Latest Post

 ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসিত সিলেবাসে’

'SSC-HSC exam in rearranged syllabus'


আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওইদিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।’


তিনি বলেন, ‘শিগগির আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কেও বলে দেওয়া হবে। মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে। এ সিলেবাসের আলোকে সংক্ষিপ্ত আকারে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। পরীক্ষার চাপ থাকবে না।’


মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠ আনন্দদায়ক করার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়াতে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’


করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।


তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এতদিন বিভিন্ন শর্তারোপ করা ছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আরো পড়ুন:


 আজও আসছে না হাদিসুরের লাশ

Hadisur's body is still not coming


রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে বাংলাদেশগামী ফ্লাইটের অপেক্ষায় রয়েছে নিহত নাবিক হাদিসুরের মরদেহ। শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে ফ্লাইট শিডিউল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।


শনিবার সকাল সাড়ে ৯টায় জাগো নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের মরদেহ বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছায়। রোববার (১৩ মার্চ) রাত ৮টায় তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসবে হাদিসুরের মরদেহ। তিনি নিহত হাদিসুরের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

এর আগে ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ নিয়ে একটি ফ্রিজারভ্যান শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভা হয়ে রোমানিয়ায় যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা সীমান্ত থেকে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হাদিসুরের মরদেহ গ্রহণ করেন।


জানা গেছে, বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে যায়। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।


এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি। পরে গত বুধবার ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার (৩ মার্চ) অক্ষত অবস্থায় জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিএসসি।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতায় উদ্ধার পরবর্তী শনিবার ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউস) থেকে বেরিয়ে মলদোভার পথে যাত্রা করেন ২৮ নাবিক।


রোববার ৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোববার দুপুরের পর রোমানিয়া পৌঁছান। বুধবার ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন। এর মধ্যে ১২ নাবিক বুধবার রাতেই নভো এয়ারের একটি লোকাল ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন।


আরো পড়ুন:


 পা দিয়ে ছবি আঁকা সেই প্রতিবন্ধী শিশু মোনায়েমের লেখা-পড়ার দায়িত্ব নিলেন নাসিম চৌধুরী 

Nasim Chowdhury took the responsibility of reading and writing for the disabled child Monaim who drew pictures with his feet


"ফেনী পুলিশ যেমন চাই" রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ফেনীর দাগনভূঞা উপজেলার আবদুল্লাহ আল মোনায়েমের পা দিয়ে আঁকা ছবি দেখে তার আজীবন লেখা-পড়ার খরচ বহনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম।


 শুক্রবার ১১ মার্চ ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে নাসিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

 এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিমের সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জাহানারা আরজু ও সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহম্মেদ পাপ্পু।

 

শেষে মোনায়েমের পা দিয়ে আঁকা দুটি ছবি তাঁদের হাতে তুলে দেন পুলিশ সুপার।

উল্লেখ্য, আবদুল্লাহ আল মোনায়েম ফেনীর দাগনভূঁঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের কামাল উদ্দিনের বড় ছেলে। জন্মের পর দুই হাত না থাকায় পরিবারের সদস্যদের কিছুটা মন খারাপ হলেও বাড়তি পরিশ্রম করে আদর-স্নেহ দিয়ে বড় করে তুলেন মা বিবি কুলসুম।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 ৬ বছর বয়সে ভর্তি করান স্কুলে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গণে প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে। চিত্রাংঙ্কনে ছেলের আগ্রহ দেখে মা তাকে আর্ট স্কুলে ভর্তি করায়। বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে জেলা ও উপজেলা পযার্য়ের সেরার পুরস্কার লাভ করে। জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয় অদম্য মোনায়েম। বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এমন স্বপ্ন লালন করছে আবদুল্লাহ আল মোনায়েম।


আরো পড়ুন:


 রাজিবপুর উপজেলা শাখার অস্থায়ী অফিসের শুভ উদ্বোধন

Happy inauguration of temporary office of Rajibpur upazila branch


মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো শীর্ষক স্লোগানে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব।


কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে । শনিবার দুপুর ১২ টার দিকে কলেজ রোড (মা ডেন্টাল কেয়ার সংলগ্ন) বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সভাপতিত্বে এই শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 


আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা


এতে প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন এমপি, প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর হোসেন (হিরো) , চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ রাজিবপুর উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী , সাবেক সফল সভাপতি , বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা , মোঃ মাহবুবুর রশীদ মন্ডল, অধ্যক্ষ, চর রাজিবপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ, মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ, রাজিবপুর মহিলা কলেজ, মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক, রাজিবপুর সদর ইউনিয়ন, মোঃ সিরাজ উদ্দদৌলা, সাবেক সভাপতি, রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ,

মোঃ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি রাজিবপুর উপজেলা প্রেসক্লাব, মোঃ তারিকুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক রাজিবপুর উপজেলা প্রেসক্লাব। আরো স্থানীয় সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।


উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনাব মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা।


আরো পড়ুন:


 ফরিদপুরে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ 

Alleged rape of 4th class student in Faridpur


ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে।

জানা গেছে, আইনপুর গ্রামের নারান মালোর ছেলে এক সন্তানের জনক অশোক মালো (৩৬), প্রতিবেশী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে শুক্রবার রাত আনুমানিক ৭ টার দিকে বাড়ির পাশে কুমার নদীতে থাকা একটি নৌকায় তুলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন মেয়েটির পরিবার। ধর্ষনের স্বীকার শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ ঘটনার পর থেকে ধর্ষক অশোক মালো পলাতক রয়েছে। 

ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, অভিযোগ পেয়েছি মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে  যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 


আরো পড়ুন:

 অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুট 

Unconsciously looted cash and gold


ফরিদপুুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে খাদ্যে চেতনা নাশক ঐষধ মিশিয়ে  বাড়ির ১৪সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় মধুখালী থানায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ে করা হয়েছে। 


বৃহস্পতিবার দিবাগত রাতে আজাদ মোল্যা গংদের পরিবারের ১২সদস্য আজাদ, আব্দুর রহমান, রইচ মোল্যা, খুরশীদা, অন্তরা, আয়েশা, রাব্বী, আলআমিন, ছালেহা, মরিয়ম সুলতানা, আজিজুল ও তাদের দুই কৃষি শ্রমিক হান্নান ও রহমান অচেতন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতে ওই পরিবারের বসতবাড়ির ঘরবাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণ ও আসবাবপত্র সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্বরা ।   

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মধুখালী থানায় রজুকৃত মামলার বাদী  আজাদ রহমান জানান, কে বা কারা রাতের খাবারের ভিতর চেতনা নাশক মিশিায়ে দেয় । বাড়ির সবাই রাতের খাবার খেয়ে অবচেতন হয়ে পরে। অচেতন সবাই মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গভীর রাতে দুর্বৃত্বরা বাড়িতে থাকা আমার ছোট ভাইয়ের বাড়ির দ্বিতীয় তলার কাজের জন্য রক্ষিত নগদ ৭লক্ষ ৫০ হাজার এবং আামাদের ব্যবসা প্রতিষ্ঠান আরএফএল এবং এসি আই কোম্পানির ডিলার হিসাবে আমাদের সংগ্রহের  ৭লক্ষ ৭৬ হাজার টাকা এবং ৭/৮ ভরি স্বর্ণসহ মোট প্রায় ২০ লক্ষা টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

এ ব্যাপারে মধুখালী থানার ওসি তদন্ত মো. আনিসুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে আজাদ মোল্যা অজ্ঞাত আসামী করে একটি এজাহার দিয়েছেন। রাতেই মামল এন্ট্রি করে এস আই খায়রুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। 


মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই খায়রুল বলেন, রাতে মামলা হয়েছে। মামলা নং  ০৮ তারিখ ১০ মার্চ ২০২২খ্রিঃ। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। ১২ মার্চ শনিবার তিনি আরো জানান মামলার আসামী আটক বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব  হয় নাই । 


মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার জানান অচেতন অবস্থায় রাতে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসা নিয়ে  শুক্রবার সবাই বাড়ীতে  ফিড়ে গেছেন । তারা সবাই শঙ্কামুক্ত।


আরো পড়ুন:


 ফরিদপুরের বই মেলায় উদীয়মান তরুণ কবি

Emerging young poet at Faridpur Book Fair


“আট আনায় কেনা জীবনের আলো” শিরোনামে ফরিদপুরে চলছে ১০ দিনের “অমর একুশে বই মেলা ২০২২”। বৈশ্মিক মহামারী করোনার কারণে দেশজুড়ে জারি থাকা বিধিনিষেধের কারণে জনজীবনে যে স্তবিরতা ছিলো, এ বই মেলা শুরু হওয়ায় তা (স্তবিরতা) ছাপিয়ে যথেষ্ট আাগ্রহ ও উন্মাদনা সৃষ্টি হয়েছে দর্শনার্থীদের মধ্যে। আর তাই মেলা শুরুর দিন থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারনায় মুখরিত মেলা প্রাঙ্গণ। হরেক রকমের বইয়ের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো নজর কাড়তে সক্ষম হয়েছে দর্শনার্থীদের। রয়েছে নানা ধরণের নবীণ প্রবীণ লেখকদের বইও।


প্রেম, দ্রোহ আর তরুণ মনের আবেগে মিশ্রিত ৩৩টি কবিতার সমন্বয়ে এবারের অমর একুশের গ্রন্থমেলায় স্থান নেয়া তরুণ প্রজন্মের লেখক পারভেজ চোকদারের একক কাব্যগ্রন্থ ‘নস্টালজিক’ স্থান পেয়েছে ফরিদপুরের এ বইমেলায়। ১৫ নম্বর এনজিও সমুহের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।


উদীয়মান, তরুন এ কবির বইটির  লেখকের বইটি সাগরিকা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। 


বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, তরুণরা যে এখন লেখালেখিতে আগ্রহী হচ্ছে বিষয়টা চমৎকার। পারভেজ মানুষ হিসেবে সহজ-সরল এবং প্রাণবন্ত। তার কবিতার মধ্য দিয়ে একজন তরুণের প্রেম-ভালোবাসাকে ঘিরে মনের আবেগ-অনুভূতি উঠে এসেছে। প্রেম ভালবাসা এবং সমাজিকতাকে প্রধান্য দিয়ে লেখা কবিতার বইটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে।


অনুভূতি প্রকাশ করে পারভেজ চোকদার বলেন, নস্টালজিক আমার প্রথম কাব্যগ্রন্থ। আশা করছি সকল শ্রেণির পাঠকের মনের খোরাক মেটাবে আমার কবিতাগুলো। প্রচলিত ধারার বাইরে লেখা কবিতাগুলো সকলের ভালো লাগবে বলে আশা করছি।


পারভেজ চোকদারের জন্ম ১৯৯৯ সালে ফরিদপুরের ভাঙ্গার আলেখারকান্দা গ্রামে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত।

পারভেজ চোকদার 'মালতী' টেলিফিল্মের মধ্যে দিয়ে মিডিয়া জগতে প্রবেশ। তার চলচ্চিত্রের ওপর প্রবল আগ্রহ থাকায় তিনি ডিরেক্টর সুমন ধরের সাথে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে একাধিক ওয়েবফিল্মে কাজ করেন। তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার। তিনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ২০১৭ সালে গুগল থেকে 'সিলভার প্লে-বাটন 'পুরস্কার পান। 

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget