Latest Post

সূর্যই আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র৷ মহাজাগতিক এই বস্তুর মধ্যে তুমুল আলোড়ন চলে৷ গোটা মানবজাতি সারা বছর যত পরিমাণ জ্বালানি ব্যবহার করে, সেকেন্ডের ভগ্নাংশে সূর্যের মধ্যে একই পরিমাণ জ্বালানি সৃষ্টি হয়৷ আকার-আয়তনের তুলনায় সূর্যের কাছে পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র৷


সূর্য থেকে বৈদ্যুতিক কণায় ভরা মেঘ বার বার মহাকাশে বেরিয়ে আসে৷ তার থাবা পৃথিবী পর্যন্ত পৌঁছতে পারে৷ এমন সৌর ঝড়ের ফলে স্যাটেলাইটের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে৷ এমনকি ১৯৮৯ সালে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ সৌর পদার্থবিজ্ঞানী ড. আলেক্সান্ডার ভারমুট সেই ঘটনার উল্লেখ করে বলেন, ‘‘সে সময়ে ক্যানাডার কুইবেক প্রদেশে ট্রান্সফর্মার গলে যাওয়ায় গোটা বিদ্যুৎ নেটওয়ার্ক বিকল হয়ে পড়েছিল৷ ফলে শীতকালের চরম আবহাওয়ার মধ্যে প্রায় ৬০ লক্ষ মানুষ আচমকা বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷''জার্মানির পটসডাম শহরের পদার্থবিদরা সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষার লক্ষ্যে সৌর ঝড় সম্পর্কে পূর্বাভাষ দিতে চান৷ সেই লক্ষ্যে তাঁদের আরও ভালোভাবে সূর্য পরীক্ষা করতে হবে৷ একাধিক স্যাটেলাইট এর মধ্যেই সূর্য ও তার ঝোড়ো বায়ুমণ্ডলের অতি সূক্ষ্ম ছবি সরবরাহ করেছে৷ লাইবনিৎস ইনস্টিটিউটের সৌর পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রো. ড. গটফ্রিড মান বলেন, ‘‘এমন ছবি সত্যি খুব বিস্ময়কর৷ এটাই সৌর পদার্থবিদ্যার বৈশিষ্ট্য৷ যে সহকর্মীরা নক্ষত্র বা ছায়াপথের পদার্থবিদ্যা নিয়ে চর্চা করেন, তাঁরা এত কাছ থেকে প্রক্রিয়াগুলি দেখতে পারেন না, যেমনটা সূর্যের ক্ষেত্রে সম্ভব৷ তাছাড়া তাঁদের কাছে সময়ের মানদণ্ডও অন্য রকম৷''
সোলার অর্বিটার মহাকাশযানের মাধ্যমে গবেষকরা এই প্রথম সৌর ঝড়ের উৎপত্তি পর্যবেক্ষণ করতে চান৷ তার জন্য এই স্যাটেলাইটকে সূর্যের কাছে গিয়ে ১০ দিন ধরে একই অংশের দিকে নজর রাখতে হবে৷
এই স্যাটেলাইটের জন্য পটসডাম শহরের পদার্থবিদরা গুরুত্বপূর্ণ একটি যন্ত্র সৃষ্টির কাজে অংশ নিয়েছেন এবং আইনস্টাইন টাওয়ারে তা পরীক্ষাও করেছেন৷ ৯০ বছরেরও বেশি সময় ধরে সেখানে সৌর গবেষণার কাজ চলছে৷ এই ঐতিহাসিক ভবনে তাঁরা এখন বিশেষ ধরনের টেলিস্কোপের জন্য জটিল যন্ত্রাংশ পরীক্ষা করছেন৷
জোরালো রশ্মি থেকে সোলার অর্বিটার যান রক্ষা করতে বিশেষ এক তাপ নিরোধক বর্ম রয়েছে৷ যানের মধ্যে একটি টেলিস্কোপ ভালো করে সূর্য পর্যবেক্ষণ করবে এবং তার বায়ুমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত অংশগুলি পরীক্ষা করবে৷ সেই সব জায়গায়ই সৌর ঝড় সৃষ্টি হবার সম্ভাবনা বেশি৷
সূর্যের মধ্যে বিশাল মাত্রায় যে তোলপাড় কাণ্ড চলে, বিজ্ঞানীরা প্রতিদিন তা লক্ষ্য করেন৷ এই জ্ঞান কি পৃথিবী সম্পর্কে ধারণা বদলে দেবে? প্রো. ড. গটফ্রিড মান মনে করেন, ‘‘এমন উপলব্ধি হলে নিজেকে অতি তুচ্ছ মনে হয়৷ বোঝা যায় বিশ্মব্রহ্মাণ্ডে আমরা কতটা গুরুত্বহীন৷ মানুষ হিসেবে প্রায়ই আমরা প্রত্যেকেই নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করি৷ কিন্তু বাস্তবে আমরা ধুলিকণার মতো৷ প্রাকৃতিক নিয়মের সামনে সম্পূর্ণ অসহায়৷''
২০২০ সালে নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে৷ গবেষকরা এখন থেকেই এই অভিযান থেকে প্রাপ্য তথ্যের জন্য উদগ্রীব হয়ে আছেন৷ কারণ তা থেকে সূর্যের কর্মপ্রণালী সম্পর্কে সম্পূর্ণ নতুন জ্ঞান অর্জন করা সম্ভব হবে৷
কর্নেলিয়া বরমান/এসবি

(Dw)

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ফ্রিজে নতুন অফার ঘোষণা করেছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইনে যে কোনো মডেলের ওয়ালটন  ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা পেতে পারেন বিশেষভাবে তৈরি গোল্ডেন এডিশন ফ্রিজ।





শুধু ৫০০ ভাগ্যবান ক্রেতা এই বিশেষ ফ্রিজ পাবেন। এ সুযোগ থাকছে পুরো বৈশাখ মাস জুড়ে।
শনিবার (১৩ এপ্রিল ২০১৯) এই অফার ঘোষণা করে ওয়ালটন। রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বিশেষভাবে ডিজাইনকৃত ওই ফ্রিজটির মোড়ক উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবির, উদয় হাকিম, আরিফুল আম্বিয়া, গোলাম মুর্শেদ এবং আমিন খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় অন্যান্য অফারের পাশাপাশি ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের বৈশাখী উপহার হিসেবে এ ফ্রিজগুলো দেয়া হবে। গোল্ড এডিশনের ৫০০টি ফ্রিজ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বিক্রির জন্য নয়, শুধু নববর্ষের শুভেচ্ছা হিসেবে বাঙ্গালী সংষ্কৃতির সঙ্গে মিল রেখে ফ্রিজের দরজায় বৈশাখী উপকরণ দিয়ে নজরকাড়া নকশা করা হয়েছে।
(Rtv)

এই সময় ডিজিটাল ডেস্ক: মনপসন্দ গানে লিপসিঙ্ক করে আর তার ভিডিয়ো তৈরি করে দেশের মানুষের মনে জাঁকিয়ে বসেছে Tik Tok। আট থেকে আশি এখন প্রায় সকলেরই পছন্দ Tik Tok। সেই Tik Tok-ই ভারতের প্রায় ৬০ লক্ষেরও বেশি ভিডিয়ো মুছে ফেলল। 




যে দেশ Tik Tok-কে প্রায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, সেই দেশেই এহেন পদক্ষেপ কেন? সংস্থার তরফে বলা হয়েছে, ভারতের প্রায় এতটা পরিমাণ ভিডিয়োই তাদের কমিউনিটি গাইডলাইন ভাঙছে। সে জন্যই এই কড়়া পদক্ষেপ। Tik Tok এই মুহূর্তে ইউজারদের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখছে কঠোর ভাবে। 

কোন বয়সের মানুষজন এ বার থেকে Tik Tok ব্যবহার করতে পারবে, সে বিষয়টিও নির্ধারিত করে দিয়েছে এই সংস্থা। ১৩ বছর বয়স থেকেই ছেলেমেয়েরা Tik Tok-এ প্রোফাইল খুলে লগ ইন করতে পারবে। নতুন যে ফিচারটি Tik Tok আনতে চলেছে তাতে করে কোনও ভাবেই ১৩ বছরের কম বয়সী কেউ লগ ইন করতে পারবে না এখানে। 

আর Tik Tok-এর সেফটির দিকে নজর রেখে নতুন এই ফিচারটি ভারতে ১০টি ভাষায় নিয়ে আসা হচ্ছে। সেগুলি হল হিন্দি, গুজরাতি, মরাঠি, বাংলা, পঞ্জাবি, তেলুগু, তামিল, কান্নাডা, মালয়ালম এবং ওড়িয়া। তবে লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে ইংরেজি এবং ১০টি আঞ্চলিক ভাষাতেও Safety Center Page-এ অ্যাডভাইসারি অপশনও রাখছে। যে লিঙ্কে ক্লিক করলেই সরাসরি তা নির্বাচন কমিশন এবং cVIGIL app-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে।

(eisamay)

বলিউড অভিনেত্রী দিশা পাটানির পর এবার ক্যাপশন লিখতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন চোখের ইশারায় নেটিজেনদের মাত করে রাতারাতি তারকা বনে যাওয়া প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। 


এর আগে দিশা পাটানি বিজ্ঞাপনের জন্য প্রচারমূলক ভিডিওর ক্যাপশন লিখতে গিয়ে ভুলে এর সঙ্গে জুড়ে দেন বিজ্ঞাপনী সংস্থার পাঠানো অনুরোধের বার্তাও। আর তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়ে যায়। এবার এ যাত্রায় নাম লেখালেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
এনডিটিভি জানায়, সম্প্রতি একটি সুগন্ধি কোম্পানির প্রচারণার জন্য  প্রিয়া তার ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন। 
অভিনেত্রী ক্যাপশনের সঙ্গে কিছু অতিরিক্ত টেক্সট যোগ করে ফেলেন। প্রিয়ার এ সামান্য ভুল ধরে হাসির রোল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ দেখে নেটিজেনরা তাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করতে থাকেন। 
কেউ লেখেন, আজই আনফলো করবেন অভিনেত্রীকে, কেউ আবার বলেন ট্রোল্ড হওয়ার সৃজনশীল উপায় বেছে নিয়েছেন এ অভিনেত্রী! পোস্টটি অবশ্য পরে প্রিয়া তার ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন। 
(samakal)

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসবকে কেন্দ্র করেই নানা আয়োজনে প্রস্ততি থাকে সবার মাঝে। এই বৈশাখ উপলক্ষেই নতুন গান নিয়ে হাজির হলেন ফাহমিদা নবীর। শিরোনাম ‘শ্রাবণ’।
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেক সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার। লিখেছেন ন মারুফ হাসান। 



গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, দ্বিতীয়বারের মতো জয়ের সুর-সঙ্গীতায়োজনে গাইলাম। খুব মিষ্টি একটা গান। আশা করছি গানটি আমার শ্রোতাদের ভালো লাগবে।
জয় শাহরিয়ার বলেন, আমাদের সঙ্গীত জগতে ফাহমিদা নবী  আপা অনেক বড় একজন গায়িকা। আমারও অসম্ভব প্রিয়। ওনার জন্য গান করতে পারাটা সব সময় ভালো আনন্দেরন। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। 
আজব রেকর্ডস প্রকাশ করেছে গানটি। পাশাপাশি জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব ও রবি স্প্ল্যাশেও পাওয়া যাবে গানটি। 
(samakal)

যন্ত্রণাটা শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ ম্যাচেই। দিল্লির বোলার হর্ষল প্যাটেলের এক ফুলটস বল রাসেলের কবজিতে বেশ বাজেভাবে লেগেছিল। সেদিন থেকেই কবজির চোট নিয়ে খেলছেন রাসেল। পরের ম্যাচে চেন্নাইয়ের সঙ্গে করলেন অপরাজিত অর্ধশতক। এমনকি গতকাল দিল্লির সঙ্গে ফিরতি ম্যাচেও হেসেছে রাসেলের ব্যাট। কিন্তু যতই হেসেছে রাসেলের ব্যাট, ততই বেড়েছে কবজির চোট। সেটা উপেক্ষা করে খেলতে খেলতে রাসেল খুব সম্ভবত আর চোটকে উপেক্ষা করতে পারছেন না। চেন্নাই সুপার কিংসের সঙ্গে সামনের ম্যাচটা নাও খেলতে পারেন রাসেল।


গতকাল ২১ বলে ৪৫ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেললেও, যতক্ষণ ব্যাট করছিলেন বোঝা যাচ্ছিল কবজির চোটটা বেশ ভোগাচ্ছে রাসেলকে। রাসেল যে বেশ ভালোই আহত, এটা আরও স্পষ্ট করে বোঝা যায় কলকাতা বোলিংয়ে এলে। দলটির অধিনায়ক দীনেশ কার্তিকের ইচ্ছা ছিল রাসেলকে দিয়ে পুরো চার ওভার বল করানোর। কিন্তু তিন ওভার বল করেই রাসেল আর খেলা চালিয়ে যেতে পারেননি। আস্তে আস্তে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে দলের ডাগআউটে বসে থেকেছেন। বসে বসে দেখেছেন এই কলকাতা তাঁকে ছাড়া কতটুকু অসহায়!
এবারের আইপিএলে রাসেল রূপ নিয়েছেন মূর্তিমান আতঙ্কে। একদিন ১৯ বলে ৪৯ রান তুলছেন তো পরদিনই ৪৮ রান করছেন ১৭ বলে। ২৮ বলে ৬২ রানের ইনিংসও আছে তাঁর। গত দুই ম্যাচেও করেছেন অর্ধশতক, কালকেও আরেকটু হলে অর্ধশতকের দেখা পেয়েই যাচ্ছিলেন। রাসেলের ব্যাটে চড়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা আসবে কলকাতায়, এমনটাই আশা করছেন সমর্থকেরা। কিন্তু রাসেলের ওপর এই অতিনির্ভরতাই কাল হয়েছে কলকাতার। এখন শোনা যাচ্ছে, সামনের ম্যাচটা নাও খেলতে পারেন। এখন কার ওপর ভরসা করবে কলকাতা?
চোটের কারণে উইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারাইনকে ছাড়াই খেলতে নামছে কলকাতা। এখন রাসেলও সাইডলাইনে চলে গেলে কী হবে তাদের? তবে রাসেলের চোটে আরেক ক্যারিবীয় তারকার মুখে হাসি ফুটতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উইন্ডিজকে শেষ ওভারের ঝড়ে শিরোপা জেতানো কার্লোস ব্রাফেটও রয়েছেন কলকাতায়। রাসেল না খেললে, তাঁর জায়গায় ব্রাফেটকে নিয়মিত নামাতে পারে বলিউড তারকা শাহরুখ খানের দল।
(prothomalo)

ইনজুরির মিছিলটা ক্রমশ লম্বা হওয়ায় বিশ্বকাপের জন্য ১৫-সদস্যের স্কোয়াড গড়তে গলদঘর্ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এক ঢাকা লিগেই ইনজুরিতে পর্যুদস্ত একাধিক ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক ইনজুরির তালিকায় থাকা কয়েকজন টাইগারের বর্তমান হাল-হকিকত :
মাহমুদউল্লাহ
নিউজিল্যান্ড সফরের আগে কাঁধে আঘাত পান বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ। অবশ্য সেই চোট নিয়ে খেলে গেছেন তিনি। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে বাউন্ডারি ঠেকাতে গিয়ে দুবার বেশ সাহসী ডাইভ দিয়ে ইনজুরিটা আরো বাড়িয়েছেন। বর্তমানে তিনি বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে খেলবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।






মুশফিকুর রহিম
বেশ কিছুদিন ধরেই পাঁজরের চোটে ভুগছেন মিস্টার ডিপেনডেবল খ্যাত উইকেটকিপার-ব্যাটসম্যান। পাঁজরের এই সমস্যার জেরে বেশকিছু ম্যাচ মিসও করেছেন মুশফিকুর রহিম। এরই মধ্যে গত নিউজিল্যান্ড সফরে আঙুলে ব্যথা পান তিনি। তবে এ মুহূর্তে পাঁজরের ইনজুরিই তাঁর মূল সমস্যা। বিসিবির চিকিৎসকদের মতামত হলো, মুশির দরকার বিশ্রাম। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের আগেই তিনি সুস্থ্য হয়ে উঠবেন আশা করা যায়।
রুবেল হোসেন
চলমান মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে সাইড স্ট্রেইন দেখা দেয় এই ডানহাতি পেসারের। লিগের গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন আগের চেয়ে সুস্থ আছি। কিন্তু মাঠে কবে ফিরতে পারব, সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না। আশা করছি আবাহনীর হয়ে লিগের সুপার লিগ পর্বে খেলতে পারব।’
মোহাম্মদ সাইফউদ্দিন
এবারের বিশ্বকাপে টাইগারদের শক্তিশালী একটি অস্ত্র হতে পারেন সাইফউদ্দিন, এমনটা অনেকেই বিশ্বাস করেন। ডানহাতি বোলিং আর বাঁহাতি ব্যাটিংয়ে দারুণ স্কিল তাঁর। এবারের বিশ্বকাপে লাইমলাইটে আসতে পারেন তিনি এমন বিশ্বাস খোদ টাইগার অধিনায়ক মাশরাফিরও। অবশ্য বেশ কিছুদিন ধরেই ‘টেনিস এলবো’ সমস্যায় ভুগছেন এই তরুণ অলরাউন্ডার। কনুইয়ের ইনজুরি নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটার। অবশ্য এই চোট নিয়ে খেললে ভবিষ্যতে তাঁকে আরো ভুগতে হতে পারে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে আমার কোচ আমাকে সব সময়ই বলতেন, যদি তুমি ইনজুরি নিয়ে বেশি ভাবো তাহলে এটা তোমার খেলাকে ধ্বংস করে দেবে। তাই আমি ইনজুরির চিন্তা বাদ দিয়ে খেলার চেষ্টা করি।’ তিনি আত্মবিশ্বাসী ত্রিদেশীয় সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন।
তাসকিন আহমেদ
গত ১ ফেব্রুয়ারি গেল বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে গোড়ালিতে আঘাত পান এই তরুণ পেসার। এরপর থেকেই পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তাসকিন আহমেদ। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা শুরু করেছেন তিনি। তবে এখনো পুরোপুরি ফিট হতে আরো কিছুদিন সময় লাগবে তাঁর। বিশ্বকাপ দলের জন্য নির্বাচকদের মাথায় জায়গা পেতে হলে আগে ফিটনেস টেস্ট উৎরাতে হবে তাঁকে।
মেহেদী হাসান মিরাজ
ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান মিরাজ। শাহরিয়ার নাফিসের বাউন্ডারিটি ঠেকাতে পারলেও আঙুলে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ক্রিকেটারদের সর্বশেষ আপডেটে বিসিবির চিকিৎসক জানিয়েছেন, শিগগিরই মাঠে ফেরার মতো অবস্থায় আছেন মিরাজ।
মুস্তাফিজুর রহমান
বিশ্বকাপ স্কোয়াড় গড়তে বাংলাদেশ দলের নির্বাচকদের চিন্তার কারণে এখন পর্যন্ত সর্বশেষ সংযোজন মুস্তাফিজ। ঢাকা লিগে নিজের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অনুশীলনের সময় গোড়ালিতে আঘাত পেয়ে অন্তত দুই সপ্তাহের জন্য খেলা থেকে বাইরে থাকতে হচ্ছে তাঁকে। বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তবে ‘সতর্কতা’ হিসেবে মুস্তাফিজকে দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

(Ntv)

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ওয়ালটনের মতো শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে ধনী দেশের কাতারে খুব সহজেই পৌঁছতে পারবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, ওয়ালটনের মতো প্রতিষ্ঠান থাকলে বিশ্ববাজারে বাংলাদেশের কর্তৃত্ব থাকবে।




বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানা পরিদর্শনকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণে তারা ওয়ালটন কারখানা পরিদর্শন করেন।
সকালে শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তাদের সফরসঙ্গীরা ওয়ালটন কারখানায় পৌঁছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম এবং তাহমিনা আফরোজ তান্না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবির, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশিদ, শাহজাদা সেলিম, সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহসীন আলী মোল্লা, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ওয়ালটনের মতো দেশীয় শিল্প রক্ষায় সব ধরনের সহায়তা দেয়া হবে। রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা হবে। দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আমদানির উপর ট্যাক্স বাগানো হবে। তাহলে স্থানীয় উদ্যোক্তারা উৎসাহিত হবে।

(Rtv)




এই সময় ডিজিটাল ডেস্ক: জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৮৬৫৩ জনকে চাকরি দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে এসবিআই। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ লগ ইন করে আবেদনপত্র জমা দেওয়া যাবে। 




শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, তারপর মৌখিক পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করতে হবে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ লগ ইন করে।

স্নাতক ডিগ্রি থাকা যে কোনও ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

* আবেদন করতে প্রথমে sbi.co.in এ লগ ইন করুন।


* তারপরে 'কেরিয়ার' পেজে ক্লিক করুন।

* 'রিক্র‌ুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েটস'- এই অপশনে ক্লিক করুন।

* আবেদন করার প্রক্রিয়া খতিয়ে দেখতে ক্লিক করুন 'ডাউনলোড অ্যাডভারটাইসমেন্ট'।

* ক্লিক করুন 'অ্যাপ্লাই অনলাইন'-এ।

* অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।

জুন মাসে প্রাথমিক পরীক্ষাটি হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আগস্টে হবে প্রধান পরীক্ষা।
 
(eisamay.indiatimes)

কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে জিলানী মার্কেটের ছাদে আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার (১৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, দুপুরে হঠাৎ জিলানী মার্কেটের ছাদের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে লালদীঘির পানি দিয়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে এই ঘটানায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি।জিলানী মার্কেটের নিচ তলার ব্যবসায়ী শাহাজাহান জানিয়েছেন, মার্কেটে কাপড়ের দোকান, মোবাইল, কম্পিউটার ও সুপার শপ রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় আছে বিভিন্ন মোবাইল সেট কোম্পানির গুদাম। এছাড়াও চতুর্থ তলায় রয়েছে আবাসিক হোটেল। যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত, তাহলে বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতো ব্যবসায়ীরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। যদি পাশের লালদীঘির পানি না থাকতো, তাহলে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তো।’ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

(banglatribune)

ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বা ক্ষমতাধর ক্রিকেটারের নাম জিজ্ঞেস করা হলে আসবে গুটিকতক নাম। যার মধ্যে ওপরের দিকেই থাকবে শচিন টেন্ডুলকারের নাম। তবে বর্তমান দলে সবচেয়ে ক্ষমতাধর কে?- এমন প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনি ব্যতীত দ্বিতীয় নামটি উচ্চারণ করারও সাহস পাবে না কেউ।
ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি হলেও, মাঠে যখন ধোনি থাকেন তখন কোহলিকেও মনে হয় সহ-অধিনায়ক। কেননা পেছনে থেকে ছায়া অধিনায়কের মতো সব কার্য সম্পাদন করে থাকেন মূলত ধোনিই। ক্রিকেট মাঠে তার দাপট যে ঠিক কতোটা তা আবারও প্রমাণ মিললো বৃহস্পতিবার রাতে আইপিএলের ম্যাচে।



ঘটনা ম্যাচের শেষ ওভারের। জয়পুরের মানসিং স্টেডিয়ামে স্বাগতিক রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচটিতে তখন টানটান উত্তেজনা। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইকে জয়ের জন্য করতে হবে ৬ বলে ১৮ রান, আশা ভরসার প্রতীক হয়ে উইকেটে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেই।
বেন স্টোকসের করা শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে অধিনায়ককে সাহস জোগান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। পরের বলে ওভারস্টেপিং করে বসেন স্টোকস। এক রান নিয়ে সমীকরণটা ৫ বলে ১০ রানে নামিয়ে নেন জাদেজা। তবে ফ্রি হিট বলটি কাজে লাগাতে পারেননি ধোনি।সন্তুষ্ট থাকতে হয় ২ রান নিয়েই। তবু সমীকরণ ৪ বলে ৮ রান থাকায় জয়ের পাল্লা তখন চেন্নাইয়ের দিকেই ভারী। কিন্তু পরের বলেই দারুণভাবে ঘুরে দাঁড়ান স্টোকস। অসাধারণ এক ইয়র্কার সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়ে দেন ধোনিকে। তিন বলে বাকি থাকে ৮ রান।
তখনই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। শেষ তিন বলের জন্য উইকেটে আসেন মিচেল স্যান্টনার। এবার কোমরের ওপরে ফুলটস করে বসেন স্টোকস। তবে বলের গতি কম থাকায় স্যান্টনারের পাশাপাশি বিভ্রান্ত হয়ে যান মূল আম্পায়ার উল্লাস গান্ধে।
তিনি হাত বাড়িয়ে জানিয়ে দেন এটি উচ্চতার কারণে নো বল। কিন্তু লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আবার তাকে থামিয়ে বলেন এটি নো বল নয়। সে বল থেকে ২ রান নেন স্যান্টনার, সমীকরণ দাঁড়ায় ২ বলে ৬ রানে।
কিন্তু দুই আম্পায়ারের দুই রকম সিগন্যাল মানতে পারেননি চেন্নাই অধিনায়ক ধোনি। রাগে ফুঁসতে থাকেন ডাগআউটে দাঁড়িয়ে। প্রথমে মাঠে থাকা ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে। কিন্তু তা মনঃপুত হয়নি ধোনির।আর সইছিলো না দেখে খেলার মাঝেই ঢুকে পড়েন মাঠের মধ্যে। প্রথমেই এগিয়ে যান লেগ আম্পায়ার অক্সেনফোর্ডের দিকে। সেখানে আসেন মূল আম্পায়ার গান্ধেও। তাকে দেখিয়ে ধোনি বলতে থাকেন, মূল আম্পায়ার নো বল ডেকেছে, মূল আম্পায়ার নো বল ডেকেছে। কিন্তু এতে সাড়া দেননি অক্সেনফোর্ড। তিনি অটল থাকেন নিজের সিদ্ধান্তে।
বেশ কয়েকবারের চেষ্টায় ধোনিকে বোঝাতে থাকেন এটি নো বল হয়নি। তখন বোলার বেন স্টোকসও সামনে চলে এলে ছোটখাটো এক বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আম্পায়াররা বারবার ধোনিকে বোঝালেও অসন্তুষ্টই দেখা যায় ধোনিকে। সিদ্ধান্তেও কোনো বদল আসেনি। ফলে রাগে গজরাতে গজরাতে মাঠ ছেড়ে যান ধোনি।
সে ওভারের পরের দুই বলে ম্যাচ ঠিকই জিতে নেয় চেন্নাই। পঞ্চম বলে লং অন বাউন্ডারির কাছ থেকে ২ রান নিয়ে নেন স্যান্টনার। শেষ বলে তখন বাকি ৪ রান। ওয়াইড করে বসেন স্টোকস। পরের বলে সেই লং অন বাউন্ডারি দিয়েই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্যান্টনার।
(jagonews24)

সুদানে রুটির মূল্যবৃদ্ধির জেরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। তবে সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও বিক্ষোভের নেপথ্যে থেকে জনগণকে দারুণভাবে আন্দোলিত করেছেন ২২ বছরের এক নারী। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বিপ্লবী কণ্ঠে স্বৈরশাসক বশিরের বিরুদ্ধে আওয়াজ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সুদানের এই ‘বিউটি কন্যা’।




এতক্ষণ যার কথা বলা হচ্ছে তিনি সুদানের নাগরিক আলা সালাহ-সুদানের গণজাগরণের মুখপাত্র। তার বিপ্লবী আওয়াজের জোরে বৃহস্পতিবার আল বশিরের রাজপ্রাসাদের ভিত নড়ে উঠেছে। এ সুযোগ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আলা সালাহ বলেন, ‘আমি প্রত্যক সুদানিকে আশা জাগানোর চেষ্টা করেছি, তাদের ইতিবাচকভাবে আন্দোলিত করেছি এবং আমি অবশেষে তাদের দিয়ে উপযুক্ত কাজটি (আল বশিরের পতন) করতে সক্ষম হয়েছি।’
সালাহকে বিশ্ব মিডিয়ায় জায়গা করিয়ে দিয়েছে একটি ছবি। ছবিটি বিশ্ব মিডিয়ায় শেয়ার করার পর ভাইরাল হয়ে যায়। ছবিটি তুলেছেন লানা হারোন নামের এক ব্যক্তি। ছবিতে দেখা যাচ্ছে, আপাদমস্তক সাদা কাপড়বেষ্টিত এক নারী গাড়ির ওপরে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে জ্বালাময়ী বক্তব্য রাখছেন। তার চারপাশে হাজার হাজার জনতা।ছবিটির আলোকচিত্রী লানা হারোন সিএনএনকে বলেন, ‘সুদানের প্রতিটি নারী ও তরুণীর প্রতিনিধিত্ব করেছেন এবং তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন। তিনি সুদানি নারীদের গল্প শুনিয়েছেন…এবং এতে তিনি ছিলেন উপযুক্ত।’
সুদানের রাজধানী খার্তমে বিক্ষোভ চলাকালে গত সোমবার ছবিটি তোলা হয়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে সালাহ বলেন, ‘ছবিটি তোলায় আমি দারুণভাবে খুশি হয়েছি। যেদিন ছবিটি তোলা হয় সেদিন আমি অন্তত ১০টি সমাবেশে যোগ দিই এবং উপস্থিতিদের বিপ্লবী কবিতা পড়ে শোনাই। এটা আন্দোলনকারীদের উদ্যমী করে তোলে। এমন সময় আমি ছয়জন নারীকে ওই সমাবেশে দেখি এবং তাদের সঙ্গে যোগ দিয়ে বিপ্লবী গান গাইতে থাকি। এটা তাৎক্ষণিকভাবে ফলও পাওয়া গেল। দেখলাম তারাও আমারে সঙ্গে গাইতে শুরু করেছে এবং জমায়েত ক্রমান্বয়ে বাড়তে থাকল।’
স্থাপত্যের ছাত্রী সালাহ কোনো রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেননি। তবে তিনি কবিতা আবৃত্তি ও গান গেয়ে সুদানিদের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে উৎসাহ জুগিয়েছেন। আর এসব কবিতা ও গান-সবই তার স্কুলজীবনে শেখা।
বিক্ষোভ সমাবেশে সালাহ বলতে থাকেন, ‘আমার এ দেশ কোনো বিশেষ রাজনৈতিক দলের না। এ দেশে কোনো সাম্প্রদায়িকতা স্থান পাবে না। আমার চলমান সংগ্রামের উদ্দেশ্য হলো জনগণকে অপেক্ষাকৃত ভালো সুদান উপহার দেয়া। কারণ আমার বাবা-মা আমাকে দেশকে ভালোবাসতে শিখিয়েছে, দেশকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে শিখিয়েছে।’
তার বিপ্লবী কবিতার কয়েকটি লাইন এমন-‘বুলেট কখনো মানুষকে হত্যা করতে পারে না। যা পারে তা হলো এটি মানুষের দীর্ঘদিনের নিরবতা ভেঙে দিতে পারে।’
তার এ লাইনটি বিক্ষোভকারীদের মধ্যে চমৎকারভাবে রেখাপাত করে। ২০১৮ সালের জানুয়ারিতে বিক্ষোভে বিক্ষোভকারীদের এ পঙক্তিটি উচ্চারণ করতে দেখা গেছে।
দেশটির স্বৈরশাসক আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় মূলত গত বছরের ডিসেম্বরে। তবে চলতি সপ্তাহে রাজধানী খার্তুমের প্রাণকেন্দ্রে অবস্থিত কঠোর নিরাপত্তাবেষ্টিত মিলিটারি কমপ্লেক্সের সামনে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করে।
এদিকে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ আওয়াদ ইবনে আউফ বলেন, প্রেসিডেন্টকে গ্রেফতার করে ‘নিরাপদ স্থানে’ রাখা হয়েছে। দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবাহিনী শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে বলে জানানো হয়। গত কয়েক মাস ধরেই বশিরবিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির মানুষ।টেলিভিশনের একজন উপস্থাপক বলেন, শিগগিরই সুদানের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে। এ জন্য অপেক্ষা করুন। এরপর অন্তবর্তী সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের উদ্দেশে সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণ এবং প্রেসিডেন্ট ওমর আল-বশিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আওয়াদ ইবনে আউফ।
তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী দুই বছর দেশটির ক্ষমতা থাকবে সেনা বাহিনীর হাতেই। নতুন এই অস্থায়ী সরকারের নেতৃত্ব দেবেন আওয়াদ ইবনে আউফ। দুই বছরের মধ্যে দেশটির সংবিধানে পরিবর্তন আনা হবে বলেও জানানো হয়েছে।
এক বিবৃতিতে আওয়াদ ইবনে আউফ বলেন, সুদানের জনগণ যেন সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে সেজন্য জনগণের প্রতিনিধিত্ব করতে ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সুদানের আকাশসীমা বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
১৯৮৯ সালে ক্ষমতায় আসেন বশির। তারপর থেকে গত ৩০ বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। গত ডিসেম্বরে দেশটির বাজারে রুটির দাম বেড়ে যাওয়ার পর থেকে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। তাদের এই বিক্ষোভ ক্রমান্বয়ে প্রেসিডেন্টের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। এই বিক্ষোভ থেকে বশিরের ৩০ বছরের শাসনের ভিত নড়ে গেল।
(jagonews24)

খুব সহজেই দ্রুততম রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে গুগল ম্যাপের জুড়ি নেই। তবে রাস্তায় বেরিয়ে যদি দেখেন দুর্ঘটনা বা ডাইভার্সানের কারণে বিশাল জ্যাম। তবে ভোগান্তির শেষ থাকে না।
অনেকেই তখন গুগল ম্যাপকে দোষারোপ করতে শুরু করেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে নতুন ফিচার নিয়ে এলো গুগল।



দুর্ঘটনা হলে সেই রাস্তা এড়ানোর নতুন উপায় নিয়ে এলো গুগল ম্যাপ। সম্প্রতি গুগল ম্যাপে নতুন এই ফিচার যোগ হয়েছে। এর ফলে রাস্তায় কোন কারণে হঠাৎ ট্রাফিক স্লো হয়ে গেলে তা গুগল ম্যাপসকে জানিয়ে দেওয়া যাবে।
আগে দুর্ঘটনা ও ট্রাফিক স্লো ডাউনের খবর গুগল ম্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে আপনি সেই রাস্তায় পৌঁছে যেতেন। নতুন ফিচারে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
এছাড়াও রাস্তায় কোথায় পুলিশ আপনাকে থামিয়ে জরিমানা করছে তা গুগল ম্যাপ থেকে জানা যাবে। ফলে আগে থেকেই গতি কমিয়ে নিতে পারবেন। সুরক্ষিত হবে ড্রাইভিং আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি। বর্তমানে ভারতের দিল্লীতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
(jagonews24)

সুপারহিরোদের ছবিতে একেবারেই আনকোরা নন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে ডিজনি মুভিজের বিখ্যাত চরিত্র মেলাফিসেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন এই তারকা।
তবে এবার মার্বেল কমিকসের সুপারহিরোদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন এই হলিউড অভিনেত্রী। জানা গেল, মার্বেল ফ্রেঞ্চাইজি তাদের ‘ইটারনাল’ কমিকসটিকে পর্দায় আনতে যাচ্ছে। আর সেই কমিকসেরই কোনো একটি সুপারহিরোর চরিত্রে দেখা যাবে জোলিকে।



তবে কোন চরিত্র তিনি হাজির হবেন সেটা এখনই প্রকাশ করতে চাইছে না মার্বেল। সেটি থাকছে চমক হিসেবে।
‘ইটারনাল’ প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৭৬ সালে। এই কমিকসটির গল্প লিখেছেন জ্যাক কারবি।
‘ইটারনাল’ চলচ্চিত্রের পরিচালনায় থাকবেন চাইনিজ নারী পরিচালক ঝাও টিং। এ বছরের শেষ দিকে ছবিটির বিস্তারিত জানিয়ে কাজ শুরু করবে মার্বেল ফ্রেঞ্চাইজি। আর প্রথমবার সুপারহিরো হওয়ার সুযোগে উচ্ছ্বসিত জোলি।
(jagonews24)

সোহাগ মিয়া (২৪) নামের এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি মানসিক প্রতিবন্ধী। তিনি কুমিল্লার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামের বাসিন্দা। গত ২৩ জানুয়ারি বেলা ১১টার পর থেকে সোহাগ নিখোঁজ।


এ বিষয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের নানা মোশারফ হোসেন। তিনি একই উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। জিডিতে তিনি জানান, গত ২৩ জানুয়ারি নিজের বাড়ি থেকে বের হন সোহাগ। তাঁর (মোশারফ হোসেন) বাড়িতে যাওয়ার কথা ছিল সোহাগের। কিন্তু সোহাগ ওই বাড়িতে যায়নি। এরপর বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  
মোশারফ জানান, সোহাগের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য ভালো, মাথার চুল ছোট। সোহাগের পরনে ছিল ট্রাউজার ও সাদা শার্ট। তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পান, তাহলে এই নম্বরে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে :  01875132914 ও 01913987176 (মোশাররফ হোসেন)।
(Ntv)

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাতি রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ বাসভূমে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


অনাবাসিক রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমারকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আহ্বান জানান নিনা ভাসকুনলাতি।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রবেশ এবং কক্সবাজারে আশ্রয় গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের সংখ্যা বর্তমানে স্থানীয়দেরকেও ছাড়িয়ে গেছে।’ তিনি বলেন, ‘কক্সবাজারের স্থানীয় জনগণ কেবল মানবতার স্বার্থে তাদের সব দুর্ভোগ বরণ করে নিয়েছে।’
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত এ সময় বিগত নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন। ‘আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুতলয়ে এগিয়ে চলছে,’ বলেন তিনি।
বাংলাদেশের বস্ত্র এবং জ্বালানি খাতে তাঁর দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বর্জ্য থেকে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করতে চাই।’ তিনি বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের সঙ্গে শিক্ষা এবং তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বাংলাদেশের অনেক শিক্ষার্থীর ফিনল্যান্ডে পড়াশোনার কথাও উল্লেখ করেন তিনি।
দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, দুটি দেশের মধ্যে আগামী মে মাসে ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ উচ্চ মানসম্পন্ন চামড়া এবং চামড়াজাত দ্রব্য প্রস্তুত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফিনল্যান্ড চাইলে এখান থেকে এসব পণ্য নিজ দেশে আমদানি করতে পারে।
দেশের সামগ্রিক উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের মৌলিক চাহিদা পূরণে তাঁর সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চলতি অর্থবছরের শেষ নাগাদ তাঁর সরকার জিডিপি ৮ দশমিক ১ শতাংশে বৃদ্ধির আশা করছে। বলেন, ‘আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থল গড়ে তুলতে নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং ফিনল্যান্ডের অনারারী কনসাল জেনারেল আজিজ খান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সফররত ভারতীয় প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্টের (এলবিএ) কথা উল্লেখ করে চুক্তিটি ভারতের জাতীয় সংসদে সর্ব সম্মতিক্রমে পাস হওয়ায় ভারত সরকার এবং দেশটির সব রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, ‘ভারতের সব রাজনৈতিক দল দেশটির সংসদে সর্বসম্মতিক্রমে এই সীমান্ত চুক্তি বিলটি পাস করেছে।’
প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন।
ভারতের প্রতিরক্ষা সচিব অনুষ্ঠানে প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়গুলো উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা দাস গাঙ্গুলি এ সময় উপস্থিত ছিলেন।

(NTV)


দ্রুত বিচার আদালত গঠন করে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, ‘ফেনীর ওই ছাত্রীকে কে হত্যা করেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা সবাই জানে। আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিচার আদালত গঠন করে তাদের দ্রুত বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।’



মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি কমিউনিটি সেন্টারে মহানগর ১৪ দল আয়োজিত অভিভাবক সমাবেশে এ কথা বলেন। মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, অভিভাবক প্রতিনিধি মোসাদ্দেক হোসেন ও ছাবিনা পারভিন প্রমুখ বক্তব্য দেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থ করেন। তা না হলে সমাজের এই অবক্ষয় দূর হবে না। অনতিবিলম্বে এটা করতে হবে। এই হত্যাকারী অপরাধীরা কোনোভাবেই পার পেতে পারে না।’
নাসিম বলেন, মাদক নির্মূলসহ সব সামাজিক অবক্ষয় দূর করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। তবেই এই সামাজিক অবক্ষয় দূর হবে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফেনীর ছাত্রী নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
সড়ক দুর্ঘটনা সম্পর্কে হানিফ বলেন, যারা ড্রাইভিং লাইসেন্স দেন, রোড পারমিট দেন সড়ক দুর্ঘটনার জন্য তারাও দায়ী। যে চালককে লাইসেন্স দেওয়া হয় তাদের অধিকাংশই অশিক্ষিত ও অর্ধ শিক্ষিত। কোনো আইন জানে না, ন্যূনতম জ্ঞান নেই। তাদের লাইসেন্স দেওয়ার কারণে এই সমস্যা হয়।
হানিফ বলেন, প্রত্যেক দুর্ঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দিতে হবে। তাহলে মালিকরা আর অদক্ষ চালককে নিয়োগ দেবে না। মাদকের ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে।

(ntvbd)

এবার নায়ক তাসকিনের পালা

পহেলা বৈশাখ উপলক্ষে আজ (১২ এপ্রিল) মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘বয়ফ্রেন্ড’। আর এর মাধ্যমে বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আলোচিত খলনায়ক তাসকিন রহমানের।
এতে তার বিপরীতে থাকছেন সেমন্তী সৌমী।
ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ ও নেহাল দত্ত।
ছবিটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক সেলিম খান।



শাপলা মিডিয়ার এই কর্ণধার বলেন, ‌‘ছবিটি আগে থেকেই মুক্তির জন্য প্রস্তুত ছিল। আমরা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এর মাধ্যমে তাসকিনকে নায়ক হিসেবে পাবেন দর্শকরা। নতুন নায়ক, নতুন গল্প- দর্শকদের ভালো লাগবে।’
তাসকিন বলেন, ‘আমি চরিত্রগুলোর রং ধরতে পছন্দ করি। চেষ্টা করি নিজের পুরোটা শেয়ার করতে। নায়ক হিসেবেও সেই চেষ্টা ছিল ছবিটিতে।’
এ ছবিতে তার নায়িকা লাক্স তারকা সেমন্তী সৌমী। যিনি মডেলিং ও নাটকের পরিচিত মুখ। এর আগে কাজ করেছেন ‘অস্তিত্ব’ ছবিতেও।
তাসকিন-সৌমী ছাড়াও ‘বয়ফ্রেন্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তুলিকা, সুপ্রিয়, সেলিম খান, অমিত হাসান, শিবা শানু, আমিন সরকার, লোপা নাহার প্রমুখ।
(banglatribune)

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকেই পথ বের করতে হবে। বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে রাজনীতি করবে। বিএনপি এখন একটি পথভ্রষ্ট দল। দেশ আগে। দেশের মানুষের জন্যই আমাদের রাজনীতি। উন্নয়নের রাজনীতিতে এসে নিজস্ব ধারা সৃষ্টি করুন।’
মঙ্গলবার রাতে নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের ধারায় জয় পরাজয় আছে। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এভাবে পরাজয় ঘটেছে। বহু দল এভাবে বিলুপ্ত হয়ে গেছে। এবার আমাদের জন্য ছিল একটি ঐতিহাসিক বিজয়। আজ সারাদেশ জয়ী হয়েছে। এখন বিএনপি যদি পরাজয় মেনে নিতে না পেরে সেখানে অংশগ্রহণ না করে তাহলে জনপ্রতিনিধি হিসেবে তারা হারিয়ে যাবে। তারা সংসদে এসে জাতির কথা বলবে, জাতি এমনটাই প্রত্যাশা করে।
(rtvonline)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget