Latest Post

 বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই পয়েন্টের নিশ্চয়তা নয়
Match against Bangladesh does not mean guarantee of points


মাসখানেক আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে যখন সুপার লিগ পয়েন্ট তালিকায় ১০০ পয়েন্ট পাওয়া প্রথম দল হলো বাংলাদেশ, তখনো কত হিসাব-নিকাশ! ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ এই সুপার লিগে সেরা সাত দলের মধ্যে থাকতে পারবে তো বাংলাদেশ?


আফগানিস্তানের কাছে সিরিজের তৃতীয় ম্যাচটা বাংলাদেশ হেরে যাওয়ায় হিসাব-নিকাশে শঙ্কার পাল্লা আরও ভারী হয়েছে। তখন পর্যন্ত হিসাব, পরের সিরিজটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে কখনো দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে গতকাল প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয়ে বাংলাদেশ ইতিহাসটা একটু বদলে দেওয়ায় হিসাব-নিকাশে কোনো আহামরি বদল আসেনি। তবে সুপার লিগ শেষে দুই দলের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা নিয়ে দুই রকম ভাবনা জাগিয়েছে। বাংলাদেশ যেখানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থানটা আরেকটু সুসংহত করেছে, দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়াই এখন সংশয়ে।


সিরিজের বাকি দুই ম্যাচে তাই জয় এখন খুব দরকার দক্ষিণ আফ্রিকার। তবে দলটির অধিনায়ক টেম্বা বাভুমা সতর্ক। তাঁর সোজা কথা, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই তো আর পয়েন্টের নিশ্চয়তা নয়!

১৩ দলের সুপার লিগে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে, ১৬ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ১১০। তালিকার দুই নম্বরে থাকা ইংল্যান্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তামিম-সাকিবরা।

 অবশ্য ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট বলে পয়েন্টের ব্যবধানটা অত বড় মনে হয় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের পর বাংলাদেশ আগামী মে মাসে সিরিজ খেলবে আয়ারল্যান্ডের মাটিতে, এরপর ২০২৩ সালের মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা? ১১ ম্যাচ শেষে মাত্র ৩৯ পয়েন্ট তাদের। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক ভারতের পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে প্রথম সাত কিংবা আট দল সরাসরি যাবে বিশ্বকাপে, এই মুহূর্তে সাত নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯ ম্যাচে ৬০, আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের ১৫ ম্যাচে ৫০। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরের দুই ম্যাচ জিতলে (এবং নির্ধারিত ৫০ ওভার শেষ করায় ধীরগতির কারণে পয়েন্ট না হারালে) দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৫৯।

সুপার লিগের নিয়ম অনুযায়ী, স্বাগতিক ভারত তো সরাসরি সুযোগ পাবেই বিশ্বকাপে, ভারত যদি পয়েন্ট তালিকার সেরা আট দলের মধ্যে থাকে, সে ক্ষেত্রে প্রথম আট দল সরাসরি যাবে বিশ্বকাপে। আর ভারতের অবস্থান ৮-এর নিচে হলে সুপার লিগ থেকে প্রথম সাত দল যাবে বিশ্বকাপে। 


১৩ দলের বাকি পাঁচ দল আনুষ্ঠানিক বাছাইপর্ব খেলবে নিচের স্তরের বাছাইপর্ব পেরিয়ে আসা আরও পাঁচ দলের সঙ্গে, ১০ দলের সেই বাছাইপর্ব থেকে ২ দল সুযোগ পাবে বিশ্বকাপে।


গতকাল বাংলাদেশের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়ার শঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছে ম্যাচের পরের সংবাদ সম্মেলনে। তাতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার উত্তর, ‘(সুপার লিগে) পয়েন্টের হিসাব করলে বলব, জানি না এই হার আমাদের কোথায় রেখেছে। শুধু এতটুকুই জানি, রোববারের ম্যাচটা জিততেই হবে, আর সেটিতে জিততে আমাদের তিন বিভাগেই আরও ভালো করতে হবে। এ কাজ ধারাবাহিকভাবে সব ম্যাচেই করে যেতে পারলে পয়েন্টের হিসাব এমনিই ঠিক হয়ে যাবে। বাংলাদেশের বিপক্ষে খেলছি, সে কারণে তো আর পয়েন্ট পাব নিশ্চিত ধরে নিয়ে মাঠে নামতে পারি না।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সুপার লিগ নিয়ে আরও যা জেনে নিতে পারেন

পয়েন্টের হিসাব কীভাবে

জয়ের জন্য ১০ পয়েন্ট। কোনো ফল না হলে দুই দলকে ৫ পয়েন্ট করে দেওয়া হবে। হেরে যাওয়া দল কোনো পয়েন্ট পাবে না। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

তবে আরও কিছু নিয়ম এ ক্ষেত্রে প্রভাব ফেলে।

১. পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট ভাগাভাগির ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যদি আইসিসির ‘পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়া’ অনুযায়ী মাঠ খেলার অনুপযুক্ত থাকে, সে ক্ষেত্রে সফরকারী দলই পুরো ১০ পয়েন্ট পাবে।

২. কোনো দলের ওভাররেট ধীর হলে, অর্থাৎ ৫০ ওভার বোলিংয়ের নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগলে সে ক্ষেত্রে ম্যাচের পয়েন্ট থেকে ১ পয়েন্ট কেটে নেওয়া হবে। এখন পর্যন্ত ভারত (১ ম্যাচ), দক্ষিণ আফ্রিকা (১ ম্যাচ) ও শ্রীলঙ্কা (৩ ম্যাচ) স্লো ওভাররেটের কারণে পয়েন্ট হারিয়েছে।


৩. কোনো ম্যাচ টাই হলে, অর্থাৎ দুই দলেরই ইনিংস সমান রানে শেষ হলে সে ক্ষেত্রে সুপার ওভার হবে। সুপার ওভার শেষেও সমতা থাকলে যতক্ষণ পর্যন্ত না বিজয়ী নির্ধারিত হয়, ততক্ষণ পর্যন্ত একটি করে সুপার ওভার হতেই থাকবে।


দুই দলের পয়েন্ট সমান হলে

সুপার লিগের পয়েন্ট তালিকায় যদি দুই দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে কী হবে? সহজ নিয়ম! প্রথমে দেখা হবে সমান পয়েন্ট পাওয়া দুই দলের মধ্যে কারা বেশি ম্যাচ জিতেছে। সেখানেও মিলে গেলে হিসাবে আসবে নেট রানরেট। সেখানেও পার্থক্য তৈরি না হলে? ২০২০ সালের ১ জুলাই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে যারা এগিয়ে ছিল, তারাই চলে যাবে বিশ্বকাপে। 

আরো পড়ুন:






 প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
An exchange meeting was held with the candidates on law and order


ভোলার লালমোহনের ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা  প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার বিকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এবং নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজীর সঞ্চালনায় এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ,  প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বদরপুর ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এসময় নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে হয় তার দাবী জানান তারা।

উল্লেখ্য আগামী ২১ মার্চ লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ ইউনিয়নটিতে মোট ভোটার ২৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।


আরো পড়ুন:


 সড়ক সংস্কারে ধীরগতি, ধর্মঘটের ডাক
Slow down road reforms, call for strike


সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন পরিবহণ শ্রমিকরা। দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। 


শনিবার বিকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-রামপাশা বৈরাগী সড়কের বাস মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী। 


আগামী সোমবার সকাল ১০টায় পীরের বাজার ও মিয়ার বাজারে তাদের গাড়ি সড়কে রেখে সড়ক অবরোধ করবেন। আর সেটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে তিনি জানান। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তিনি বলেন, দীর্ঘ দুই বছর ধরে সাব-ঠিকাদার সোহেল খান সংশ্লিস্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে তার ইচ্ছেমতো সময় নিয়ে বারবার সড়ক বন্ধ করে কাজ করছেন। এতে শ্রমিক অতিষ্ঠ আর তাদের গাড়ি হচ্ছে নষ্ট। একাধিকবার মেয়াদ শেষ হলেও শেষ হচ্ছে না এই সড়ক সংস্কার কাজ। ফলে যাত্রীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি জীবনের ঝুঁকি নিচ্ছেন চালকরাও। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ আর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এ ব্যাপারে বক্তব্য নিতে সাব-ঠিকাদার সোহেল খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। 

সড়ক সংস্কার কাজের এসও উপজেলা উপসহকারী প্রকৌশলী ফজলুল হক বলেন, বর্তমানে কাজের গতি অনেকটা বেশি আছে। এমনভাবে চলতে থাকলে বেশি দিন লাগবে না।



আরো পড়ুন:

 শেরপুরে বন্যহাতির আক্রমনে এক যুবক আহত
A young man was injured in a wild elephant attack in Sherpur



শেরপুর জেলার  নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামে বন্যহাতির আক্রমনে হযরত আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকার মোহাম্মদ আলীর মানসিক প্রতিবন্ধি ছেলে। শনিবার (১৯ মার্চ) দুপুরে সীমান্তবর্তী দাওধারা এলাকার গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে খাদ্যের সন্ধানে বন বিভাগের সামাজিক বন ও লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির দল। খেয়ে সাবাড় করছে বোরো ফসলের মাঠ। বিনষ্ট করলে গাছপালা। শাবকসহ ২২-২৫টি বন্যহাতির একটি দল উপজেলার দাওধারা-কাটাবাড়ী এলাকার পাহাড়ে অবস্থান করছে। হাতির দলটি পাহাড়ের গহীন জঙ্গলে থাকলেও বেশিরভাগ সময় বন বিভাগের সামাজিক বন ও পাহাড়ী টিলার মাঝখানে থাকা বোরো ধানের ক্ষেতে হানা দিয়ে চলেছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আহতের মা জয়গন বেগম জানান, শনিবার দুপুরে তাদের মানসিক প্রতিবন্ধী ছেলে হযরত আলী বাড়ী থেকে বেড়িয়ে পাহাড়ের গহীনে চড়াতে দেওয়া গরুর খোঁজ নিতে গেলে খাদ্যের সন্ধানে নেমে আসা বন্যহাতি তার উপর আক্রমণ চালায়। তাকে শুঁড় দিয়ে পেচিয়ে এবং বা দিয়ে পিষে গুরুতর জখম করে। এসময় আহত হযরত আলী ও হাতির চিৎকার শোনে পাহাড়ে গরু চড়াতে যাওয়া সৈয়দ আলী ও মোখলেছসহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম জানান, আমরা ইতিমধ্যেই আহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। আবেদন সাপেক্ষে নিয়ম অনুযায়ী আহত ব্যক্তিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বন্যহাতি দ্বারা যে কেউ যে কোন ধরণের ক্ষতির শিকার হলে সরকারীভাবে সে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।


আরো পড়ুন:


 ১ লাখ ৪৫ হাজার ৬৯৭ কার্ডধারী পাচ্ছেন টিসিবির পণ্য
1 lakh 45 thousand 697 cardholders are getting TCB products


পাবনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১ লাখ ৪৫ হাজার ৬৯৭ কার্ডধারী পরিবারকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির কম মূল্যের পণ্য বিতরণ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল রবিবার থেকে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এই সব পণ্য বিতরণ করবে পাবনা জেলা প্রশাসন।টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। 


জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, নির্ধারিত পয়েন্টে দাঁড়ানো ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা, ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। তিনি আরো জানান, করোনকালীন সময়ে যাদেরকে মোবাইলের মাধ্যমে সরকারের আর্থিক সহায়তা দেয়া হয়েছে সেই ডাটাবেজ অনুযায়ী এই কার্ড তৈরি করা হয়েছে। যদি কোনও কার্ডধারী অনুপস্থিত থাকেন তাহলে উপস্থিত যেকারোর মাঝে অবশিষ্ট পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতারের পরিচালনায় পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি মির্জা আজাদ, শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ-সম্পাদক আহমেদ তপু, বাসসের রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের রিজভী জয়, ডিবিসির পার্থ হাসান, গাজী টিভির ইমরোজ খন্দকার পাপ্পী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:




 প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে
Each house will be illuminated by electric light


প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই দূর্গমের বসবাস করা মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনার উদ্যোগ কেউ আলো বিহীন থাকবে না। তাই শেখ হাসিনার উদ্যোগ পাহাড়ে প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। 

সে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা।তিনি শনিবার (১৯ মার্চ) এগারটায় উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ ও বিভিন্ন উদ্ভোধন শেষে স্থায়ীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর 

বাহাদুর উসৈশিং।তিনি আরও বলেন,এই এলাকার মানুষ ভিক্ষা করেনা। এই এলাকার মানুষ কাজ করে খায়,ভিক্ষা পছন্দ করেনা। কাজ করা হাত গুলোকে আরও শক্তিশালী করতে আমাদের শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। জুমে তুলা বাগান ও আখ চাষ হবে । এই এলাকায় কেউ বেকার থাকবে না। খুব তাড়াতাড়ি পার্বত্য ও হাওর অঞ্চল টেলিটক নেটওয়ার্কের আওতায় আসবে এই 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের মন্ত্রীর সাথে কথা হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, (অতিরিক্ত সচিব), চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় 


সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের পরিচালক মোহাম্মদ 

হারুন অর রশীদ (উপসচিব),জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী শামীম,আলীকদম 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির সরকার ,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মার্মা,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা জামানসহ জেলা উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের প্রশিক্ষণ ও ১২৩৫ জনকে সোলার প্যানেল বিতরণসহ পার্বত্য 

উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প উদ্ভোধন করেন প্রধান অতিথি।


আরো পড়ুন:





 পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ৬ 
6 injured including mad dog bite


বোয়ালখালীতে এক পাগলা কুকুরের কামড় ও আঁচড়ে ৩ নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার  উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সারোয়াতলীর কুলছুমা বেগম(৫০), ছখিনা বেগম (৩৫), রাবেয়া বেগম(৬০), মো. কাশেম(৪০), মো. বাচা (৬৫) ও পূর্ব শাকপুরার তরুণ দে (৬৫)। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

স্থানীয় বাসিন্দা বাবর মুনাফ জানান, শনিবার সকাল থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড় ও আঁচড় দিতে থাকে। দুপুরের দিকে এলাকবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget