Latest Post

পরশুরামে চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ 
Police have arrested a couple with 40 bottles of Indian Fencidil in Parshuram


ফেনীর পরশুরামে চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সুভাষ চন্দ্র সরকার(৩৮), রিতা দেব (৩৪) নামের দুজনকে আটক করেছে পরশুরাম মডেল থানার পুলিশ। 


শনিবার (২৬মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা গেইট সংলগ্ন শাহজালাল রেস্তোরার  সামনে থেকে দুজনকে আটক করা হয়। 


আটককৃত সুভাষ চন্দ্র সরকার পরশুরাম উপজেলার পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের (আনন্দ কবিরাজ বাড়ী সংলগ্ন) মৃত চিত্ত রঞ্জন সরকারের ছেলে ও রিতা দেব ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিন সহদেবপুরের রঞ্জিত দেব এর মেয়ে এবং  আটককৃত সুভাষ চন্দ্র সরকারের স্ত্রী। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পুলিশ সূত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া এবং সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল আলম ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইব্রাহিম সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে আটক করে। 


এসময় তাদের কাছ থেকে কাপড়ের ব্যাগে রাখা চল্লিশ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করা হয়।


সূত্র আরো জানান, আটককৃত সুভাষ চন্দ্র সরকার ও তার স্ত্রী রিতা দেব দুজনে নিজেদের স্বামী স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।  


পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনের  মামলা দায়ের করে শনিবার(২৬ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



আরো পড়ুন:




ফেনীতে স্টার লাইনের যাত্রীবাহি বাস উল্টে খাদে
In Feni, a Star Line passenger bus overturned and fell into a ditch


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর মহিপাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল স্টার লাইন পরিবহনের একটি বাস। লেমুয়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে যাত্রীদের উদ্ধার করেন। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

যাত্রীদের ভাষ্যমতে, বাসে যান্ত্রিক ক্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে পড়ে যাওয়া গর্তে পানি কম থাকায় তারা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।


ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ মো. আবদুস সামাদ জানান, আহতরা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটির উদ্ধার কার্যক্রম শুরু করেছে।



আরো পড়ুন:




ফেনীতে রাজাঝীর দিঘীতে জালে আটকা পড়ে প্রায় ৪০কেজি  ওজনের মাছ
Feni Rajaji's Dighi net caught fish weighing about 40 kg


ফেনী রাজাঝীর দিঘীতে জাল টেনে প্রায় এক মন ওজনের মাছ শিকার।বৃহস্পতিবার ২৪ মার্চ বেলা ১১টার দিকে রাজাঝীর দিঘীর বর্তমান পরিচালকরা দিঘীটিতে জাল টেনে মাছ উত্তলনের সময় এই বিশাল আকৃতির ব্লাককার্প মাছটি শিকার করেন।


ওজন করার পরে জানা গেছে মাছটির ওজন ৩৫ কেজি। রাঝাজীর দিঘী থেকে এত বড় মাছ উঠার দৃশ্য দেখে অবাক করে দিয়েছে সকলকে। মাছটি এক নজর  দেখতে উৎসুক জনতার ভীড় পড়ে যায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মাছটি পেয়ে দিঘীর লিজ গ্রহনকারী সদস্যগন পরের দিন শুক্রবার ১২ টার দিকে আবারও জাল টেনে একই ওজনের আরো কয়েকটি মাছ জালে আটকা পড়ার দৃশ্য দেখেছেন তবে মাছ গুলো বড়শি খেলার জন্য পূণরায় দিঘীতে ছেড়ে দেন।


লিজ গ্রহনকারী সদস্যরা জানান, যারা এই বড়শি খেলায় অংশগ্রহন করবে তাদের জন্য এটি বড় আকর্ষন থাকবে এবং এই মাছগুলো শিকার খেলায় দিনটিকে উৎসব মুখর করে তুলবে।


তারা আরো জানান এই বড়শি খেলা জন্য সম্ভাব্য আগামী ২ মাস পর টিকেটগুলো ছাড়বেন বলে আশা করছেন।



আরো পড়ুন:






ফেনীতে স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি 
The catastrophic fire at the Star Line Food Factory in Feni caused huge damage


ফেনী সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত স্টার লাইন গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১ টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস’র ১০ টি স্টেশনের ১৫ টি ইউনিট। দীর্ঘ ৪ ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস থেকে ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) কারখানায় আগুনের লেলিহান শিখা দেখা যায়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ভর দুপুরে হঠাৎ কারখানার ডেলিভারী কক্ষে আগুন দেখতে পায় শ্রমিকরা। প্রাথমিক ভাবে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। শুরু দিকে ফেনী ফায়ার সার্ভিস স্টেশানের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়বহতা দেখতে পেয়ে ফেনীর অন্যান্য স্টেশান ও নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ১ টা ৫৫ মিনিট থেকে ৫ টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ স্টেশনের ১৫টি ইউনিটি দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে পুরোপুরি আগুন নেভানো এখনো সম্ভব হয়নি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

স্টার লাইন ফুড ফ্যাক্টরির মেশিন অপারেটর হৃদয় জানান, হঠাৎ শুক্রবার দুপুর ১ টা ২৫ মিনিটের দিকে কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আমরা আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা দেখে আমরা সকল শ্রমিক বাহিরে চলে আসি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা তাৎক্ষণিক আগুন নিভানোর কাজ শুরু করে।

স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, হঠাৎ আমরা জানতে পারি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক এসে দেখি ফ্যাক্টরির চারপাশে আগুন ছড়িয়ে পড়েছে। পবিত্র রমজান ও ঈদকে উপলক্ষে করে প্রচুর পরিমাণ পণ্য দ্রব্য ফ্যাক্টরির গোডাউনে মজুদ ছিল। তবে অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এমুহূর্তে বলা যাচ্ছেনা।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্র আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের তীব্রতা দেখে আমরা পাশবর্তী ফায়ার স্টেশনগুলোকে খবর দিই। এতে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লার ১০ টি স্টেশনের ১৫ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন নেভাতে আরো সময়ের প্রয়োজন রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো: জসিম উদ্দিন মজুমদার জানান, স্টার লাইন ফুড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় শতাধিক ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নেভানো সম্পর্ণ হলেই ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ করা হবে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছেনা।



আরো পড়ুন:






কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়

Sale of products of Vidyanandankati Union TCB of Keshabpur


পবিত্র মাহে রমযান উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রবিবার (২৭মার্চ) দুপুরে নতুন নিয়মে ৮৫৯ জন কার্ড ধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 টিসিবির পণ্য বিক্রয়কালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আলমগীর কবির, উপজেলা নির্বাহী অফিসের সচিব আব্দুস সালাম।

এ সময় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।



আরো পড়ুন:




 লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 
Lalmohan celebrated great independence and national day


ভোলার লালমোহনে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শনিবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ, বাদ যোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান।

আরো পড়ুন: রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!

সকালে উপজেলা প্রশাসন ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিসসহ অনান্যরা। 

বীরমুক্তিযোদ্বাদের সংবর্ধণা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এমপি শাওন।



আরো পড়ুন:

 দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ -এমপি শাওন
The role of grassroots is most important in the development plan of the country - MP Shaon


ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয়  সরকার কাঠামোর প্রাণ কেন্দ্র। জনঅঙশগ্রহণ মূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা প্রকাশ নি:সন্দেহে গণতান্ত্রিক ব‍্যবস্থায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন, ২০২৬ সালের মধ‍্যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি, ২০৩০ সালের মধ‍্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ‍্যে উন্নত দেশে পরিণত করার জন‍্য গৃহীত বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক সমাজ ব‍্যবস্থা বিনির্মাণে সহায়ক। কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নের কাজ স্থানীয় সরকার বাস্তবায়ন করে। স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোন ভাবেই সম্ভব নয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ  ইউনিয়ন ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন। 


লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অধ‍্যক্ষ মো: রুহুল আমিনসহ লর্ডহাডিঞ্জ ইউনিয়নের নাগরিকবৃন্দ।



আরো পড়ুন:





ইউপি নির্বাচনে ভিক্ষুক নাসিদা পেয়েছেন ১৮৪ ভোট, সাধারণ সদস্য পদে ১৪ প্রার্থী পেয়েছেন শূন্য
In the UP election, beggar Nasida got 184 votes and 14 candidates for the post of general member got zero


ভোলার লালমোহনের ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে সেই ভিক্ষুক নাসিদা বেগম তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। গত সোমবার (২১ মার্চ) বদরপুর ইউপি নির্বাচনে তার কেন্দ্র ছিল ১, ২ ও ৩ নং ওয়ার্ড। ৮ জন প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের হিসেবে তার অবস্থান রয়েছে ৬ নম্বরে। এ তিন ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ৯২৫৭। যদিও এ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় নাসিদার। তবুও মনোবল হারাননি তিনি। আগামীতেও করতে চান জনসেবা। শেষ বয়সে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আগামী নির্বাচনেও অংশ গ্রহণ করবেন বলেও জানান নাসিদা বেগম। নির্বাচনে পরাজিত হওয়ার পরদিনই তাকে দেখা গেছে হাতে ব্যাগ ঝুলিয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে।

অন্যদিকে, ইউনিয়নটির ৫ টি ওয়ার্ডে মোট ১৪ প্রার্থী সাধারণ সদস্য পদে ভোট পেয়েছেন শূন্য। এরা হলেন: ১ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মো. কামরুল। ৪ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের মো. কামাল হোসেন, আপেল প্রতীকের মো. মনির, টিউবওয়েল প্রতীকের মো. লতিফ, তালা প্রতীকের মো. হাসান, ফুটবল প্রতীকের মো. হারুন ও ভ্যানগাড়ি প্রতীকের শাহে আলম।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 ৫ নং ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা প্রতীকের কহিনূর বেগম, আপেল প্রতীকের মো. জুয়েল ও তালা প্রতীকের রেশমা আক্তার। ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতীকের জান্নাত বেগম ও ৮ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের জোসনা, টিউবওয়েল প্রতীকের মো. জসিম এবং আপেল প্রতীকের মো. মিলন শূন্য ভোট পান।

এদিকে, বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী লাভ করেন আনারস প্রতীকের বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের আহবায়ক ও বিদ্রোহী প্রার্থী মো. আসাদ উল্যাহ মেলকার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ হাজার ১৮৮ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফরিদুল হক তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট। 

লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে বদরপুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget