রাবি ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

 


রাবি ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ছন্দা রায়ের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের মুখো-মুখি করার দাবি জানিয়েছেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।

কর্মসূচিতে বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘বিশ্বজুড়ে আত্মহত্যার পরিসংখ্যান অনুসারে দেখতে পাই, ছন্দার বয়সে এ রকম সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। সে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে। তাঁর অর্থনৈতিক অবস্থাও খুব একটা খারাপ ছিল না।

 এ অবস্থায় সদ্য বিয়ে করা একটা মেয়ে কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। এটাকে আত্মহত্যা আমরা বলতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অনেক গভীর কোনো ঘটনা লুকিয়ে আছে। তাই আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত হোক এবং যাঁরাই এর পেছনে জড়িত আছে তাঁদের সর্বোচ্চ বিচার আমরা আশা করছি।’

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার মুগদা থানার মানিকনগরের বাসা থেকে পুলিশ ছন্দা রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় একটি ‘চিরকুট’ পাওয়া গেছে। ছন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 চলতি বছরের মার্চে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। এখনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। গত ৮ জুলাই ছন্দার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক উত্তম কুমারের বিয়ে হয়। তাদের বিবাহ হয় মাত্র ৩ মাস এর মধ্যে এই ঘটনা ঘটে ।


আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget