Latest Post

 


ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মধ্য দিয়ে  সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্ম বার্ষিকী  ও শেখ রাসেল দিবস পালন করা হয়।   

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে  শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সুচনা করা হয়  পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। 

উপজেলা সহকারি কমিশনার (ভুমি)  ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  আশরাফুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের  উপস্থাপনায় আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা . কর্মকর্তা ডা: রাজিব সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।  

এ অনুষ্ঠানে  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ  অংশ গ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল পদক অনুষ্ঠান সরাসরি   সম্প্রচার করেন। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:


 


স্বার্থের সম্পর্কে হালকা টানাপোড়েন

জো বাইডেন তখনো প্রেসিডেন্ট হননি। নির্বাচনী প্রচারে ব্যস্ত তিনি। তাঁর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের প্রতি তাঁর বিশেষ ‘দুর্বলতা’ সবার জানা। নির্বাচনে ট্রাম্পকে ধরাশায়ী করার কৌশলের অংশ হিসেবে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে বাইডেন সৌদির মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে দেশটির শাসকদের বিরুদ্ধে সরব হন। বাইডেন ঘোষণা দেন, তিনি প্রেসিডেন্ট হলে সৌদির সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করবেন।

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন তাঁর সরকারের যেসব নীতির কথা জোর গলায় ঘোষণা দেন, তা ছিল স্পষ্টত সৌদির জন্য প্রতিকূল। এমনকি তিনি সৌদির ঘোর আপত্তি সত্ত্বেও খাসোগি হত্যা নিয়ে গোপন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। খাসোগি হত্যার মিশনে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি অনুমোদন ছিল বলে প্রতিবেদনটিতে উঠে আসে। খাসোগি হত্যার ‘নির্দেশদাতা’ সৌদির যুবরাজের সঙ্গে কথা বলতে পর্যন্ত অস্বীকৃতি জানান বাইডেন।

বাইডেনের এমন কঠোর মনোভাবে সবাই ভাবতে বসেছিল, যুক্তরাষ্ট্রের সৌদি নীতিতে এবার বুঝি বদল আসছে। রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধুত্বের সুর হয়তো কেটে যাচ্ছে।

সেই বাইডেনকেই গত জুলাই মাসে দেখা গেল এক ভিন্ন রূপে। ঘরে-বাইরে তীব্র সমালোচনা উপেক্ষা করে তিনি যান সৌদিতে। সেখানে গিয়ে দেন এক ‘চমক’। তিনি দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ করেন।

আসলে তখন বাইডেন সৌদি গিয়েছিলেন স্বার্থ হাসিলের জন্য। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে, বিশেষ করে তেলের জন্য সৌদিকে খুব দরকার ছিল যুক্তরাষ্ট্রের। তাঁর সৌদি সফরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুসহ তেলের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়। এমনকি তখন সমালোচকেরা বলাবলি করছিলেন, সৌদির তেলের কাছে বিক্রি হয়ে গেল বাইডেন প্রশাসন।

সৌদির নেতৃত্বাধীন ওপেক প্লাস সম্প্রতি অপরিশোধিত তেল উৎপাদন দিনে ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জোটে রাশিয়াও আছে। ওপেক প্লাসের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি নিশ্চিত ধাক্কা। কারণ, সরবরাহ কমলে তেলের দাম বাড়বে। ইতিমধ্যে তেলের দাম চড়তেও শুরু করেছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রশ্নে বাইডেন ও তাঁর ডেমোক্রেটিক পার্টির জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ুক, মূল্যস্ফীতি আরও নাজুক পরিস্থিতিতে যাক, তা কোনোমতেই চান না বাইডেন।

তা ছাড়া ওপেক প্লাসের সিদ্ধান্তটি রাশিয়ার পক্ষে গেছে। ইউক্রেনে হামলার জেরে তেলের দিক থেকে রাশিয়াকে দমানোর যে চেষ্টা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা করে আসছে, ওপেক প্লাসের সিদ্ধান্তে তা হোঁচট খেতে পারে। এ বিষয়ও বাইডেনকে ক্ষুব্ধ করেছে।

আরো পড়ুন:


 


শেরপুর জেলা পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির রুমান বিপুল ভোটে বিজয়ী।

শেরপুর জেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। 

জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান।মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। অপর প্রার্থী মোঃ জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ ভোট। জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার নির্বাচনের বেসরকারী  ফলাফল ঘোষনা করেন। 

এ সময় বিজয়ী প্রার্থী ও তাঁর হাজারো সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে হুমায়ুন কবির রুমান পর পর দ্বিতীয়বার শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। বিগত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আ'লীগের মনোনীত প্রার্থী এড. চন্দন কুমার পালকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুমান সাবেক পৌর মেয়র এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবেও ইতিপূর্বে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

সোমবার জেলার ৫টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যদিয়ে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বারোটার মধ্যেই প্রায় প্রতিটি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। তবে ইভিএমে ভোট হ‌ওয়ায় বেলা ২ টার পর অতি অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৪৩ জন। 

আরো পড়ুন:


 


সনদ থাকলেও নেই পেশাগত স্বীকৃতি, কক্সবাজার ভুয়া দন্ত ডাক্তার

পেকুয়া উপজেলায় পেকুয়া বাজারের পূর্ব পাশে নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নুর ডেন্টাল কেয়ার নামে একটি দাঁতে চেম্বার রয়েছে। এ চেম্বারের মালিক শফিকুল ইসলাম।এ চেম্বারে কোন পাশ করা বিডিএস ডাক্তার নেন।শফিকুল ইসলাম একজন টেকনোলজিস। 

সেই তার প্রচারণায় নামের আগে ডেন্টিস্ট এবং নামের পরে বিএসসি ডেন্টাল (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),এমপিএইচ(প্রিভেন্টভ ডেন্টিষ্ট্রী) ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি (ঢাকা), এফটি (ঢাকা মেডিকেল কলেজ) সহ হরক রকম ডিগ্রী উল্লেখ করেন।যার ফলে মানুষ পাশ করা ডাক্তার মনে করে। এসব ডিগ্রি গুলো দাঁতের চিকিৎসার জন্য অনুমোদিত কোন ডিগ্রী নয়।

তার কাছে বিএমডিসি কোন নিবন্ধন নাই।শফিকুল ইসলাম দাঁতের সকল ধরণের অস্ত্র প্রচার করে।যার ফলে মানুষ প্রতারণার ও অপচিকিৎসা শিকার হচ্ছে। একজন টেকনিশিয়ানের কাজ হল একজন বিডিএস ডাক্তারকে সহযোগিতা করা।

টেকনিশিয়ান চিকিৎসা দেওয়ার কোন নিয়ম নাই।সে তার ডিগ্রী গুলোতে চালাকি করে ভুয়া তথ্য প্রদান করেছেন।তার প্যাডে ব্যবহারিত ডিক্রি গুলোতে বিএসসি ডেন্টাল নামে কোন ডিগ্রি নাই।আছে বিএসসি মেডিকেল টেকনোলজি ডেন্টাল নামে ডিগ্রি। এখানে সে টেকনোলজি শব্দটি গোপন করেছে।

এমপিএইচ ডিগ্রী এখন অর্জন করে নাই বলে তথ্য পাওয়া গেছে।আর এফটি কোন ডিগ্রী নাই।শফিকুল ইসলাম ২০০৯ সালে বাণিজ্যিক বিভাগ থেকে এসএসসি পাস করে তখন থেকে চেম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসতেছে।শফিকুল বিএসসি মেডিকেল টেকনোলজি ডেন্টাল পাশ করেছে ২০২২ সালে।কিন্তু তার প্যাডে ব্যবহার করতেছে ২০১০ সাল থেকে।

তার বিভিন্ন প্রচারণায় ডাক্তার পদবী ও ব্যবহার করে।শফিকুল ইসলাম ডাক্তার না হলেও ডাক্তারের এপ্রোন পরিধান করে চিকিৎসা সেবা প্রদান করতে দেখা গেছে।সেই নিজেকে পাশ করা বড় ডাক্তার বলে দাবী করে।কয়েকদিন আগে প্রশাসনের ভ্রাম্যমান অভিযানেও ধরা ছোঁয়ার বাহির রয়ে গেছে শফিকুল ইসলাম।

আরো পড়ুন:


 


রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দুর্বৃত্তরা ফের দু’জন মাঝিকে কুপিয়ে হত্যা করেছে।শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা গেছেন।নিহতরা হলেন, উখিয়া থাইংখালি ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার(৩৮) একই ক্যাম্পের সাব-মাঝি মৌলভী সৈয়দ কাসিমের ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর এফ ব্লকের হেডমাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী মো. ইউনুস একটি দোকানের সামনে অবস্থান করে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলছিলেন।এসময় ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল তাদেরকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে সাবমাঝি মৌলভী মো. ইউনুস ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। 

আর ব্লক হেডমাঝি আনোয়ার গুরুতর জখম পান। তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আনোয়ারও মারা যান।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এফ ব্লকের হেড মাঝি আনোয়ার ও সাব-মাঝি ইউনুস দুর্বৃত্তের দ্বারা জখম হয়ে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সহকারী পুলিশ সুপার ফারুক বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আপাতত ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।

আরো পড়ুন:


 


প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রবিবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা করেছেন ব্যাটিং অনুশীলন। জানা গেছে, দলের টেল এন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।

এদিকে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া-ভারতও। শক্তিশালী এ দুই দলের ম্যাচটি হবে গ্যাবায়। একই মাঠে কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খলবে পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি হবে অ্যালান বোর্ডার ফিল্ডে। সেই মাঠেই আরেক ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
Bd protidin by content

আরো পড়ুন:


 


সাতক্ষীরায় ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরায় ৫০৬ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ শামিমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শামিমুল জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকেলসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে শামিম।

তিনি জানান, জব্দকৃত বারের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এই স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক শামিমুলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget