Latest Post

 বিশ্বনাথে প্রবাসী মামুন সংবর্ধিত
Expatriate Mamun is welcomed in Bishwanath



বিশ্বনাথের টেংরার যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী  মামুন

আহমদকে  ১৯শে মার্চ শনিবার রাত দশটায় টেংরা পীর বাড়ীতে টেংরা ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


এ উপলক্ষে একটি অনুষ্ঠান ক্লাবের সভাপতি মুর্শেদুর রহমানের সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক লিকন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন, 


বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিলেট আলহামড়া শপিং সিটির সাবেক ব্যবসায়ি ও সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম উনু মিয়া,

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানে  অন্যানোর মধ্যে উপস্হিত 

ছিলেন, ক্লাবের  সহ সভাপতি আরিফ

আহমদ, ক্লাবের সহ সাধারণ  সম্পাদক আফজাল হুসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য  আকতার হোসেন, 


টেংরা একাডেমির পরিচালক ও ব্যাডমিন্টন ক্লাবের উপদেষ্টা  আলী হোসেন মোল্লা, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য খালেদ আহমদ , প্রচার সম্পাদক  সৈয়দ ডালিম , সহ প্রচার সম্পাদক সায়েফ আহমদ, 


অর্থ সম্পাদক হাবিবুর রহমান

ক্লাবের শুভাকাংখী আব্দুল আউয়াল ও ফটোগ্রাফার তোফায়েল আহমদ। 


এখানে উল্লেখ্য যে, সংবর্ধিত ব্যাডমিন্টন ক্লাবের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী মামুন আহমদ হচ্ছেন, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বারা কাউন্সিলের সাবেক ডিপুটি মেয়র কাউন্সিলার বিশ্বনাথের টেংরার আব্দুল জব্বারের বড় বোনের ছেলে।


আরো পড়ুন:





 কেশবপুরে (বাসাসেস)-এর আয়োজনে বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন 
Spring Poetry Evening and Gunijan organized by Keshabpur (Basases)


বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)

কেশবপুর, যশোর আয়োজিত কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শণিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন সম্মাননা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক ও কবি তাপস মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান খান, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ ও বেনজীন খান।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) প্রবর্তিত  ৯ জন কবিকে জাতীয় কবি নজরুল পদক ২০২২-এ ভূষিত করা হয়। পদকপ্রাপ্তরা হলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, চিকিৎসক গাজী মিজানুর রহমান (অনুপস্থিত), কবি বেনজীন খান, বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী (অনুপস্থিত), একাধিক গ্রন্থের প্রনেতা কলামিস্ট সামসুজ্জামান, স্বর্ণপদকপ্রাপ্ত কেশবপুরের জৈষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুরের বিশিষ্ট সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস।


অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, কবি ও গবেষক ইব্রাহিম রেজা, কবি ও শিক্ষক আবু হাসান সরদার, কবি মকবুল মাহফুজ, কবি প্রনব মণ্ডল মানব, কবি নয়ন বিশ্বাস, কবি অর্পিতা মজুমদার, কবি কানাইলাল ভট্টাচার্য, কবি নজরুল ইসলাম খান, কবি মাসুদা পারভীন বিউটি, কবি রিয়াজ লিটন, কবি আদি সানাম, কবি প্রসেনজিত তনু, কবি এম জি মহসিন, কবি মুনছুর আজাদ, কবি মাহামুদুল হাসান, কবি গোলাম রাব্বানী, কবি দীপক বসু, কবি মামুন আজাদ, কবি কামরুজ্জামান, কবি শাহিদুর রহমান, কবি বাশার মাহফুজ, কবি তৃষা চামেলী, কবি  আমিনুর রহমান বুলবুল, কবি সালমা ইসলাম, কবি ইমদাদুল হক ইমদাদ, কবি ও সাংবাদিক আবু হুরায়রা রাসেল, কবি ও সাংবাদিক কামরুজ্জামান রাজু। 


 পারভেজের সক্রেটিসের সাথে ও

আবুু হাসানের থাইল্যান্ড থেজে ফিরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি কবি, কলামিস্ট ও গুণিজনদের মিলনমেলায় পরিনত হয়।

আরো পড়ুন:




 রাণীশংকৈলে ৪৭৫ ইয়াবা সহ গ্রেপ্তার ১
Arrested in Ranishankail with 475 yaba 1


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  মাদকদ্রব্য ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


শনিবার (১৯ মার্চ) রাতে উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটিতে আমির হোসেন নামে ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 


ইয়াবাসহ আটক  আমির হোসেন (৩৬)

উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি)

এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে এসআই/ এরশাদ আলী, এএসআই নুরে আলম ও সঙ্গীয় ফোর্স অভিযানে আটক আমিরের কাছ থেকে এসময় ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।


আটক আমিরের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।


থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৭৫টি ইয়াবা ট্যবালেট একজনকে গ্রেপ্তার  করা হয়েছে। এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


আরো পড়ুন:




 পীরগঞ্জে একসপ্তাহে ৬ জনের গলায় ফাঁস দিয়ে আত্তহত্যা !

6 people commit suicide by hanging in one week in Pirganj!

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে কলেজ ছাত্রী, কিশোরী, বৃদ্ধা ও গৃহবধু সহ ৬ জন গলায় ফাঁস দিয়ে আত্নহনন করেছে। দীর্ঘসময় অসুস্থতা, পেটব্যথা, মায়ের উপর অভিমান, মাদক ও পারিবারিক অশান্তিতে আত্নহত্যার কারণ বলে এমনটাই সংশ্লিষ্ট পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে।

 

পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার সেনগাও ইউনিয়নের দস্তমপুর গ্রামের শুভচন্দ্র রায়ের স্ত্রী মেঘলা (২২) গোয়ালঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মেঘলার শ্বশুর ধনেশ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার ছেলে মাদকাসক্ত। বৃহস্পতিবার শুভচন্দ্র তার স্ত্রী মেঘলার কানের স্বর্ণের দুল বিক্রি করে মাদক সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক  কলহ বাধে। এরই জের ধরে মেঘলা আত্নহত্যা করেছে।


এর একদিন আগে বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত  গ্রামের মৃত কুলদা রঞ্জন রায়ের ছেলে মহেশ চন্দ্র রায় (৪১)। বাড়ির পাশে আমগাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন তিনি। তার পরিবার থেকে জানা যায় মানসিক সমস্যা ছিল তার। এরআগে তার মেঝ ভাইও আত্নহত্যা করেছিল।


মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে বেলাল হোসেনের ছেলে জীবন আলী (২৬) নিজ শয়নঘরের তীরের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

জীবন আলীর বাবা বেলাল হোসেন থানায় লিখিত ভাবে জানায়, তার ছেলে মাদকাসক্ত ছিল।


একইদিনে মঙ্গলবার (১৫ মার্চ) আত্নহত্যা করে উপজেলার নাকফুল গ্রামের মজিরুলের মেয়ে রুবা আকতার (১৯)। শয়নঘরে থাকা তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে সে। রুবার মামা আলমামুন পুলিশকে জানায় তার ভাগনি শিবগঞ্জ ডিগ্রী কলেজে এইচএসসি’র ছাত্রী। পারিবারিক কাজকর্ম নিয়ে দুপুরে রুবাকে বকাবকি করে তার মা।

এরপর রুবার মা ও বাবা গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যায়। সেই ফাঁকে মায়ের উপর অভিমান করে রুবা আত্নহত্যা করে।


এদিকে গত শনিবার (১২মার্চ) সন্ধ্যায় উপজেলার ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের সবুজ আলীর মেয়ে সোনিয়া আকতার (১৪) ওড়না দিয়ে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সোনিয়ার দাদা আব্দুল জলিল থানায় লিখিতভাবে জানান, সোনিয়ার বাবা জীবিকার্জনে সিলেটে থাকেন। মা পালিয়ে অন্যত্র বিয়ে করেছে। দাদার বাড়িতেই থাকতো সোনিয়া। কয়েক মাস আগে থেকে সে প্রচণ্ড পেট ব্যাথায় ভুগছিল। একারণেই সে আত্নহত্যা করে। 


একইদিনে শনিবার (১২মার্চ) রাত ১০টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রকনাল চন্দ্র রায়ের স্ত্রী সাতোবালা (৭০) শয়নঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সাতোবালার ছেলে বিনোদ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার মা অসুস্থ ছিল। যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্নহত্যা করে। 


থানার নথিপত্র অনুযায়ী চলতি বছরের  জানুয়ারী মাস থেকে এপর্যন্ত উপজেলায় আত্নহত্যা করেছে ১০জন। এরমধ্যে গত এক সপ্তাহেই ৬ জন।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

সমাজকর্মী প্রভাষক তারেক হোসেন বলেন, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাওয়া, সামাজিক অবক্ষয় ও মানসিক সমস্যার কারণে দিন দিন অত্নহত্যার প্রবণতা বাড়ছে। এর জন্য পারিবারিক কাউন্সিলিং দরকার।


পীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, ইন্টারনেট আসক্তি, সামাজিক বিশৃংখলা, হতাশা ও আবেগ থেকেই এমনটা হচ্ছে অভিমত প্রকাশ করেন ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বার জানান, মানসিক অবস্বাদ গ্রস্থ যারা তারাই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আত্নহত্যার পথবেছে নেয়। তাদের বোঝাতে হবে। তাদের মনে আত্মবিশ্বাস জাগাতে হবে। তবেই এ প্রবণতা কমানো সম্ভব।


পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন এর আগে তো এমনটা ছিল না। কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন গ্রামে আত্নহত্যার ঘটনা ঘটছে। বিষয়টি বুঝা যাচ্ছে না কেন এমনটা হচ্ছে ।

আরো পড়ুন:




 বালিয়াডাঙ্গীতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের খোঁজে মাইকিং
Miking in search of the owner to return the money collected in Baliadangi



লুৎফর রহমান গত মঙ্গলবার বাড়ির পাশের রাস্তায় কুড়িয়ে পান একটি ব্যাগ। এটি খুলে দেখেন বেশ বড় অঙ্কের টাকা। এরপর থেকে তিনি টাকার মালিককে খুঁজে চলেছেন। এইজন্য গত শুক্র ও শনিবার দিনভর মাইকিং করেন। টাকার প্রকৃত মালিক খুঁজে বের করতে চেষ্টার জন্য তিনি প্রশংসিত হচ্ছেন।


ষাটোর্ধ্ব লুৎফর রহমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামে। তিনি পেশায় কৃষক।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

লুৎফর রহমান বলেন, ‘বাড়ির পাশে রাস্তায় একটি ব্যাগ ও ব্যাগের ভেতরে থাকা টাকা পেলে কুড়িয়ে বাড়িতে নিয়ে রাখি। এরপর দুদিন রাস্তায় লক্ষ্য রাখলেও কেউ টাকার দাবি করতে আসেনি। পরে আমার ছেলেদের সঙ্গে পরামর্শ করে টাকার মালিককে খোঁজ করতে মাইকিং করি। প্রকৃত মালিক নির্ধারিত টাকা এবং ব্যাগের রং বলতে পারলেই তাঁর কাছে টাকা হস্তান্তর করা হবে।’ তিনি জানান, আর মালিককে খুঁজে না পাওয়া গেলে ওই টাকা তিন বছর গচ্ছিত থাকবে। এরপরেও মালিক না পাওয়া গেলে সেটা দান করবেন তিনি।


বিষয়টি এলাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চা হচ্ছে। শারমিন আক্তার রেবা ও রিমন শাহরিয়া নামে দুই ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘এমন মানুষ আছে বলেই দেশে ভালো কিছুর আশা করা যায়। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।’


বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। তিনি ভালো কাজ করছেন।’


আরো পড়ুন:





 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কী?
What is a hypersonic missile?



যুদ্ধে বহুল ব্যবহৃত অস্ত্রের নাম ক্ষেপণাস্ত্র। দিন দিন এটির ব্যবহারও বাড়ছে। বিশ্বের অনেক দেশই নিজেদের অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করতে ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে। বিশেষ করে উত্তর কোরিয়া প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আলোচনায় থাকছে। ধারণা করা হচ্ছে এরই মধ্যে কয়েকটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।


এদিকে ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে রাশিয়া। তাই নতুন করে প্রশ্ন উঠেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আসলে কী?

জানা গেছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের অনেক ওপর দিয়ে শব্দের চেয়ে পাঁচগুণের বেশি গতিতে ছুটতে পারে। তাছাড়া প্রচলিত যেকোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে এগুলোকে বেশি রণকৌশলী হিসেবে বিবেচনা করা হয়। কারণ এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি দুই হাজার কিলোমিটার বা এক হাজার ২৪২ মাইল দূরের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।


গত বছর রাশিয়া উত্তর-পশ্চিম উপকূলের শ্বেত সাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানায়। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পাঁচটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে।


প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।


 ইউক্রেন যুদ্ধে হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার
The use of hypersonic missiles in the Ukraine war


ইউক্রেনে প্রথমবারের মতো অত্যাধুনিক কিনঝাল হাইপারসনিক (শব্দের চেয়েও দ্রুতগতির) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রাগার ধ্বংস করতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।


যুদ্ধে নিখুঁতভাবে আঘাত করতে পারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা আগে কখনোই স্বীকার করেনি রাশিয়া। এবার সরকারের বরাত দিয়ে এ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি।


সংবাদমাধ্যমটি জানায়, পশ্চিম ইউক্রেনে সংঘাত চলাকালে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার এটাই। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে।


গতকাল শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিনঝাল বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় থাকা দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইভানো ফ্র্যাংকিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে হামলা চালানো হয়। এতে ভূগর্ভস্থ অস্ত্রাগারে থাকা ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য গোলাবারুদ ধ্বংস হয়ে যায়।


এএফপির প্রতিনিধি এ বিষয়ে জানতে চাইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

রাশিয়া যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা ইউক্রেনীয় বাহিনীও নিশ্চিত করেছে। জানিয়েছে, তাদের অস্ত্রাগারই রুশ হামলার লক্ষ্য ছিল।


তবে হামলায় ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্রটি ঠিক কী ধরনের, তা ইউক্রেনীয় বাহিনী নিশ্চিত করতে পারেনি। রাশিয়ার হামলা সম্পর্কে ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, ‘আমাদের বিরুদ্ধে তারা তাদের অস্ত্র হিসেবে সব ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ’


হামলার শিকার দেলিয়াতিন গ্রামটি মনোরম কারপেথিয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত, যা ইভানো ফ্র্যাংকিভস্ক শহরের বাইরে। ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে এই অঞ্চলের ৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।


আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম কিনঝাল ক্ষেপণাস্ত্রকে ‘একটি আদর্শ অস্ত্র’ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৮ সালে রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার সময় পুতিন নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিলেন।


জেলেনস্কির আলোচনার আহ্বান : কিনঝাল ক্ষেপণাস্ত্রের হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি শান্তির আহ্বান জানান। তিনি বলেন, ‘দেখা করা, কথা বলার এখনই সময়, এখনই সময় ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায় নিশ্চিত করার। তা না হলে রাশিয়া এমন ক্ষতির মুখে পড়বে যে তা পুষিয়ে নিতে কয়েক প্রজন্ম লেগে যাবে। ’


মারিওপোলের কেন্দ্রে রুশ বাহিনী : বন্দরনগরী মারিওপোলে রুশ সেনাদের অবস্থান শক্তিশালী হওয়ায় আজভ সাগরে ইউক্রেনের প্রবেশ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


গত শুক্রবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দখলকারীরা দোনেেস্ক অভিযান এলাকায় আংশিক সফলতা পেয়েছে এবং ইউক্রেন আজভ সাগরে প্রবেশ থেকে সাময়িকভাবে বঞ্চিত হচ্ছে।


গত শুক্রবার রাশিয়া জানিয়েছিল, তাদের বাহিনী মারিওপোলের চারপাশে অবস্থান জোরদার করে শহরটিতে শত্রুপক্ষকে আরো চাপে ফেলে দিয়েছে


আজভ সাগরের তীরে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় মারিওপোলের অবস্থান। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকেই শহরটি তাদের অন্যতম লক্ষ্যবস্তু। এই শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় উপকূলের সবটাই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।


মারিওপোলের মেয়র ভাদিম বইশেংকো জানিয়েছেন, লড়াই নগরীর কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। রুশ বাহিনীর হামলায় নগরীর ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন হয় ধ্বংস, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, মারিওপোলের যে থিয়েটারে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছিল, তার ধ্বংসস্তূপ থেকে বেসামরিক লোকজনকে বের করে আনার কাজ চলছে। কিন্তু রাস্তায় রাস্তায় লড়াইয়ের কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।


যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে এক হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা ওই থিয়েটারে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে গতকাল সকাল পর্যন্ত মাত্র ১৩০ জনকে উদ্ধার করা গেছে বলে জানান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।


‘বাঘের গলায় ঘণ্টা যে বেঁধেছে, তাকেই খুলতে হবে’ : ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ইন্ধন না দিতে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর জবাবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে দোষ দিয়ে যুদ্ধ বন্ধের দায়িত্ব তাদেরই নিতে বলেন।


গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানরা প্রায় দুই ঘণ্টা ভিডিও কলে কথা বলেন। এরপর এ সম্পর্কে যার যার কার্যালয় থেকে প্রকাশ করা হয় বিবৃতি।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

চিনপিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, ‘ইউক্রেনের সংকট এমন একটি ঘটনা, যা আমরা দেখতে চাই না। ’ ইউক্রেন সংঘাতের পেছনের কারণগুলো সমাধানে রাশিয়ার সঙ্গে ন্যাটোর আলোচনা করা উচিত বলে চিনপিং মন্তব্য করেছেন। তিনি বাইডেনকে বলেছেন, ‘ইউক্রেনে যে লড়াই চলছে তা কারো উপকারে আসবে না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাতের পর্যায়ে যাওয়া উচিত নয়। ’


চিনপিং আরো বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিচালিত করা। দুই পক্ষেরই উচিত আন্তর্জাতিক পর্যায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। ’


এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের শহরগুলোতে বেসামরিক মানুষের বিরুদ্ধে বর্বর হামলা চালানোয় রাশিয়াকে যদি চীন সরঞ্জাম দিয়ে সমর্থন জোগায়, তাহলে যে প্রভাব ও পরিণতি হবে তা তুলে ধরেছেন বাইডেন। ’


এর সরাসরি জবাব দেওয়ার পরিবর্তে চিনপিং বলেছেন, ‘বাঘের গলায় ঘণ্টাটা যিনি বেঁধেছেন, খুলতে হবে তাঁকেই। ’ সূত্র : এএফপি, বিবিসি


আরো পড়ুন:






Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget