Latest Post

 


পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ল

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারের ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বিবেচনায় নিয়ে গড়ে ১৯ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ানো হলো এবার। 

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে এখন ৬ টাকা ২০ পয়সা। এটি ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে শিগগিরই গ্রাহক পর্যায়ে বাড়তে পারে বিদ্যুতের দাম।

আজ সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। সংস্থাটি অবশ্য এর আগে গত মাসে দাম বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছিল। 

ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ১৩ নভেম্বর আপিল করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এটি আমলে নিয়েই এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এরপর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করবে বিতরণ কোম্পানি। আবেদন যাচাই–বাছাই করে সিদ্ধান্ত দেবে কমিশন।

গত এক যুগে বিদ্যুতের দাম বেড়েছে নয়বার। এ সময় পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। সবশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। ওই সময় পাইকারি পর্যায়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বাড়ানো হয় দাম। একই সময়ে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ।

বিইআরসি সূত্র বলছে, বিদ্যুৎ খাতে গত অর্থবছরে ভর্তুকি চাহিদা ২৮ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। এর বাইরে পিডিবির যে রাজস্ব–ঘাটতি থাকবে, তা পূরণ করতে দাম এখন বাড়ানো হবে।

তবে এভাবে দাম বাড়ানোর বিরোধিতা করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম গত রোববার প্রথম আলোকে বলেছেন, পিডিবি যৌক্তিকতা প্রমাণ করতে না পারায় দাম বাড়ায়নি বিইআরসি। এখন পিডিবি যে ব্যাখ্যা দিয়েছে; তা নিয়ে ক্যাব ও অন্য পক্ষের বক্তব্য নিতে হবে। তাই পুনরায় শুনানি ছাড়া দাম বাড়ানোর সুযোগ নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ–সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিচ্ছে সরকার। এর বাইরে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কাছ থেকেও আর্থিক সহায়তা নিচ্ছে সরকার। এসব সংস্থা ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে। তাই এখন বিদ্যুতের দাম বাড়ানো হলো।

গত ১২ জানুয়ারি গড়ে ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে পিডিবি। তথ্যের অসম্পূর্ণতা থাকায় তা আমলে না নিয়ে পুনরায় আবেদন করার নির্দেশনা দেয় বিইআরসি। এরপর পুনরায় আবেদন জমা দিলে তা নিয়ে ১৮ মে শুনানির আয়োজন করা হয়। এতে ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। তবে ক্যাব ও ব্যবসায়ী প্রতিনিধিরা দাম বাড়ানোর বিরোধিতা করেন শুনানিতে। বিদ্যুৎ খাতের অস্বচ্ছতা, দুর্নীতি, অনিয়ম নিয়েও নানা প্রশ্ন তোলেন তাঁরা।

আরো পড়ুন:


 


শেরপুর হাসপাতালে স্বামী স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে স্বামীর আত্মহত্যা

শেরপুর জেলা সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী নামে এক রোগী আত্মহত্যা করেছেন। ১৯ নভেম্বর শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মধু চক্রবর্তী নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী ছিলেন। এক বছর ধরে বেকার ছিলেন তিনি হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মধু চক্রবর্তী গত ১৭ নভেম্বর শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে শেরপুর সদর  হাসপাতালে ভর্তি হন। 

১৯নভেম্বর গভীর রাতে তার স্ত্রী পপি ভৌমিকের সাথে ঝগড়া ও রাগারাগির এক পর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দেন মধু চক্রবর্তী। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মাে. খায়রুল কবীর সুমন বলেন, আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ৬ ছয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে স্বামী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে স্বামী মধু চক্রবর্তী। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা প্রেরক, এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:


 


চ্যাম্পিয়ন হতেই কাতার এসেছি মেসিকে বলেছেন— নেইমার

কাতারে পৌঁছে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পিঠে ফেবারিট তকমা নতুন কিছু নয়। বলতে গেলে প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিল খেলতে নামে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ২০০২ সালের পর আর বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।

এবার ব্রাজিলিয়ানদের ২০ বছরের হাহাকার ঘোচাতে চান নেইমার। হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা) জয়ের মিশন নিয়েই কাতারে এসেছে তাঁর দল। কাতারে পা রাখার আগেই অবশ্য হেক্সা জয়ের চ্যালেঞ্জের কথা তাঁর পিএসজির সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জানিয়ে এসেছেন নেইমার। এ ছাড়া কাতারে যাওয়ার আগে শর্টসে ছয় তারা লাগানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
 যে দল এখন পর্যন্ত যতটি বিশ্বকাপ জিতেছে, তাদের জার্সি আর শর্টসে সেই কয়টি তারকা আঁকা থাকে। নেইমার তাহলে পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের শর্টসে ছয় তারকা দিয়ে কী বোঝাতে চেয়েছেন—এমন প্রশ্ন উঠেছে চারদিকে!

ব্রিটিশ পত্রিকা টেলগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ঘিরে নিজের স্বপ্নের কথা বলেন সময়ের অন্যতম সেরা তারকা। বিশ্বকাপে নিজের প্রস্তুতি সম্পর্কে নেইমার বলেন, ‘আমি খুশি, আমি ইদানিং ক্লাবে খুব সুখে আছি। এ কারণেই আমার মনে হচ্ছে, আমি খুব ভালোভাবেই তৈরি।’

নেইমার এর আগে দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর দল কলম্বিয়ার বিপক্ষে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি। বেলো হরিজন্তের সেই ম্যাচে ঘরের মাঠের দর্শকদের সামনে ৭-১ গোলে উড়ে গেছে ব্রাজিল। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছে নেইমারের ব্রাজিল।

এবার বিশ্বকাপে আসার আগে নেইমার ইঙ্গিত দিয়েছেন, এটা হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। সেদিক থেকে শেষটা রাঙাতে চান তিনি। মেসিরও এটা সম্ভাব্য শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়কও দেশের হয়ে একটি বিশ্বকাপ জিততে না পারার অপূর্ণতা ঘোচাতে চান।

এসব নিয়ে কি মেসির সঙ্গে কথা হয়েছে নেইমারের? টেলিগ্রাফের সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কমই কথা হয়েছে আমার। ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হবে কি না, কখনো কখনো আমরা এ নিয়ে আলোচনা করি। আমি তাকে বলেছি, আমরা চ্যাম্পিয়ন হব এবং আমি তাকে হারাব। এটা বলার পর আবার আমরা দুজনই হাসি।’

আরো পড়ুন:


 


লালপুরে সাবেক মেয়রসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি পৃথক মামলা


নাটোরের লালপুরে বিএনপির কার্যালয়ের পাশ থেকে ৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় ২টি পৃথক মামলা করা হয়েছে। এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপালপুর বাজারের বটতলা এলাকায় অবস্থিত উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ের পাশ থেকে লালপুর থানা পুলিশ ওই সব বিষ্ফোরক উদ্ধার করে বলে নিশ্চিত করেন লালপুরের ওসি। 

এ সব মামলায় গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত মোট ২৫ জনের নামে দুইটি পৃথক মামলা হয়েছে। ঘটনার পর থেকে বিএনপির ওই কার্যালয়ে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। 
 
পুলিশ জানায়, এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে দূর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে ভাংচুর করে। এ সময় ওই এলাকায় হট্টগোলও হয়। এ সময় একটি ককটেলেরও বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের বরাদ দিয়ে জানান ওসি। তবে ভাংচুরের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করে। পরে পুলিশ গিয়ে কার্যালয়ের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। এ ঘটনায় গভীর রাতে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি ও নেওয়াজ শরীফ বিকি নামে যুবলীগের এক নেতা বাদী হয়ে আরো একটি মামলা করেছেন। 
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান, বিস্ফোরক উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্তকে দোষীদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আরো পড়ুন:


 

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা


অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই। আজ রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর জ্ঞান ফেরেনি। 

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই সময় হাসপাতালে ছিলেন তার মা-বাবা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা


গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্‌যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার (১৯ নভেম্বর) রাতে বার দশেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা।

অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তার। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তার অভিনয়ের কাজ।

আরো পড়ুন:


 


শ্রীবরদীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আটক -১৫।

শেরপুরের শ্রীবরদীতে তাঁতিদলের কর্মী সমাবেশে হট্টগোল ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটেছে । এসময় ককটেল ফাটিয়ে স্লোগান দিতে থাকে দলীয় নেতা কর্মিরা এতে  ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়কে এ ঘটনা ঘটে। 

পরে পুলিশ অভিযান চালিয়ে  দুটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি বিস্ফোরিত ককটেল  কিছু ইটের টুকরো সহ ১৫ জনকে আটক করে।  এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে আটক ১৫ জনসহ ৩৬ জনের নামে মামলা দায়ের করা  হয়েছে। আটককৃতদের আজ শনিবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার  শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের কর্মী সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। 

পরে দলের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে উশৃংখল আচরণ ও নানা শ্লোগান দেয়।  এ সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন পুলিশ আহত হয়।  পরে পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়ক থেকে ১৫ জনকে আটক করে। এসময় উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল ও পাঁচটি বিস্ফোরিত ককটেলের অংশ ও ইট পাটকেল।  

আটককৃতরা হলো, উপজেলার চক্রপুর গ্রামের আব্দুল করিম জানু (৪৮), চঞ্চল মিয়া (২২), চাউলিয়া গ্রামের আব্দুল হান্নান (৩২), সাইফুল ইসলাম (৫০), আজহার আলী ( ২৮),আল আমিন (২৮), কাজল মিয়া (২০), শামসুল মিয়া (৪০), আব্দুর রহিম (২৫), জসীম উদ্দীন (৩২), পশ্চিম গোপালখিলার আব্দুল হাকিম ( ৩৫), ইসমাইল হোসেন (৪৫), শিপন মিয়া (২০), শাহ আলম মিয়া (২৪) শাহজাহান (৪৪)। এজাহারভুক্ত রয়েছে আরো ১৬ জন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:


  



বিশ্বকাপ দেখতে গেলে মানতে হবে যেসব নিয়ম 

ভক্তদের জন্য কাতার বিশ্বকাপে হবে নতুন অভিজ্ঞতা। ফুটবল বিশ্বকাপের স্বাভাবিক সময় মে-জুন কিংবা জুলাইয়ের পরিবর্তে এবার হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। আবার মাঠের মধ্যে ও বাহিরে মানতে হবে অজস্র নিয়ম। স্বাধীনচেতা ইউরোপীয়দের কাছে সেগুলো মেনে নেওয়া কঠিন।


স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে, অন্য বিশ্বকাপ থেকে এবারের অভিজ্ঞতা হবে ভিন্ন। আচরণের ক্ষেত্রে কাতার কর্তৃপক্ষের বেঁধে দেওয়া কঠোর নিয়ম ভক্তদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে। যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের জন্য ভয়াবহ ব্যাপার। 

এদিকে দোহায় অবস্থিত জার্মান দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা বিষয়ক হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কাতারে অবস্থানের সময়ে অশ্লীল ভাষা বা অঙ্গভঙ্গি করা যাবে না। মাতাল হওয়া যাবে না। মার্জিত ব্যবহার করতে হবে।’ 

এ ছাড়াও অ্যালকোহল, পর্নোগ্রাফিক সামগ্রী এমনকি ধর্মীয় বই আমদানি নিষিদ্ধ করা হয়েছে। শুকরের মাংস খাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। কেউ এগুলোর সঙ্গে জড়িত থাকলে তাকে শাস্তি পেতে হবে। তাছাড়া মাদকের বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে কাতার। অবৈধভাবে কেউ মাদক পাচার বা বহন করলে জরিমানা হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

অন্যদিকে সমকামিতার বিষয়েও সতর্ক বার্তা দিয়েছে দেশটি। বলা হয়েছে, ‘ভ্রমণকারীদের সমকামিতা এবং বিবাহ বহির্ভূত যৌনতার বিষয়ে সচেতন থাকতে হবে। এগুলো এখানে নিষিদ্ধ এবং ফৌজদারি অপরাধ।’ এর বাইরে গাড়ি চালানোর সময়েও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে কাতার বিশ্বকাপের এই আসর। সেজন্য প্রস্তুত পাঁচ শহরের আট স্টেডিয়াম। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি। 

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget