Latest Post

 বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হবার চূড়ান্ত সুপারিশ পাওয়ায় নিয়ামতপুরে আলোচনা সভা
Discussion meeting in Niamatpur after receiving the final recommendation of Bangladesh to become a developing country

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হবার চূড়ান্ত সুপারিশ পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা  পরিষদ স্থায়ী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন,খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ,সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম,  উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধার  আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম প্রমুখ।



আরো পড়ুন:




নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভা
Meeting of Education Development Committee of Asraya NCO project at Niamatpur

নওগাঁ নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৩ মার্চ) সকাল ১১ টায় নিয়ামতপুর আশ্রয় এনসিওর প্রকল্পের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলমের সভাপতিত্বে ও আশ্রয় এডুকেশন অর্গানাইজার অনন্যা রানী দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভায়  আশ্রয় এনসিওর প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দীনের প্রতিনিধিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা আশ্রয় এনসিওর ম্যানেজার মোঃ জিয়াউল রহমান।  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার, আব্দুল হান্নান, মাকসুদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ইডিসির সভাপতি নরুল ইসলাম, হাবিল মারান্ডি, ইউসির সহ-সভাপতি সাদেকুল ইসলাম, আঞ্জুয়ারা বেওয়া,মোহন টপ্পা, শামসুদ্দিন, নইমুদ্দিন, শিক্ষক আবুল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, বিধান কুমার, ডাক্তার শহিদুল ইসলাম, প্রভাষক ইব্রাহিম, আশ্রয় সিনিয়র এডুকেশন অর্গানাইজার সান্তি হাসদা, সন্ধ্যা রায়, ময়না রানী প্রমুখ।



আরো পড়ুন:




কেশবপুরের সড়কের পাশে সজিনার কাণ্ড রোপণ কার্যক্রম চলছে
Saginaw stems are being planted on the side of Keshabpur road


সজিনার ঔষধি গুণাগুণ : ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে, সজিনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধিগুণ আছে।পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে যশোরের কেশবপুর সড়কের পাশে তিন হাজার সজিনার কাণ্ড (কার্টিং) সরকারীভাবে লাগানো হচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলার চাঁদড়া থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের পাশে এডিপির অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই সজিনার কাণ্ড (কার্টিং) লাগানোর কার্যক্রম চলছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন গত বৃহস্পতিবার (৩১ মার্চ-২২) চিংড়া সড়কের পাশে সজিনার কাণ্ড (কাটিং) রোপণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুর রহমান, নূর ইসলাম, কবির আহমেদ, হাবিবুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে সড়কের পাশে প্রায় তিন হাজার সজিনার কাণ্ড (কার্টিং) রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দিনে শতাধিক কান্ড (কার্টিং) রোপণ করা হয়। সড়কের পাশে যে কৃষকের সীমানায় এ সজিনা গাছ লাগানো হয়েছে; তিনিই সজিনা খাবেন এবং দেখভাল করবেন’।

কৃষি কর্মকর্তা আরও বলেন, সজিনা বিষমুক্ত সবজি এবং খুবই উপকারী। এতে নানা ধরনের ঔষধি গুন রয়েছে। উচ্চ রক্তচাপ কমানোসহ সজিনা শরীরে পুষ্টি ও শক্তি জোগায়। সজিনা গাছ রোপণের মাধ্যমে কিছুটা হলেও পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব।




আরো পড়ুন:



বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, সুস্থতা কামনা
President of Vidyanandakati Union Krishak League injured in road accident, wishes recovery


কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার গোপাল চন্দ্র চৌধুরী শনিবার আনুমানিক দুপুর ২.৩০ টার সময় মটর সাইকেল দুর্ঘটনায় ভীষণভাবে আহত হয়ে যশোর কুইন্স হাপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান তিন খুব অসুস্থ। তিনি সকলের নিকট আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক বি,এম,ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আজাদ আবেদিন, সামিদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হিজলডাঙ্গা কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক তবিবুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহিতোষ ঘোষ, বিদ্যানন্দকাটি পূজা মন্দির কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, যশোর পবিস-২- এর প্রাক্তন জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সমাজসেবক তপন কুমার ব্রহ্ম, বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রধান কার্যালয়, ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম,  কেশবপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নন্দদুলাল বসু, সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, গ্রামীন কল্যাণ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক,   জাকির হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কর্মী রওশনারা ডটার, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমূখ।



আরো পড়ুন:



বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন
Election for the post of Guardian Member of Baduria Secondary School has been completed


কেশবপুরের সীমান্তবর্তী এলাকার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণ অভিভাবক সদস্য  পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩২০। এর মধ্যে মোঃ মোস্তাক বিশ্বাস ১৬৮ ভোট, মান্নান সরদার ১৬৬ ভোট, মোঃ কামরুজ্জামান ১৬১ ভোট এবং শক্তিপদ সরকার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সেখ ফিরোজ আহমেদ। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জি এম শরিফুল ইসলাম প্রমূখ।



আরো পড়ুন:




বিদ্যানন্দকাটি ইউনিয়নে সম্প্রীতি, শিক্ষা, সেবা সম্মেলন অনুষ্ঠিত 
Harmony, Education, Service Conference held at Vidyanandakati Union


চলো সবাই আলোর পথে সমাজ গড়ি এক সাথে এই প্রত্যয়কে সামনে রেখে বিদ্যানন্দকাটি ইউনিয়নে স্পন্দনশীল সমাজ গড়ার প্রত্যয়ে হাড়িয়াঘোপ, মুসলিম, হিন্দু, সম্প্রীতি সম্প্রদায় ও আঞ্চলিক বাহা’ই সমাজ-এর আয়োজনে হাড়িয়াঘোপ পূজা মন্দির প্রাঙ্গনে শুক্রবার দিনভর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় আধ্যাত্মিক পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বলাই দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। প্রধান আলোচক বাংলাদেশ আধ্যাত্মীক পরিষদের সাধারণ সম্পাদক ডঃ কলিস আলী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুকনগর কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনছুর আলী, অধ্যাপক ইবাদুল ইসলাম, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজিয়ার রহমান, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমূখ।


শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার সাথে কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন, গোপাল কৃষ্ণ বিশ্বাস, মাস্টার নূরুল ইসলাম, ফরহাদ, তাসনিম রহমান এশা, সুনীতা দেবনাথ, তৃষা খাতুন, শ্রাবন্তী দেবনাথ, মুন্নি ও মরিয়ম, শাহজালাল, রিহান, বাধন, মরিয়ম প্রমূখ। চিত্রাঙ্কন প্রতিযোগীতার দ্বয়িত্বে ছিলেন শিরিনা। সম্মেলনটি গুণীজনদের মিলনমেলায় পরিনত হয়।



আরো পড়ুন:




কেশবপুরের পাঁচপোতা মহাশ্মশানের যজ্ঞভুমিতে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান 
Eight-hour Mahanamayajna ceremony at the Yajna land of Panchpota Mahasmashan in Keshabpur


অশান্ত পৃথিবীতে হিংসা বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই, অধর্ম ও কু-সংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে পাঁচপোতা মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবারও পাঁচপোতা, বাউশলা, বসুন্তিয়া (বাদুড়িয়া মোড়), রামকৃষ্ণপুর, কেশবপুর, যশোর ও বাদুড়িয়া, ডুমুরিয়া, খুলনার সকল ভক্তবৃন্দরা আয়োজন করেছেন ৫ম বার্ষিকী অষ্ট প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তণ যজ্ঞানুষ্ঠান।


অনুষ্ঠানে নামামৃত পরিবেশনায় ছিলেন, যশোরের প্রভু রামকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার রাধাগোবিন্দ সম্প্রদায়,  যশোরের শ্রীগুরু সম্প্রদায়, সাতক্ষীরা ভাই ভাই সম্প্রদায়, যশোরের রাধারাণী সম্প্রদায়, অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন, যশোরের প্রভু রামকৃষ্ণ সম্প্রদায়ের শ্রী কৃষ্ণদাস গোস্বামী।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 পাঁচপোতা মহাশ্মশানের যজ্ঞভুমিতে ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার থেকে শুরু হয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার অষ্ট প্রহর শেষ হয়েছে। এর আগে ২৯ মার্চ মঙ্গলবার : রাত ১২টায় শ্রীশ্রী কালী মায়ের পূজা, ৩০ মার্চ বুধবার : মঙ্গলঘট প্রতিষ্ঠা, শ্রীমদ্ভগবত আলোচনা ও শুভাধিবাস কীর্তন, ৩১ মার্চ বৃহস্পতিবার : অরুণোদয় হতে হরিনাম সংকীর্তন সহযোগে অষ্টকালীন সেবা কার্যাদি। ১ এপ্রিল শুক্রবার : প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর-পরিক্রমা, দধিমঙ্গল, ভোগ-মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। রাত ৮টায়- পদাবলী কীর্তন পরিবেশন করবেন বলে জানিয়েছেন পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।

উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান অতিথির একান্ত সহকারী কনক রায়, যুবলীগের মোস্তাফিজুর রহমান মিন্টু, ছাত্রলীগের মাহফুজুর রহমানসহ অন্যান্য সফরসঙ্গীবৃন্দ, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া তারকেশ্বর দূর্গা মন্দিরের সহ-সভাপতি বাসুদেব দাস, বসুন্তিয়া মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শৈবাল কুমার রায়, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন সরদার, সমাজসেবক নন্দ আঢ্য, পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা জিতেন্দ্র নাথ সিংহ, সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ, সহ-সভাপতি অশোক বৈদ্য, সাধারণ সম্পাদক কীর্তন দাস, কোষাধ্যক্ষ ডাঃ তৃপ্তি রায়, সহকারী কোষাধ্যক্ষ মাস্টার সুজন বৈদ্য, বাদুড়িয়া বাজারের বিশিষ্ট সেবক ডাঃ অর্জুন কুমার রায়, রনজিৎ গোস্বামী, শ্যামল দাস, বিপ্লব দাস, মনি দাস, চন্দন দাস, অসীম দাস, তাপস দাস, রতন দাস, সুভাষ দাস, শুকুমার দাস, ডাঃ তরুণ সিংহ, সাধন কুমার সরকার প্রমূখ।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা জিতেন্দ্র নাথ সিংহ বলেন, আমরা বিদ্যুৎ পেয়েছি। পাঁচপোতা অসমাপ্ত রাস্তা, মহাশ্মশানের উন্নয়নসহ আমরা সরকারের কাছে সার্বিক সহযোগীতা কামনা করি। 

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস-এর নিকট রাস্তাসহ পাঁচপোতা মহাশ্মশান উন্নয়নের দাবী জানালে তিনি বলেন, আপনাদের দাবী আমি পূরণ করবো। আপনারা নৌকা ছাড়বেন না। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর থেকে আবারও এম,পি হিসাবে জনাব শাহীন চাকলাদার প্রার্থী হবেন, আমাদের সকলকে তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি পাঁচপোতা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র নাথ সিংহ-এর নিকট কিছু আর্থিক অনুদান তুলে দেন।


কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার বলেন, পাঁচপোতা মহাশ্মশান উন্নয়নে আমাদের সংগঠন থেকে যথাসাধ্য চেষ্টা করবো।



আরো পড়ুন:




পরশুরামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাপ্পী
Bappi returned as a corpse while visiting his sister's house in Parshuram


ফেনীর ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় মো. শাহারিয়ার বাপ্পী নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বাপ্পী ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শাহাজাহান মিয়ার ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পরশুরাম উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে যান বাপ্পী। শনিবার সকালে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।


পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই সড়ক দুর্ঘটনায়  আহত কলেজছাত্র মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।


ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মঈন উদ্দীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আরো পড়ুন:



Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget