Latest Post

মানিলন্ডারিং মামলার আসামী ১২ বাস আগুন

Money laundering case accused 12 buses on fire


ফরিদপুর শহরের গোয়ালচামটে অগ্নিকান্ডে ভষ্মিভ’ত হয়ে গেছে সাউথলাইন পরিবহনের ১২টি বাস। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রেখেছিলো বলে জানান গেছে।

রাত একটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে এ আগুনের সুত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২ টি বাসের মধ্যে বারোটি বাস পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ চিহ্নিত করা যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। তিনি জানান, সেখানে মোট ২২টি বাস রাখা ছিলো। এরমধ্যে ১২টি বাসেই একসাথে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হই। 

তিনি আরও বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিলো।


আরো পড়ুন:


 ফরিদপুরের বোয়ালমারীতে আঃলীগের মতবিনিময় সভা

Ahilig opinion exchange meeting at Boalmari in Faridpur


শনিবার (১২ মার্চ ) বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে চলমান পরিস্থিতি ও দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  


বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মুশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে   সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস,   মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক   আবুল ফয়েজ শাহনেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শিল্প ও বানিজ্য সম্পাদক দিপক মজুমদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম , খসরুল আলম দুলু,  সামচুল আলম চৌধুরী,  ফরিদপুর পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ ওহিদুর রহমান,  জেলা যুবলীগের সদস্য গোবিন্দ চন্দ্র বিশ্বাস সহ বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।  


উক্ত সাংগঠনিক মত বিনিময় সভাটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  শাহজাহান  মিরদাহ পিকুল।   


আরো পড়ুন:


 নিয়ামতপুরে ক্ষীরার দামে খুশি কৃষকরা  

Farmers are happy with the price of milk in Niamatpur


নওগাঁর নািয়ামতপুর উপজেলায় ক্ষীরা চাষের উপযোগী আবহাওয়া থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। বাজারে তেমনই দাম পেয়ে চাষীদের মুখে স্বস্তির হাঁসি ফুটেছে। উপজেলার হাট বাজারগুলোতে প্রতিমণ ক্ষীরা পাইকারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। যা উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ বেশি। অল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় প্রতিবছরই ক্ষীরা চাষে আগ্রহী হয়ে উঠছেন নতুন নতুন কৃষকরা।


উপজেলার মাঠে মাঠে কৃষকরা এখন ক্ষীরার জমিতে পরিচর্যায় ব্যস্ত। পরিবারে ছোট থেকে বড় সবাই অবিরাম ক্ষীরার জমিতে নিড়ানি, সার, কীটনাশক ছিটানো আর পানি দেয়া নিয়ে মহাব্যস্ত। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে ক্ষীরার চাষাবাদ করা হয়েছে। সবুজ ডগার ক্ষীরা গাছে ভরে গেছে কৃষকের ক্ষেত। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন হাটবাজারে বিভিন্ন জাতের ক্ষীরা উঠতে শুরু করেছে। দামও আকাশছোঁয়া।


উপজেলার বিভিন্ন হাট-বাজারে চাষীদের নিয়ে আসা ক্ষীরা ক্রয় করে ব্যাপারীরা মিনি ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। আগাম শীতকালীন ফসল হিসেবে ক্ষীরা চাষাবাদ করে কয়েক হাজার কৃষক এখন সচ্ছল স্বাবলম্বী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সরেজমিন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে ক্ষীরার ক্ষেতে গিয়ে ক্ষীরা চাষীদের সাথে কথা হলে তারা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ক্ষীরার ক্ষেতে তেমন কোন রোগ বালাই নাই। অন্য ফসলের চেয়ে ক্ষীরা চাষে কম খরচে বেশি টাকা পাওয়া যায়। একবিঘা(৩৩ শতাংশ) জমিতে ক্ষীরা চাষে যে টাকা খরচ হয়েছে, ক্ষীরা বিক্রি করে তার দ্বিগুন টাকা আয় হবে। ক্ষেত থেকে একদিন পরপর ক্ষীরা উঠাতে হয়। এক বিঘা জমি থেকে একদিন পরপর ৭ থেকে ৮ ক্ষীরা তোলা হয়। যা বর্তমান বাজার মূল্য সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা।


বর্গাচাষীরা জানান, আমরা প্রতিবিঘা জমি ৯ থেকে ১০ হাজার টাকায় বর্গা নিয়ে আবাদ করছি। আমাদের খরচ একটু বেশি হয়েছে। তবে এরকম আবহাওয়া ও বাজারে দাম থাকলে লাভবান হওয়া যাবে।


আরো পড়ুন:

কোপ খেয়েও প্রাণে বাঁচতে দৌড়ে পাশ্ববর্তী বাড়িতে যাবার চেষ্টা করেছিলো জসিম

Jasim tried to run to the next house to save his life


পরশুরামের বক্সমাহমুদে বাজার থেকে বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা!


ফেনীর পরশুরামে বাজার করে বাড়ীতে ফেরার পথে মোঃ জসিম উদ্দিন(৫৫)রনামের একজনকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার রাতে বক্সমাহমুদ ইউনিয়নে খন্ডল বিক্সস সংলগ্ন পরশুরাম-ছাগলনাইয়া সড়কে এই ঘটনা ঘটেছে।


পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য  ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এই ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।


নিহত মোঃ জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।


মামলার এজহার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে বাড়ীতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌছলে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে গুরতর জখম করে। প্রাণে বাঁচতে দৌড়ে পাশ্ববর্তী আবুল কাশেমের বাড়ীতে যাবার চেষ্টা করে। ওই বাড়ীর লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার সকালে পরশুরাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ দাইয়ান জানান এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটাতে পারে বলে ওসি ধারণা করছেন। 


আরো পড়ুন:


 পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত

India fires missiles at Pakistan


`কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত’ পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের।


বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় পড়েছিল। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এটা যে, এতে কোনো প্রাণহানি হয়নি।

`কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত' পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের।


বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় পড়েছিল। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এটা যে, এতে কোনো প্রাণহানি হয়নি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত সরকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং আদালতের উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসলামাবাদে ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।


পাকিস্তানি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট ওপর দিয়ে শব্দের চেয়ে তিনগুণ গতিতে উড়ে প্রায় ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করেছিল।


আরো পড়ুন:


 রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা

Turkey's role in the Russia-Ukraine war


রাশিয়া আর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৃহস্পতিবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় তুরস্কের শহর আন্তালিয়ায়। বৈঠক থেকে কোন সিদ্ধান্ত না এলেও তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এই বৈঠকটিকে 'গুরুত্বপূর্ণ সূচনা' বলে উল্লেখ করেছেন।


তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, 'মাত্র একটি বৈঠক থেকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়।' কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলমান সংকটে তুরস্কের ভূমিকা আসলে কী?

বিশ্লেষকরা বলছেন, তুরস্ক একইসঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য আবার অন্যদিকে দেশটির সঙ্গে রাশিয়া ও ইউক্রেনেরও সম্পর্ক ভালো থাকায় যুদ্ধকে সমাপ্তির দিকে নিয়ে যেতে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে।


ইউক্রেনের কিয়েভ-ভিত্তিক ইস্ট ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারপার্সন ডঃ মৃদুলা ঘোষ বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের একটা ঐতিহাসিক যোগসূত্র আছে। আবার ন্যাটোর সদস্য হলেও দেশটি রাশিয়ারও ঘনিষ্ঠ মিত্র। এ কারণেই ভ্লাদিমির পুতিন চাইছেন কাউকে যদি মধ্যস্থতা করতে হয় সেটা তুরস্কই করুক। 


আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা


নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কোর সঙ্গে যোগাযোগের সুযোগ

যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব, যার ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট।


কিন্তু ৬ই মার্চ প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিনের সাথে। এক ঘণ্টার ফোনালাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তবে একই সাথে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতিও তিনি তার সমর্থন ব্যক্ত করেন।


তুরস্কের সরকারপন্থী পত্রিকাগুলো তখন থেকেই তুরস্কের পরিকল্পনাকে 'পিস টেবিল' বা 'হোপ ফর পিস' হিসেবে আখ্যায়িত করতে শুরু করে। মূলত এখান থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা রাখার সুযোগ নিয়ে নানা খবর আসতে থাকে সেখানকার পত্রপত্রিকায়।


এসব খবরে একটি বিষয়ের ওপর জোর দেয়া হয় যে 'তুরস্ক উভয় পক্ষের সাথেই সম্পর্ক রক্ষা করে চলেছে' অর্থাৎ নিরপেক্ষ একটি ভূমিকার বিষয়ে দেশটির নেতৃত্ব সচেষ্ট।


অবশ্য ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার আগে থেকেই এ সংকট নিরসনের মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিলেন এরদোয়ান।


তুরস্ক ন্যাটোর সদস্য এবং ওয়াশিংটনেরও মিত্রতা আছে তাদের সাথে," বলেন তিনি।


হুমায়ুন কবির বলছেন তুরস্কের ভূমিকা এখানে অত্যন্ত ইতিবাচক কারণ পশ্চিমা বিশ্ব, মস্কো ও কিয়েভ-সব পক্ষের কাছেই তার গ্রহণযোগ্যতা আছে।


তুরস্কের সরকারপন্থী সাবাহ পত্রিকার কলামিস্ট ওকান মুদেরিসগুলো ৩রা মার্চ তার লেখায় এরদোয়ানের সম্ভাব্য মধ্যস্থতার বিষয়টি তুলে ধরে বলেছেন, যে কৌশল আঙ্কারা নিয়েছে সেটি 'সক্রিয় নিরপেক্ষতা।' অর্থাৎ যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আঙ্কারা ভূমিকা রাখবে।


আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)


ঐতিহাসিক যোগসূত্র ও আঞ্চলিক সুপার পাওয়ার

ডঃ মৃদুলা ঘোষ বলেছেন, ক্রিমিয়ার সঙ্গে তুরস্কের একটি ঐতিহাসিক যোগসূত্র আছে। সেখানকার তাতারদের ওপর তুরস্কের প্রভাব ব্যাপক। যদিও তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।


আবার পর্দার অন্তরালে যা কিছুই হোক না কেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মিস্টার এরদোয়ান। 


বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক একটি স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে ভূমধ্যসাগরীয় এলাকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।


রাশিয়া থেকে এস-৪০০ কেনা নিয়ে ন্যাটোর সঙ্গে বিবাদে জড়ালেও সিরিয়া, লিবিয়া ও নাগার্নো কারাবাখে রাশিয়ার উল্টো দিকেও অবস্থান নিয়েছে দেশটি।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হলে ক্ষতিগ্রস্ত হবে তুরস্কের অর্থনীতি-সেটিও বিবেচনায় নিয়েছেন মিস্টার এরদোয়ান। এসব কারণে মধ্যস্থতার উদ্যোগ নেওয়াকেই হয়তো জরুরি বলে বিবেচনা করেছেন তিনি।


এদিকে ইসরায়েলের দিক থেকে কিছুটা তৎপরতা দেখা গেলেও সেটি খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ নেই বলে মনে করেন ডঃ মৃদুলা ঘোষ ও হুমায়ুন কবির।


হুমায়ুন কবির বলছেন, 'সংশ্লিষ্ট সব পক্ষের কাছে ইসরায়েলের সেই গ্রহণযোগ্যতা নেই যা তুরস্কের আছে।'


মৃদুলা ঘোষ বলছেন, 'ইউক্রেনের প্রেসিডেন্ট ইহুদি বলে হয়তো ইসরায়েল আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এ ধরনের সংকটে ভূমিকা রাখার প্রভাব প্রতিপত্তি তুরস্কেরই বেশি।'


সূত্রঃ বিবিসি


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget