Latest Post

 


ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে আটক

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ও ভোয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইলফোন বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলেন- রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মাদরাসার অধ্যক্ষের কাছে আটকরা জানান, তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিটের জন্য এসেছেন। 

এসময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত চাওয়া হয়। অডিটের বিল বাবদ নগদ তিন হাজার টাকাও নেন। এসময় আরও ৪০ হাজার টাকা দাবি করে তা দুইদিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসায় গিয়ে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন আটকরা। মাদরাসা কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান। \

তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তারা টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় গিয়ে বিভিন্ন মাদরাসায় প্রতারণা করছেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খবর দিলে রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:


 


রাশিয়ার সঙ্গে যৌথভাবে সৈন্য সমাবেশ করতে শুরু করেছে বেলারুশ |

ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শিল্পোন্নত জি-সেভেন দেশগুলো বলেছে, যতদিন দরকার, ততদিন তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।

জরুরি একটি ভার্চুয়াল বৈঠকে তারা বলেছে, ইউক্রেনের জন্য তারা সামরিক, কূটনৈতিক আর মানবিক সহায়তা দিয়ে যাবে।

নেটোও জানিয়েছে, যতদিন প্রয়োজন, তারা ইউক্রেনের পাশে থাকবে।

রাজধানী কিয়েভ ও পুরো ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। মঙ্গলবারও হামলা চলেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রাইমিয়ার সেতুতে হামলার পাল্টা জবাব হিসাবে এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

ওই বৈঠকে বিমান প্রতিরক্ষা সিস্টেমের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। সেই সঙ্গে বেলারুশ সীমান্তে "আন্তর্জাতিক পর্যবেক্ষক" মোতায়েন দাবি করেছেন তিনি।

তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বা বেলারুশ সীমান্তে পর্যবেক্ষক মোতায়েনের জন্য মি. জেলেনস্কির দাবির জবাবে তাৎক্ষনিকভাবে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি জি-সেভেন নেতারা দেননি বলে জানা গেছে।

রাশিয়ার সঙ্গে মিলে সৈন্য সমাবেশ করছে বেলারুশ

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যৌথভাবে বেলারুশের বাহিনী মোতায়েন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভকে উদ্ধৃত করে বেলারুশের রাষ্ট্রীয় বেলতা সংবাদ মাধ্যম জানিয়েছে, পোল্যান্ডসহ অন্যসব দেশের সামরিক হুমকি মোকাবেলা করার জন্যই এই আঞ্চলিক বাহিনীকে সক্রিয় করে তোলা হচ্ছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, ইউক্রেনের বাহিনীর অগ্রাভিযান এবং ক্রাইমিয়ার সেতুতে হামলার কারণে ইউক্রেন সীমান্তে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ এই দেশটি।

যৌথ বাহিনীতে অন্তত একলক্ষ সেনা থাকবে, যাদের বেশিরভাগ বেলারুশের হবে বলে জানিয়েছেন মি. লুকাশেঙ্কো।

আরো পড়ুন:

 


২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড

২০০৮ সালে করাচিতে টি-টোয়েন্টিতে প্রথম ‘২০০’ দেখেছিল বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিল স্বাগতিক পাকিস্তান। পাঁচ বছর পর ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশকে দ্বিতীয় ‘২০০’ উপহার দেয় নিউজিল্যান্ড। সেই কিউইরা আজ ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ২০০ করার নতুন রেকর্ড গড়ল।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে আজ ৫ উইকেটে ২০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির এটি তৃতীয় ২০০ ছাড়ানো ইনিংস। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্য কোনো দল দুবারের বেশি ২০০ করতে পারেনি।

২০১৩ সালের পর কিউইরা বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার ২০০ ছুঁয়েছিল ২০২১ সালে হ্যামিল্টনে। সেদিন ৩ উইকেটে ২১০ রান করে দলটি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সেটিই সর্বোচ্চ দলীয় ইনিংস।

  • ২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনছবি: এএফপি
  • সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আজকের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার ম্যাচে সর্বোচ্চ ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

আজ শেষ তিন ওভারে ৪২ রান তোলা নিউজিল্যান্ডের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন কিউই ওপেনার। তবে নিউজিল্যান্ডের রান ২০০ ছাড়িয়ে মূলত গ্লেন ফিলিপসের ঝড়ে। ২৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেছেন চারে নামা এই ব্যাটসম্যান।

বাংলাদেশের সব বোলারই বেশ খরুচে ছিলেন। একমাত্র মোহাম্মদ সাইফউদ্দিনের ইকোনমিই দুই অঙ্ক ছোঁয়নি—৯.২৫। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। এ ছাড়া ৪০ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন।

আরো পড়ুন:

 


ঝিনাইগাতীতে বজ্রপাতে এক আদিবাসী কৃষকের মৃত্যু।  

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে। নিহত সুভাষ ঘাগড়া  উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান 


মেঘলা আকাশ আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সময় সুভাষ ঘাগড়া গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে মাঠে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যেুবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিল। তার মৃত্যুতে আদিবাসী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।\

আরো পড়ুন:


 


জ্বালানি সংকট বাড়ছে, লোডশেডিং বেড়েছে বাংলাদেশে 

অক্টোবর থেকে লোডশেডিং পুরোপুরি কমবে বলে জানিয়েছিল সরকার। উল্টো এ সময়ে এসে বেড়ে গেছে লোডশেডিং। জ্বালানির অভাবে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। পড়ে থাকছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। আর ঘরে ও শিল্পে মানুষ ভুগছেন বিদ্যুতের অভাবে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন এলাকায় তিন থেকে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না এখন। আর ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় ৭ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ময়মনসিংহ বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকায় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানি কমানো হয়েছে। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে। বিল বকেয়া বাড়তে থাকায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকেও চাহিদামতো উৎপাদন করা যাচ্ছে না। আগাম শীতে বিদ্যুতের চাহিদা কমার ভরসায় ছিল সরকার। গরম না কমায় সেটিও কাজে আসেনি। তাই অক্টোবরে লোডশেডিং বন্ধ করার পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

ডলার–সংকট জ্বালানি খাতকে কঠিন করে তুলেছে। এক মাস পর হয়তো স্বস্তি পাওয়া যেতে পারে। তবে আগামী গ্রীষ্মে (মার্চ-এপ্রিল) পরিস্থিতি কী হবে, ভাবা যাচ্ছে না।

এর আগে ডলার–সংকটে পড়ে জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৯ জুলাই থেকে শুরু হয় পরিকল্পিত লোডশেডিং। যদিও জুলাইয়ের শুরু থেকেই লোডশেডিং ছিল। দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও তা মানা হয়নি। রাজধানীতে গড়ে দুই ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে। আর ঢাকার বাইরে কোথাও কোথাও লোডশেডিং ছিল আট ঘণ্টা পর্যন্ত। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় কিছুটা কমলেও অক্টোবরে আগের চেয়ে বেড়ে গেছে লোডশেডিং।

ঢাকায় চার থেকে পাঁচবার বিদ্যুৎ যাচ্ছে

গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে এখন। ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দায়িত্বশীল কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন। তাঁরা বলছেন, জুলাই মাসে দিনে একবার লোডশেডিং করার কথা থাকলেও তা দুই থেকে তিনবার করতে হয়েছে। অক্টোবরে চাহিদা কমার বদলে আরও বেড়েছে। আজ মঙ্গলবার চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:


 


ঝিনাইগাতীতে চলন্ত সিএনজিতে আগুন। 

শেরপুরের ঝিনাইগাতীতে একটি চলন্ত সিএনজি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে  ১০ অক্টোবর সোমবার দুপুরে ঝিনাইগাতী শেরপুর সড়কের তেতুলতলা এলাকায়। স্থানীয়রা জানান, সিএনজি চালক বায়েজিৎ দুপুর ২ টার দিকে শেরপুর খোয়ার পাড় থেকে যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে রওয়ানা হয়। আড়াই টার দিকে তেতুলতলা বাজারের কাছাকাছি পৌছালে যান্ত্রিক ত্রুটির কারনে ইঞ্জিনে আগুন ধরে যায়। 

ওই সময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভষ্মীভূত হয় সিএনজিটি। খবর পেয়ে ঝিনাইগাতী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সিএনজির ইঞ্জিন ছাড়া পুরো সিএনজিটি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি ।

আরো পড়ুন:


 


নাটোরের লালপুরে নিউ মার্কেটে চোর ধরা পড়েছে 


এই মাত্র পাওয়া নাটোরের লালপুরে নিউ মার্কেটে চোর পোশাক চুরি করতে গিয়ে ধরা পড়েছে । চোর জামা-কাপড় এর দাম-দর করতে করতে এক গুচা কাপড় নিয়ে দর । সেই অবস্থায় তাকে তাড়া করে ধরা হয় । পরে তাকে পাবলিক গণ -পিটুনি দেয় । 




এই চোরকে গত(শনিবার) মোটর চুরির অভিযোগ আছে । পাবলিক এর পিটুনি তে সে আদ-মরা মতো অবস্থা হয়েছিল তার। তারপরও আজ (সোমবার ) পোশাক চুরি করতেও দ্বিধা-বোধ করেনি ।

স্থান : প্রভাত ষ্টোর / আশিক স্টোর

আরো পড়ুন :

নাটোরের লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ আহত ২০

নাটোরের লালপুরে তীব্র যানজট দেখার কেউ নেই

লালপুরে কেবল রাস্তা নির্মাণ- পড়তে হচ্ছে যানজটের জ্যামে 



 


শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক এক

বগুড়ার শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও এ ঘটনায় অভিযুক্ত আসামী আটক। 

গ্রেফতারকৃত আসামি হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে রাজু ফকির (৩৪)

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এজাহার সূত্রে  জানা যায়, ভিকটিম এক নারী শেরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসে যাওয়া আসার পথে রাজু ফকির নামের এই ব্যক্তি তার পেছনে ঘোরাঘুরি করেন। একসময় প্রেমের প্রস্তাব দেন এবং প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে রাজু ফকির ওই নারীর সাথে ফোনে ভিডিও কলে কথা বলেন এবং কথা বলার সময় নিজের অশ্লীল শরীর অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে নিজেই রেকর্ড করে রাখেন। রেকর্ড থেকে কিছু স্ক্রিনশট দেখিয়ে একসময় ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। অশ্লীল সম্পর্কে জড়ানোর প্রস্তাব সহ করেন টাকা দাবি। ভুক্তভোগী নারী ওই ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ করলে প্রশাসন ব্যবস্থা নেন।

জাকির আহম্মদ জিম 
বগুড়া প্রতিনিধিঃ

আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget