Latest Post

 কিডনি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার 

Scientific seminar on kidney


মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। শিশু-বৃদ্ধ সবার ক্ষেত্রেই কিডনির সুস্থতা গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে কিডনি কেন্দ্রিক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৪ মার্চ) দুপুরে পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএসটিসির নেফ্রলজিস্ট বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এম এম এহতেশামুল হক।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ সুস্মিতা বিশ্বাস।

কিডনি রোগ বিষয়ে সেমিনারে বিস্তারিতভাবে তুলে ধরেন মুল আলোচক কিডনি বিশেষজ্ঞ ডাঃ মেরিনা আরজুমান্দ ও ডাঃ রফিকুল হাসান। 


প্রধান অতিথি প্রফেসর ডাঃ এহতেশামুল হক বলেন, বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোন না কোন ভাবে কিডনী রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০-৫০ হাজার মানুষ ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন। আর্থিক অসচ্ছল, অসচেনতা, অসতর্কতা ও অবহেলার কারণে প্রতি বছর এই কিডনী রোগে আক্রান্ত হয়ে ৪০ হাজার মানুষ মারা যায়। তাই অসচ্ছল কিডনি রোগীদের সহয়তায় সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 


সভাপতির বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। অতি নীরবই মানুষের  দেহে বাসা বাঁধে কিডনী রোগ। বেশির ভাগ কিডনী রোগ শুরুতে প্রকাশ পায় না বিধায় অনেকেই দেহে কিডনী রোগ আছে বলে বুঝতে পারে না। যখন কিডনীর সমস্যা শুরু হয় তখন ৭০-৭৫ শতাংশই কিডনীর কার্যকারীতা নষ্ট হয়ে যায়।

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

তিনি আরও বলেন, মানুষ সচেতন হলে অনেক কিডনি রোগ প্রতিরোধযোগ্য। ধূমপান কিডনীর জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানে যে নিকোটিন থাকে তা কিডনী সহ্য করতে পারে না। তাই অবশ্যই সুস্থ্য কিডনীর জন্য ধূমপান ছেড়ে দিতে হবে। সচেতন হোন সতর্ক হোন, কিডনী রোগ প্রতিরোধ করুন।


কিডনি রোগের প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পার্কভিউ হসপিটাল এ বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।


এ সময় সেমিনারে অন্যান্যের মধ্যে হসপিটালের ডাইরেক্টর ডাঃ রেজাউল করিম, জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামসহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:


 শার্শার নাভারনে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

Allegation of land grabbing by forging signature in Navarre of Sharjah


যশোরের শার্শার নাভারনে স্বাক্ষর জালিয়াতি করে জমি রেজিস্ট্রী করে জমি দখলের অভিযোগ উঠেছে। জমির মালিক অসুস্থ্য জালাল উদ্দিন দিশেহারা হয়ে পড়েছে। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে ভয়ে বাড়ি হতে বের হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, শার্শা উপজেলার নাভারন দক্ষিন বুরুজ বাগান গ্রামে মৃত: ওমর আলীর ছোট ছেলে জালাল উদ্দিনের নিজ নামীয় ৭৭ নং বুরুজ বাগান মৌজায় সাবেক দাগ ১৬৩৫, ১৬৩৬ ও ১৮/১৭৫ নং হাল দাগ ৪৬১১ ও ২৪ নং দাগের সাড়ে ৫৪ শতক জমি ৩০/০৫/১৯৯৫ সালে শার্শা সাব রেজিস্ট্রী অফিসে রেস্ট্রিীকৃত ৩৬৬১ নং কবলা দলিল মুলে বড় ভাই আব্দুল জলিল রেজিস্ট্রী করে নেই। কিন্তু জালাল উদ্দিনের প্রবাসী পুত্র কামাল হোসেন অভিযোগ করে বলেন, আমার পিতা কোন জমি বিক্রয় করি নাই। আমর চাচা আব্দুল জলিল যে দলিল খানি দেখাচ্ছে সে খানে আমার পিতার নাম স্বাক্ষর মোঃ জালাল উদ্দিন লেখা আছে। কিন্তু আমার পিতা কোন লেখা পড়া জানে না। আমার পিতা স্বাক্ষর করার সময় শুধুমাত্র জালাল লেখে। যেটা তার ব্যাংকের চেক বইয়ের পাতায় এবং পাসপোর্ট বইয়ের স্বাক্ষরে প্রমানিত। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ইতি মধ্যে জালাল উদ্দিনের পুত্র কামাল হোসেন ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় বসবাস শুরু করে। বিগত কিছুদিন পূর্বে আব্দুল জলিলের ভাইপো কামাল হোসেনের কাছে ১৬শতাংশ জমি বিক্রয় করলেও তা দখল দিচ্ছিল না। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক মিমাংশীত হয়। এতে করে আব্দুল জলিল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। ছুটি শেষে আমেরিকান প্রবাসি কামাল হোসেন আমেরিকায় কর্মস্থলে যোগ দিলে গত ৩০ জানুয়ারী সকাল ১০ টায় আব্দুল জলিল নিজ সন্তান আবুল কালাম আজাদ ও সন্ত্রাসী বজলেসহ ৪ জন কামাল হোসেনের আমেরিকান প্রবাসি মা ইসমোতারা ও তার বোন তানিয়া খাতুনের উপর হামলা চালায় এবং এলাকা ছেড়ে চলে যাবার জন্য হুমকি প্রদান করে। এ সময় ইসমোতারার স্বামী আমেরিকান প্রবাসি প্যারালাইসিসে আক্রান্ত জালাল উদ্দিন পাশেই হুইল চেয়ারে বসেছিল। বজলে বাহিনীর হামলায় আতঙ্কিত হয়ে বর্তমানে অথর্ব হয়ে গেছে। তাকে ঘর হতে কেউ বাইরে বার করতে পারছে না। এ ব্যাপারে ঘটনার দিনই সন্ধ্যায় তানিয়া খাতুন বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করে। 

ভুক্তভোগীদের অভিযোগ, আমেরিকান প্রবাসি কামাল হোসেনের পরিবার ভূমী দশ্যুদের পৌষ্য সন্ত্রাসীদের কতৃক হামলার শিকার হলেও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সন্ত্রাসী জামায়াত নেতা বজলে রহমান হত্যার হুমকি অব্যাত রেখেছে।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ইনচার্জ মামুন খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এসআই তারিকুল ইসলামের কাছে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত পূর্বক মামলা রুজু করার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আরো পড়ুন:


 ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা

Attack on a military training center in Ukraine


ইউক্রেইনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৪ জন। লিভভের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছে।


রবিবার (১৩ মার্চ) দেশটির স্থানীয় সময় ভোরে এই হামলা হয় বলে জানান গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

ইউক্রেন জানিয়েছে, বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হামলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়। 


গার্ডিয়ান বলছে, ইয়াভোরিভে এই ঘাঁটিতে রবিবার দুইটি বড় বিস্ফোরণ দেখা গেছে। ভোর ৫ টা ৪৫ মিনিটে এই ঘাঁটিতে রকেট হামালা শুরু হয়।


ম্যাক্সিম কোজিৎস্কি বলেন, ইয়াভোরিভ ঘাঁটিতে রাশিয়ার বাহিনী ৩০ টির বেশি ক্রুজ মিসাইল ছুড়েছে। 

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্স ইয়াভোরিভের সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা গেছে। এছাড়া পরবর্তীতে আরও সাতটি অ্যাম্বুলেন্স ওই ঘাঁটির দিকে যেতে দেখা যায়। 


আরো পড়ুন:


 দেশে করোনায় শনাক্ত বেড়েছে

Corona identification has increased in the country


মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন মৃতদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে।


রোববার (১৩ মার্চ) অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।


এদিকে শনিবার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয় ৩ জনের।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৬ পরীক্ষাগারে ১২ হাজার ৩৪৮ নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬ নমুনা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।


এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ।


আরো পড়ুন:

ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে

Juba Dal protest rally in Faridpur


দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেছেন,  দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের ক্রয়ক্ষমতা সীমার বাইরে চলে গেছে। অবিলম্বে এই গণবিরোধী সরকারকে হটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। 


দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিবাদ  সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, প্রমুখ । 


সমাবেশে ফরিদপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লা হতে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন এই প্রোগ্রামকে সফল করার জন্য।  


আরো পড়ুন:


 দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর : আহত-২০

Homes vandalized in clash between two groups: 20 injured


ফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   রবিবার সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা চালিয়ে ৫টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।


স্থানীয়রা জানান,  রবিবার সকালে কানাইড় গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুদ্দুছ শেখের সমর্থক ওমর মাতুব্বরের সাথে বর্তমান ইউপি সদস্য পারভেজ মাতুব্বরের সমর্থক আকবর শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ কানাইড় গ্রামে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এই উত্তেজনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাসুয়ারকান্দী গ্রামে কুদ্দুছ শেখের সমর্থকদের সাথে পারভেজ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ সময় ৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে পারভেজ মাতুব্বরের সমর্থক মুন্নু শেখ, কামাল শেখ, রাজীব শেখ, রিপন শেখ, বাবু শেখ, সেলিম শেখ, আরিফ শেখ, সাকিব শেখ, মোহাম্মদ আলী ফকির ও কুদ্দুছ শেখে সমর্থক দুলাল শেখ শামীম মোল্যা, আনছার মাতুব্বর, তুহিন শেখ, শাহীন শেখ সহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মারুফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এবিষয়ে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো পড়ুন:

 ১৫ কেজি গাঁজা সহ আটক মাদক বিক্রেতা

Detained drug dealer with 15 kg of cannabis


ফেনীতে ১৫ কেজি গাঁজা সহ মো. জুনায়েদ (২০) ও মোছা. ছাব্বুর নাহার (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল রামপুরস্থ ইউসুফ স্টোর এর সামনে থেকে তাদের আটক করে র‌্যাব।


আটককৃত মো. জুনায়েদ কক্সবাজার জেলার বেরমপাড়া এলাকার মো. জহির আহম্মেদের ছেলে ও মোছা. ছাব্বুর নাহার একই এলাকার মো. জাবেরের স্ত্রী। 


র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় খবর জানতে পেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল রামপুরস্থ ইউসুফ স্টোর এর সামনে থেকে দুই মাদক বিক্রেতা আটক করে র‍্যাব। 

এ সময় আটককৃতদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা


উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজার-চট্রগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক সেবী ও বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছেন।

 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget