Latest Post

 মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে জমি ক্রয়ের চেক বিতরণ
Distribution of land purchase checks for rehabilitation of landless and homeless people in Mujib year


ফেনীর সোনাগাজীতে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে জমি ক্রয়ের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা নির্বাবী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য, বিআরডিবি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরন, সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, মফিজুর রহমান ভূঞা, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আহমেদ করিম, সোনাগাজী উপজেলা সাব রেজিস্ট্রার আকরাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম, মোঃ আহসান উল্ল্যাহ, নিজাম উদ্দিন শাহিন, ওহিদুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক।


মুজিব বর্ষে আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামে ১২০ জন ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য পাঁচজন ভূমি মালিক থেকে প্রতিশতক ভূমি ৩৯হাজার টাকা করে ২৫৭.৪৩ শতক ক্রয় করা হয়। একই অনুষ্ঠানে জমি বিক্রেতারা জেলা প্রশাসকের হাতে উল্লেখিত জমির দলিল হস্তান্তর করেন।


আরো পড়ুন:

চট্টগ্রামে টাটা হেভি ডিউটি পিকআপ প্রদর্শনী অনুষ্ঠিত 
Tata Heavy Duty Pickup Exhibition held in Chittagong


বুধবার (১৬ মার্চ) দুপুর ৩টায় নগরের আগ্রাবাদ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাটা মটরস লিমিটেডের কান্ট্রি হেড বোদ প্রকাশ মুখিয়া।


বিশেষ অতিথি ছিলেন নিটল মটরসের সিইও (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. তানবীর শহীদ, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রোডাক্ট প্রেসিডেন্ট (পিকআপ) হাসান মাহমুদ ও চট্টগ্রামের এরিয়া প্রেসিডেন্ট মো. কাওসার আহমেদ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানে নিটল মটরসের সিইও (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. তানবীর শহীদ বলেন, এই মার্চ মাসে টাটার হেভি ডিউটি পিকআপ কিনলে থাকছে নেপাল ভ্রমণের সুযোগ। ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে নেপাল ভ্রমণের জন্য বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে৷ এছাড়া গাড়ি কিনলে ক্রেতারা পাবেন ফ্রি রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স।


তিনি আরও বলেন, বাণিজ্যিক গাড়ির প্রগতিশীল ক্রেতাদের জন্য টাটার হেভি ডিউটি পিকআপগুলো ডিজাইন করা হয়েছে এবং পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন ও অধিক লোডিং ক্যাপাসিটি ক্রেতাদেরকে ব্যবসায়িক সাফল্যের পথে এগিয়ে নেবে। আকর্ষণীয় স্কিম ও সহজ কিস্তিতে ক্রেতারা যেকোনো মডেলের হেভি ডিউটি পিকআপ নিটল মটরসের বিক্রয়কেন্দ্র থেকে কিনতে পারবেন।


উল্লেখ্য, নিটল মটরস লিমিটেডের রয়েছে দেশের সর্ববৃহৎ সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক। বাংলাদেশের বাণিজ্যিক গাড়ির বাজারে ক্রেতাদের আস্থা ও নির্ভরতার অপর নাম নিটল মটরস। 


আরো পড়ুন:

 দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা
Attack on Delhi Capitals bus


আইপিএল শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা। আইপিএল ২০২২-এর প্রস্তুতি শুরু করেছে সব দল। ইতিমধ্যে প্রতিটি স্কোয়াড পৌঁছেছে মুম্বইয়ে। একাধিক দলের ক্রিকেটাররা মাঠে নেমে অনুশীলনও শুরু করে দিয়েছন। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা ক্রিকেটারদের আতঙ্কের সৃষ্টি করেছে।


পার্কি লটে ছিল দিল্লি ক্যাপিটালসের বাস। সেই সময়ই কয়েকজন হামলা চালায় দিল্লির টিম বাসে। জানা গিয়েছে, ৫-৬ জন দুষ্কৃতি এই হামলার সঙ্গে জ়ড়িত ছিল। পুুলিশের তরফে জানানো হয়েছে, ৫-৬ জন দুষ্কৃতি হামলা চালায়। তবে তারা প্রত্যেকেই অজ্ঞাতপরিচয়। তাদের কোনও পরিচয় জানা যায়নি। তবে এফআইআর রেজিস্টার করে তদন্তে নেমেছে পুলিশ।


আইপিএল হোক বা কোনও আন্তর্জাতিক ম্যাচ, ক্রিকেট স্টেডিয়াম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তবুও সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দিনকয়েক আগে ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন বেঙ্গালুুরুর মাঠে ঢুকে পড়েন কয়েকজন সমর্থক। তাঁরা মাঠে ঢুকে ছোটাছুটি শুরু করে দেন। এর পর তাঁদের মধ্যে একজন বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলে নেন। সেই ঘটনার পর ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বায়ো-বাবলে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে দলের কিছু ক্রিকেটারকে। কোচ রিকি পন্টিং ও বোলিং কোচ জেমস হোপ দলের সঙ্গে যোগ দিয়েছেন।


এদিন পার্কিংয়ে থাকা টিম বাসে হামলা চালায় কয়েকজন। কী কারণ হামলা, হামলাকারীদের উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ চারটি ধারায় মামলা দায়ের করেছে। অনেকে বলছেন, MNS কর্মীরা এমন কাজ করেছেন। দিল্লি-ভিত্তিক একটি সংস্থাকে আইপিএল টিমের বাসের চুক্তি দেওয়ায় ক্ষুব্ধ তারা। MNS মহারাষ্ট্রের কোম্পানি। তাদের সঙ্গে এই চুক্তি হয়নি বলে ক্ষোভ বলে মনে করছেন অনেকে। শ্রমিকরা এমনটা করেছেন বলে অনেকে দাবি করছেন। তবে মুম্বই পুলিশ এই নিয়ে কিছু জানায়নি এখনও।


আরো পড়ুন:

 করাচি মহাকাব্যে পাকিস্তানের নায়ক বাবর, শফিক, রিজওয়ান
Pakistani heroes Babar, Shafiq, Rizwan in Karachi epic


করাচিতে ছায়া দীর্ঘতর হচ্ছে, ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে সেটি। পাল্লা দিয়ে বাড়ছে স্নায়ুচাপ আর রোমাঞ্চও। মাঠের যে দর্শকেরা কিছুক্ষণ আগে উল্লাস করছিলেন বাউন্ডারিতে, এখন তাদের হর্ষধ্বনি আসছে পাকিস্তান ব্যাটসম্যানরা প্রতিটা বল ঠেকিয়ে দেওয়ার পর। ৯৯ রানে দাঁড়িয়ে নাথান লায়নকে সামনে এগিয়ে খেলতে গিয়ে প্রথমে ক্যাচ, পরে রান-আউটের হাত থেকে বাঁচলেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের দ্বিতীয় শতকটা পেয়ে গেলেন একটু পরই, অসাধারণ এক ড্র থেকে পাকিস্তানের দূরত্বটা দাঁড়াল ৬ বলে। 


দুই স্লিপ, প্রায় শর্ট গালির সঙ্গে সিলি মিড-অফ, শর্ট লেগ, লেগ স্লিপ, শর্ট এক্সট্রা কাভার, শর্ট মিড-অন নিয়ে শেষ ওভারটা করতে এলেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন। তবে টলাতে পারলেন না রিজওয়ানকে। ২ বল বাকি থাকতে ড্র মেনে নিল অস্ট্রেলিয়া। শেষ বিকেলের আলোয় করাচি সাক্ষী হলো অন্যতম সেরা এক টেস্টের, যেটিতে মিশে থাকল বাবর আজমের স্মরণীয় ইনিংস, আব্দুল্লাহ শফিকের সঙ্গে তাঁর মহাকাব্যিক জুটি আর মোহাম্মদ রিজওয়ানের হাল না ছাড়ার গল্প। 

১৭২ ওভার ব্যাটিং অথবা ৫০৬ রান—করাচিতে ড্র বা জয়ের যে কোনোটি করতে হলেই বিশ্বরেকর্ড করতে হতো পাকিস্তানকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটা ৪১৮ রানের। ‘টাইমলেস’ টেস্ট বাদ দিলে এর আগে কখনো চতুর্থ ইনিংসে এতো ওভার ব্যাটিং করে বাঁচায়নি টেস্ট। করাচিতে পাকিস্তান চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দেখিয়ে করল ড্র। তবে রাওয়ালপিন্ডির ড্র আর এ ড্রয়ের মধ্যে পার্থক্যটা যে ওই ১৭১.৪ ওভার ব্যাটিংয়ের মতোই বিশাল! 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

সিরিজের দ্বিতীয় টেস্টটা শেষ দিনে এসে রঙ বদলেছে বারবার। অস্ট্রেলিয়ার শেষবারের মতো ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল বাবরের উইকেট দিয়ে। ৫০০ মিনিটের ওপর ব্যাটিং করে, ৪২৫ বলে ১৯৬ রান করে লায়নকে আগ বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডে ক্যাচ তোলেন পাকিস্তান অধিনায়ক। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাওয়া হয়নি, ম্যাচ ড্র করা থেকেও পাকিস্তান তখন দাঁড়িয়ে ১২.২ ওভার দূরে। এমন ইনিংসের পরও তাই হতাশই দেখাচ্ছিল অস্ট্রেলিয়ার অভিনন্দনের মধ্য দিয়ে ফেরা বাবরকে। তখনো অবশ্য পাকিস্তানের হাতে ৫ উইকেট।

রোমাঞ্চ বাড়ে বাবরের আউটের ঠিক পরের বলেই ফাহিম আশরাফ স্লিপে ক্যাচ দিলে। হুট করেই ম্যাচ ঝুঁকে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। সেটিকে নিজেদের করে নিতে এর পরের ওভারেই তৃতীয় নতুন বলটা নিয়ে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। রিজওয়ান প্রতি-আক্রমণের চেষ্টা করেছিলেন, তবে লায়নের বলে সাজিদ ফিরলে আবারও ঢুকতে হয় খোলসে। আট ওভার বাকি, হাতে তিন উইকেট! পাকিস্তানের সমর্থকদের স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেওয়া ৪৮টি বল বিপদহীন পার করিয়ে পাকিস্তানকে শেষ পর্যন্ত ড্র এনে দিলেন রিজওয়ান।

দিনের প্রথম ভাগে অবশ্য ম্যাচটার এমন রোমাঞ্চ ছড়ানোর গল্প লিখতে হবে, এমনটা মনে হয়নি। অস্ট্রেলিয়া দিনের প্রথম উল্লাসটা করতে পেরেছিল মধ্যাহ্নবিরতির আগ দিয়ে। অবশেষে ভাঙে বাবর ও শফিকের মহাকাব্যিক জুটি। আগের দিন ২০ রানে ব্যাটিং করা শফিকের সহজতম ক্যাচ স্লিপে ছেড়েছিলেন স্টিভ স্মিথ, আজ তাঁর হাতেই ধরা পড়েছেন আগের ম্যাচে শতক করা শফিক। ৪ রানের জন্য টানা দ্বিতীয় ম্যাচে শতক পাননি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তবে এর আগেই বাবরের সঙ্গে রেকর্ড জুটি গড়ে ফেলেছেন। আগেরদিন দুজনের জুটি শুরু হয়েছিল পাকিস্তানের ২১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর। আজ অবিচ্ছিন্ন হওয়ার আগে দুজন মিলে খেলেছেন ৫২০ বল। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো জুটি এর আগে এত বল খেলেনি। আগের রেকর্ডটি ছিল ভারতের দীপ দাসগুপ্ত ও রাহুল দ্রাবিড়ের, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় উইকেটে দুজন খেলেছিলেন ৫০০ বল। আজ শফিক নিজে ক্রিজে ছিলেন ৪৬৫ মিনিট।


প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যাওয়া ফাওয়াদ আলম আজ রানের কলাম পূর্ণ করেছেন ঠিকই, তবে তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি প্যাট কামিন্স। বিরতির পরের ৮ ওভারে ২১ রান তুলেছিল পাকিস্তান, এরপরই দুর্দান্ত এক ডেলিভারিতে ফাওয়াদকে ফেরান কামিন্স। সে উইকেটের পরই হয়তো আক্রমণের ভাবনা থেকে সরে আসে পাকিস্তান।

সে সেশনে বাবর ও মোহাম্মদ রিজওয়ান মনোযোগ দেন সময় কাটানোর দিকেই। হাল ছাড়েনি অস্ট্রেলিয়াও। তবে কাছাকাছি গিয়েও সাফল্য পায়নি তারা। প্রায় নিখুঁত ব্যাটিং করে আসা বাবরকে চা-বিরতির আগে চ্যালেঞ্জের মুখে ফেলেন দুই স্পিনার নাথান লায়ন ও মিচেল সোয়েপসন। ১৫৭ রানে ব্যাটিং করার সময় লায়নের বলে প্রায় এলবিডব্লু হয়েছিলেন বাবর, ডিআরএসে আম্পায়ারস কল আসায় বেঁচে যান। এরপর সোয়েপসনের পরপর দুই বলে বাবরের ক্যাচ ক্লোজ-ইনে ফেলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন। রিজওয়ানের উইকেটও পেতে পারতেন সোয়েপসন, এবার ক্রিজের তিন মিটারের বেশি দূরত্বে থাকায় আম্পায়ারস কল হয় ইমপ্যাক্টে।


সে রিজওয়ানকে শেষ পর্যন্ত টলাতে পারল না অস্ট্রেলিয়া। করাচি দেখল পাকিস্তানের মহাকাব্যিক ব্যাটিং প্রদর্শনী, যাতে বাবর-শফিকের পর অবদান থাকল রিজওয়ানেরও।


আরো পড়ুন:

করোনাকালে আ. লীগই মানুষের পাশে থেকেছে
A. The league has been by the side of the people


বেগম খালেদা জিয়ার প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি সেটি মনে রাখবে। তাকে বারবার সাজার মেয়াদ স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন তারা আবারও আবেদন করেছেন, প্রধানমন্ত্রী তো মহানুভব।


বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে শেখ হাসিনা পানি শোধনাগার-২ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো জনগণের কাছে যান না, তিনি মাঝে মধ্যে ঠাকুরগাঁও যান আর টেলিভিশনে প্রোগ্রাম করেন, আর মাঝে মধ্যে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন। জনগণ যে আজকে ভালো আছে, তারা তো আসলে সেটুকু জানেন না। জনগণ ভালো থাকুক সেটিও তারা চান না, জনগণ যে ভালো আছে এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরণের বিভ্রান্তিকর কথা বলেন তারা।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ হয় এসি রুমে বসে তারা মানুষের দুর্ভিক্ষ ও কষ্ট বুঝেন না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, এই করোনাকালে সঙ্কটের সময়ে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থেকেছে, বিএনপি কখনো থাকেনি। বিএনপি করোনাকালে দু-একটি লোক দেখানো প্রোগ্রাম করে কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে, এর বাইরে কিছু করেনি।


তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের সাথে থাকে, করোনাকালে বুঝা গেছে কোন্ দলের নেতাকর্মী, এমপি ও মন্ত্রীরা জনগণের পাশে ছিলেন। আমাদের দলের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন বিধায় এই করোনার সময়ে দলের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে পাঁচজন সদস্য মৃত্যুবরণ করেছেন। দলের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তারা জনগণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে আবার হাসপাতালে গেছেন। সেখান থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে গেছেন। সেই কারণেই তারা কিন্তু অসুস্থ হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি নিজেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছি। আমি ঢাকা শহরে একজন ব্যস্ততম রাজনীতিবিদ। এরপরও প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় রাঙ্গুনিয়ায় ছুটে আসি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের সময়সীমা বাড়ানোর আবেদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যেই বেগম খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেয়ার জন্য, নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন, যেই খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, যেই খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি, সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।


ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চট্টগ্রামের উন্নয়নের ওপর শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। সেই মোতাবেক সমগ্র চট্টগ্রামব্যাপী অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সুপেয় পানি চট্টগ্রাম শহরে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম শহরবাসীকে সুপেয় পানি দিতে পেরে রাঙ্গুনিয়াবাসী অত্যন্ত খুশি। চট্টগ্রাম শহরবাসী যাতে সুপেয় পানি পায় সেজন্য আমার নির্বাাচনী এলাকার জনসাধারণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। 


আরো পড়ুন:

 পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফেনীর মুরাদ
Murad of Feni on foot from Teknaf to Tentulia


‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগানকে ধারণ করে কক্সবাজারের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে শান্তির জন্য পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ নামে এক যুবক। ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে এস মুরাদ জুবায়েদ।সোমবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সফর উপলক্ষে তার অভিব্যক্ত করেন।


সংবাদ সম্মেলনে এস মুরাদ জুবায়েদ জানান, ৭ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব শান্তির লক্ষ্যে "শান্তির জন্য হাঁটা" শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করবেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 তিনি জানান, কক্সবাজার জেলার টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত ২০ দিনের এ পদযাত্রা করতে যাচ্ছেন। আগামী ২৬শে মার্চ তেঁতুলিয়ার জিরো পয়েন্টে গিয়ে শেষ করার ইচ্ছা রয়েছে। প্রতিদিন তিনি ৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। এসময় তাকে সহযোগিতা করবে একটি মিনি পিকআপ ও একজন সহকারী। ওই মিনি পিকআপটি ঘরের আদলে, সেখানে তিনি রাত্রি-যাপন করবেন। এ পদযাত্রার ২০ দিনে তিনি ২০টি স্লোগান ধারণ করেছেন সেগুলো হল বর্ণবাদ না, যুদ্ধ না, আত্মহত্যা না, ধর্ষণ না, ক্ষুধা না, পশু নিষ্ঠুরতা না, অরণ্য উজাড় না, নিরক্ষরতা না, খাদ্য অপরাধ না, প্রতারণা না, অশ্লীলতা না, মানব পাচার না, অসততা না, অপরাধ না, গৃহহীনের জন্য হাঁটা, মাদক নয়, হিংসা নয়, গণহত্যা নয় দুর্নীতি না, দূষণ নয়।


তিনি আরো জানান, প্রতিদিন ৫০ কিলোমিটার হাঁটবেন। ২০ দিনে ২০টি স্লোগান সম্বলিত টি-শার্ট পরে হাঁটবেন। পাশাপাশি যুব সমাজকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বানও করবেন।


এই সফরে তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


এস মুরাদ জুবায়েদ টঙ্গী সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স শেষ করেছেন। অক্সিজেন নামেও তার একটি প্রতিষ্ঠান রয়েছে।


আরো পড়ুন:

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget