Latest Post

ফেনীতে ফলের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা
Feni warehouse was fined for not displaying the price list


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর অভিযানে ফেনীর মহিপালে ফলের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে।রবিবার মহিপাল ফল আড়তে প্রাথমিকভাবে সতর্ক করার জন্য অভিযান পরিচালনা করা হয়।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, মহিপাল ফল আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


 এছাড়াও এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহযোগিতায় সচেতনতামূলক প্রচারণা করা হয়।


অভিযানে সহায়তা করেন ফেনী জেলা মার্কেটিং অফিসার হারুন-অর-রশিদ ও সদর মডেল থানা থেকে পুলিশের একটি চৌকস টিম।



আরো পড়ুন:




ফুলগাজীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান
Joint operation of Upazila Administration and Consumer Rights Protection Department in Fulgazi


ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দাম নেওয়ায় ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার ৪ এপ্রিল দুপুরে ফুলগাজী বাজারে অবস্থিত একটি মুদি দোকান ও ১টি সবজির দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা আপডেট না থাকার কারনে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অপরদিকে একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কে তারিখ ব্যবহার না করার অপরাধে ১ টি মুদি দোকান ও ২ টি সবজি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযান চলাকালে হ্যান্ড মাইকের মাধ্যমে  সতর্ক করে ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন পাকা ভাউচার ছাড়া কোন ধরনের পণ্য ক্রয়-বিক্রয় না করে এবং এর ব্যতিক্রম ঘটলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন। অভিযানে সহায়তা করেন ফুলগাজী থানা পুলিশের একটি চৌকস টিম।



আরো পড়ুন:




ফেনীতে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ
District Detective Police have arrested a drug dealer with 4 kg of cannabis in Feni


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নে বিকন কলেজ সংলগ্ন এলাকা থেকে ছাদেক মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


আটককৃত ছাদেক মিয়া কুমিল্লা কোতোয়ালি থানার কোটেশ্বর এলাকার মৃত রেনু মিয়া ও মৃত আম্বিয়া খাতুনের ছেলে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসআই মো: কুতুবউদ্দিন, এসআই জসিম উদ্দিন, এএসআই এবিএম আশিকুর রহমান ও এএসআই মো: ইমাম উদ্দিন রাজু সহ জেলা গোয়েন্দা  পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বিকন মডেল কলেজ এর সামনে অভিযান চালিয়ে ছাদেক মিয়া নামে একজনকে তল্লাশি করে তার কাছ থেকে টেপ মোড়ানো দুটি পলিথিন থেকে চার কেজি গাঁজা উদ্ধার হয়।


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ফেনী মডেল থানায় মামলা রুজু করা  হয়েছে।



আরো পড়ুন:




ফরিদপুরের অপ্রচলিত উচ্চমূল্যের ফসল ‘ওটস’ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে
Faridpur's unconventional high value crop "Oats" has a great potential for cultivation


বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত উচ্চ মূল্যের দানা জাতীয় ফসল ওটস চাষের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে ফরিদপুরে। এরই মধ্যে ফরিদপুর সদর উপজেলার বসু নরসিংহদিয়া গ্রামের মাঠে সরেজমিন গবেষণা বিভাগের তত্বাবধানে পরীক্ষামূলকভাবে অপ্রচলিত এ ফসলের আবাদে সফলতাও পেয়েছে কৃষি বিভাগ। চর পতিত জমিতে এ ফসল চাষাবাদ করা গেলে একদিকে পতিত জমি কৃষি জমিতে রুপান্তরিত হবে, অন্যদিকে ভাগ্যের পরিবর্তন হবে চরবাসীর।

ফরিদপুরের বসু নরসিংহদিয়া গ্রামের মাঠে কৃষি মিউজিয়ামে ওটস ছাড়াও সমজাতীয় ফসল কাউন ও বার্লির আবাদ করে সফলতা অর্জিত হয়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী আগ্রহী কৃষকদের ওটসসহ অপ্রচলিত দানাদার ফসল আবাদে কারিগরি সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, উচ্চমূল্যের এ ফসলটি আবাদে কৃষকদের লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

সরেজমিন গবেষনা বিভাগের ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ জানান, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে অপ্রচলিত দানাদার ফসলের কিছু আধুনিক ও উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে, যার মধ্যে ওটস, কাউন ও বার্লি উল্লেখযোগ্য। এ তিনটি জাত কম সেচ ও কম উর্বর জমিতে আবাদযোগ্য। 

আর বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্টিটিউটের মহা পরিচালক ড. দেবাশীষ সরকার ফরিদপুরের বসু সরসেংহদিয়া এলাকায় এ ফসলগুলোর আবাদ পরিদর্শনকালে জানান, প্রতিবছর দেশে এক শতাংশ করে কমছে কৃষি জমি, তাই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে  ওটস, কাউন ও বার্লিসহ এ জাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ করা জরুরী। তিনি জানান, আর বিজ্ঞানীরা ফসলের আধুনিক ও উন্নত জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

নিম্নে অপ্রচলিত দানাদার ফসল ওটস, কাউন ও বার্লির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।

ওটস :

বিজ্ঞানীদের ভাষায়, ওটস একটি খাদ্যশস্য যা ধান, গম ও যব জাতীয় উদ্ভিদ শস্য। ওটস স্বাস্থ্যকর খাবার হিসাবে সমজাতীয় খাদ্য তালিকার প্রায় উপরের দিকে অবস্থান করে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার (৮ ভাগ), প্রোটিন (১৩ ভাগ), শর্করা (৫১ ভাগ), এছাড়াও ভিটামিনসহ একগুচ্ছ পুষ্টি উপাদান। বিশেষত ওটসে রয়েছে ভিটামিন-বি যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তাছাড়া ওটসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, থিয়ামিন ইত্যাদি যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় বেশি। ওটসে প্রাকৃতিকভাবে ফ্যাটের পরিমাণ কম থাকে। 

ওটস কোলেস্টেরল কমায়, উচ্চ রক্তচাপ নিরাময় করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার এর ঝুঁকি কমায়। 

বারি ওটস-১ এর বৈশিষ্ট: বাংলাদেশের সকল এলাকায় চাষ করা যায়, তবে চর এলাকার জন্য বিশেষ উপযোগী।জাতটি ১২৫-১৩০ দিনে পরিপক্ক হয়।প্রতি হেক্টরে জাতটির গড় ফলন ১ চন থেকে ১.২ টন।


কাউন :

প্রায় সব ধরনের মাটিতেই কাউনের চাষ করা যায়। তবে পানি দাড়ায় না এমন বেলে দোঁ-আশ মাটিতে এর ফলন ভাল হয়। ছোট দানা বিশিষ্ট শস্যটি বাংলাদেশের সাধারণত চরাঞ্চলে অথবা কম ঊর্বর জমিতে কম খরচে কাউনের চাষ করা হয়ে থাকে। কাউন দিয়ে তৈরীকৃত এই খাবারগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। 

১০০ গ্রাম কাউনের চাউল ৩৭৮ ক্যালোরি প্রোটিন, ৯ গ্রাম পানি, ৭৩ মিলিগ্রাম কার্বোহাইড্রেট, ৪ গ্রাম মিনারেল, ৭৭ মিলিগ্রাম ভিটামিন বি, ৩০০ ক্যালোরি ডায়োটরি ফাইবার, পটাশিয়াম ৬০ মিলিগ্রাম রয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এ পর্যন্ত মোট ৪টি কাউনের জাত উদ্ভাবন করেছে। 

বারি কাউন-৩ এর বৈশিষ্ট্য: ১২০-১২৫ দিনের জীবনকালের কাউনের এ জাতটি খাট প্রকৃতির হওয়ায় নূয়ে পড়েনা, গাছের পাতাগুলো খাড়া ও অগ্রভাগ সূচালো হওয়ায় পাখির আক্রমণ প্রতিরোধ করতে পারে। দেশের উত্তরাঞ্চলে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। দেশের দক্ষিণাঞ্চলে সাধারণতঃ অগ্রহায়ণ মাসে বীজ বোনা হয়ে থাকে। অন্য ফসলের সঙ্গে সাথী ফসল হিসেবে খরিপ মৌসুমেও বীজ বোনা যায়।গড় ফলন আড়াই থেকে তিন টন/হেক্টর। স্থানীয় জাতের চেয়ে ফলন শতকরা প্রায় ৩৫ ভাগ বেশি।

বারি কাউন-৪ এর বৈশিষ্ট্য: জাতটির কাণ্ড দৃঢ়, শক্ত, মজবুত ও অপেক্ষাকৃত খাট হওয়ায় জাতটি সহজে হেলে পড়েনা।হেক্টর প্রতি উৎপাদন ৩.৫৩ টন।জাতটি দ্রুত বর্ধনশীল এবং ১০৮ দিনে পরিপক্ক হয়। খাদ্য ও পানির চাহিদা কম হওয়ায় খরা প্রবণ ও চরাঞ্চলেও চাষ করা যায়।


বার্লি :

বার্লির স্খানীয় নাম যব। সাধারণত চরাঞ্চলে অনুর্বর জমিতেও স্বল্প ব্যয়ে এর চাষ করা হয়। বার্লি দিয়ে শিশু খাদ্য, ওভালটিন, হরলিক্স প্রভৃতি সুস্বাদু খাদ্য তৈরি হয়। বার্লিতে আমিষ ও শর্করার পরিমাণ ১১.৫০ ভাগ ও ৬৯.৬০ ভাগ। আঁশের পরিমাণ যেখানে গমে ১.৯ ভাগ সেখানে বার্লিতে এর পরিমাণ ৩.৯০ ভাগ। 

বার্লিতে নিয়াসিন (ভিটামিন বি-৩), থায়ামিন (ভিটামিন বি-১), সেলিনিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফসফরাস, কপার, ইত্যাদি খনিজ পদার্থ থাকে। ইহা মানুষের শরীরের স্বাভাবিক বৃদ্ধির কাজে লাগে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। 

বারি বার্লি-৭ এর বৈশিষ্ট্য: জাতটির শীষ ছয় সারি বিশিষ্ট ও দানাগুলো খোসামুক্ত। গাছ খাটো আকৃতির। জীবনকাল ৯০-১০৫ দিন। ফলন: হেক্টর প্রতি ফলনঃ ২.২০-২.৫০ টন।



আরো পড়ুন:




ফেনীতে কৃষিজমির মাটি বিক্রির দায়ে জমির মালিককে ৫ লাখ টাকা জরিমানা
Land owner fined Tk 5 lakh for selling agricultural land in Feni


ফেনীর দাগনভূঞায় কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার ৩ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ আদেশ দেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আদালত সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞা ঈদগাহ মাঠ সংলগ্ন জমি ১৩ ফুট গভীর করে ইটভাটায় মাটি বিক্রি করছেন মালিক নাছির উদ্দিন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মাটি বিক্রির কথা স্বীকার করায় নাছির উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান দেন।


জমির মালিক নাছির উদ্দিন জানান, পাশের এনবিএম-৫ নামের একটি ইটভাটার কাছে ১০০ শতক জমির ৮ ফুট মাটি বিক্রি করি। কিন্তু ভাটা মালিক শর্ত ভঙ্গ করে ১৩ ফুট মাটি নিয়ে যাচ্ছেন।


এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন রুহি জানান, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে ওই স্থানে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ তৈরির জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।



আরো পড়ুন:





ফরিদপুরে একটি পোস্টার নিয়ে আলোচনার ঝড় 
A storm of discussion about a poster in Faridpur


ফরিদপুর জেলা আঃলীগের সাধারণ সম্পাদক পদটি পাওয়ার প্রত্যাশায় শহর ভরে পোস্টার লাগিয়েছেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডঃ যশোদা জীবন দেবনাথ । এ পোস্টার ব্যানার লাগানো নিয়ে ফরিদপুরে আলোচনার ঝড় উঠেছে জেলা আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের মধ্যে এবং তারা বলছে যশোদা জীবন দেবনাথ ছাত্র জীবন থেকে শুরু করে কোন দিনও আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল না । তিনি কি করে জেলা আঃলীগের সাধারণ সম্পাদক হবার স্বপ্ন দেখছেন  এ নিয়ে চলছে শহরে আলোচনার ঝড়।  


এ বিষয়ে সরকারী রাজেন্দ্র কলেজের ৯০/৯১, ৯২/৯৩ ভিপি জিএস ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু জানান , আমার জানা মতে ডঃ যশোদা জীবন দেবনাথ আঃলীগের অঙ্গ সংগঠন সহ ছাত্রজীবনে কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সরকারী রাজেন্দ্র কলেজের ৯৬/৯৭ এর ভিপি জিএস ও ২০০২ সালের ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও শহর আঃলীগের যুগ্ন আহবায়ক  মনিরুজ্জামান মনির জানান, যশোদা জীবন দেবনাথ কিছু দিন সরকারী রাজেন্দ্র কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করেছেন কিন্তু ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিল না । রাজেন্দ্র কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের সাথে  তার সংশ্লিষ্টতা ছিল। আমি শুনেছি এবং দেখেছি  শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার- বিলবোর্ড লাগিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে তিনি জেলা আঃলীগের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক প্রত্যাশী ।  


এ বিষয়ে ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি অ্যাড সুবল চন্দ্র সাহা , সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ও সাবেক জেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় আঃলীগের সদস্য , প্রবীণ আঃলীগ নেতা বাবু বিপুল ঘোষ  জানান, ডঃ যশোদা জীবন দেবনাথ ফরিদপুর জেলা আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের কোন কমিটির পদ পদবীতে নেই তবে ইদানীং শুনেছি তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক কেন্দ্রীয়  উপ কমিটির সদস্য। 


ফরিদপুর জেলা আঃলীগের আসন্ন কমিটির সাধারণ সম্পাদকের আলোচনার নায়ক ডঃ যশোদা জীবন দেবনাথ জানান , আমি আসন্ন ফরিদপুর জেলা আঃলীগের কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী । আমি আঃলীগ করি , আমার পদ পদবী চাওয়া গণতান্ত্রিক অধিকার । ফরিদপুরের জেলা আঃলীগের সভাপতি , সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন বাংলাদেশ আঃলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফরিদপুরের যেসকল নেতাকর্মীরা জোটবদ্ধ হয়েছেন তারা কিছুই করার রাখে না। তিনি আরো জানান, কিছু কিছু ব্যক্তিরা আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মুলকভাবে  মিথ্যাচার চালাচ্ছে ।   



আরো পড়ুন:




ফেনীতে দীর্ঘ সাত বছর পর জেলা ছাত্রলীগ কমিটি গঠন তপু সভাপতি, জাবেদ সম্পাদক
After seven long years in Feni, District Chhatra League Committee was formed with Tapu President, Jabed Secretary

দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেল ফেনী জেলা ছাত্রলীগ। দীর্ঘদিন পর কমিটি হওয়ায় উচ্ছ্বসিত ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মো. নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি গঠন করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সভাপতি তোফায়েল আহমেদ তপু এর আগে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। 


সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ ফেনী সরকারি কলেজের সদ্য সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্র সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।


এর আগে গত ২৮ মার্চ মেয়াদোত্তীর্ণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্র। 


বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এম সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।




আরো পড়ুন:






কেশবপুরের বসুন্তিয়া সার্বজনীন বাসন্তী পূজায় চলছে রং-এর কাজ, বৃহস্পতিবার থেকে শুরু পূজা
Rang's work is going on in Basuntia Public Basanti Puja of Keshabpur, Puja starts from Thursday


ঋতু যাই হোক, মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করেছেন। ‘রামায়ণ’-এ শ্রী রামচন্দ্র শরৎ কালে অশুভ শক্তি নাশ করতে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই। শরৎকালে শারদীয়া দুর্গাপূজা, বসন্ত কালে শ্রী শ্রী বাসন্তী পূজা।


কেশবপুরের উপজেলার  মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে  শ্রী শ্রী বাসন্তী পূজা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, একদিকে চলছে প্রতিমার রংঢং এবং অন্যদিকে প্যাণ্ডেল তৈরীর কাজ। কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের যতিন্দ্র নাথ পালের ছেলে শিল্পী কার্তিক পাল (৫২) জানান, কেশবপুর, ডুমুরিয়া, সাতক্ষীরা, কলারোয়াসহ বিভিন্ন উপজেলায় ৩০ বছর ধরে প্রতিমা তৈরীর কাজ করে আসছি। এখানে দুই সপ্তাহ ধরে প্রতিমা তৈরীর কাজ করেছি। আজ থেকে রং টানা শুরু করলাম। বৃহস্পতিবারে পূজার আগেই সমস্ত শিল্পায়নের কাজ শেষ হয়ে যাবে। সহযোগী হিসাবে ছিলেন একই উপজেলার নারায়ন পাল (৩০)। প্যান্ডেল ও গেট নির্মান কাজে নিয়োজিত আছাদুল ইসলাম ও রেজাউল ইসলাম বলেন, আমরা বুধবারের মধ্যে কাজ সম্পন্ন করে দেব।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার থেকে সোমবার পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। গত দুই বছর অত্যাধিকহারে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে ভক্তদের সমাগম ছিল কম। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাব না থাকায় পরিবেশ জাকজমকপূর্ণ থাকবে বলে আশা করি। 


পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ জানান, পঞ্জিকায় লেখক, গণক ও গবেষক প্রয়াত তারকেশ্বর ভট্টাচার্যের নামানুসারে বাংলা ১৩৫৫ সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজাসহ আরও অনেক পূজা। লেখক, গণক ও গবেষক হিসাবে তারকেশ্বর ভট্টাচার্যের নাম পঞ্জিকায় লিপিবদ্ধ ছিল। এখানে এই শ্রী শ্রী বাসন্তী পূজা ৭৩ বছরে পদার্পন করলো।  বহু দূর থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পূজা দেখতে আসেন। 

তারকেশ্বর পূজা মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় জানান,  প্রয়াত তারকেশ্বর  ভট্টাচার্যের স্মৃতি বিজড়িত মন্দিরটি নতুন করে নির্মান করা হচ্ছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এখনও সম্পন্ন করতে পারিনি। সকলের সহযোগিতা থাকলে অসমাপ্ত কাজটুকু করতে সক্ষম হবো।

কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার বলেন, শ্রী শ্রী বাসন্তী পূজায় সরকারীভাবে কোন  অনুদান নাই তবে, আগামীতে এ পূজার সময় যাতে কিছু অনুদান পাওয়া যায় তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করে যাব।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget