Latest Post

 


সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্রেটদের হাতে

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এমন আশঙ্কার মাঝে নেভাদায় একটি গুরুত্বপূর্ণ আসন জিতে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটিক পার্টি।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টকে ডেমোক্রেট সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো পরাজিত করছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

মিজ মাস্টো ছয় বছর আগে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়া প্রথম ল্যাটিন বংশোদ্ভূত কেউ।

নেভাদার ফলাফলের অর্থ হল ডেমোক্রেটদের এখন ৫০টি সিনেট আসন থাকবে, রিপাবলিকানদের বর্তমানে ৪৯টি।

এখনও সিনেট নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে জর্জিয়া।

সেখানে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি তাই সেখানকার নিয়ম অনুযায়ী চার সপ্তাহ পর, ৬ ডিসেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোটযুদ্ধ হবে।

নেভাদার বৃহত্তম অঞ্চল ক্লার্ক কাউন্টি, যার মধ্যে লাস ভেগাসও রয়েছে, সেখানে ব্যালটের হিসেব প্রকাশ করার পরে নেভাদায় ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে।

স্থানীয় নেভাদা ইন্ডিপেনডেন্ট নিউজ আউটলেট অনুসারে, ক্লার্ক কাউন্টিতে গণনা করা ২৩ হাজার ব্যালটের সর্বশেষ ব্যাচে বর্তমানে ক্যাথরিন কর্টেজ মাস্টো ৬০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

যেখানে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্ট ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

নেভাদায় জয়ের পর ডেমোক্রেটদের এখন ৫০টি সিনেট আসন থাকবে, রিপাবলিকানদের বর্তমানে ৪৯টি।

রেটিং-এ বর্তমানে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় নিম্নগতি থাকা স্বত্বেও এবং যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪০ বছরের মধ্যে সবচেয় বেশি মুদ্রাস্ফীতির পটভূমিতে এটি দলের একটি অসাধারণ কৃতিত্ব বলে মনে করা হচ্ছে। 

প্রেসিডেন্ট বাইডেন কম্বোডিয়ার নম পেন থেকে সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টোকে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন।

নেভাদায় যার প্রত্যাশিত বিজয় সিনেটের নিয়ন্ত্রণ সুরক্ষিত করলো।

সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “আমি ভাল অনুভব করছি এবং আমি আগামী কয়েক বছরের জন্য অপেক্ষা করছি,"

ওদিকে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি চলে আসছে বলে মনে হচ্ছে।

রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে এমনটা মনে হলেও দেখা যাচ্ছে সেই সংখ্যাগরিষ্ঠতা হবে খুবই সামান্য।

যদিও প্রেসিডেন্ট বাইডেন এখনো সেখানে সংখ্যাগরিষ্ঠতার আশা ছেড়ে দেননি।

তিনি বলেছেন যে তিনি নিম্নকক্ষে বাকি আসনগুলোর প্রতিযোগিতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ডেমোক্রেটরা এখনও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

তবে তিনি স্বীকার করেছেন যে, “বিষয়টা আসলে অনেক বড় চাওয়া হয়ে যাবে যা হতে হলে সবকিছু আমাদের মতো হতে হবে।”

বাইডেনের দল ন্যূনতম ২১০ টি আসন জিতবে বলে অনুমান করা হচ্ছে। তবে রিপাবলিকানরা ইতিমধ্যে ২১৪ টি আসন নিয়ে এগিয়ে আছে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে তাদের আরও চারটি আসন প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী সংসদ নির্বাচনে সাধারণত বিরোধী দল ভালো কর থাকে। বিরোধীদের জন্য কুড়ি বছরের মধ্যে এই ফল সবচেয়ে সেরা বলে মনে হচ্ছে।

দুই হাজার দুই সালে জর্জ ডব্লিউ বুশের সময় রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল।

আমেরিকায় প্রতিবার প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছর পর এই নির্বাচন হয়ে থাকে, যার ফলাফলে নির্ধারিত হবে যে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালের বাকি দুটি বছরে ক্ষমতার ভারসাম্য কেমন হবে ।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট বাইডেনের কর্মসূচি বাস্তবায়ন বড় বাধার মুখে পড়বে।

তবে তিনি বলেছেন – তিনি রিপাবলিকানদের সাথে কাজ করতে প্রস্তুত, এবং আগামী সপ্তাহেই তিনি দুদলের মধ্যে একটি ‘বাই-পার্টিজান’ বৈঠকে বসবেন।

আরো পড়ুন:


 


ধামরাইয়ে মানসিক রোগীকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে নওগাঁও বাজারে এক মানসিক রোগীকে মোটরসাইকেল পরিষ্কার করতে বলা হয়। পরিষ্কার করতে যেয়ে সময় হঠাৎ করে মোটরসাইকেলের ট্যাংকিতে পানি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে শহিদুল ইসলাম (৪৫) নামে ওই মানসিক রোগীকে নওগাঁও বাজারের নৈশ প্রহরী রাহাদ ও বাজার সেক্রেটারী মাসুদ রানার ভাই রাসু মিয়াসহ কয়েকজন বাঁশ ও রড় দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। 

অবস্থার বেগতিক দেখে বাজারের চা দোকানদার বাবুল হোসেন তাদের কথামত হাসপাতালে না রেখে ভ্যান গাড়িতে করে ভাটারখোলা একটি পরিত্যাক্ত ইটভাটায় ফেলে আসে। এতে শহিদুল ইসলাম আরও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে মারা যায় সে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠায়। 

আয় রবিবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দিয়েছেন নিহতের ভাই স্বপন মিয়া। ধামরাইয়ের নওগাঁও বাজারের পাশে হাই স্কুলের বারান্দায় গত ৫ বছর ধরে পাশের ভগবান পুর গ্রামের আজিম মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন শহিদুল ইসলাম বসবাস করে আসছিলেন। সে মানুষের বাড়িতে খাবার খাইতেন এবং কাজকর্ম করে দিতেন। 

গত ৭ নভেম্বর নওগাও বাজারের রাসু মিয়ার মোটরসাইকেল ধুয়ে দিতে বলে শহিদুল ইসলামকে। এসময় তেলের ট্যাংকিতে পানি যায়। এতে ক্ষিপ্ত হয়ে রাসু, বাজারের গার্ড রাহাদসহ কয়েকজন মিলে তাকে ব্যাপক পিটায়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। 

এসময় বাবুল নামে এক চা দোকানদার তাকে হাসপাতালে না নিয়ে পাশের পরিত্যাক্ত একটি ইটভাটায় ফেলে দেয়। ওই খানে ৪ দিন অর্ধহারে অনাহারে ও বিনা চিকিৎসায় আরও অসুস্থ হয় শহিদুল ইসলাম। খবর পেয়ে পরিবারের লোকজন গত শুক্রবার রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় রাসুর ভাবি রুনু আক্তার জানান, রাসুকেও মারধর করেছে ওই পাগল। তাই রাসুও তাকে পিটিয়েছে বলে শুনেছি। তবে রাসুসহ সকল অভিযুক্তরা পালিয়েছে বলে জানা গেছে।

নিহত শহিদুল ইসলামের ভাই স্বপন জানান, আমার মানসিক ভারসাম্যহীন। ভাইকে যারা অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের আমি কঠোর শাস্তি দাবি করছি।

ধামরাই থানার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন:


 


জয়পুরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার ভাসিলা এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। 

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা দক্ষিণ পাড়া গ্রামের মন্তেজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (৫০), ভাসিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে সুজাউল ফকির (৪৫)।
শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক ও সুজাউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উপজেলার ভাসিলা  এলাকায়  মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল অভিযুক্তরা।তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:


 


বুড়িগঙ্গায় লাশ উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের।

রবিবার মৃতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। 

দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিল।
নারায়ণগঞ্জের পাগলা নৌ পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দু'টি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রবিবার নিহতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে দুরন্ত বিপ্লবের লাশ উদ্ধার করে পাগলা নৌ পুলিশ। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন:


 


ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ১৪১ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে নদীর উপরে একটি ঝুলন্ত সেতু ধসে মৃতের সংখ্যা দেড়শর কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন মৃতদের বেশিরভাগ নারী ও শিশু।

মৃতের সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। এখনো পর্যন্ত ১৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজ্যের মরবি শহরের মাচ্চু নদীতে সেতুটি ধসে শত শত মানুষ নদিতে ডুবে গেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আংশিকভাবে ডুবে থাকা ঝুলন্ত সেতুটিতে বেঁচে যাওয়া মানুষজন ঝুলে রয়েছে।

ঘটনার সময় প্রায় চারশো মানুষ সেতুটির উপরে ছিলেন বলে জানা যাচ্ছে। রাজ্যের মন্ত্রী ব্রিজেশ মের্জা জানিয়েছেন এখনো পর্যন্ত ১৭৭ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।


সেতুটি মেরামতের পর আবার চালু হওয়ার মাত্র কয়েকদিন পরই এই ঘটনা ঘটলো। আবার খুলে দেয়ার আগে সঠিকভাবে সেটি পরীক্ষা করা হয়েছিল কি না সেনিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা তদন্তে কাজ করছে কর্তৃপক্ষ।

ঔপনিবেশিক যুগের ব্রিজটি ১৯ শতকে ভারতে ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল। দুইশ ত্রিশ মিটারের অবকাঠামোটি স্থানীয়ভাবে জুল্টো পুল নামে পরিচিত। এটি ওই এলাকার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ।

রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে, সেতুটি যখন ধসে পড়ে তখন সেখানে অনেক শিশু ছিল।

দুর্ঘটনার সময় সেতুটিতে ছিলেন এমন একজন প্রতীক ভাসাভা।

তিনি গুজরাটি ভাষার টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর আওয়ারসকে বলছিলেন যে কীভাবে তিনি পানিতে পড়ে যাওয়ার পর সাঁতরে নদীর তীরে উঠেছিলেন।

তিনি বলেন, "আমি তাদের কয়েকজনকে আমার সাথে টেনে আনতে চেয়েছিলাম কিন্তু তারা ডুবে গেছে বা ভেসে গেছে।"


আর একজন প্রত্যক্ষদর্শী সুকরাম বলেছেন, "অনেক শিশু দিওয়ালির ছুটি উপভোগ করতে সেখানে এসেছিল। অনেক মানুষের চাপে সেতুটি যখন ভেঙে পড়ে তখন তারা একজন আর একজনের উপরে গিয়ে পড়ে।"

কিছু ভিডিওতে ঘটনার সময়কার বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে।

ভেঙে পড়ার ঠিক আগে সেতুটি দুলতে শুরু করে।

অন্ধকারের মধ্যে নদীর তীরে থাকা মানুষজন পানিতে পড়ে যাওয়া মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছে।

অন্য আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ পানি থেকে বাঁচার জন্য অর্ধেক ঝুলে থাকা সেতুটির ওপরের দিকে উঠার চেষ্টা করছেন।

কাছের জেলাগুলি থেকে জরুরি পরিষেবার সদস্যদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

রাতভর উদ্ধার অভিযান চলেছে।

দুর্ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে।

কি কারণে সেতুটি ভেঙে পড়েছে তা ঠিক স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে যে, দিওয়ালি উৎসবের ছুটির কারণে সেখানে অনেক বেশি ভিড় ছিল।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পথচারীদের ভিড়ে দিনের বেলায় সেতুটি দুলছিল।

তিন দিনের সফরে তার নিজ রাজ্য গুজরাটে সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি এই "দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত"।

যারা মারা গেছেন তাদের স্বজন এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মি. মোদী।

আরো পড়ুন:


 


ভারতের ‌হারের জন্য কোহলি-রোহিতকে দায়ী করলেন ভুবনেশ্বর

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের জন্য সরাসরি রোহিত শর্মা ও বিরাট কোহলির উপর দায় চাপালেন সতীর্থ ভুবনেশ্বর কুমার। তার মতে, ভারতীয় ক্রিকেটাররা যদি ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট না করত, তা হলে খেলার ফল অন্য রকম হতে পারত।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করামের সহজ ক্যাচ ছাড়েন কোহলি। তার পরে মার্করামকেই রান আউটের সুযোগ মিস করেন রোহিত। সেই মার্করামই অর্ধশতরান করে দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তা সহজ করেন।

ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বর বলেন, সত্যি, যদি ক্যাচটা না পড়ত, তাহলে ফল হয়তো আলাদা হতো। ক্রিকেটে ক্যাচ ম্যাচ জেতায়। ওটা তফাত গড়ে দিল।
সেই সঙ্গে রান আউটের সুযোগ নষ্ট করার প্রসঙ্গও টেনে আনেন ভুবনেশ্বর। তিনি বলেন, শুধু ক্যাচ নয়, রান আউটের সুযোগও নষ্ট করেছি। অল্প রানের ম্যাচে এই ভুলগুলোর উপর হার-জিত নির্ভর করে।

ম্যাচ হারের দায় এড়াননি ভারত অধিনায়ক রোহিতও। ম্যাচ শেষে রোহিত কোনো অজুহাত দিতে রাজি নন। তিনি বলেন, কোনো অজুহাত দেব না। সুযোগ পেয়েও হাতছাড়া করেছি। এরকম ঠান্ডাতে আগেও খেলেছি আমরা। রান আউটের সুযোগ মিস করেছি। আমি নিজেই সহজ সুযোগ পেয়েছিলাম। আমাদের আরও ধারাবাহিক হতে হবে ফিল্ডিংয়ে।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ ফেলেন বিরাট। দিনের সহজতম ক্যাচ সম্ভবত ওটাই ছিল। কিন্তু বল ধরতেই পারেননি ভারতের সাবেক অধিনায়ক। বিরক্তি প্রকাশ করতে দেখা যায় অশ্বিনকেও। পরের ওভারে মোহম্মদ শামির ওভারে রান আউটের সুযোগ মিস করেন রোহিত। স্টাম্পের কাছে পৌঁছে গিয়েও বল উইকেটে লাগাতে পারেননি ভারতীয় অধিনায়ক।

ফিল্ডিংয়ের উপর দায় চাপালেও দলের ব্যাটারদের কোনও দোষ দিচ্ছেন না ভুবনেশ্বর। তার মতে, উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তিনি বলেন, এই উইকেটে ব্যাট করা অতটা সহজ নয়। এবারের বিশ্বকাপে পার্থে গড়ে ১৪০-এর কাছাকাছি রান হয়েছে। তাই আমরা জানতাম, কম রান করলেও লড়াই করতে পারব।

আরো পড়ুন:


 


পীরগঞ্জে ভুয়া দুই ডিবি পুলিশ আটক ! 

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুয়ার আসর থেকে টাকা আদায় করতে গিয়ে আলমগীর ও সুজন 
নামে দু’যুবক গ্রেপ্তার হয়েছে।

শনিবার রাতে উপজেলার ফুটানী টাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আলমগীর ও সুজনের বাড়ি পৌর শহরের মিত্রবাটি মহল্লায়। রবিবার দুপুরে তাদের ঠাকুরগাও আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসি জানায়, শনিবার রাত ১০ টার দিকে ফুটানী টাউন এলাকায় একটি জুয়ার আসরে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে ঐ দুই যুবক। এ সময় তাদের আচরণ দেখে সন্দেহ হলে উভয়কে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। রবিবার সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১৫১ ধারায় আদালতে সোপর্দ্দ করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক দুই ভুয়া ডিবি যুবককে ১৫১ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে। তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget