ফেনীতে কৃষিজমির মাটি বিক্রির দায়ে জমির মালিককে ৫ লাখ টাকা জরিমানাLand owner fined Tk 5 lakh for selling agricultural land in Feni
ফেনীর দাগনভূঞায় কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার ৩ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ আদেশ দেন।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
আদালত সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞা ঈদগাহ মাঠ সংলগ্ন জমি ১৩ ফুট গভীর করে ইটভাটায় মাটি বিক্রি করছেন মালিক নাছির উদ্দিন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মাটি বিক্রির কথা স্বীকার করায় নাছির উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান দেন।
জমির মালিক নাছির উদ্দিন জানান, পাশের এনবিএম-৫ নামের একটি ইটভাটার কাছে ১০০ শতক জমির ৮ ফুট মাটি বিক্রি করি। কিন্তু ভাটা মালিক শর্ত ভঙ্গ করে ১৩ ফুট মাটি নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন রুহি জানান, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে ওই স্থানে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ তৈরির জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন