে ইন্টেরিয়র সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা সেখানে খালি জায়গায় যত মালামাল আছে সব ফেলে রাখা হয়। দুর্যোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর (ভবন) সঙ্গে সেখানে যারা কাজ করছেন তাদের মধ্যে সচেতনতা থাকা প্রয়োজন। এ সচেতনতা সৃষ্টি একান্ত প্রয়োজন।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম, সক্ষমতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি অগ্নিকাণ্ডে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮০০ বছরের বেশি পুরনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রাল ধ্বংস হওয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দেশের ঘনবসতির কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত ঘনবসতির দেশ। সেটা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।
(jagonews24)

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার আসামি জাবেদ হোসেনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ফেনী সদর আমলি আদালতের অবকাশকালীন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) গোলাম জিলানী বলেন, মাদরাসাছাত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার জাবেদ হোসেনকে আদালতে নেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওসি মো. শাহ আলম। তিনি আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, সোনাগাজীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত ছয় আসামি এবং এজাহারবহির্ভূত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১০ জন আসামি রিমান্ডে। পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ৯ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহম্মেদের আদালত নূর হোসেন, কেফায়াত উল্লাহ, মোহাম্মদ আলা উদ্দিন ও শাহিদুল ইসলামকে পাঁচদিন করে রিমান্ড দেন।
১০ এপ্রিল অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলাকে সাতদিন, আবছার উদ্দিন ও আরিফুল ইসলামকে পাঁচদিন করে রিমান্ড দেন একই আদালতের বিচারক। ১১ এপ্রিল উম্মে সুলতানা পপি ও যোবায়ের হোসেনকে পাঁচদিন করে রিমান্ড দেন একই আদালতের বিচারক সরাফ উদ্দিন আহম্মেদ।
গত বুধবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়তদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি। মাদরাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে সে ওই বিল্ডিংয়ের তিন তলায় যান। সেখানে মুখোশপরা ৪/৫ জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
(jagonews24)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget