Latest Post

 এমপি তুহিনের সুস্থতা কামনায়, নান্দাইল দলিল লেখক সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত !!
MP Tuhin's recovery, prayers and milad mahfil of Nandail Document Writers' Association was held !!


ময়মনসিংহ - ৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় নান্দাইল সাব-রেজিস্ট্রি (এস,আর) অফিস দলিল লেখক সমিতির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২২ শে মার্চ) দুপুর ২:ঘটিকার সময় নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে নান্দাইল দলিল লেখক সমিতির মিলনায়তনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নান্দাইল কাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রজব আলী, এহসময় অবস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির যুগ্নু- উপদেষ্টা খাদেমুল ইসলাম, আবু সাদেক, আনোয়ার হোসেনসহ- নির্বাচিত কমিটির সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, আব্দুল বারী খান, আব্দুল মতিন, আব্দুর রশিদ সরকার, ইসহাক মিয়া, আসাদুজ্জামান, ইমাম হোসেন, সাব্বির হোসেন খান, জুবায়ের হোসেন খান, প্রচার সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ!

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উল্লেখ্য,গত ২১ মার্চ থেকে নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।চিকিৎসাধীন অবস্থায় তাঁর নিজ এলাকাসহ দেশের সকল মানুষের কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন এমপি তুহিন!!


আরো পড়ুন:




 লালমোহনে ২০৩ পিস ইয়াবাসহ আটক-১
Lalmohan arrested with 203 pieces of yaba-1


ভোলার লালমোহনে ২০৩ পিস ইয়াবাসহ মোঃ রিয়াজ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ (২৮) ও তার সহযোগী হাসান (২৫) পালিয়ে যায়।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের বদ্দিবাড়ি সংলগ্ন সুপারি বাগান থেকে রিয়াজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আটক মোঃ রিয়াজ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল আলীর ছেলে ও পলাতক জাহিদ পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের বাসিন্দা আবু মিয়ার ছেলে এবং হাসান একই এলাকার আবদুল মালেকের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি চৌকস দল। এসময় রিয়াজকে আটক করতে সক্ষম হলেও চিহ্নিত মাদককারবারি জাহিদ ও তার সহযোগী হাসান পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১০।

পলাতক জাহিদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।


আরো পড়ুন:




 ৯ গুণীজনকে ‘জাতীয় কবি নজরুল সম্মাননা পদক-২০২২'
9 meritorious people awarded 'National Poet Nazrul Honorary Medal-2022'



কেশবপুর, যশোর আয়োজিত কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শণিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন সম্মাননা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি-এর সভাপতিত্বে ‘জাতীয় কবি নজরুল সম্মাননা পদক-২০২২' পেলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে অবদান রাখায় কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কাব্য সাহিত্যে অবদান রাখায় মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, চিকিৎসক সেবায় অবদান রাখায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় কবি বেনজীন খান, একাধিক গ্রন্থের প্রনেতা কলামিস্ট সামসুজ্জামান, স্বর্ণপদকপ্রাপ্ত কেশবপুরের জৈষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুরের বিশিষ্ট সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস, গোলাম মোস্তফা সিন্দাইনী। সভাপতি ও প্রধান অতিথি পদকপ্রাপ্ত গুণীজনদের ফুল, পদক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, কবি ও গবেষক ইব্রাহিম রেজা, কবি ও শিক্ষক আবু হাসান সরদার, কবি মকবুল মাহফুজ, কবি প্রনব মণ্ডল মানব, কবি নয়ন বিশ্বাস, কবি অর্পিতা মজুমদার, কবি কানাইলাল ভট্টাচার্য, কবি নজরুল ইসলাম খান, কবি মাসুদা পারভীন বিউটি, কবি রিয়াজ লিটন, কবি আদি সানাম, কবি প্রসেনজিত তনু, কবি এম জি মহসিন, কবি মুনছুর আজাদ, কবি মাহামুদুল হাসান, কবি গোলাম রাব্বানী, কবি দীপক বসু, কবি মামুন আজাদ, কবি কামরুজ্জামান, কবি শাহিদুর রহমান, কবি বাশার মাহফুজ, কবি তৃষা চামেলী, কবি  আমিনুর রহমান বুলবুল, কবি সালমা ইসলাম, কবি ইমদাদুল হক ইমদাদ, কবি ও সাংবাদিক আবু হুরায়রা রাসেল, কবি ও সাংবাদিক কামরুজ্জামান রাজু। 


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান খান, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ ও বেনজীন খান।


মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ সক্রেটিসের সাথে ও আবুু হাসানের থাইল্যান্ড থেজে ফিরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি কবি, কলামিস্ট ও গুণিজনদের মিলনমেলায় পরিনত হয়।


আরো পড়ুন:




 বিশ্বনাথ সড়ক সংস্কারে কাজে ধীরগতি
Work on Bishwanath road reform is slow


সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন পরিবহণ শ্রমিকরা।

প্রায় তিন বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান মনগড়া সময় নিয়ে অবহেলিত কাজ আর অপরিকল্পিত খোড়াখুড়িতে অতিষ্ট হয়ে পড়েছেন এই জনপদের জনসাধারণ। 

প্রতিদিনই ঠিকাদারের খোঁড়া অংশে মালবাহী  ও যাত্রীবাহী গাড়ী আটকে গিয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।  একাধিকবার কাজের মেয়াদ শেষ হলেও জেলানির্বাহী প্রকৌশলীর সাথে আঁতাত করে ঠিকাদার সময় বাড়িয়ে রাজার হালে কাজ করছেন বলে অভিযোগ ওঠেছে।

এই সড়কের মাত্র এক কিলোমিটার আরসিসি ঢালাইর কাজ করতে এক বছর সময় লাগিয়েছে। তাও তিনবার সড়ক বন্ধ করে এ আরসিসি ঢালাইর ঢালাইর কাজ করছেন তারা।এর প্রতিবাদে জনসাধারণের পাশাপাশি ফুঁসে ওঠেছে এই সড়কের পরিবহন শ্রমিকরা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-রামপাশা বৈরাগী সড়কের বাস মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী বলেন, জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে আঁতাত করে সাব ঠিকাদার সুহেল খান তার ইচ্ছেমতো সময় নিয়ে  জনসাধারণকে ভোগান্তি দিয়ে ধীরগতিতে কাজ করছেন। দ্রুত সড়কের সংস্কার কাজ শেষ না হলে আগামী ২৭ মার্চ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে। 

এতে নেতৃত্ব দেন  বিশ্বনাথ -জগন্নাথপুর -বিশ্বনাথ রামপাশা সড়কের বাস মিনিবাস শ্রমিক সংগঠনে সভাপতি ফজর আলী,জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক সংগঠনে সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,ভাইস চেয়ারম্যান সন্জু দেব ও তৈয়বুর রহমানসহ আরও অনেকেই।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন ঠিকাদার ও শ্রমিক নেতাদের নিয়ে বসা হবে।যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়,তাই কতদিনে কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে লিখিত নেয়া হবে।


শ্রমিক নেতারা দ্রুত সংস্কারের কাজ শেষ করার দাবিতে ও  অন্তহীন প্রতিবাদে সড়কের উপর তাদের মিনিবাস এলোপাতাড়ীভাবে রেখে সড়ক অবরোধ করেন

(২১ মার্চ) সোমবার সকাল ১০টায় পীরের বাজার ও মিয়ার বাজারে প্রায় ৬ ঘন্টা   তাদের গাড়ি সড়কে রেখে সড়ক অবরোধ করেন। 

 প্রত্যাহার করেন।


এ ব্যাপারে  ঠিকাদারের সাথে  যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোনে বন্ধ পাওয়া যায়।


আরো পড়ুন:






 কবি শামছুল হক শামীম'র "মেঘালয় কন্যা মহারশি”মোড়ক উন্মোচন
Poet Shamsul Haque Shamim unveils "Meghalaya Kanya Maharshi"


শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক স্বনামধন্য কবি ও সাংবাদিক শামছুল হক শামীম সম্পাদিত  "মেঘালয় কন্যা মহারশি ” এ যৌথ কাব্যের মোড়ক উন্মোচন করা হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। গত ১০ মার্চ অমর একুশে গ্রন্থমেলায় প্রথবারের মতো সাংবাদিক ও কবি শামছুল হক শামীম সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ "মেঘালয় কন্যা মহারশি" নামের বইটির মোড়ক উম্মোচন করেন, কানাডা প্রবাসী বাংলা সাহিত্যে পুরস্কার প্রাপ্ত শেরপুরের কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও সাহিত্যিক জালাল উদ্দিন, উপ-সচিব, দেশ বরেণ্য ছড়া-কার আতিক হেলাল,স্বপ্ন সাহিত্য চর্চার সাংগঠনিক সম্পাদক কবি যুবরাজ পাল রাজু, কবি ডঃ আব্দুল আলিম তালুকদার, কবি নয়ন ওঝা, মহারশি সাহিত্যে পরিষদের সহ-সভাপতি জামাল শেখ সহ অন্যান্য গণ্যমান্য কবিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। "মেঘালয়কন্যা মহারশি" নামকরণ উদ্ভাবনের বিষয়ে কবি শামছুল হক শামীম বলেন, 'ভারতের মেঘালয় পর্বত হতে জন্ম নিয়ে বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের সর্ব প্রথম জেলা শেরপুর। এ উপজেলার হলদীগ্রাম আন্তঃসীমান্ত দিয়ে প্রবেশ করে প্রবাহিত হওয়া খরস্রোতা নদী "মহারশি" নামানুসারে বইটির নামকরণ করা হয়েছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের  আলহাজ আনছার আলীর শামছুল হক শামীম। ১৯৭৪ সালের ১২ই ফেব্রুয়ারিতে তিনি জন্ম গ্রহন করেন। ৫ ভাইবোনের মধ্যে শামছুল হক শামীম তৃতীয়। শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.এ পাশ। তিনি স্কুল জীবন থেকে পড়াশোনার পাশাপাশি কবিতা লেখালেখিতে বেশ সময় পার করেন । পরবর্তীতে তিনি ঝিনাইগাতী মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের মধ্যদিয়ে সাহিত্যে চর্চায় বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেন। ২০২২ এর অমর একুশে বই মেলায় ৪টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। গ্রন্থগুলো হচ্ছে, যুবরাজ পাল রাজু সম্পাদিত "আমাদের কবিতার শহর" এবং "স্বপ্ন সোপান"। নয়ন ওঝা সম্পাদিত "অগ্নি ফানুস"। কবি শামছুল হক শামীম সম্পাদিত মেঘালয়কন্যা মহারশি। এবারের বই মেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ্যটি প্রকাশ হওয়ার পর স্বপ্ন সাহিত্যে চর্চা'র চতুর্থ বার্ষিকীতে এ কবিকে পুরষ্কার ভূষিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে বেশ কিছু উত্তরীয়, মেডেল, ক্রেস্ট, সম্মাননা সনদ পেয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকগন মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শামছুল হক শামীমকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই সাফল্যে শুধু ঝিনাইগাতী মহারশি সাহিত্য পরিষদের নয়,পুরো দেশের জন্য । অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন হওয়া মানে একজন লেখকের অনেক বড় অর্জন।


আরো পড়ুন:




 সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ :  গ্রেফতার 'তান্ত্রিক’ প্রকাশ ঝোল ! 
Organized rape of mother in front of child: 'Tantric' manifestation of arrest!



ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জণ রায়।


ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। এরই মধ্যে রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে (ঝোল) গ্রেফতার করা হয়েছে।


প্রসঙ্গত, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান ‘তান্ত্রিক’ প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তারা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীকে। ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে মামলা করেন।


মামলার প্রধান আসামি করা হয় রেলের গেটকিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামিরা হলেন- মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।


ওসি চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



আরো পড়ুন:




 টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ
Complaint of extortion in distribution of TCB cards




ঠাকুরগাঁওয়ে টিসিবির মালামাল ক্রয়ে কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণের সময় এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।


এ সময় তারা আরও বলেন, শুধু কার্ড লেখা বাবদ নয়, কার্ড পাইয়ে দিতে এক থেকে দুইশো টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য।


এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, লেখা বাবদ দশ টাকা করে গ্রহণ করা হয়েছে। তবে কাউকে কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অজানা।


ওই ইউনিয়নের ৯১১টি পরিবারের মাঝে টিসিবির কার্ডের জন্য তালিকা করে সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ। তবে তালিকা তৈরির দুদিন পর টিসিবির মালামাল বিতরণ করা হলেও তালিকা অনুযায়ী কার্ড হাতে পৌঁছাননি দায়িত্বরত চেয়ারম্যান ও সদস্যরা। ফলে পণ্যবঞ্চিত হয়েছেন কার্ডধারীদের অনেকে।


এ ছাড়া ইউপি সদস্য ইমান আলী সুবিধাভোগীদের কাছে কার্ড পাইয়ে দেওয়ার নাম করে এক থেকে দুইশো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় জনতার কাছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অন্যদিকে সংরক্ষিত ইউপি সদস্য মিন্না রাণী বলেন, চেয়ারম্যানের নির্দেশে কার্ড লেখা বাবদ সুবিধাভোগীদের কাছ থেকে দশ টাকা করে আদায় করা হয়।


ওই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ সুবিধাভোগীরা বলেন, ‘কার্ড লেখার নামে দশ থেকে পঞ্চাশ টাকা আর কার্ড পাইয়ে দিতে দুই থেকে তিনশো টাকা আদায় করেছে ইউপি সদস্যদের অনেকে। শুধু তাই নয়, কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত টাকা দিয়ে অনেকে পেয়েছেন নকল কার্ড। আমরা এর প্রতিবাদ জানাই। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। কারণ, সরকার বিনা মূল্যে কার্ড দিতে বলেছে। অথচ চেয়ারম্যান ও সদস্যরা টাকা ছাড়া কার্ড দেননি কাউকে।’


এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বলেন, ‘দশ টাকার বেশি কারও কাছ থেকে আদায় করার কথা আমার জানা নেই। তবে প্রথম দিন সবার কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে তা সংশোধন হবে।’


আর সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জামান জানান, টিসিবির কার্ড প্রদানে সুবিধাভোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget