Latest Post

 রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা  মালিককে ফিরিয়ে দিলেন কলেজ ছাত্র
The college student returned the 6 lakh 44 thousand rupees collected on the road to the owner


রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন ছাত্র

ফেনীর ফুলগাজীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে অনন্য স্থাপন করেছেন নিজাম উদ্দিন নামের এক কলেজ ছাত্র।সে উপজেলার জিএমহাট ইউনিয়নের হাজী মনির আহাম্মদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।তার বাড়ী জি এম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

জানা গেছে গতকাল বিকালে মুন্সিরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে একটি ব্যাগ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সে ব্যাগটি হাতে তুলে নেয়। পরে ব্যাগটি খুলে দেখেন ব্যাগের ভিতর ৬লাখ ৪৪ হাজার টাকা। সে সাথে সাথে তার শিক্ষক দেবাশীষ বাবুকে ফোন দেয়। ব্যাগে ইসলামী ব্যাংকের লগো দেখে  এবং দেবাশীষ বাবুর পরামর্শে সে জিএমহাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গিয়ে লোকটিকে খোঁজ বের করে করে কুড়িয়ে পাওয়া টাকাগুলো মালিকে ফেরত দেয়। হারানো টাকা ফেরত পেয়ে  টাকার প্রকৃত মালিক তাকে উপহার হিসাবে কিছু টাকা দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি।

এদিকে কলেজছাত্র নিজাম উদ্দিনের এমন সততায় মুগ্ধ হয়ে মঙ্গলবার  দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কৃত করেছেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন।


আরো পড়ুন:

 স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
Husband sentenced to death for killing wife


ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামে স্ত্রী আয়েশা আক্তার মুক্তা হত্যার দায়ে স্বামী আবদুল কাদেরের মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত।মঙ্গলবার ১৫ মার্চ ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছসুফ এ রায় প্রদান করেন।


মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল কাদেরের সাথে ২০১২ সালে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের কন্যা আয়েশা আক্তার মুক্তার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পরে ২০১২ সালের ৫ জানুয়ারি রাতে আসামি আবদুল কাদের তার শোবার ঘরে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর প্রচার করে মুক্তা আকস্মিকভাবে অসুস্থ ও সংজ্ঞাহীন হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 এরপর মুক্তার মা বাদী হয়ে ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা রুজু করে। পরে মুক্তার মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়না তদন্ত হলে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যায়। তখন মুক্তার মা ফিরোজা বেগম থানায় অভিযোগ করেন মুক্তাকে কাদের গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। আদালত দীর্ঘ শুনানির পর ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছসুফ এ রায় প্রদান করেন।


রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক।


আরো পড়ুন:


 বাইডেন-ব্লিংকেন-হিলারির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
Russia imposes sanctions on Biden-Blinken-Hillary


ইউক্রেনের সঙ্গে সংঘাতের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়াস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যানসিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যান্টনি ব্লিংকেন ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন​সাকির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের "পারস্পরিকতার ভিত্তিতে" রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে।


তবে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞা আরোপকৃত ব্যক্তিদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য পথ খোলা রয়েছে। তারা আমাদের জাতীয় স্বার্থ পূরণ করলে আমরা সম্পর্ক বজায় রাখার বিষয়ে দ্বিমত পোষণ করবো না। এমনকি উচ্চ-পর্যায়ে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনে নিষেধাজ্ঞার অধীনে আসা ব্যক্তিদের নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান করা হবে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা, সামরিক, আইন প্রণেতা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং মিডিয়ার ব্যক্তিসহ যারা রাশিয়ার বিরুদ্ধে ঘৃণাকে উস্কে দিতে অবদান রাখবে, তাদের এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে মঙ্গলবার (১৫ মার্চ) পর্যন্ত টানা ২০ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। 


ইউক্রেনে পুতিন আগ্রাসন চালাতে পারেন, এমন শঙ্কায় পশ্চিমা বিশ্বের মধ্যে গত বছরের শেষ দিক থেকে শুরু হয় ‘দৌড়ঝাপ’। এ নিয়ে পশ্চিমা বিশ্বের শীর্ষ নেতারা রাশিয়ার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, দিয়েছিলেন কঠোর হুঁশিয়ারি। কিন্তু কোনোভাবেই তারা রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তকে দমাতে পারেননি। আর এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া। 


আরো পড়ুন:

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছে ৪০ হাজার সিরীয়

40,000 Syrians have signed up to fight for Russia in the Ukraine war


ইউক্রেন যুদ্ধে জয় পেতে সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা আনার বিষয়ে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন জানিয়েছিলেন, যারা শুধুমাত্র অর্থের বিষয়টি বিবেচনা করবে না তাদেরই সুযোগ দেওয়া হবে।

পুতিন সম্মতি দেওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার সিরীয় যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নিজেদের নাম লিখিয়েছে। 


রুশ প্রেসিডেন্ট টাকা পয়সার বিষয়টি মূখ্য হিসেবে না ধরতে বললেও সিরীয় যোদ্ধাদের লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছে রাশিয়া। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এমন একটি সংঘটনের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়া কথা দিয়েছে ইউক্রেনে যুদ্ধ করতে আসলে প্রতি মাসে ১ হাজার ১০০ ডলার বেতন দেওয়া হবে। 


যেখানে সিরিয়াতে তারা মাসে মাত্র ৩০-৩৫ ডলার আয় করে থাকেন। 

তাছাড়া কেউ যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে ৭ হাজার ৭০০ ডলার। 


আর যদি কেউ ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাহলে সেই যোদ্ধার পরিবারকে ১৬ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা দিয়েছে রাশিয়া। 


সূত্র: আল জাজিরা


আরো পড়ুন:


 যুদ্ধের মধ্যেই কিয়েভে যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী
The prime ministers of the three countries are going to Kiev during the war


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সাথে বৈঠক করেন তারা। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে পেত্র ফিয়ালা লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করাই এ সফরের উদ্দেশ্য। এ ছাড়া এ সফরে ইউক্রেন ও ইউক্রেনীয় নাগরিকদের জন্য ত্রাণসহায়তা তুলে দেয়া হবে।

পোলিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখাল বরজিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ তিন দেশের নেতা জেলেনস্কির সাথে কথা বলবেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে ত্রাণসহায়তা উপহার দেবেন তারা। বরজিক আরো জানান, তিন দেশীয় প্রতিনিধিদলটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে।

এ দিকে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন।

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির : অভিযানরত রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান তিনি। গত শতকের নব্বইয়ের দশকে চেচনিয়ার বিদ্রোহীদের দমন অভিযানে যত সংখ্যক রুশ সেনার মৃত্যু হয়েছিল, ইউক্রেন অভিযানের গত ২০ দিনে তার চেয়েও অধিক রুশ সেনা মৃত্যুবরণ করেছেন- উল্লেখ করে ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি জানি, আপনারা বেঁচে থাকতে চান।’

হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া, কিয়েভে কারফিউ ঘোষণা : রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ বলেছে, আগ্রাসী বাহিনী ইউক্রেনের রাজধানী দখলে মরণ কামড় দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিয়েভের মেয়র রাজধানীতে ৩৫ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন; যা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা থেকে। মঙ্গলবার ভোরের কিছু আগে শহরের কেন্দ্রস্থলে দু’টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার শেষ রাতের দিকে ইউক্রেনের সামরিক বাহিনী শত্রুপক্ষের একটি ড্রোনকে লক্ষ্যবস্তু বানানোর পর রাজধানীজুড়ে বুলেটের ঝলকানি দেখা গেছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পোল্যান্ডেও রাশিয়ার আগ্রাসনের আশঙ্কা : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী পোল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ইউক্রেনে এই যুদ্ধ পোল্যান্ডে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। দেশটি মূলত দুই দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এক দিকে রুশ আগ্রাসনে দেশ ছেড়ে পালানো ইউক্রেনীয় শরণার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। অন্য দিকে নিজ সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কটে প্রথম সাড়া দিয়েছে পোল্যান্ড। গত ২০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৭ লাখের বেশি ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে দেশটি। সাংস্কৃতিক, ভাষাগত অথবা পারিবারিক বন্ধনের কারণে অনেক ইউক্রেনীয় পোল্যান্ডে যাওয়ার পর সেখানেই থেকে যাচ্ছেন। তবে কেউ কেউ পোল্যান্ড থেকে ইউরোপের অন্যান্য দেশেও পাড়ি জমিয়েছেন।

মে মাসে যুদ্ধ সমাপ্তির আশা করছে ইউক্রেন : আগামী মে মাসের শুরুর দিকে রাশিয়ার চলমান সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির সরকারের এক উপদেষ্টা বলছেন, এখন যে পরিস্থিতি চলছে, তাতে আগামী মে মাসের শুরুতে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সরঞ্জাম শেষ হয়ে যাবে এবং এতে করে সে সময় যুদ্ধ বন্ধ হতে পারে। ইউক্রেন সরকারের ওই উপদেষ্টার নাম অলেকসি অ্যারেস্টোভিচ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সোমবার রাতে অলেকসি অ্যারেস্টোভিচ বলেন, আমি মনে করি মে মাসের পরে নয়, মে মাসের শুরুতেই আমরা একটি শান্তি চুক্তি পাবো। এ সময় তিনি সামনের মাসগুলোতে দু’টি সম্ভাব্য ফলাফলের রূপরেখা দেন।

টিভি টাওয়ারে রাশিয়ার হামলায় নিহত ৯ : ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। সোমবার পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে খবর পড়ার মধ্যেই যুদ্ধের প্রতিবাদ : টানা প্রায় তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। মস্কোর এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভ করছেন রুশ নাগরিকরাও। বিপুল সংখ্যক রুশ বিক্ষোভকারীকে আটক করেও যে প্রতিবাদ দমানো যায়নি তার চিত্র উঠে এলো রাশিয়ার একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। চ্যানেল ওয়ান নামে ওই রুশ টিভি চ্যানেলে খবর পড়ার মধ্যেই ক্যামেরার সামনে যুদ্ধের প্রতিবাদ করেন এক নারী। চ্যানেলটিতে সেসময় সংবাদ পাঠের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইভিনিং নিউজ প্রোগ্রামের সময় রাশিয়ার ওই রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, সংবাদ পাঠের সময় উপস্থাপকের পেছনে প্ল্যাকার্ড হাতে দাঁড়ান এক নারী সংবাদকর্মী।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০, একে-অপরকে দুষছে রাশিয়া-ইউক্রেন : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলায় আরো ২৮ জন আহত হয়েছেন জানিয়ে মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলা করেছে। অবশ্য দোনেতস্কে হামলা বা হতাহতের বিষয়ে ইউক্রেনকে দোষারোপ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রমাণ সামনে আনেনি। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছেন। রয়টার্স স্বাধীনভাবে উভয় পক্ষের বিবৃতি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। সোমবার রুশ গণমাধ্যম জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র দোনেতস্কের কেন্দ্রে আঘাত হানে এবং এতে ২০ জন নিহত ও আরো অনেকে আহত হন।

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে হামলার ঘোষণা রাশিয়ার : ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কারাখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা-ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো পড়ুন:



 ভোজ্যতেলের ভ্যাট আসলে কতটা কমছে?
How much is VAT on edible oil actually reduced?


ভোজ্যতেলের ভ্যাট তুলে দাম কমানোর সরকারি সিদ্ধান্তের ছয় দিন পরও একেক দপ্তরের একেক তথ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা; তাতে বাজারে সুফল মিলছে না।

মোট কত ভ্যাট উঠছে তা সুষ্পষ্ট না হওয়ায় এখন পর্যন্ত ভোজ্যতেল সরবরাহের স্তরগুলোতে দাম নির্ধারণে এর প্রভাব পড়েনি।


অথচ চড়তে থাকা সয়াবিন ও পাম তেলের বাজারে দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের সঙ্গে বিভিন্ন পর্যায়ে উচ্চ হারের ভ্যাট তুলে নেওয়ার আলোচনা উঠলে সরকারও ইতিবাচক সাড়া দেয়।


ভ্যাট তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা গত বৃহস্পতিবার প্রথম ঘোষণা দেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।


সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, জিনিসের দাম যাতে সহনীয় থাকে সেজন্য যেসব আইটেমের ওপর ভ্যাট ছিল সেগুলো তুলে নিয়েছি। ভোজ্যতেল, চিনির ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে।


এরপর চার মন্ত্রীর অংশগ্রহণে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সভা শেষে ভোজ্যতেল ও চিনি থেকে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

এ ধারাবাহিকতায় সোমবার ভোজ্যতেলের উৎপাদন পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ও ভোক্তা পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে এসআরও প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


একই দিন মন্ত্রিসভায় ভোজ্যতেলের আমদানি পর্যায়ের ভ্যাট কমানোর সিদ্ধান্তও নেয় সরকার। তবে এ বিষয়ে এখনও সরকারি আদেশ আসেনি।


মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি পর্যায়ে থাকা ১৫ শতাংশ ভ্যাট তুলে নিচ্ছে সরকার। তিনি বলেন, এনবিআর এ বিষয়ে আনুষ্ঠনিক পরিপত্র জারি করবে।


তবে কয়েক ঘণ্টা পর মন্ত্রণালয় থেকে জানানো হয়, আমদানি পর্যায়ে ভ্যাটের পুরোটাই প্রত্যাহার করা হবে বলে যে বক্তব্য দেওয়া হয়েছিল সেটা সংশোধন করা হলো। ভ্যাট কিছুটা থাকবে।


এবিষয়ে এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভায় ভোজ্যতেলের আমদানি পর্যায়ের ভ্যাট কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এটার ওপর কাজ করছি। শিগগির এটা পরিপত্র আকারে জারি করা হবে।“

আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার জানিয়েছিলেন, “আমদানি পর্যায়ে ১৫ শতাংশ রয়েছে, সেখান থেকে ১০ শতাংশ কমানো হবে। কী পরিমাণ কমানো হবে, সেটা এনবিআরের এসআরও প্রকাশের পর জানা যাবে।”


আমদানিতে ‘কিছু ভ্যাট’ থাকছে

ভোজ্যতেলের উৎপাদন ও ভোক্তা পর্যায়ের ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হলেও তা বাজারে দাম কমাতে খুব সামান্য ভূমিকা রাখবে বলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


তাদের কাছ থেকে আমদানি পর্যায়ে ভ্যাট তুলে দেওয়ার পরামর্শ আসে। দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরকে চিঠিও দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভোজ্যতেলে তিন ধরনের ভ্যাট রয়েছে। এর মধ্যে দাম বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে আমদানি পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট।

এছাড়া মিলে পরিশোধনের ফলে যে ভ্যালু এডিশন বা খরচ যোগ হয় তার ওপরে রয়েছে ১৫ শতাংশ। আর বাজারে বিপণনের সময় অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট ধার্য রয়েছে, যা সাধারণত সুপার শপে কার্যকর রয়েছে। 


সিটি গ্রুপের বিপণন বিভাগের পরিচালক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে প্রক্রিয়ায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তাতে মিল পর্যায়ে সর্বোচ্চ ৩ টাকা দাম কমতে পারে। “আমদানি পর্যায়ের ভ্যাট না কামলে তা মূল্যহ্রাসে ভূমিকা রাখবেনা। তবে আমরা শুনতে পেয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমদানি পর্যায়েও প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।“


দুই স্তরের ভ্যাট প্রত্যাহারের পর বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, যে প্রক্রিয়ায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তা মূল্যহ্রাসে তেমন কোনো ভূমিকা রাখবে না। রাতেই ভোজ্যতেলের ওপর থেকে আমদানি, উৎপাদন ও বিপণন পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এনবিআরকে আরেকটি চিঠি দেওয়া হয়েছে।


চিঠিতে বলা হয়, বার্ষিক ২০ লাখ টন চাহিদার ভোজ্যতেলের মধ্যে ১৮ লাখ টনই আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সয়াবিন ও পাম তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

প্রতিমাসে দেড় লাখ টন ভোজ্যতেলের চাহিদা থাকলেও রোজার মাসে তা বেড়ে আড়াই লাখ টন হয়ে যায়। আসন্ন রমজানে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বর্তমান আন্তর্জাতিক বাজারে বিদ্যমান মূল্যে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধনের পর বাজারজাত করলে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।


 “এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, সয়াবিন তেল, পাম তেল ও পামওলিনের ওপর থেকে আমদানি, উপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো,” বলা হয় চিঠিতে।


চিঠির পর মঙ্গলবার ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যামান ১৫ শতাংশ ভ্যাটের পুরোটাই প্রত্যাহারের সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হলেও কয়েক ঘণ্টার পর সেই বক্তব্য সংশোধন করা হয়।


অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল ও পরিশোধিত পামতেলসহ অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রে আমদানি পর্যায়ে ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হবে না, তবে কমানো হবে।


আরো পড়ুন:


 ছাত্রলীগের সম্পাদককে বহিষ্কার
Chhatra League secretary expelled


ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদ (২৫)কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জেলা ছাত্রলীগ।


সজিব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। তিনি (সজিব) সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।


মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সজিবকে অব্যাহিত দেওয়ার ঘোষণা দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব দেন।


সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে কোন অভিযোগে সজিবকে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। ওই বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে, ‘ফরিদপুর জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সজিব আহমেদকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং বাংলাদেশ ছাত্রলীগ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্তকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হইল।’


বহিস্কারের ব্যাপারে  জানতে চাইলে শহর ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজিব আহমেদ  বলেন, গত রবিবার সন্ধ্যায় সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ৬৮তম জন্মদিন পালন উপলক্ষে মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে তাঁর (আব্দুর রহমান) বাড়িতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সভায় ঘোষণার বিষয় নিয়ে তার সাথে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীর সাথে বচসা হয়। এর জেরে মেডিকেল কলেজ শাখার সভাপতি মাষতুরা মোশাররফ ঐশিকার সাথে তার তর্ক হয়। এক পর্যায়ে ঐশিকা তাকে ওই স্থান থেকে বের হয়ে যেতে বলেন,তাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং বহিস্কারের দাবি জানায়।


সজিব আহমেদ আরও  বলেন, সহযোগী সংগঠনের এক নেত্রীর কথায় যদি আমাকে পদ হারাতে হয় এর থেকে দুঃখ ও কষ্টের আর কিছু থাকতে পারে না।


জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, মেডিকেলের এক কর্মীর সাথে সজিবের কথা কাটাকাটি হয়েছে বলে জানি কিন্তু‘ ঐশিকার সাথে সজিবের তর্ক হয়েছে বলে আমার জানা নেই। 


‘কারো সুপারিশে বা দাবির কারনে সজিবকে অব্যাহতি দেওয়া হয়নি’-দাবি করে তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, সজিব নিজেই পারিবারিক ও ব্যাক্তিগত বিভিন্ন ঝামেলায় ছিলেন। এজন্য তিনি (সজিব) নিজেই অব্যাহতি চাইছিলেন। কেউ থাকতে না চাইলে তাকে জোর করে রাখা যায় না তাই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাষতুরা মোশাররফ ঐশিকা বলেন, সজিব আমার সাথে দুর্ব্যবহার করেছে, এর জন্য ‘সরি’ পর্যন্ত বলেননি। তিনি বলেন, আমি তাকে বহিস্কার করতে বলিনি। ‘আমি তা বলবো কেন’-মন্তব্য করে ঐশিকা বলেন, বরং সজিবই বলেছিলেন তিনি আর ছাত্রলীগ করবেন না।

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget