Latest Post

ঝিনাইগাতী কুঞ্জবিলাস আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঘুম হারাম
Residents of Jhenaigati Kunjbilas Asrayan project are deprived of sleep


আকাশে মেঘ জমলেই ঝিনাইগাতীর আশ্রয়নের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে পরে। বৃষ্টি হলেতো কথাই নেই,  জেগেই  কাটাতে হয় সারারাত। ১১৯৯ সালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে এ আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর ৩৭এসটি ইউনিট ব্যাটালিয়ন  প্রকল্পটি বাস্তবায়ন করে। কুঞ্জবিলাস নামে এ আশ্রয়ন প্রকল্পে ৬ ব্যারাকে ৬০ জন গৃহহীন ছিন্নমুল ভুমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে এ কুঞ্জবিলাসে ছোট -বড় নারী পুরুষ ও শিশু কিশোরসহ প্রায় ২ শ লোকের বসবাস। এখানে বসবাসকারিরা  প্রায় সবাই দিনমজুর। অভাব অনটন দুঃখ আর দুর্দশাই এ আশ্রয়নের বাসিন্দাদের নিত্যসাথি। আশ্রয়নের ঘর হস্তান্তরের  পর থেকে  গত ২৩ বছরেও  ঘরগুলো আর সংস্কার করা হয়নি। দরিদ্র পরিবারের পক্ষে সংস্কার করা  সম্ভব হয়নি। ফলে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

৬ টি নলকূপ দেয়া হয়েছিল। তা অকেজো। নিচু স্থানে ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টি হলে ও বর্ষাকালে  ঘরগুলোতে থাকে হাটু পানি। এ সময় আশ্রয়নের বাসিন্দাদের দুর্ভোগের সীমা থাকে না।  সরেজমিনে অনুসন্ধানে গিয়ে আশ্রয়নের বাসিন্দাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। আশ্রয়নের সাধারণ সম্পাদক মো, দুদু মিয়াসহ অন্যান্যরা  আক্ষেপের সুরে বলেন,আকাশে মেঘজমলেই তাদের ঘুম হারাম হয়ে যায়। শুধু তাই নয় রাতে বৃষ্টিতে ভিজে ছেলে - মেয়ে নিয়ে দুর্ভোগের সীমা থাকে না।


ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন বহু আগে থেকেই ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। তিনি ঘরগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 



আরো পড়ুন:




রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূ‌ল্য জনগ‌ণের ক্রয়ক্ষমতার ম‌ধ্যে নিয়ন্ত্রণ নি‌য়ে আসুন - মাওলানা আব্দুল ওয়াদুদ 
Take control of daily necessities prices during Ramadan - Maulana Abdul Wadud


খেলাফত মজলিস সি‌লেট জেলা সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা সভাপতি ক্বাজী  মাওলানা আব্দুল ওয়াদুদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের জিবন যাত্রা নাকাল। খা‌দ্যের তাড়নায় মানুষ দিশেহারা । মধ‌্যবিত্ত থে‌কে সাধারন মানুষ টিসিবির গাড়ীর পেছ‌নে ভীড় করছে। প‌বিত্র রমযানুল মুবারক অত‌্যাসন্ন, তাই রামযা‌নে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূ‌ল্য জনগ‌ণের ক্রমক্ষমতার ম‌ধ্যে নি‌য়ে আসুন।

সুতরাং মানুষ যাতে একমুটো ভাত খে‌য়ে বাঁচতে পারে সে উদ্যোগ গ্রহণ ক‌রে বাজার মনিটরিং করুন এবং  নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উর্দ্ধগ‌তি নিয়ন্ত্রণ করুন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আজ(১ এপ্রিল  ২০২২ শুক্রবার) বিকাল বাদ আছর খেলাফত মজ‌লিস বিশ্বনাথ  উপ‌জেলা শাখার উ‌দ্যো‌গে উপ‌জেলা সদ‌রে রমযা‌নের প‌বিত্রতা রক্ষা ও দ্রব‌্যমূ‌ল্যের উর্দ্ধগ‌তির প্রতিবা‌দে এক বিক্ষুভ মি‌ছিল পরব‌র্তি সমা‌বেশ তি‌নি উপ‌রোক্ত কথাগু‌লো ব‌লেন। বিশ্বনাথ  উপজেলা সভাপ‌তি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ  এর সভাপ‌তি‌ত্বে ও পৌর শাখার সাধারন সম্পাদক হাফিজ  মাওলানা শরিফ উদ্দীন  এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় অনা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বিশ্বনাথ  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মাওলানা  ছাদিকুর রহমান । 


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি মোঃ সায়েফ আহমদ শায়েক, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, বায়তুলমাল সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক আনহার বিন সাইদ, শ্রমিক মজলিস নেতা হাবিবুর রহমান, দেওকলস ইউপি সভাপতি রাসেল শিকদার, অলংকারী ইউপি সভাপতি মজদুদ্দিন মাজেদ, পৌর শাখার ইমদাদুল্লাহ,খেলাফত মজলিস দশঘর ইউনিয়নের নেতা আব্দুল কাইয়ুম জিহাদী প্রমূখ।



আরো পড়ুন:




মহান স্বাধীনতা দিবস "সুবর্ণ জয়ন্তী" উদযাপন
Celebrating the great Independence Day "Golden Jubilee"


কমল নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডিসপ্লে প্রতিযোগীতায় ১ম স্থান  এবং কুচকাওয়াজে ৩য় স্থান অর্জন করেছে   ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইফ লাইন স্কুল এন্ড কলেজ। 

তাছাড়া শিক্ষার্থীদের আয়োজনে সন্তুষ্ট হয়ে  উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন সাহেব ৩০০০/- টাকা দরের একটি টাঙ্গাইল শাড়ী উপহার দিয়েছেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সজীব আল মারুফের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের এই সফলতার পিছনে সকল ছাত্র-শিক্ষকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে তিনি বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সোহেল রানা বাপ্পি কে। উল্লেখ্য যে, এর আগেও তারা অনেক বার ১ম স্থান অর্জন করেছে। 

অধ্যক্ষ আরো বলেন, পড়ালেখার পাশাপাশি এধরণের সাংস্কৃতিক আয়োজনে সফলতার এধারা অব্যাহত থাকবে। সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের কে নিয়ে ইনশাআল্লাহ।



আরো পড়ুন:



বহুমুখী সংকটে কমলনগর উপজেলায় দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা পাঠদান
Teaching of Darul Uloom Mohammadia Madrasa in Kamalnagar Upazila in a multi-faceted crisis


ভবন সংকট, শিক্ষকদের বেতন প্রদানে শূন্য তহবিল, জরাজীর্ণ ভবন,অসংখ্য সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার  চরবসু বাজার দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সামান্য বেতন ও স্থানীয় দেয়া অনুদান নিয়ে কোনমতে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক  মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, সরকারি ও বেসরকারি অনুদান না পেলে অচিরে বন্ধ হয়ে যেতে পারে মাদ্রাসা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসরাফিল  আরো জানিয়েছেন, বর্তমানে মাদ্রাসার ২টি শাখায় ৩৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। দরিদ্র এলাকায় হওয়ায় প্রতিমাসে অনেক শিক্ষার্থী টাকা দিতে পারে না। এছাড়া পরিচালনা কমিটি ও স্থানীয়দের সামান্য অনুদানে চলছে প্রতিষ্ঠানটি।


 মাদ্রাসার পরিচালনা কমিটির (সভাপ্রতির নাম দিবেন) বলেন, ১লা জানুয়ারী ২০১২ সালে দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা স্থাপিত হয়। বর্তমানে মাদ্রাসা ২৪নং চর বসু মৌজার আর এস১৯/১নং খতিয়ান যাহা নামজারি জমাখারিজ১৬১৩নং খতিয়ান বুক্ত ৯২দাগ অন্দরে ১৩শতক ভুমি উপর অবস্থিত ৷ আমাদের এলাকার মানুষজন খুবই গরীব। এই এলাকার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতে আমরা সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহায়তা কামনা করছি।


স্থানীয় একজন বলেন, মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম চমৎকার। লেখাপড়ার পরিবেষ ভালো। কিন্তু আর্থিক সংকট থাকায় মাদ্রাসাটি পরিচালনা করতে সমস্যা হচ্ছে। শ্রেণী কার্যক্রম পরিচালনায় নতুন ভবন ও শ্রেণী কক্ষের প্রয়োজন।



আরো পড়ুন:




কমলনগরে এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালিত
Ershad's 93rd birth anniversary was celebrated in Kamalnagar

লক্ষ্মীপুর কমলনগরে  জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২০মার্চ) বিকালে কমলনগর উপজেলা  জাতীয় পার্টি স্থানীয় চর লরেন্স বাজার জামে মসজিদে  দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক ইমামুজ্জামান বাশার,জাতীয় পাটির নেতা হোসেন মুরি,আলমগীর হোসেন,রাজুসহ জাতীয় পার্টির ৯টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকগন।


দোয়া ও আলোচনা শেষে জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা আক্রাম হোসেন।



আরো পড়ুন:



লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় নিবেদিতপ্রাণ ইউএনও কামরুজ্জামান 
Dedicated UNO Kamruzzaman in Kamalnagar upazila of Laxmipur district


লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান  বিগত ২০২০ সালে যোগদান করার পরপরই অল্পসময়ের ব্যবধানে তিনি কমলনগরবাসীর মন জয় করেন খুব সহজেই । একজন মানবিক ও নিবেদিতপ্রাণ অফিসার হিসাবে কমলনগর  উপজেলার সর্বমহলে পরিচিতি লাভ করেছেন।

আমাদের দেশে সাধারণ মানুষ অনেক সময় প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন, কারণ তারা ডিঙাতে পারেন না কর্মকর্তাদের অফিসের দরজা। সরকারি সেবা পাওয়া আর সোনার হরিণ মনে হয় সমান। দিনের পর দিন ঘুরে কাজ করাতে না পেরে মানুষ আস্থা হারাচ্ছে সরকারি অফিস ও অফিসারদের উপর। কিন্তু এর ব্যতিক্রমও আছেন। তেমনই একজন ব্যাতিক্রম বর্তমানে কমলনগর  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন মোঃ কামরুজ্জামান। 


উপকূলীয় অঞ্চলে গঠিত নদী ভাংগনের শিকার  কমলনগর উপজেলা।  কিন্তু ভালো কাজ, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে ইতোমধ্যেই মোঃ কামরুজ্জামান জয় করে নিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষের মন। ক্ষমতাবান মানুষ থেকে শুরু করে সাধারন দিনমজুর সবার কথা তিনি শোনের মনোযোগ সহকারে। সাধারণের জন্য নিজের অফিসের দ্বার অবারিত করতে তিনি নিয়েছেন ব্যতিক্রমী পদক্ষেপ। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সাধারণত যেখানে সরকারি কর্মকর্তাদের অফিসের দরজা ডিঙাতে না পারায় দেশের অধিকাংশ সাধারণ মানুষ প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন। উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেই দূরত্ব কমাতে মোঃ কামরুজ্জামান  নিজেই সাধারণত মানুষের সাথে কথা বলে তাদের নিজেদের কষ্টের কথা শুনেন। এবং সমাধানের করেন।


তাঁর কর্মকৌশল, ন্যায় নিষ্ঠা, সময়োপযোগী কর্মকাণ্ডের জন্য কমলনগরবাসীর মনের মণিকোঠায় স্থান লাভ করে চলেছেন। সরকারী সকল দিকনির্দেশনা বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। বলতে গেলে অনেকটা করোনা ঝুঁকিকে মাথায় নিয়েই তাঁর কমলনগরে পদার্পণ। স্কুল-কলেজ-মাদ্রাসা মসজিদ মন্দির গীতা শিক্ষার স্কুলসহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি পদার্পণ করে থাকেন, মানুষ যে কোন কাজে যান তিনি কাজ করার চেষ্টা করেন বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। গতবছর (২০২০ সনে) যখন বৈশ্বিক করোনা প্রতিরোধে দেশব্যাপী আতংক চলমান এবং করোনার মোকাবেলায় প্রস্তুতি চলছে এমনি সময়ে মোঃ কামরুজ্জামান কমলনগরে করোনা প্রতিরোধে করোনা যোদ্ধা হিসাবে আবির্ভূত হন


করোনা প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়ে মাঠে নামেন তিনি। অদ্যাবধি করোনা প্রতিরোধে ও কমলনগর  কে করোনা থেকে রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করে তুলতে ও মাক্স পরিধান নিশ্চিতে এবং স্বাস্থবিধি যথাযথভাবে মেনে চলতে কাজ করে চলেছেন নিরলসভাবে।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

সাংবাদিক বান্ধব এই প্রশাসনিক কর্মকর্তা করোনা প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা পুলিশ প্রসাশন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিকদের সমভিব্যাহারে সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ফলশ্রুতিতে অদ্যাবধি করোনা সংক্রমনে অনেকটা নিরাপদ অবস্থানে আছে কমলনগর। 


করোনা সংক্রমণ প্রতিরোধে ও করোনা মোকাবেলায় তিনি কখনো কঠোর আবার কখনও কৌশলে পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ ও গৃহবন্দীদের জন্য মানবিক আচরন করে চলেছেন। একদিকে যেমন সরকারী নির্দেশনা বাস্তবায়নে তিনি কঠোর অন্যদিকে দরিদ্র, অসহায়ের সহায়। তিনি অসহায়, দুস্থদের মাঝে নিজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।


এছাড়াও মোঃ কামরুজ্জামান দায়িত্ব পালন কালে অবকাঠামো উন্নয়ন সহ সরকারি সকল উন্নয়নমূলক কাজের শতভাগ বাস্তবায়ন। উপজেলার ভূমিহীন নদীভাঙ্গা গূহহীন পরিবারের স্থায়ী ঠিকানা রাস্তাঘাটে স্কুল-কলেজ নির্মাণে দারুন উদাহরণ সৃষ্টি করেছেন। 


মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় 750 টি ঘর নির্মাণেও তদারকিসহ স্বচ্ছ ভাবে  সুফলভোগী যাচাই-বাছাই করেন তিনি নিজেই।

সরকারি মানবিক সহায়তা বয়স্ক, বিধবা, মুক্তিযুদ্ধা, প্রতিবন্ধী,যুব, নারী কল্যাণে উপজেলা বিভিন্ন কমর্কতাদের সাথে সমন্বয় করে উন্নয়ন করে যাছেন ইউ এন ও মোঃ কামরুজ্জামান ।

আরো পড়ুন: রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন! 

এছাড়াও উপজেলা শিশু পার্ক,প্রশাসনিক ভবনের অফিস রুম আধুনিকায়ন,মসজিদের সুদৃশ্য  অযুখানা,অফিসার্স ক্লাব নির্মাণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণে ভূমিকা রেখে চলেছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। 


উপজেলার কয়েকজন মানুষের সাথে কথা বলে জানাযায়, কমলনগর উপজেলার ইতিহাসে এমন জনবান্ধব ইউএনও তারা দেখিনি। উনি অল্প কয়েকদিনে যেভাবে সকলের ভালোবাসা ও দোয়া পেয়েছেন, এই দেশ একদিন উনার মতো ভালো লোকের কারণেই উন্নতির শিখরে আরোহন করবে। উনি আছেন আমাদের উপজেলার সকল মানুষের হৃদয়ে। 


নিজের এমন মানবিক কাজের বিষয়ে জানতে চাইলে মোঃ কামরুজ্জামান বলেন, উপকূলীয় নদী ভাংগনের শিকার মানুষগুলোসহ সকলের মান উন্নয়নে বর্তমান সরকারের উদ্বেগ বাস্তবায়নে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। সেই সাথে সরকারি অফিসগুলো তৈরি করা হয় জনসাধারণের কাজের জন্য। আমি যদি আমার অফিসে প্রবেশের জন্য কাউকে বাধা দিই, অফিসের ও সাধারণ মানুষের মাঝে পর্দা দিই, দেয়াল তুলি, তাহলে তারা কীভাবে সেবা নেবে। আমরা চাই জনসাধারণের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব থাকবে না। জনসেবার জন্যই আমাদের প্রশাসন। আমার এখানে সেবা নিতে আসা সকলের সাথে আমি নিজেই কথা বলি তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি। 


তিনি আরো বলেন, আমি সাধারণ মানুষের সাথে মিলে মিশে কাজ করি তাই  এখন সবাই নির্ভয়ে তাদের বিভিন্ন বিষয় নিয়ে অফিসে কথা বলতে আসে। কেউ আসেন সামাজিক সমস্যা কিংবা অভিযোগ নিয়ে। দরিদ্র মানুষরা বয়স্কভাতা, বিধবাভাতার জন্য আসেন।


মোঃ কামরুজ্জামান জন্ম কিশোরগন্জ  জেলার কটিয়াদি  উপজেলায়। রাঙ্গামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।  । ২০২০ সালের ৮ ই অক্টোবর  থেকে লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।



আরো পড়ুন:


পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের লামা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
Lama Upazila Conference of Chittagong Hill Tracts Women's Council held


বান্দরবান জেলার লামা উপজেলা প্রেসক্লাবের হলরুমে ২৮শে মার্চ সোমবার পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সম্মেলন -২০২২অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নওমুসলিম ফাতেমা চাকমাকে সভাপতি এবং রাবেয়া আক্তারকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটির ঘোষণা করা হয়। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম,যুগ্ম সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী সাংবাদিক রুহুল আমিন, লামা উপজেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান।সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব)আবদুল আজিজ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে     পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন - ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী পার্বত্য সন্ত্রাসীদের দমনে সরকারকে কঠোর হতে হবে। চুক্তি লঙ্ঘন করে পার্বত্য এলাকায় নির্বিচারে হত্যার দায়ে সন্তু লারমার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আন্ঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করতে হবে। পার্বত্য এলাকা নিয়ে  সন্তু লারমা দেশবিদেশে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং পার্বত্য ভুমিকে আলাদা রাষ্ট্র করার গভীর ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। ৩৬ হাজার বাঙালি হত্যা করে এখন নিরীহ উপজাতি হত্যার মিশনে নেমেছে সন্তু বাহিনী। রাষ্ট্রদ্রোহি সন্তু লারমার যুদ্ধাপরাধে আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার হওয়ার দরকার।সম্মেলনে বক্তারা ইউএনডিপির বৈষম্যমূলক কার্যক্রমের নিন্দা জানান।



আরো পড়ুন:




ঝিনাইগাতীতে বাংলাদেশ তাঁতীলীগ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
The 19th founding anniversary of Bangladesh Tanti League was celebrated in Jhenaigati

সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ তাঁতীলীগ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা তাঁতীলীগ এর আহবায়ক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জামাল শেখের উপস্থাপনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সেলিম, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মিন্টু মিয়া, বাংলাদেশ তাঁতীলীগ শেরপুর জেলা শাখার সদস্য একেএম সারোয়ার প্রমুখ। 


উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মি সহ বাংলাদেশ তাঁতীলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার সকল নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।



আরো পড়ুন:




Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget