Latest Post

​​দিল্লির অগ্নি পরিষেবা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকাল পৌনে আটটা নাগাদ বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের বাইরে শুল্ক দফতরের তিন তলায় আগুন লাগে। চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেললেও, শুল্ক দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনের হাত থেকে বাঁচানো যায়নি

দিল্লি বিমানবন্দরে শুল্ক দফতরে আগুন
এই সময় ডিজিটাল ডেস্ক:মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের দফতরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে দফতরের অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে।

দিল্লির অগ্নি পরিষেবা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকাল পৌনে আটটা নাগাদ বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের বাইরে শুল্ক দফতরের তিন তলায় আগুন লাগে। চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেললেও, শুল্ক দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনের হাত থেকে বাঁচানো যায়নি।




তবে, নথি পুড়লেও কারও হতাহত হওয়ার খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। রোহিনীর ফরেন্সিক সায়েন্সের অফিসাররা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন।

(eisamay)

সমাজতন্ত্রের আদর্শ লালন করেন আর্জেন্টাইন জীবন্তু কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। এটা সবারই জানা। যে কারণে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো কিংবা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে বন্ধুত্ব পর্যন্ত পাতিয়েছিলেন তিনি। কারাকাস এবং হাভানায় ম্যারাডোনার যে নিয়মিত যাতায়াত রয়েছে, সেটাও সবার জানা।



ফিদেল কাস্ত্রো কিংবা হুগো শ্যাভেজের কেউ বেঁচে নেই এখন আর। তবুও সমাজতান্ত্রিক কিউবা এবং ভেনেজুয়েলার সঙ্গে আত্মার বন্ধন রয়েছে ৮৬’র বিশ্বকাপজয়ী নায়কের। সেটা আরও একবার প্রমাণ দিলেন তিনি।
মেক্সিকান দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডোস ডি সিনালোয়ার কোচের দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। সেখানেই ক্লাবের একটি জয়কে তিনি উৎসর্গ করলেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। যে কারণে মেক্সিকান ফুটবল ফেডারেশন রুষ্ট হয়েছে ম্যারাডোনার ওপর। শুধু তাই নয়, আর্জেন্টাইন কিংবদন্তিকে জরিমানা পর্যন্ত করা হয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।
সোমবারই এ বিষয়ে মেক্সিকো ফুটবল ফেডারেশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। গত মাসেই তাম্পিকো মাদেরোর বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ম্যারাডোনার ক্লাব ডোরাডোস ডি সিনালোয়া। ওই জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মাদুরোরর উদ্দেশ্যে জয়টা উৎসর্গ করেন তিনি।
মেক্সিকো ফুটবল ফেডারেশন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা করে ফেডারেশনের কোড অব এথিক্সের নিয়মাবলী লঙ্গণ করার দায়ে ম্যারাডোনার জরিমানা করা হলো।’ তবে কি পরিমাণ জরিমানা করা হলো, তা জানায়নি মেক্সিকো ফুটবল কর্তৃপক্ষ।
ম্যারাডোনা ওই সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এই জয় আমি ভেনেজুয়েলা এবং দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে উৎসর্গ করতে চাই। কারণ, তারা কঠোর আর্থিক সংকটে নিপতিত।’ একই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন তিনি।
(jagonews24)
আইএইচএস/এমএস


আবুল বাশার নূরু : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গাকে যে কোন ধরণের ভয়ভীতি ও নিপীড়ন ছাড়াই নিরাপদ প্রত্যাবাসনের দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে।
তিনি বলেন, উপযুক্ত পরিবেশ তৈরী করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া মিয়ানমার সরকার ও সেনা বাহিনীর দায়িত্ব।



মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ প্রয়োগ ও মানবাধিকারবিষয়ক সংগঠনগুলোর তদারকিতে রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘সেফ জোন’ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
সোমবার ওয়াশিংটন ডিসিতে মাইক পম্পেও’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বৈঠককালে তিনি একথা বলেন। খবর বাসস
বৈঠককালে পম্পেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের উপায় খুঁজে বের করতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, বাংলাদেশ নিজ ব্যয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এইড গ্রুপগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনায় ভাষানচর দ্বীপ বাসযোগ্য করেছে। মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ অঞ্চল গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
এছাড়া রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনা, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ এবং বহুমুখী খাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশিদারিত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি একজন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। তিনি বলেন, এটা সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ এবং আইনের শাসন সমুন্নত রাখতে দু’দেশের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
উভয় নেতা একমত পোষণ করেন যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অধিকতর উন্নয়নে আঞ্চলিক অংশীদারিত্বের ভিত্তিতে জ্বালানি ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে এ অঞ্চলের নেতৃবৃন্দকে সুশাসন, জবাবদিহিতা, আইনের শাসন ও সামুদ্রিক নিরাপত্তার ব্যাপারে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ তার অসাধারণ উন্নয়নের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত এ কথা উল্লেখ করে মোমেন তেল ও গ্যাস খাতে ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান ।
তিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) আসন্ন নির্বাচনে ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা করেন।
পরে বাংলাদেশের সফররত মন্ত্রী পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এ্যাডভাইজার চার্লস কুপারম্যানের সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন।
(amadershomoy)

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় পর্বের অভিযানে ২৫তম দিনের অভিযানে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার সাভার থানার আওতাধীন বিরুলিয়া এলাকায় বড়কাঁকর ও দেউন মৌজায় এ অভিযান চালানো হয়।


বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, ২৫তম দিনের অভিযানে মোট ২৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে পাকা একতলা দুটি, আধা পাকা ১১টি, পাকা সীমানা প্রাচীর ৪টি, টিনের ঘর ১০টি, পার্ক দুটি। এ ছাড়া জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। অভিযানে অবমুক্তকৃত তীরভূমি প্রায় ২ একর।
এর আগে ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ে ২১ কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেড়িবাঁধ এলাকার জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, এ সময়ে মোট ৩৪১টি পাকা স্থাপনা, ৪০৩টি আধা পাকা, ১৬৬টি পাকা সীমানা প্রাচীরসহ ২ হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
(jagonews24)

এএস/এনএফ/এমএস

রাজশাহীতে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আপেল (২৯) ও তার ছোট ভাই রাসেল মিয়া (২৮)। তারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের কাশেম আলীর ছেলে।



র‌্যাব-৫ সূত্র জানায়, আপেল ও রাসেলের কাছে মোট ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট, সাতটি সিম কার্ড, নগদ এক হাজার টাকা ও ১০৬ পিস সাবান জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এর আগে গোপন সংবাদ পেয়ে তাদের ধরতে অভিযান চালায় র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির একটি দল।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

এস এম নূর মোহাম্মদ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বাংলা বিভাগে দুইজন অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য বরাবর করা আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ নির্দেশ দেন। আবেদনটি করেছেন ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার।



এর আগে গত ১৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০৪তম সিন্ডিকেট সভায় ড. হিমেল বরকত ও ড. ফারহানা আখতারকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের ওই সিদ্ধান্তে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব বরাবর একটি আবেদন করা হয়।
তবে সে আবেদনের সাড়া না পেয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর আরেকটি আবেদন করা হয়। এরপরও ওই আবেদনের কোনো জবাব না পাওয়া হাইকোর্টে রিট করেন দুই শিক্ষক

(amadershomoy)

স্পোর্টস ডেস্ক : তিন বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ভিক্টোরিয়া আজারেংকা। কিন্তু যুক্তরাষ্ট্রের চার্লসটন ওপেনের ফাইনালে পায়ের চোটের দরুন ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শিরোপা ঘরে তুলেছেন গারবিন মুগুরুজা।



বর্তমান চ্যাম্পিয়ন মুগুরুজার কাছে প্রথম সেটে হেরে শুরু করেছিলেন আজারেংকা। ৬-১ গেমে হারার পরপর মেডিকেল টাইম আউট নিয়েছিলেন ডান কাফ মাসলে চোট অনুভব করায়। দ্বিতীয় সেটে চোট ভুগিয়েছে তাকে। ৩-১-এ পিছিয়ে থাকার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি।
গত কয়েকটা বছর ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় গেছে আজারেংকার। তার সবশেষ এককের ফাইনাল ছিল ২০১৬ সালের এপ্রিলে। সেবার ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন দুটো শিরোপাই ঘরে তুলেছিলেন। এর দুই সপ্তাহ পরই ঘোষণা দেন মা হতে চলেছেন তিনি। সেই বছরের শেষে ছেলে লিওকে জš§ দেয়ার পর থেকে নানা ঝামেলা ঘিরে ধরে তাকে।
পরের বছর টেনিসে ফিরলেও ছেলেকে নিজের কাছে রাখতে শুরু করেন আইনি লড়াই। তাই এবার শিরোপার এত কাছে গিয়েও তা জিততে না পারায় চোখ ভিজে যায় আজারেংকার। অশ্রুসিক্ত নয়নে জানান, খুবই দুর্ভাগ্যজনক যে সেরাটা দিতে পারিনি। নিজের কাছে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।

(amadershomoy)

এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী প্রার্থীদেরও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।




এই পদে নিয়োগের জন্য এত দিন নারীদের শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের ডিগ্রি। তবে পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আগের মতোই দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি রাখা হয়েছে।

এ ছাড়া যে কোটায় (নারী, পুরুষ ও পোষ্য) শিক্ষক নিয়োগ হবে, সেই কোটার ২০ শতাংশ প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে বিজ্ঞান ডিগ্রিধারী প্রার্থীদের দিয়ে ২০ শতাংশ কোটা পূরণ করা না গেলে তা মেধার ভিত্তিতে নিয়োগ করা যাবে। এমন বিধান রেখে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখন দেখা যায়, যাঁরা নিয়োগ পাচ্ছেন, তাঁদের প্রায় সবাই কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী। যোগ্য শিক্ষক নিয়োগেই উদ্দেশ্যেই শিক্ষক নিয়োগে সবার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক করা হয়েছে। আর বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্দেশে বিশেষ করে গণিত ও বিজ্ঞান বিষয়ের কথা চিন্তা করে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
নতুন বিধিধামাল অনুযায়ী, আগের মতোই ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য এবং ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পদগুলো পূরণ করা হবে। উপজেলা বা থানাভিত্তিক এই নিয়োগ হবে।
বিধিমালা অনুযায়ী আগের মতোই প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে ৬৫ শতাংশ এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের নিয়োগ হবে। পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণসহ কমপক্ষে সাত বছর চাকরি করতে হবে। আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর।
বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৯৯টি। শিক্ষক আছেন প্রায় সাড়ে তিন লাখ।

(priyo)

গত রাতে ওয়েস্টহামকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ম্যাচে দুই গোল করে বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ কেন তাঁর ব্যাপারে এত আগ্রহী।
ম্যাচে গোল হয়েছে দুটি। দুটি গোলই করেছেন ইডেন হ্যাজার্ড। দুই গোলে গতকাল নিজের দুই ধরনের ক্ষমতা দেখিয়েছেন ইডেন হ্যাজার্ড। আর অনুচ্চারে সবাইকে বুঝিয়ে দিয়েছেন, কেন রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাঁকে দলে আনার জন্য এত আগ্রহী।




প্রথমেই দ্বিতীয় গোলটার কথা আলোচনা হোক। ইংলিশ মিডফিল্ডার রস বার্কলির বলটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ডি-বক্সের ভেতরে যে জায়গাটায় অবস্থান নিলেন বা বলটা যেভাবে নিয়ন্ত্রণ করে পুরোদস্তুর গোলশিকারির মতো ওয়েস্ট হামের জালে জড়ালেন, কে বলবে হ্যাজার্ড প্রথাগত স্ট্রাইকার নন? এই মৌসুমে লিগে এর মধ্যেই ১৬ গোল হয়ে গেছে তাঁর। গোল সহায়তা করেছেন আরও ১২ বার। মৌসুম শেষ হতে হতে হয়তো চেলসি ক্যারিয়ারে প্রথমবারের মতো ২০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। চেলসির অবস্থা এই মৌসুমে এমনিতেই খুব ভালো নয়।
খুব ভালো না খেলা একটা দলের হয়ে মৌসুমে ২০ বা তার চেয়েও বেশি গোল করা যেমন–তেমন কোনো কথা নয়। ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পরে রিয়াল মাদ্রিদও অত বেশি গোল করতে পারছে না। গোল করার জন্য সেই পুরোনো পোড়খাওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার ওপর ভরসা করতে হচ্ছে। বেনজেমার দুই পাশে খেলা উইঙ্গাররা, যেমন মার্কো আসেনসিও, গ্যারেথ বেল, ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস ভাজকেজের কেউই রোনালদোর সেই অভাবটা পূরণ করতে পারছেন না। তাই হ্যাজার্ড এলে যে রিয়াল মাদ্রিদের গোলসংখ্যা অবধারিতভাবে বাড়বে, সেটা আর ব্যাখ্যা করে না বলে দিলেও চলছে।
শুধুই কি গোল করার জন্য হ্যাজার্ডকে মাদ্রিদকে আনা হবে? অবশ্যই না। এবং হ্যাজার্ডের দিকে যে রিয়াল গোল করা ছাড়াও আরও অন্য কিছুর জন্য তাকিয়ে থাকবে, সেই ‘অন্য কিছু’র ঝলক হ্যাজার্ড দেখিয়েছেন কাল প্রথম গোলে।
মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গিয়ে যেভাবে ওয়েস্ট হামের সেন্ট্রাল মিডফিল্ড আর সেন্ট্রাল ডিফেন্সকে তছনছ করে দিয়ে গোল করলেন, রোনালদো যাওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে সেই দর্শক-মুগ্ধকারী জাদু দেখানোর কেউ নেই এখন। বল পায়ের এমন এক জাদুকরকেই খুঁজছে রিয়াল। খুঁজছেন জিদান। রিয়ালের কোচ জিনেদিন জিদান তাই কিছুদিন আগে নিজে থেকেই হ্যাজার্ডে মুগ্ধতার কথা জানিয়েছেন। চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তিরও আর বেশি বাকি নেই। এক বছর পর চুক্তি শেষে এমনিতেই অন্য ক্লাবে যাওয়ার জন্য ‘ফ্রি’ হয়ে যাবেন চেলসির হয়ে নতুন চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানো হ্যাজার্ড। হ্যাজার্ডকে নতুন চুক্তিতে সই করানোর জন্য বলে বলে ক্লান্ত চেলসিও এখন ধরেই নিয়েছে, হ্যাজার্ডের রিয়াল যেতে আর বেশি দেরি নেই।
সে দিন আসা পর্যন্ত বরং প্রিমিয়ার লিগে হ্যাজার্ড-জাদু দেখা যাক!


(prothomalo)






দেশের শেয়ারবাজারে আস্থা সংকটের কারণে সম্প্রতি টানা দরপতন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ডিবিএ’র পক্ষ থেকে বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে মানসম্মত প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আনতে হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে সভাপতি মো. শাকিল রিজভী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিবিএ’র নেতারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।






বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শাকিল রিজভী বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দুর্বল আইপিও। দুর্বল কোম্পানি তালিকাভুক্ত হওয়ার কারণে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বলে আইপিও বন্ধ করা যাবে না, অবশ্যই আইপিও আসতে হবে। সেই আইপিও হতে হবে মানসম্মত। যাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্থ না হয়।
তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে আইপিওতে মানসম্মত কোম্পানি আনার বিকল্প নেই। এই বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ, মানসম্মত আইপিও আসলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এর ফলে বাজারে লেনদেনের পরিমাণ বাড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের শক্ত ভূমিকা থাকলে ভালো আইপিও আসবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ভালো ও মানসম্মত কোম্পানি আনার ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জকে অবশ্যই শক্ত ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বাজার সংশ্লিষ্টদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে স্টক এক্সচেঞ্জের মতো আইপিও’র আগে প্রত্যেকটি কোম্পানির ড্রাফট প্রসপেক্টাস ডিবিএ’র কাছে দেয়ার দাবি জানানো হবে। যাতে প্রসপেক্টাস পর্যালোচনা করে কোনো সমস্যা পেলে ডিবিএ’র পক্ষ থেকে তা বিএসইসিকে অবহিত করা যায়।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিল রিজভী বলেন, ভবিষ্যতে কেউ অসৎ উপায়ে আইপিও আনলে ডিবিএ সোচ্চার হবে। ভালো কোম্পানি আসছে না বলে বাজারে ভালো বিনিয়োগকারী আসছে না। আইপিও’র ক্ষেত্রে বুক বিল্ডিং পদ্ধতিটিকে আরও ভালো করতে হবে।
সম্প্রতি দরপতনের কারণ হিসেবে ডিবিএ সভাপতি বলেন, আস্থা সংকটের কারণেই সম্প্রতি শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। এছাড়া ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া, তারল্য সংকট, সঞ্চয়পত্রের সুদ হার বেশি থাকা, লভ্যাংশ হিসেবে অতিমাত্রায় বোনাস শেয়ার দেয়া শেয়ারবাজারের দরপতনে প্রভাব ফেলছে।
তিনি জানান, স্টক এক্সচেঞ্জের দুই কিলোমিটারের মধ্যে ব্রোকারেজ হাউজের সার্ভিস সেন্টার খোলার নিয়ম রয়েছে। চলতি বছরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় নিকুঞ্জে চলে যাবে। তাই ঢাকা মেট্রো পলিটন এলাকার মধ্যে ব্রেকারেজ হাউসের সার্ভিস সেন্টার খোলার অনুমতি দেয়ার জন্য বিএসইসির কাছে দাবি জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এক্সপোজার সমস্যার কারণে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই বিএমবিএ’র পক্ষ থেকে বন্ড ইস্যু করার অনুমোতি চাওয়া হবে। যে বন্ডের অর্থ মার্চেন্ট ব্যাংকের এক্সপোজারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।

(jagonews24 )

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলার শুনানিতে আদালতে হাজির করা হয়নি। বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত এ দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য আগাম ২ মে শুনানির তারিখ ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান নতুন এই দিন ঠিক করেন।  
আদালত সূত্র বলছে, খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব হবে কিনা, তা জানানোর জন্য গত ৮ এপ্রিল কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী বিএসএমএমইউ কর্তৃপক্ষকে চিঠি দেন। জবাবে বিএসএমএমইউ'র অতিরিক্ত পরিচালক চিকিৎসক নাজমুল করিম আজ (মঙ্গলবার) কারা কর্তৃপক্ষকে জানান, চিকিৎসা চলমান থাকার কারণে তাকে আদালতে পাঠানো সম্ভব হচ্ছে না।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের জন্য শুনানির নতুন দিন ঠিক করেছেন আদালত। 
মামলার অপর আসামি বিএনপি নেতা সাবেক মন্ত্রী আমিনুল হক আদালতে হাজির হননি। তার আইনজীবী লিখিতভাবে আদালতকে জানান, আমিনুল হক ক্যানসারে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি অচেতন। তবে এ মামলার আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কে এম মোশাররফ হোসেন, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আসামি সাবেক সচিব নজরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান আদালতে হাজির ছিলেন। মামলার আসামি বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসামি সিরাজুল ইসলাম চৌধুরী পলাতক আছেন।
গত ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন বিচারক। সেদিনই তাকে হাজির করার পরোয়ানা জারি করা হয়। দুর্নীতির পৃথক মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে রাখা হচ্ছে। 
আদালত সূত্র বলছে, বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলার আসামি বিএনপি নেতা আমিনুল হকের আবেদন গত ২৬ ফেব্রুয়ারি খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। 
এ মামলার ১৬ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান, বিএনপি নেতা এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম মারা যাওয়ায় মামলা তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। 
২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেন হাইকোর্ট। ২০১৬ সালের ২৫ মে বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির অভিযোগে করা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম ফকির এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন।

(samakal)
সংশ্লিষ্ট খবর

স্পোর্টস ডেস্ক: পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে স্ট্রাসবার্গের বিপক্ষে শেষ দিকের গোলে কোনোমতে হার এড়ায় পিএসজি। ঘরের মাঠে লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র করে টমাস টুখেলের দল।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে ছোট ডি-বক্সের মুখে বল বাড়ান ফরাসি ডিফেন্ডার কলিন ডাগবা। আর প্লেসিং শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ২৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে অতিথিদের সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা। আর ৩৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার অঁতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় স্ট্রাসবার্গ।
৮২তম মিনিটে সমতায় ফেরে শিরোপাধারীরা। স্বদেশি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।
৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

চট্টগ্রামে রাস্তার পাশ থেকে উৎপল (৩০) নামে এক স্বর্ণকারীগরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরীর বক্সিরহাট এলাকার হোটেল আল বয়ান সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, দানু মিয়া সওদাগরের স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করত উৎপল।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বহুতল ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে উৎপলকে।
ওসি আরও জানান, নিহতের দুই হাত ভাঙা এবং বাম হাতে আঘাতের দাগ রয়েছে। তবে কীভাবে খুন হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

(jagonews24)

এখন কেবল মধ্য চৈত্র। বৈশাখ আসতে প্রায় সপ্তাহ দু-এক বাকি। তাই বলে কি বর্ষবরণের চিন্তা কারও মধ্যে জাগেনি? ভাবনার দরজা এখনো খোলেনি? না, একেবারেই নয়! যাঁরা চুপ করে বসে আছেন, তারা বড্ড ভুল করবেন। কারণ এবার বর্ষবরণের আনন্দ একদিন বা দুদিনের জন্য নয়, টানা তিন দিনের। অর্থাৎ, ইংরেজির তারিখের ১৪ এপ্রিল রোববার দিন হবে পয়লা বৈশাখ। এর আগে দুদিন ১৩ ও ১২ এপ্রিল শনি ও শুক্রবার। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটির ফাঁদ।




ছুটির ফাঁদের পড়ে কেউ কি ইচ্ছে করে গৃহবন্দী থাকতে চাইবেন? তাই ১৪২৬ সাল বরণ নিয়ে চিন্তা-ভাবনার পর্ব শেষ হয়ে গেছে সেই কবে! এখন নববর্ষকে স্বাগত জানাতে ছুটে চলার প্রস্তুতি।

কেউ ছুটবেন সড়কপথে, কেউ যাবেন নৌপথে, কেউবা আবার আকাশপথে। তিন পথেরই টিকিট নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এমনকি টিকিট বিক্রিও প্রায় শেষের দিকে।

টিকিট নিয়ে সড়ক পথে দৌড়ঝাঁপের মধ্যে যাননি নাজমুর রহমান। আকাশ পথে উড়াল দেবেন বৈশাখের এই ছুটিতে চট্টগ্রামে। তাই তিনি আরও সাত দিন আগেই একটি বেসরকারি বিমান সংস্থার টিকিট পাঁচ হাজার টাকায় কিনে নিয়েছেন। নাজমুর রহমান বলেন, ‘পয়লা বৈশাখের আগে দুই দিন ছুটি। সব মিলিয়ে তিন দিনের ছুটি পাচ্ছি। এ কারণে পুরো পরিবার নিয়ে চলে যাব চট্টগ্রামে। সেখান থেকে কাপ্তাই রাঙামাটি ঘুরে ঢাকায় ফিরব ১৫ এপ্রিল সকাল বেলা। বিমানবন্দর থেকেই সোজা চলে যাব অফিসে।’

নাজমুর রহমান জানান, তিনি কোনো তাড়াহুড়া করবেন না। ১১ এপ্রিল অফিস করবেন। পরদিন ১২ এপ্রিল সকালের ফ্লাইটে চট্টগ্রাম যাবেন।

নাজমুর রহমানের মতো আরও অনেকে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য আকাশ পথকে বেছে নিয়েছেন। এতে খরচ কিছুটা বেশি হলেও লম্বা ভ্রমণের ঝক্কি তাঁরা নিতে চাইছেন না। ছুটির পুরোটাই উপভোগ করতে চাইছেন। ফলে আকাশপথের টিকিটে চাপ পড়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, ছুটির দিনের হিসাব এখন মানুষ আগে থেকেই করেন। এ জন্য বিমানের টিকিটের চাহিদা দিন দিন বাড়ছে। অভ্যন্তরীণ আকাশপথের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটে টিকিটের চাহিদা বেশি। বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২ এপ্রিল টিকিটের দাম পর্যালোচনা করে দেখা গেছে, ১১ এপ্রিলের জন্য সকাল ও বিকেলে টিকিটের দামে হেরফের রয়েছে। বিকেলের টিকিটের দাম বেশি। সকালে ঢাকা থেকে কক্সবাজারে বিমানের টিকিটের দাম সাড়ে পাঁচ হাজার টাকা। একই দিন বিকেলে টিকিটের দাম ছয় হাজার ১০০ টাকা।

এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, এসব রুট ছাড়াও সিলেট, যশোরে টিকিটের চাহিদা রয়েছে। আর দেশের বাইরে আশপাশের অঞ্চল সিঙ্গাপুর, মালয়েশিয়া আর কলকাতায় অনেক মানুষ পয়লা বৈশাখের ছুটি কাটাতে বিমানের টিকিট কিনছেন।

বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোরও বৈশাখের ছুটি উপলক্ষে টিকিটের প্রচুর চাহিদা রয়েছে। ইউ এস বাংলার ব্যবস্থাপক (মার্কেটিং সহায়ক ও জনসংযোগ) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে তিন দিনের ছুটি পড়ে যাওয়ায় টিকিট বিক্রি বেড়ে গেছে। ১১ এপ্রিলের বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। এই দিন সিলেট, কক্সবাজার আর চট্টগ্রাম রুটের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। মানুষ শুধু বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন না, তারা বৈশাখের এই তিন দিন ছুটিতে নিজেদের আপন ঠিকানাতেও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। এ জন্য সৈয়দপুর, যশোরে যাত্রী চাপ রয়েছে। তিনি বলেন, এসব রুটে রিটার্ন টিকিট বা ফিরতি টিকিটের জন্য ১৪ এপ্রিল বিকেলে এবং পরদিন ১৫ এপ্রিল সকালের ফ্লাইটের টিকিটের চাহিদা রয়েছে।

সড়ক পথের যাত্রীরা বেশ কদিন আগেই টিকিট কিনে নিয়েছেন। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে জানা গেছে, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই অগ্রিম টিকিট কেনা শুরু করেছেন বৈশাখের ছুটি কাটানোর পরিকল্পনাকারী যাত্রীরা।

হানিফ পরিবহনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ১১ এপ্রিল সকাল বেলার টিকিট পাওয়া যাচ্ছে। তবে দুপুরের পরের কোনো টিকিট তাঁদের হাতে নেই। সব টিকিট বিক্রি হয়ে গেছে।

মোশারফ হোসেন বলেন, হানিফ পরিবহনের উত্তর ও দক্ষিণাঞ্চলের রুট মিলিয়ে ১১ এপ্রিল ৩৫৫টি বাস ঢাকা ছেড়ে যাবে। সে দিনের বেশির ভাগ টিকিট কিনে নিয়েছেন যাত্রীরা।

আকাশপথ আর সড়কপথের মতো নৌপথেও অনেকে বৈশাখী ছুটি কাটাতে যাবেন। এ জন্য পটুয়াখালীর দিকে যাত্রীদের লঞ্চের টিকিটের চাহিদা বেশি। কারণ পটুয়াখালী থেকে অনেকে চলে যাবেন পর্যটন এলাকা কুয়াকাটা সমুদ্র সৈকতে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের চাঁদপুর, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি নৌরুটে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

সুন্দরবন লঞ্চের পরিচালক মোহাম্মদ ঝন্টু প্রথম আলোকে বলেন, তারা বেশ কিছুদিন আগে থেকেই টিকিট বিক্রি করছেন। কেবিনের চাহিদা বেশি। কারণ মানুষ একটু আরাম করে এসব উৎসবের ছুটি গুলো উপভোগ করতে চায়। এ জন্য কেবিনে টিকিটের দিকেই যাত্রীরা বেশি ঝুঁকছেন।

রেলপথ ধরে ঢাকা ছাড়বেন প্রচুর মানুষ। তাই ট্রেনের টিকিটের বেশ চাহিদা রয়েছে। গতকাল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন থেকে ১১ এপ্রিলের অগ্রিম বিক্রি করা হয়। ঢাকা রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, ঈদের সময়ের মতো অবস্থা ছিল গতকাল। ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন ঘরমুখী মানুষেরা। সকাল দশটার মধ্যে সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। পরদিন ৩ এপ্রিল ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছিল। এদিনও ছিল একই অবস্থা।

( prothomalo )

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget