Latest Post

 


ফরিদপুর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় 

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  অতুল সরকার, সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার  সুমন রঞ্জন সরকার, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রেজভী জামান, এনডিসি জনাব মোঃ আশিকুর রহমান, জেল সুপার মোঃ আল মামুন, আনসার ভিডিপি কমান্ডার জনাব নাদিরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 এ সময় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিৎ করতে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদেরকে আরও সদয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।

মাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।

আরো পড়ুন:


 


রাবি ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ছন্দা রায়ের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের মুখো-মুখি করার দাবি জানিয়েছেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।

কর্মসূচিতে বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘বিশ্বজুড়ে আত্মহত্যার পরিসংখ্যান অনুসারে দেখতে পাই, ছন্দার বয়সে এ রকম সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। সে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে। তাঁর অর্থনৈতিক অবস্থাও খুব একটা খারাপ ছিল না।

 এ অবস্থায় সদ্য বিয়ে করা একটা মেয়ে কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। এটাকে আত্মহত্যা আমরা বলতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অনেক গভীর কোনো ঘটনা লুকিয়ে আছে। তাই আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত হোক এবং যাঁরাই এর পেছনে জড়িত আছে তাঁদের সর্বোচ্চ বিচার আমরা আশা করছি।’

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার মুগদা থানার মানিকনগরের বাসা থেকে পুলিশ ছন্দা রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় একটি ‘চিরকুট’ পাওয়া গেছে। ছন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 চলতি বছরের মার্চে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। এখনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। গত ৮ জুলাই ছন্দার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক উত্তম কুমারের বিয়ে হয়। তাদের বিবাহ হয় মাত্র ৩ মাস এর মধ্যে এই ঘটনা ঘটে ।


আরো পড়ুন:


 


চট্টগ্রাম নগরীতে মার্সেল ব্র্যান্ডের উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয় আনন্দ শোভাযাত্রা


‘আসুন আমরা সবাই মিলে বিদ্যুৎ সাশ্রয় করি’ এ স্লোাগানকে সামনে রেখে নগরীর ইপিজেডে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে জনগনকে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে সোমবার সকালে আকমল আলী রোড ঈসা খাঁ গেইটের বিপরীতে অবস্থিত ডিজিটাল ইলেক্ট্রনিক্স এক্সক্লুসিভের উদ্যোগে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা উদ্বোধনকালে এক্সক্লুসিভের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘নিন্ম আয়ের মানুষদের মার্সেল ব্র্যান্ড মার্সেল পণ্য ক্রয়ে কিস্তির সুযোগ সুবিধাও রয়েছে এবং এ পণ্য ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী গ্রাহকরা উপকৃত হবেন।’

শোভাযাত্রায় বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে মার্সেল ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবহার করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়।

এক্সক্লুসিভের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দের অংশগ্রহনে শোভাযাত্রাটি আকমল আলী রোড ঈসা খাঁ গেইট থেকে বন্দরটিলা, ইপিজেড, রেলবিট হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আনন্দ শোভাযাত্রা  দেখার জন্য রাস্তার দু-পাশে অসংখ্য নর-নারী ও গ্রাহকবৃন্দের সমাগম ঘটে এবং  আগত বিশিষ্টজনরা বলেন,  ডিজিটাল ইলেক্ট্রনিক্স এক্সক্লুসিভ এজেন্ট সেন্টার এর এ ব্যতিক্রমী উদ্যোগটি জনমনে প্রশান্তি আনবে।  

মার্সেল ব্র্যান্ডের পণ্য ক্রয়ের মাধ্যমে পণটির গুনমান সহ এ পণ্য ব্যবহারে অনেকাংশে বিদ্যুৎ সাশ্রয় হবে। এদিকে এ প্রতিষ্ঠানটির পরিচালক, মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন, নিম্ন আয়ের মানুষদের মার্সেল ব্র্যান্ড মার্সেল পণ্য ক্রয়ে কিস্তির সুযোগ সুবিধাও রয়েছে । এ পণ্য ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় গ্রাহকরা উপকৃত হবেন।


আরো পড়ুন:


 


নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, নিখোঁজের সংখ্যা ৫৮ 


পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। স্বজনদের দাবি, এখনো ৫৮ জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

গতকাল রোববার দুপুর দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী, ১১ শিশু ও ৬ জন পুরুষ আছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী প্রথম আলোকে বলেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। 

ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারকাজে যোগ দেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, মৃতদের সৎকার ও দাফনপ্রক্রিয়ার জন্য প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া মৃত ব্যক্তিদের প্রতি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে। দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরো পড়ুন:


 


শেরপুুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা আটক-১ 


শেরপুুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সময় টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।২৫ সেপ্টেম্বর রোববার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকা এ ঘটনা ঘটে। এদিকে এ হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, শেরপুর শহরের নয়ানীবাজারে গিয়ে সময় টিভির জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা একটি মশলার দোকানের পাশে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু করে মানিক নামে এক ব্যক্তি। এক পর্যায়ে শহিদুল ইসলাম হিরার উপর হামলা চালায় মানিকসহ কয়েকজন। 


পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুল ইসলাম হিরাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবারও ১০/১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। 

এতে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি এবং তার আইফোন ১৩ মোবাইলসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ও সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী তাকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক।


আরো পড়ুন:

  1. সাকিব: দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা সম্ভব নয়
  2. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  3. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  4. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  5. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  6. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  11. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


 


উত্তরায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু


রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মীর নাম রুবি বেগম (১৮)।

 রুবিকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আনিস চৌধুরী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাউকে না জানিয়ে ছয়তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন রুবি।

তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনার সদর উপজেলায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া।

Prothom alo


আরো পড়ুন:



 


ফরিদপুরে বিশ্ব নদী দিবস পালন র‍্যালী ও আলোচনা সভা


"নদী একটি জীবন্ত সত্ত-প্রকৃতিকে বাঁচতে,নদী বাঁচান" এই  স্লোগান কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব নদী দিবস ২০২২  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে,জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এর সভাপত্বিতে এই সময় প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বর্তমান বিভিন্ন নদীগুলো এক শ্রেনী মানুষের ধারায় অবৈধ ভাবে দখল হতে চলছে যার ফলশ্রুতিতে চন্দনা নদীর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না  |

 

কুমার নদীর অবস্থা তেমন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, নদীর দুই পাশে অবৈধ দখলের চিত্র দেখা যাচ্ছে।অচিরে আমরা এই অবৈধ দখলারদের বিরুদ্বে ব্যাবস্থা নিবো। পাশাপাশি পরিবেশ ও নদী দূষণমুক্ত রোধে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্তকতা অবলম্বন করবো।

এই সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবলচন্দ্র সাহা | 

সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা বাকাইত, জেলা আনসার কমান্ডার নাদিরা বেগম,, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ


মোঃমাহফুজুর রহমান, ফরিদপুর প্রতিনিধি

আরো পড়ুন:


 


ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের 


নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, তাঁরা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। 

পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

আরিফুল বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না।

আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


Post By Prothom alo


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget