Latest Post

 


বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এমন পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন- আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। এ বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। আগামী তিনদিনে লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আরো পড়ুন:




লালপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র (রাফি) নিহত 

লালপুরে সাইকেল চালিয়ে প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে ট্রাকের ধাক্কায় রাফি (১৪) নামে এক স্কুল ছাত্র আগামী (বুধবার)  আহত ছিল ।
বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। আহত রাফি উপজেলার উত্তর লালপুর গ্রামের আঃ সামাদের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে রাফি পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে ট্রাক নাম্বার নাটোর -ট ১১-০০২২ ট্রাকটি সজোরে তার সাইকেলে ধাক্কা মারে এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘাতক চালক এবং ট্রাকটি লালপুর থানা পুলিশের হেফাজতে আছে।

আজ (বৃস্পতিবার) আহত স্কুল ছাত্র সালমান সাদিক রাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দোয়া করি আল্লাহ্ যেন তাকে বেহেস্ত নসীব করেন- আমিন।

আরো পড়ুন:


 


চুরি করতে করতে সকাল, পালানোর উপায় না পেয়ে ৯৯৯-এ কল

চুরি করতে গিয়ে মালামাল গোছাতে গোছাতে কখন সকাল হয়ে গেছে, টের পাননি। মালামাল নিয়ে বের হতে গিয়ে দেখেন, ভোরের আলো ফুটে গেছে, চারপাশে অনেকের আনাগোনা। এই সময় বের হতে গেলে গণপিটুনিতে পড়ার ঝুঁকি আছে, এমনটা ভেবে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের এ আর খান বাজারে এ ঘটনা ঘটেছে।

ওই ব্যক্তির নাম ইয়াসিন খাঁ (৪০)। তাঁকে গতকাল বুধবার সকালে উদ্ধারের পর পুলিশ বিকেলে চুরির মামলায় জেলহাজতে পাঠায়। ইয়াছিনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে তিনি বরিশাল নগরের কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।

আজ বৃহস্পতিবার সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার চাকরিজীবনে এমন ঘটনা এটাই প্রথম। ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি একজন পেশাদার চোর।’

ইয়াসিন খাঁ বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের ঝন্টু মিয়ার মুদিদোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর মালামাল বেছে কয়েকটি ব্যাগে ভরেন। মালামাল নিয়ে বের হতে গিয়ে দেখেন সকাল হয়ে গেছে। তখন সঙ্গে থাকা মুঠোফোন থেকে ৯৯৯–এ কল করে সহযোগিতা চান।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, ইয়াসিন ৯৯৯-এ কল করে বলেন, তিনি খুব বিপদে পড়ছেন। তাঁকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। পুলিশ সদস্যরা গিয়ে দোকানের ভেতর থেকে তাঁকে উদ্ধার করেন।

আরো পড়ুন:


 


হাতীবান্ধায় নাশকতার মামলার আসামি গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নূরে আলম (২৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা থেকে আটক করে হাতীবান্ধায় আনা হয়। 

বুধবার তাকে হাজতে প্রেরণ করা হয়েছে। নূরে আলম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল আজিজের পুত্র।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, পুলিশের হাতে আটক নূরে আলম ২০১১ সালে চট্রগ্রাম হাটহাজারী থানায় একটি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন:


 


লালপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

লালপুরে সাইকেল চালিয়ে প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে ট্রাকের ধাক্কায় রাফি (১৪) নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর পল্লী বিদ্যুতের সামনে এঘটনা ঘটে। আহত রাফি উপজেলার উত্তর লালপুর গ্রামের আঃ সামাদের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে রাফি পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে ট্রাক নাম্বার নাটোর -ট ১১-০০২২ ট্রাকটি সজোরে তার সাইকেলে ধাক্কা মারে এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘাতক চালক এবং ট্রাকটি লালপুর থানা পুলিশের হেফাজতে আছে।

আরো পড়ুন :

আরো পড়ুন:


 


ইউক্রেন বাহিনীকে নিয়ে রুশ কমান্ডারের বিরল স্বীকারোক্তি

ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার সেনাবাহিনীর নতুন কমান্ডার বিরল স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের এলাকা পুনর্দখলে নিতে রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরোধের চাপে রয়েছে। কয়েক সপ্তাহ আগে মস্কো এই এলাকা অধিগ্রহণ করার দাবি করেছে। খবর রয়টার্সের

রাশিয়া আরেকটি উদ্বেগের বিষয় জানিয়েছে। খেরসনের দক্ষিণাঞ্চলে ক্রেমলিনভিত্তিক কৌশলগত প্রধান গত মঙ্গলবার এক ঘোষণায় বলেন, নিপ্রো নদীতীরবর্তী চারটি শহর থেকে নাগরিকদের পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার বিমানবাহিনীর জেনারেল সের্গেই সারোভিকিন সরকারি রাশিয়া টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেলকে বলেছেন, ‘যে এলাকায় বিশেষ সেনা অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর।’ সারোভিকিন এখন ইউক্রেনে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছেন।

খেরসন এলাকায় সারোভিকিন আরও বলেছেন, ‘এই এলাকার পরিস্থিতি কঠিন। শত্রুরা উদ্দেশ্যমূলকভাবে খেরসনের বিভিন্ন অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, গত কয়েক সপ্তাহে খেরসন থেকে ২০–৩০ কিলোমিটার পিছু হটানো হয়েছে রাশিয়ার বাহিনীকে। দিনিপ্রো নদীর পশ্চিম তীরে রুশ বাহিনীকে আটকে রাখার আশঙ্কা রয়েছে। জাপোরিঝঝিয়ার রুশ কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রগোভ বলেছেন, রুশ–নিয়ন্ত্রিত এনেরগোদার শহরে ইউক্রেনের বাহিনী সারা রাত গোলা হামলা চালিয়েছে। ওই শহরে জাপোরিঝঝিয়া কেন্দ্রের বেশ কয়েকজন কর্মী বসবাস করেন।

ইউক্রেনে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে ভ্লাদিমির রগোভ বলেন, এনারহোদার শহরের প্রান্তে বেশ কয়েকটি গোলা হামলা হয়েছে। সেখানে একটি তাপবিদ্যুৎকেন্দ্রের চারপাশে ১০টি হামলার ঘটনা ঘটেছে। তবে রয়টার্স হামলার তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেন ও রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।

ইউরোপের সর্বোচ্চ পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়ায় নিরাপত্তা সুরক্ষা জোন নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইউক্রেনে ফেরার আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনারেল সের্গেই সুরোভিকিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। শহরটি এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে শিগগিরই এখানে ইউক্রেনের পাল্টা জবাব আসছে বলছে রুশ বাহিনী।

ইউক্রেনের অভিযোগ ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। তবে ইরান এ ধরনের ড্রোন রাশিয়াকে সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া হামলা চালিয়ে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে।

আরো পড়ুন:


 


 ঘূর্ণিঝড়ে সুনামগঞ্জে লণ্ডভণ্ড ৪০ ঘর-বাড়ি

প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবার-পরিজন নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আহমদ শফি। সোমবার দিবা গতরাতে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানলে ঘুম ভাঙে তার।

কোনো কিছু বুঝে উঠার আগেই শফির ঘরের চাল উড়ে যায় ঘূর্ণিঝড়ের আঘাতে। শুধু ঘরের চালই নয়, আধা ঘণ্টার মতো স্থায়ী ঘূর্ণিঝড়ে পুরো ঘর তছনছ হয়ে যায় তার। এই অবস্থায় পরিবারের ১১ সদস্যের নিরাপত্তার শঙ্কায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি। 

আহমদ শফির মতো এমন অবস্থা উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া, দরগাহপুর গ্রামের অন্তত ৪০টি ঘর-বাড়ির।
মধ্যরাতের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত এসব পরিবার। বাসগৃহ হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘূর্ণিঝড়ে তাদের ঘরবাড়ি ছিন্নভিন্ন হয়ে হয়ে গেছে। স্বল্প আয়ে দিনানিপাত করা এসব পরিবারে ঘূর্ণিঝড়ের হানা 'মরার উপর খাড়ার ঘা' হয়ে দেখা দিয়েছে। এমন বাস্তবতায় সরকারী সহযোগিতার জোর দাবি জানিয়েছেন তারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে। এতে ইউনিয়নের দরগাহপুর ও আসামমুড়া গ্রামের অন্তত ৪০টি কাঁচা ঘর, টিনসেডের ঘর, সেমিপাকা ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। 

গাছপালা ভেঙ্গে পড়ে পরিবেশের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়, বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে যাওয়ার খবর পেয়ে উপজেলা দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। 

খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শাহাদাত হোসেন ভূইয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, পাথারিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বসতঘর একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সকল সহায়তা প্রদান করা হবে। 

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget