Latest Post

 সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণ

Housewife gang rape in front of child


সদর উপজেলার রুহিয়া মধুপুর গুডাম পাড়ায় এক গৃহবধূকে গুপ্তধনের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে।


 বুধবার (৯ মার্চ) ধর্ষিত ওই গৃহবধূ বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩)/৩০ ধারায় বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি রুজু করে ৬০দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়।


 আসামিরা হলেন, মধুপুর এলাকার বাসিন্দা তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল, পীরগঞ্জ লোহাগাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে রেল গেট কীপার শামিম হোসেন, ছুটু মোহাম্মদের ছেলে হোটেল শ্রমিক এনামুল হক , ডাউহই ওরফে মনিরউদ্দীনের ছেলে হোটেল শ্রমিক মেজর ও পাউলুস দাসের ছেলে উজ্জ্বল দাস তারা রুহিয়া ঘনিবিষ্টপুর এলাকার বাসিন্দা।


বিচারক গোলাম ফারুক বিষয়টি আমলে নিয়ে বাদীনির অভিযোগ মামলা হিসেবে রুজু করার জন্য রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় কে নির্দেশ দেন।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

মামলার বিষয়ে রুহিয়া থানা পরিদর্শক  (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, শুনেছি ওই গৃহবধু আদালতে মামলা করেছে। আমার কাছে এখনো পর্যন্ত কাগজ আসেনি।


 উল্লেখ্য, রুহিয়া ইউনিয়নেরমধুপুর গ্রামের পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ (ঝোল) ওই গৃহবধূকে গুপ্তধনের লোভ দেখিয়ে শুক্রবার বাড়ি থেকে ডেকে এক মন্দিরে নিয়ে যায়। সেখান থেকে সুকৌশলে ওই গৃহবধূকে মিশন রেলগেট কোয়ার্টারে নিয়ে ওইদিন গভীর রাতে সন্তান পাশে রেখে তান্ত্রিক ঝোল সহ পাঁচ যুবক ধর্ষণ করেন। 


আরো পড়ুন:

 সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২


3 killed, 2 seriously injured in road accident



ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল নসিমন অপরটি মোটরসাইকেল ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।


বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার সময় বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে হলে ঘটনাস্থলে ১জন মারা যান। হাসপাতালে নিতে গিয়ে আরও ১ জন মারা যায় । 


অপরদিকে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রলির ধাক্কায়-মোটরসাইকেলে থাকা ১জন মারা গেছে। দুই সড়ক দূর্ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।


দূর্ঘটনায় নিহতরা হলেন  সুজন ইসলাম (১৮) ও দেলোয়ার (২০) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে তাদের বাড়ি। অপর নিহত আরেকজন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।


দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি খায়রুল ইসলাম ডন জানান, সকালবেলা নৈশ্য কোচে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী আসেন নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে মোটরসাইকেল যোগে বাসায় নিতে যান সুজন। বাসায় ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে সে মারা যায়।


অপর দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় নাবিল নামে এক কিশোর।


বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম

জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।



আরো পড়ুন:

 কৃষি বীজ ব্যাংকের  উদ্বোধন


Inauguration of Agricultural Seed Bank



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ইউনিয়ন বীজ ব্যাংকের উদ্বোধন করা হয়। 


বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলামের

সঞ্চালনায় উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বীজ ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজ্ঞয় দেবনাথ।


রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

অনুষ্ঠানে কাশিপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রদীপ কুমার গুহ,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাঈমুল সরকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, উপ-সহকারি কৃষি অফিসার রইসুল আজম পলাশ, কাশিপুর ইউনিয়নের আদর্শ কৃষক ও ইউপি সদস্য আবু সালেহ বাবুল, ধর্মগড় ইউনিয়নের সফল কৃষক নজরুল ইসলাম প্রমুখ।


এছাড়াও শতাধিক উপকারভোগী কৃষক-কৃষাণী কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


বক্তারা তাদের বক্তব্যে বলেন ইউনিয়ন পর্যায়ে বীজ সংরক্ষণ করার জন্য এবং সময়মত বীজ স্বল্পদামে কৃষকেরা যেন পেয়ে  থাকে এজন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে বীজ সংরক্ষণ ব্যাংকের উদ্যোগ নেয়া হয়েছ। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

যার ফলে কৃষকেরা নিজের বীজ ব্যাংকে রাখতে পারবেন ও সময় করে নিজের বীজের চাহিদা পূরণ শেষে সেইবীজ বিক্রি করে লাভবানও হবেন। 


বীজ সংকট মোকাবেলা সেইসাথে  কৃষকদের অনুপ্রাণিত ও লাভবান করতেই কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের এই ব্যতিক্রম উদ্যোগ কে সকলে সাধুবাদ জানান। 


অনুষ্ঠান শেষে কৃষকদেরর মাঝে উন্নত জাতের বিভিন্ন আউস ধানের  বীজ বিতরণ করা হয়।


আরো পড়ুন:


 দ্রুতই ফিরিয়ে আনা হবে হাদিসুরের মরদেহ

Hadisur's body will be brought back soon



ইউক্রেনে জাহাজে আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১২টায় তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। 


রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে নাবিকদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে বুধবার ঢাকা অবতরণ করে। তাদের জন্য বাইরে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। শতাধিক সংবাদকর্মীও ছিলেন বিমানবন্দরে।


জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে লাশটি দেশে ফিরিয়ে আনা হবে। 


জীবনশঙ্কা থেকে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন ২৮ নাবিক। ঢাকায় বিমানবন্দর থেকে বেরিয়ে গেটের সামনে অপেক্ষমান সাংবাদিকদের তারা বলেন, এভাবে এত দ্রুতসময়ে দেশে ফিরতে পারব ভাবিনি। দ্রুততম সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

আরো পড়ুন: পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে

সহকর্মীদের নিয়ে দেশে ফিরতে পেরে বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জি এম নূর ই আলম স্বস্তি প্রকাশ করে বলেন, এত দ্রুত সুস্থভাবে সবার ফেরা সম্ভব হবে- সেটা আমরা ভাবতেও পারিনি। দ্রুততম সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় সরকারপ্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।


জাহাজটির মাস্টার নূর ই আলম বলেন, ‘দেশে সুস্থভাবে ফিরতে পেরে অনেক আনন্দিত। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় সংশ্লিষ্ট সবার তৎপরতায় নিরাপদে এবং দ্রুততম সময়ে দেশে ফিরতে পেরেছি। আমাদের পরিবার অপেক্ষায় ছিলেন, সবার চেষ্টায় ফিরতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে।’


রকেট হামলায় সহকর্মী হাদিসুরের মৃত্যু দেখা জাহাজটির মাস্টার আরও বলেন, ‘আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি, এটাই বড় কথা।'


জাহাজে রকেট হামলা হওয়ার পর বিএসসি, নৌপরিবহণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব সময় যোগাযোগ রাখা হয়েছিল জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউক্রেন থেকে যুদ্ধ চলাকালে সেখান থেকে তাদের বের করে আনার জন্য পোল্যান্ড, অস্ট্রিয়া এবং রোমানিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মীরা যে পরিশ্রম করেছেন, সেজন্য তাদেরও ধন্যবাদ জানান মাস্টার।


মাস্টার বলেন, ‌‘সাধারণত আমার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কারো কথা হয় না, কিন্তু জাহাজে হামলার পর বিভিন্ন সময়ে আমাদের সার্বিক অবস্থা জানতে, আমরা কে কেমন আছি এসব জানতে... আমার সঙ্গে সরকারের কর্মকর্তারা কথা বলেছেন, সাহস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সব কাজ হয়েছে, সবার প্রতি আমি আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, এভাবে ফিরতে পারব ভাবি নাই।’


তিনি বলেন, ‘এভাবে ফিরে আসা ছিল অকল্পনীয়। কারণ অনেক বড় বড় দেশ আছে যাদের নাগরিক এখনো দেশে ফিরতে পারেনি। আমাদের ছোট দেশ, কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও ডিপ্লোম্যাটদের (কূটনীতিক) সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।’


নিজেরা নিরাপদে দেশে ফিরতে পারলেও সহকর্মী হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে রেখে আসতে হওয়ায় নূর ই আলম দুঃখ প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সরকার ও শিপিং করপোরেশনের কাছে তিনি আবেদন জানান, হাদিসুরের লাশ দ্রুত যেন দেশে আনা হয় এবং তার পরিবারকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।


প্রসঙ্গত, তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে ১৮০ মিটার দৈর্ঘ্যরে বাল্ক ক্যারিয়ার জাহাজ বাংলার সমৃদ্ধি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়।

আরো পড়ুন: ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। শুরুতে নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। মারা যান হাদিসুর রহমান।


জাহাজে আটকে থাকা বাকি ২৮ নাবিক ও ক্রু আতঙ্কিত হয়ে পড়েন। ৩ মার্চ সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনার পর অলভিয়া এলাকার একটি বাংকারে রাখা হয়। সেখান থেকে ৫ মার্চ সকালে পাশের দেশ মলদোভা হয়ে রোমানিয়ার উদ্দেশে রওনা দেন তারা। ৬ মার্চ সকালে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছান। সেখানে একটি হোটেলে তাদের রাখা হয়। হোটেলে বিশ্রাম শেষে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।


আরো পড়ুন:

 দ্রুতই ফিরিয়ে আনা হবে হাদিসুরের মরদেহ

Hadisur's body will be brought back soon



ইউক্রেনের ওলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দ্রুত দেশে ফেরাতে তিনটি মিশন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান।


তিনি বলেন, ‘হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। এ বিষয়ে আমরা আন্তরিক। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে।’

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক রোমানিয়া থেকে বাংলাদেশে ফেরত আসার পর বুধবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শিকদার বদিউজ্জামান বলেন, ‘হাদিসুরের মরদেহ কতদিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, তা টাইম ফ্রেম বেধে বলা মুশকিল। কারণ আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না। তবে তার মরদেহ দেশে আনতে আমাদের আন্তরিকতা শতভাগ।’

আরো পড়ুন: ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের একটি সম্পদ বাংলার সমৃদ্ধির নাবিকরা আটকে পড়েছিলেন। তাদের পোল্যান্ড, সোমালিয়া ও অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে পেরেছি।’


হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে আমরা তার মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কাজ করছি, সেটা সম্পন্ন হোক। তারপর ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যা করণীয়, তা আমরা করবো।’

দেশে ফেরা নাবিকদের বিষয়ে শিকদার বদিউজ্জামান বলেন, ‘২৮ নাবিক পুরোপুরি সুস্থ। তবে তারা ট্রমাটাইজড। তাদের মেডিকেল টেস্টসহ অন্যান্য প্রক্রিয়া শেষে পরিবারের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হবে।’


নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ফেরা ২৮ নাবিক হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল ইসলাম খান, সেলিম মিয়া, রামকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আশিফুল ইসলাম, রাজীবুল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদী, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মোহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।


এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় ২৮ নাবিককে নিয়ে দেশের পথে উড়াল দেয় বিমানটি। রাতেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশে ট্রানজিট হয়ে বুধবার দুপুরে ২৮ নাবিককে বহনকারী ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আরো পড়ুন: পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে

এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে রাখা বিধ্বস্ত জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।


বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙর করে। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির।


এরই মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি। পরবর্তী সময়ে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অন্য হাদিসুরের মরদেহসহ জীবিত ২৮ জনকে ৩ মার্চ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।


গত শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউস) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা করেন ওই ২৮ নাবিক। সবশেষ গত রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান।


আরো পড়ুন:

 কঠিন বর্জ্য ও ই-বর্জ্য ব্যবস্থাপনা  বিষয়ে সভা অনুষ্ঠিত 

Meeting on solid waste and e-waste management



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সার্কিট হাউসে।

বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহনে মতবিনিময় সভায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। 

সভায় বক্তারা মত দেন, বর্জ্যরে অব্যবস্থার কারণে আমাদের শিঘ্রই কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে, তাই বজ্য ব্যবস্থাপনা বিষয়ে এখনি সতর্ক হওয়া দরকার। 

আরো পড়ুন:

 আওয়ামী যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


Protest procession and assembly of Awami Juba League was held



নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতচক্রের দেশবিরােধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৮ মার্চ) বিকালে উপজেলার খড়িবাড়ী বাজারে ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সোনাতন টুডু।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মামুনুর রশিদ, শেখ রাসেল স্মৃতি সংঘ ও নাকইল গ্রামের শামসুল ইসলাম, সিদ্দিক হোসেন, রমজান, খাইরুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের, যুবলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে আজকে দেশের জনগণ ভাল আছে। দেশের উন্নয়ন ও জনগণের ভাল থাকাটা অনেকের গায়ের জ্বালা তাই ইস্যুবিহীন আন্দোলন করে যাচ্ছে বিএন‌পি জামায়াত জোট। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জবাব দিতে প্রস্তুত রয়েছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগ। বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।শেখ হা‌সিনার নির্দেশ বাস্তবায়নে আমাদের সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget