Latest Post

শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে- এমপি শাওন   
Sheikh Hasina's government is providing free legal aid to the financially indigent - MP Shaon

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা নিন’ শ্লোগানে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লালমোহনে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩০ মার্চ বিকাল ৫টায় লালমোহন উপজেলা অডিটোরিয়মে, ভোলা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হকের সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন রাস্ট্র দিয়েছে। তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার সরকারের আমলে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হয়েছে। যার কারনে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন এবং শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে।   

পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলার সিনিয়র সহকারী জজ ও ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মো. খালিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  (জেলা ও দায়রা জজ) বিচারক আমিন মোহাম্মদ নিপু, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল হক, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল হক হাওলাদার,  উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমূখ।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান,  মেম্বার,  মহিলা মেম্বার,  পৌরসভার কাউন্সিলর, উপজেলার সকল সরকারি বেসরকারি কর্মকর্তা,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,  রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ অনান্যরা।



আরো পড়ুন:




মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী গৃহহীন মঞ্জু রাণী বিশ্বাস পেলেন পাকা ঘর
Homeless Manju Rani, leader of Mangalkot Union Ansar and VDP, got the pucca house


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী গৃহহীন মঞ্জু রাণী বিশ্বাস থাকার জন্য পেলেন পাকা ঘর। বুধবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘরের শুভ উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্বচ্ছল সদস্যদের জন্য মহাপরিচালকের উপহার হিসাবে ওই ঘর মঙ্গলকোট গ্রামের মঞ্জু রাণী বিশ্বাসকে দেওয়া হয়। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট সঞ্জয় কুমার সাহা, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সখিনা খাতুন, আনসার ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাস, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, যশোর জেলা আনসার ব্যাটিলিয়ন সদস্য নাসিরুল ইসলাম, উপজেলা কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মঙ্গলকোট ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা আলতাফ হোসেন, কমান্ডার বিল্লাল হোসেন, সহকারী কমান্ডার আজিজুর হাকিম, কেশবপুর সদর ইউনিয়নের দলনেতা মহিবুল ইসলাম, দলনেত্রী চিত্রা দাস, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দলনেত্রী তামান্না ইয়াসমিন, পাঁজিয়ার দলনেত্রী বিভা রাণী বিশ্বাস, দলনেতা আব্দুর রশিদ প্রমুখ।

যশোর জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট সঞ্জয় কুমার সাহা বলেন, মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী গৃহহীন মঞ্জু রাণী বিশ্বাসকে তার চার শতক জমির উপর দুইরুম বিশিষ্ট একটি পাকা ঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে গৃহহীন মঞ্জু রাণী বিশ্বাস বলেন, মহাপরিচালক মহোদয়ের এই উপহার পেয়ে আমি খুবই খুশি। আমার মাথা গোঁজার ঠাই হয়েছে। আর কষ্ট পেতে হবে না।



আরো পড়ুন:




কেশবপুরের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
Annual sports and cultural program at Mangalkot Adarsh Madhyamik Balika Vidyalaya in Keshabpur


মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কেশবপুরের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়েছে।


আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর গফফার-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আজিজুর রহমান-এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস।


বিশেষ অতিথি ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমান সরদার, ৫নং মঙ্গলকোট ইউঃ পরিষদের সাবেক চেয়ারম্যান, আব্দুল্লাহ নূর আল-আহসান বাচ্চু, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক প্রবীর কুমার মিত্র, মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য সহকারী রওশনারা খাতুন ডটার, প্রাক্তন পুলিশ সদস্য আনছার আলী, মঙ্গলকোট ইউনিয়ন বি,এন,পি'র সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, এলাকা ইউপি সদস্য কামরুজ্জামান, মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি ডাঃ আব্দুল খালেক মোড়ল, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেনসহ এলাকার অভিভাবক, সুধী গুণীজনসহ দর্শক-স্রোতাবৃন্দ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

২৬ মার্চ প্রথম পর্বের অনুষ্ঠানমালায় ছিল মাধ্যমিক বিদ্যালয়ের ক বিভাগ ছাত্রী–১০০ মিঃ দৌড়, দড়িনাচ, বালিশ হস্তান্তর। খ বিভাগ ছাত্রী-বিস্কুট খাওয়া দৌড়, সুচে মুতা পরান দৌড়, চেয়ারে বসা। গ বিভাগ ছাত্রী- চাক্তি নিক্ষেপ, লম্বা লাফ, বর্ণা নিক্ষেপ। প্রাথমিক ও প্রি-ক্যাডেট বিদ্যালয়ের জন্য ছিল ১০০ মিঃ ও ২০০ মিঃ দৌড়, দীর্ঘ লাফ, চামচে সার্কেল দৌড়।


২৯ মার্চ মঙ্গলবার ছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিকাালবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হামদ, না'ত, গজল, দেশের গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, ভাওয়াইয়া, মুর্শীদি গান আধুনিক গান, হাস্য কৌতুক/ একক অভিনয়/ নৃত্য/ খবর পাঠ / লেকচার/ কবিতা আবৃত্তি।


অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক সুজিত কুমার সরকার, সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও একঝাঁক স্বেচ্ছাসেবক বাহিনী। এর পর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং মঙ্গলকোট যুবসংঘের আয়োজনে চলে গানের আসর। কেশবপুর থানা পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন।



আরো পড়ুন:




টেংরার যুব সমাজ উদহারণ সৃষ্টি করেছেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহ্বায়ক মোঃ শাহিন উদ্দিন
The youth society of Tengra has set an example, said Md. Shahin Uddin, convener of Bishwanath Journalists Club


আজকের এই উপস্হিতি দেখে মনে হচ্ছে, নিঃসন্দেহে, প্রবাসী রুমেল খাঁন একজন জনপ্রিয় ও উদার মনের মানুষ। সমাজকে পরিবর্তনের জন্য এমন  সংবর্ধনা অনুষ্ঠান  ধারাবাহিক রাখতে হবে। হিংসা, বিদ্বেষ ও অন্তরের কাছরা দুর করতে টেংরার যুব সমাজ  উদহারণ সৃষ্টি করেছেন। যুব সমাজের ঐক্যতার উপর নির্ভর করে যে, কোন  অঞ্চলকে  একটি মডেল   এলাকা হিসাবে গড়ে তুলতে। 


কথা গুলো বলেছেন, বিশ্বনাথের টেংরার যুক্তরাজ্য প্রবাসী রুমেল খাঁনকে টেংরা যুব সমাজের উদ্যোগে তার স্বদেশ সফর শেষে যুক্তরাজ্য গমণ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন  উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন। 


সংবর্ধণা অনুষ্ঠানটি যুবনেতা জিতু মিয়ার সভাপতিত্বে এবং টেংরা একাডেমির পরিচালক আলী হোসেন মোল্লার সঞ্চালনায় (৩০ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মহিন খাঁন, লালাবাজার ইউ'কে বাংলার পরিচালক আবু বকর, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি এম এস এস আবসান খাঁন, সমাজকর্মী শাহাদাৎ হোসেন, বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ি ও নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনি, টেংরা তাহির মিয়া একাডেমির পরিচালক রাজু আহমদ,বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ি আব্দুল হাই আবুল, টেংরা লতিফিয়া ইসলামি সুন্নী সমাজকল্যাণ সংস্হার সভাপতি শিপন আহমদ, টেংরা ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক  মোর্শেদুর রহমান, সাবেক ক্রিকেটার ও লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি লিকন

আহমদ, টেংরা তাফসিরুল কুরআন পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ খাঁন, টেংরা লতিফিয়া সুন্নি সমাজকল্যাণ সংস্হার কার্যকরী কমিটির সদস্য কয়ছর আহমদ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এতে অন্যানোর মধ্যে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির সদস্য আছকর আলী, টেংরা তাহির মিয়া একাডেমির প্রতিষ্ঠাতা তাহির মিয়া,ফুটবল কোচ আশরাফ আলী আসক মিয়া, বিশ্বনাথের ছনখাঁড়ী গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এডভোকেট রফিকুল হক জুনেদ,  বিশ্বনাথ কন্ট্রাক্টর এসোসিয়েশনের সদস্য কন্ট্রাক্টর জাহিদ খাঁন, টেংরা বটেরতল বাজারের  বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী ময়নুল হোসেন, সহযোগি কন্ট্রাক্টর জয়নাল খাঁন, টেংরা বটেরতল বাজারের সাবেক ব্যবসায়ি আতিকুর রহমান, টেংরা হাওয়া মামু মাজারের পরিচালনা পরিবারের সদস্য আক্তার হোসেন,  বৈরাগী বাজারের বনাজি চিকিৎসক হেকিম আনিস আলী, শ্রমিক নেতা খালেদ আহমদ, টেংরা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সৈয়দ আবু বকর, টেংরা তাফসিল কুরআন পরিষদের সদস্য জুয়েল আহমদ রাজু, সাবেক কোচ মুনিম খাঁন, কৃষক জামাল খাঁন, কৃষক শারিক খাঁন, এমরান খাঁন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র নাদিমুল হাসান খাঁন, কাউছার  মিয়া, রফিক মিয়া, ক্রিকেটার রাহাত খাঁন, ফুটবলার লাহিন খাঁন, টেংরা পাঁচের মোকাম পয়েন্টের ব্যবসায়ি হাকিম আহমদ, কলেজ ছাত্র মারুফ আহমদ,  ক্রিকেটার সায়েফ আহমদ প্রমুখ।


অনুষ্ঠানে টেংরা যুব সমাজের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক সংবর্ধিত ব্যক্তিত্ব রুমেল খাঁনের হাতে একটা ক্রেষ্ট প্রদান করা হয়েছে এবং রাত্রের ভোজনেরও ব্যবস্হা হয়েছে। 

প্রবাসী রুমেল খাঁন আগামী ১লা এপ্রিল শুক্রবার ভোরে জন্মভূমি ত্যাগ করে সুদূর যুক্তরাজ্যে পাড়ি জমাবেন, আবারও সাত সমুদ্র তের নদীর ওপাড়।



আরো পড়ুন:




সাময়িক সংস্কার টেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন
Temporary repair river erosion on Tengra to Bishwanath road

টেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন স্হানটি দীর্ঘ দিন থেকে ছিল বিপদজনক! যে কোন সময় দুর্ঘটনার প্রচুর সম্ভাবনা ছিল। স্হানটি পারাপারে ভয়ে কম্পিত হতেন যাত্রীমহল! অনেকে অল্পের জন্য অনেক দিন রক্ষাও পেয়েছেন বলে টেংরা বার্তাকে জানিয়েছেন। সরকারি ভাবে ভাঙ্গন স্হানটি সংস্কার  হওয়ার কথা ছিল 

কিন্তু উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, সরকারি ভাবে হতে দীর্ঘ সময় লাগবে। কত দিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবেনা!

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তাই সাময়িক ভাবে বিপদজনক ভাঙ্গন স্হানটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে টেংরার দেশে-বিদেশী অধিবাসীরা।  উদ্যোগ গ্রহণ করলেন টেংরার যুবকগণ। দেশী - বিদেশী টেংরার অধিবাসীরা দান করলেন টাকা পয়সা। 

শুরু হলো তিন দিন থেকে সড়কের ভাঙ্গন স্হানটি সংস্কারের কাজ। গতকাল ২৮ মার্চ সোমবার বিকেলে  স্বরজমিনে, গিয়ে দেখাগেল সংস্কারের দুই তৃতীয়াংশ কাজ শেষ প্রায়। 

রাস্হার তদারকির অন্যতম একজন দায়িত্বশীল যুবক আজাদ জানান, কাজটি আমরা করছি কিন্তু কত দিন ঠিকবে  এটা আল্লাহতালা জানেন।



আরো পড়ুন:




ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
7th Annual General Meeting of Maharashi Water Management Cooperative Society held at Jhenaigati


শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪মার্চ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলার নলকুড়ায় স্থাপিত রাবার ড্যামের নিজস্ব কার্যালয়ের সন্মুখে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আলী (সালাম) এর উপস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ একেএম ফজলুল হক। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা সভার পর দ্বিতীয় অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের আয়-ব্যয় উপস্থাপন ও অনুমোদন করা হয়। 



আরো পড়ুন:




ঝিনাইগাতী  স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর দিলো উপজেলা পরিষদ 
Upazila Parishad provided oxygen concentrator at Jhenaigati Health Complex


শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১'টি অক্সিজেন কনসেনট্রেটর  দিলেন উপজেলা পরিষদ। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে কন্সেন্ট্রেটর হস্তান্তরের শুভ উদ্বোধন  করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 উপজেলা  পরিষদের  পক্ষথেকে  ২০২০-২১ অর্থ বছরে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাইকা'র  অর্থায়নে এসব  কন্সেন্ট্রেটর হস্তান্তর করা হয। এসময়  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অওতায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তরিত করা হল।প্রাক্কলিত বাজেট:১২,৬৪,৯৪৯/- চুক্তি মূল্য: ৯,৬০,৩০০/-,উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছর। কারিগরী তত্ববধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির শাহিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ। তিনি সাংবাদিকদের আরও জানান উপ-প্রকল্প, উপজেলার চেঙ্গুরীয়া কালিবাড়ি হইতে ঝিনাইগাতী  বাজার,হইতে রাংটিয়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে সোলার ষ্ট্রীট লাইট স্থাপন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু নিচু বেন্স সরবরাহ করা হবে বলেও জানান তিনি। 



আরো পড়ুন:





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে কলায় মেশানো হচ্ছে বিষ
In Rangunia, poison is being mixed in bananas in public


চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাট বাজার ও পাড়া-মহল্লার দোকান গুলোতে ব্যবসায়ীরা কাঁচা কলা পাকাতে দিনে-দুপুরে প্রকাশ্যে মিশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক ক্যামিকেল। 


এতে মাত্র ১২ ঘন্টায় কাঁচা কলা সবুজ থেকে হলুদ রঙে পরিবর্তন হচ্ছে। প্রকাশ্যে কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ মেশানোর এমন একটি গোপন ভিডিও ধারণ করেছেন প্রতিনিধি নিজেই। মোবাইলে ধারণ করা ভিডিও চিত্রের অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর ভয়াবহ চিত্র পাওয়া যায়।


অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ২০-২৫টি পাইকারী কলার আড়তসহ ছোট-বড় ভাসমান প্রায় ২ শতাধিক দোকানে এমন বিষক্রিয়া যুক্ত ভেজাল কলা বিক্রি হচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এরমধ্যে রাজানগরের রানীরহাট, ইসলামপুরের মঘাছড়ি, ধামাইরহাট, রাজারহাট, মোগলেরহাট, শান্তিনিকেন, মরিয়মনগর চৌমুহনী, পারুয়ার হাজারীহাট, বিয়ানবাজার, সরফভাটার বহুচক্র হাট, পোমরার শান্তিরহাট, বেতাগীর লাম্বুরহাট, ইছাখালী, রোয়াজারহাট, শিলক, কোদলা, পদুয়ার রাজারহাট ও সোমবাজ্জ্যাহাটসহ উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের প্রায় ২শতাধিক স্থানে এমন ভেজাল বিষক্রিয়া কলা বিক্রি হয়। এসব কলা পাইকারী কিনে নিয়ে স্থানীয় হাট-বাজার ছাড়াও জেলা শহর হয়ে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কলাগুলো দেখতে আকর্ষনীয় ও লোভনীয় রঙের হলেও প্রতিটি কলা বিষে ভরা। ব্যবসায়ীরা কলার বাগানে প্রথমে একটি কেমিক্যাল পানিতে মিশিয়ে কলার কাঁদিতে স্প্রে করেন। এরপর সেই কলার কাঁদি বাগান থেকে কেটে এনে সংরক্ষণ করেন আড়তে। পরে এসব কলা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে কার্বাইড জাতীয় রাসানিক পদার্থ মেশানো পানিতে চোবান। অপুক্ত কলা সবুজ রঙ থেকে ১২ ঘণ্টার মধ্যেই হলুদ ও আকর্ষণীয় হয়ে যায়। আর কেমিক্যালে পাকানো এসব কলা যাতে পঁচে না যায় সেজন্য ব্যবহার করা হয় ফরমালিন। বিষাক্ত কেমিক্যাল মেশানো এসব কলা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ জেনেও স্বাচ্ছন্দ্যে মেশিয়ে বাজারজাত করছেন অসাধু ব্যবসায়ীরা। 


সরেজমিনে উপজেলার অন্তত ১০টি পাইকারী কলার মোকাম ঘুরে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রানীরহাট বাজারে গিয়ে দিনে-দুপুরে প্রকাশ্যে খোরশেদ আলম নামের এক দোকানদার কলায় রাসায়নিক বিষ মিশানোর দৃশ্যের ভিডিও ধারণ করা হয়।


সেই ভিডিও চিত্রের সূত্র ধরে অনুসন্ধান চালালে জানা যায়, কলার কাদিকাটা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি স্তরে দেওয়া হয় কার্বাইড জাতীয় রাসায়নিক বিষ। বাগানে থাকা অবস্থায় হরমন স্প্রে করা হয়। অপরিণত কলা কেরোসিনের স্টোভে রাইপেন ও কার্বাইড জাতীয় রাসানিক পদার্থ দিয়ে ধোঁয়া দেওয়া হয়। দেখতে সুন্দর এবং হলুদ রঙ ধারণ করানোর জন্য বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করেন ব্যবসায়ীরা। স্প্রে মেশিনের মাধ্যমে প্রফিট, মার্শাল, হিলডন, রাইজার, বাসুডিন, ইথিলিন, রাইপেনসহ অনেক ধরনের ঔষধ ছিটানো হচ্ছে অপুক্ত কাঁচা কলায়। যা গ্রাম থেকে সহজে পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন প্রান্তেরে। আর এসব ভেজাল পণ্য প্রকাশ্যে বিক্রি হলেও নির্বাক স্থানীয় প্রশাসন। যা সুস্থ ও সবল মানুষকে চিরতরে অসুস্থ করে রাখে। বিষাক্ত কলা খেলে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটতে পারে। মূলত কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ শরীরে গেলে লিভার ক্যান্সার, কিডনি জনিত সমস্যা, ডায়াবেটিস ও গর্ভবতী নারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এমনকি গর্ভেও শিশু বিলঙ্গ হতে পারে। তাই দ্রুত ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

কলায় কেমিক্যাল বিষ প্রয়োগের বিষয়ে ব্যবসায়ী খোরশেদ আলমের কাছে জানতে চাইলে গণমাধ্যকর্মী জানতে পেরে কোন মন্তব্য করতে রাজি হননি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


বিষক্রিয়াযুক্ত এসব কলার স্বাস্থ্যঝূকি সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. সামিউল করিম বলেন, 'কেমিক্যাল মিশ্রিত এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কলা খাওয়ার সাথে সাথে বমিবমি ভাব ও ডায়রিয়া হওয়ার সম্ভবনা বেশি থাকে। আর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের পর তা দাহ্যে পরিণত হয়ে নি:সারণ ঘটে লিভার ও কিডনির মাধ্যমে।' 


তিনি আরও বলেন, 'মূলত কার্বাইড জাতীয় কেমিক্যালের প্রভাবে গর্ভবতী নারীদের মারাত্মক ক্ষতি হয়। এমনকি গর্ভজাত শিশু বিকলঙ্গ হতে পারে। তাই এসব খাবার পরিহার করার পরামর্শ এ স্বাস্থ্য কর্মকর্তার।'


এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, 'কলার মকলার মধ্যে রাসায়নিক দ্রব্য মেশানো গুরুতর অপরাধ। আমি এসব কলার আড়দে মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।'



আরো পড়ুন:






Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget