Latest Post

 দেশে ফিরলেন ইউক্রেনে আটকেপড়া ২৮ 

28 returned to the country stranded in Ukraine


আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে আজ বুধবার দেশে ফিরবেন। বুখারেস্ট থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা প্রথমে ইস্তাম্বুল পৌঁছবেন। সেখান থেকে আরেকটি ফ্লাইটে আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছবেন তাঁরা। বাংলাদেশ শিপিং করপোরেশন, নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং নাবিকদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ২৮ নাবিক বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় জাহাজটি অচল হয়ে যায়। একই সঙ্গে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। আজ ২৮ নাবিক দেশে ফেরার কথা থাকলেও নিহত নাবিককে দেশে ফিরিয়ে আনতে আরো কয়েক দিন সময় লাগবে।


বিএসসির মহাব্যবস্থাপক (চার্টারিং) ক্যাপ্টেন মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘একটি বিশেষ বিমানে সব নাবিক একসঙ্গে বুধবার সকালে দেশে পৌঁছবেন বলে আশা করছি। সেভাবে প্রক্রিয়া এগিয়েছে। এখন নিরাপদে তাঁরা দেশে ফিরলেই স্বস্তি ফিরবে। ’


হাদিসুর রহমানের লাশ দেশে কবে ফিরবে জানতে চাইলে তিনি বলেন, তাঁর মরদেহ দেশে ফিরতে কিছু প্রক্রিয়া বাকি আছে। সে জন্য একসঙ্গে আনা সম্ভব হচ্ছে না। প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

আরো পড়ুন: Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া

হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরো এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ফলে হাদিসুর রহমানের মরদেহ যথাযথ অনুমোদন ছাড়া দেশে ফিরিয়ে আনতে গেলে মাঝপথে নানা ধরনের জটিলতা তৈরি হবে। আবার ইউক্রেনের অনুমতিও দ্রুত মিলছে না। ফলে মরদেহ সড়কপথে ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছানোই জটিল হয়ে পড়েছে। ’ 


সিরামিকশিল্পের কাঁচামাল আনতে গিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকা পড়ে বাংলাদেশের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। এ অবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে ২ মার্চ রাতে জাহাজটি বোমা হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।


‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিনের ছোট ভাই ওমর শরীফ তুষার কালের কণ্ঠকে বলেন, ‘ভাইয়া আমাদের বলেছেন মঙ্গলবার রাতে দেশে ফেরার প্রস্তুতির কথা। কিন্তু কোন ফ্লাইটে কিভাবে দেশে আসবেন সেসব বিষয়ে জানাননি।’


ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা সম্ভব হয়নি। তার মৃতদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে সুবিধামতো সময়ে তার মৃতদেহ দেশে আনা হবে।

আরো পড়ুন: পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে

দেশে ফেরা নাবিকরা হলেন-

জিএম নুর ই আলম। মাস্টার। সিডিসি নম্বর ৪৭৪২। ১০ মার্চ ২০২১ থেকে তিনি সেই জাহাজে কর্মরত।  

মো. মনসুরুল আমিন। এডিশনাল মাস্টার। সিডিসি ৪২৭১। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।  

সেলিম মিয়া। এসিও। সিডিসি নম্বর ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

রামাকৃঞ্চ বিশ্বাস। সেকেন্ড অফিসার। সিডিসি নম্বর ৬৩৭০। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি  কর্মরত।  

মো. রুকনুজ্জামান রাজিব। থার্ড অফিসার। সিডিসি নম্বর ৯৬৩৭। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

ফারিয়াতুল জান্নাত তুলি। ডিসি-১। সিডিসি নম্বার ১০৬৯৮। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

ফয়সাল আহমেদ সেতু। ডিসি-২। সিডিসি নম্বর ১০৮৭৬। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।  

মোহাম্মদ ওমর ফারুক। চিফ ইঞ্জিনিয়ার। সিডিসি নম্বার ৪১০৪। ১৬ মার্চ ২০২১ থেকে কর্মরত।

সৈয়দ আসিফুল ইসলাম। এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। সিডিসি নম্বার ৬৩৪৮। ২০ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।

রবিউল আউয়াল। সেকেন্ড ইঞ্জিনিয়ার। সিডিসি ৬৬৩২। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

সালমান সারোয়ার সামি। চতুর্থ ইঞ্জিনিয়ার। সিডিসি ৯৪২১। ২০ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।

ফারজানা ইসলাম মৌ। ইসি-১। সিডিসি ১০৮১৪। ২০ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মো. শেখ সাদি। ইসি-২। সিডিসি ১০৮৯৬। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

মো. মাসুদুর রহমান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সিডিসি ৫৬৯০। ৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।  

মো. জামাল হোসাইন। বসুন। বিএসসি টি ১১২০। ১২ ডিসেম্বর ২০২১ থেকে কর্মরত।

মো. হানিফ। এবি-১।  সিডিসি ১৩৮১৩। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মো. আমিনুর ইসলাম। এবি-২। সিডিসি ৩২২৩৬। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মো. মহিন উদ্দিন। এবি-৩। বিএসসি ১১১২। ৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।  

হোসাইন মোহাম্মদ রাকিব। ওএস-১। টি ৩৩৮৮৫। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।

সাজজাদ ইবনে আলম। ওএস-২। টি ৩৩৭৬১। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।  

নাজমুল উদ্দিন। ফিটার। টি ৩৩৭২৪। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মোহাম্মদ নজরুল ইসলাম। ইলেকট্রিশিয়ান। বিএসসি ১১২০। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

সারোয়ার হোসাইন। অয়েলার-১। বিএসসি ১১১৫। ৬ অক্টোবর ২০২১ সাল থেকে কর্মরত।

মো. মাসুম বিল্লাহ। অয়েলার-২। বিএসসি ৩২৯২৬। ১৯ জানুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মোহাম্মদ হোসাইন। অয়েলার-৩। সিও ৭৫১৪। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।

মো. আতিকুর রহমান। ফায়ারম্যান। টি ৩৪২১৮। ৬ অক্টোবর ২০২১ থেকে কর্মরত।  

মো. শফিকুর রহমান। চিফ কুক। টি ২৯৬১২। ৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।

মো.  সাইফ উদ্দিন। জিএস। টি ১৪২০৮। ৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মরত।   


আরো পড়ুন:

 করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬ 


7 more died in Corona, 446 identified


গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ১৫৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৬৪ নয়টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি।


এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।


আরো পড়ুন: ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন। মৃত সাতজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।  

     

এতে আরও বলা হয়, মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের একজন মারা গেছেন। এদের মধ্যে ছয়জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।


এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪২ হাজার ৫৪১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ তিন হাজার ৮৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৮ হাজার ৭১১ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


আরো পড়ুন:

 তেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

Russia threatens to cut off gas if oil is banned



পশ্চিমারা মস্কোর তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।


দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, “রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে।”


এরই মধ্যে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩০ ডলারে পৌঁছেছে, সেটা দ্বিগুণের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুঁশিয়ার করছে রাশিয়া।


মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়াকে আরও চাপে ফেলার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে মস্কোর তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা মেপে দেখছে। তবে জার্মানি ও নেদারল্যান্ডস এ ধরনের পরিকল্পনা প্রত্যাখান করেছে।


ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের ৪০ শতাংশ এবং তেলের ৩০ শতাংশের যোগান পায় রাশিয়া থেকে। এই সরবরাহ হঠাৎ বন্ধ করা হলে সহসাই কোনো বিকল্প উৎস থেকে যোগান দেওয়া সম্ভব না।


সে কথা তুলে ধরে রুশ উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় বলেন, “ইউরোপের বাজারে রাশিয়ার তেলের একটি বিকল্প দ্রুত খুঁজে বের করা অসম্ভব।


আরো পড়ুন: পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে


“এটা করতে অনেক সময় দরকার, এবং ইউরোপের ভোক্তাদের জন্য এটা অনেক বেশি ব্যয়সাপেক্ষ হবে। শেষ পর্যন্ত, এর ফলাফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই।”


রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের জন্য স্থাপন করা পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করার যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে, সেদিকে ইঙ্গিত করে আলেক্সান্ডার নোভাক বলেন, তেলের ওপর অবরোধ আরোপ করা হলে এর জবাব দেওয়া হবে।

“একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সমঅধিকার আমাদেরও আছে এবং বিদ্যমান নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপ দিয়ে গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা দেব আমরা।”


রাশিয়া বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উৎপাদনে তাদের অবস্থান দ্বিতীয়। জ্বালানি খাতে কোনো ধরনের অবরোধ আরোপ করা হলে তা সেদেশের অর্থনীতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এ ধরনের অবরোধ আরোপের জন্য পশ্চিমা বিশ্বের প্রতি দাবি জানিয়ে আসছে ইউক্রেইন, কিন্তু বিষয়টি নিয়ে বিশ্বের অনেক দেশেই উদ্বেগ রয়েছে, কারণ সেরকম পদক্ষেপ নেওয়া হলে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব হবে ব্যাপক।

এমন অবরোধ আরোপের শঙ্কায় সোমবার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছায়, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যেও পেট্রলের গড় দাম লিটার প্রতি ১৫৫ পেনিতে পৌঁছেছে, যা রেকর্ড।


রয়টার্স জানিয়েছে, মিত্রদের ছাড়াই যুক্তরাষ্ট্র এককভাবে রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করতে পারে। যদিও সেদেশে রাশিয়া থেকে মাত্র ৩ শতাংশ তেল আমদানি করা হয়।


জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ বিস্তৃত পরিসরে অবরোধ আরোপের ধারণা নাকচ করে বলেছেন, ইউরোপ অবরোধের তালিকা থেকে সঙ্গত কারণেই রাশিয়ার জ্বালানি খাতকে ছাড় দিয়েছে, কারণ এ মুহূর্তে অন্য কোনো উপায়ে ওই সরবরাহের ঘাটতি মেটানো সম্ভব না।

তবে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে রাশিয়ার জ্বালানি খাতের ওপর এই নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়। বেশ কিছু পশ্চিমা কোম্পানি এরইমধ্যে রাশিয়ার জ্বালানি কোম্পানি থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার এবং রাশিয়া থেকে পণ্য পরিবহন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।


আলেক্সান্ডার নোভাক বলছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে রাশিয়ার কোম্পানিগুলোর ওপর পড়তে শুরু করেছে। তবে চুক্তি অনুযায়ী রাশিয়া এখনও ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।


‘ব্যাপক চাপ’

নোভাক বলেন, “রাশিয়ার তেল ও পেট্রোকেমিকেলের ওপর সম্ভাব্য অবরোধ আরোপ নিয়ে যেসব বিবৃতি ও আলোচনা আমরা শুনতে পাচ্ছি তাতে আমরা উদ্বিগ্ন। আমরা দেখছি যে আমাদের অংশীদারেরা, জাহাজ কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাপক চাপের মুখে পড়েছে।”


জাতিসংঘের শরণার্থী সংস্থা সোমবার জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ১৭ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে মধ্য ইউরোপে পালিয়েছে। তাদের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী পোল্যান্ডে।


ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকোভ রয়টার্সকে বলেছেন, ইউক্রেইন যদি লড়াই বন্ধ করে, তাদের সংবিধান সংশোধন করে নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে এবং রাশিয়ার ক্রিমিয়া অধিভুক্তি ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী প্রদেশগুলোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, তাহলে মস্কো এই অভিযান স্থগিত করবে।


ইউক্রেইনের একজন মধ্যস্ততাকারী মিখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছু সমঝোতা হলেও বেশিরভাগ বিষয় নিয়েই অচলাবস্থা কাটেনি।

আরো পড়ুন:

 রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা


US and UK sanctions on Russia's energy sector


ইউক্রেনে সেনা অভিযান চালানোর পর পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে ব্যাপক চাপে ফেলেছে। এতদিন রাশিয়ার আয়ের মূল উত্স জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এবার সেই খাতেই নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমনকি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন ও আলজাজিরা।


মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর প্রধান জানিয়েছেন, ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের পুতুল সরকার গঠনের চেষ্টা সফল হবে না। চীনের প্রেসিডেন্ট মঙ্গলবার (৮ মার্চ) শান্তি আলোচনার ডাক দিয়েছেন। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের শুনানিতে উপস্থিত হয়নি রাশিয়া।


রাশিয়ার তেল-গ্যাস-কয়লা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকান জনগণ পুতিনের নেতৃত্বের প্রতি আরেকটি জোরালো আঘাত হানবে। এতে যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়ে যাবে, এমন আশংকা সত্ত্বেও দেশটির প্রধান দুই রাজনৈতিক দলেই এ পদক্ষেপের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাইডেন।

আরো পড়ুন: পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে

প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি জানেন যে এই আমদানি বন্ধের কারণে তার দেশকে মূল্য দিতে হবে। কিন্তু আইন প্রণেতারা এমন পদক্ষেপের ক্ষেত্রে একমত হয়েছেন। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম, স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়। এখন সেটিই আমাদের দিতে হবে। বাইডেন ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ারও ঘোষণা দেন। প্রেসিডেন্ট বাইডেন জানান, প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধে আমরা সহায়তা করবো না। এর আগে রুশ অশোধিত তেল কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছে বৃহৎ মার্কিন তেল কোম্পানি শেল।


নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যও

ব্রিটিশ জ্বালানিমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং জানিয়েছেন, যুক্তরাজ্যও রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে যুক্তরাজ্য এখনই নিষেধাজ্ঞা কার্যকর করছে না। চলতি বছরের মধ্যেই তেল আমদানির কাজ শেষ করবে ব্রিটেন। এরপর আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা হবে না। ব্রিটেন তার তেলের ৮ শতাংশ রাশিয়া থেকে আমদানি করে থাকে। ব্রিটেন রাশিয়ার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির পরিকল্পনা করছে।


এদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চলতি বছরের মধ্যেই রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ইইউ ও যুক্তরাজ্য জ্বালানি আমদানি বন্ধ করলে রাশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, রুশ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই জ্বালানি রপ্তানি।


আরো পড়ুন:

 কোহলির শততম টেস্টে বড় জয় ভারতের


India's big win in Kohli's 100th Test




ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) প্রথম টেস্টে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India) । এই ম্যাচ ছিল বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট। ম্য়াচ শেষে মানবিক বিরাট কোহলির ভিডিও ভাইরাল (Viral Video)।

মোহালিতে (Mohali) ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম (Ind vs Sl) টেস্টে মাত্র তিন দিনেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)ব্য়াটে-বলে দাপট ভারতের জয়ের পথ মসৃণ করেছে। মোহালি টেস্ট জাদেজা নামে হলেও, এই টেস্ট ছিল বিরাট কোহলির (Virat Kohli)কেরিয়ারের শততম টেস্ট। ম্য়াচে ব্য়াট হাতে বড় ইনিংস খেলতে সক্ষম হননি   প্রাক্তন অধিনায়ক। মাত্র ৪৫ রান করেন তিনি।  শততম টেস্টে বিরাটের ব্য়াটে সেঞ্চুরির দেখার সমর্থকদের আশা পূরণ না হলেও টেস্টে ক্রিকেটে আট হাজার রানের মাইলস্টোন পূরণ করেন বিরাট কোহলি। ভারতীয় ব্য়াটসম্যানদের মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগের পর এই নজির গড়েন বিরাট কোহলি। ম্য়াচে বড় রান না পেলেও ম্য়াচের শেষে সকলের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি নাম ধরমভীর পাল একটি ভিডিও শেয়ার করেছেন। ভারতীয় ক্রিকেট দলের বড় ভক্ত তিনি। তাকে টিম ইন্ডিয়ার দ্বাদশ ব্যক্তি বলেই ডাকা হয়। দেশ-বিদেশে ভারতীয় ক্রিকেট দলের ম্য়াচে দলকে সমর্থন করতে দেখা যায় তাকে। বিরাট কোহলির বড় ভক্ত তিনি। তার শেয়ার করা ভিডিওতে দেখা যায় মোহালিতে টিম ইন্ডিয়ার বাসের কাছে ছিলেন ধরমভীর। বিরাটের নাম ধরে চিৎকার করতে থাকেন তিনি। বাসে উঠে গিয়েছিলেন বিরাট কোহলি। নেমে এসে ওই বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে টি-শার্ট উপহার দেন বিরাট কোহলি। ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন,'বাহ! আজ আমার জীবনের একটি দারুণ দিন। আজকে বিরাট কোহলির শততম টেস্ট। আজকেই বিরাট আমাকে একটি টি-শার্ট দিয়েছেন। অসাধারণ!'

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি। বিরাট কোহলির মানবিক দিক থেকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'কী অসামান্য এক ব্যক্তি! এটা দেখে আমার চোখ থেকে জল পড়ছে। যদি না বায়ো-বাবলের নিয়ম থাকত, তাহলে বিরাট নিশ্চিতভাবে কথা বলতেন। উনি যে কেন আমার আইডল, তা আবার বুঝতে পারলাম।' একইসুরে অপর একজন বলেন, 'করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ এবং নিরাপত্তাজনিত কারণে উনি কাছে আসতে পারেননি। নাহলে আরও কিছুক্ষণ সময় কাটাতেন।'


প্রসঙ্গত, মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট সহজেই জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ফলোঅন  করানোর পাশাপাশি ইনিংস ও ২২২ রানে জয় পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ৫৭৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারত। দলের  হয়ে সর্বোচ্চ ১৭৫ রান করে রবীন্দ্র জাদেজা ।  এছাড়া ৯৬ রানের ইনিংস খেলে ঋষভ পন্থ , ৬১ করেন রবিচন্দ্রন অশ্বিন (RaviChandran Ashwin), ৫৮ করেন হনুমা বিহারী। শততম টেস্টে বিরাট কোহলি করেন ৪৫ রান। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ফলোঅন করানোর পর দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। ১২ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্য়াচ।

হইচইয়ে প্রথমবার মেহজাবীন-অর্ষা, নিপুণ জানালেন বিস্তারিত


Mehjabin-Arsha for the first time in Hichai, Nipun gave details


সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’ তে। এরমাধ্যমে প্রথমবার প্লাটফর্মটি কাজ করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা।


সিরিজটি নিয়ে বিস্তারিত জানাতেই মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ‘সাবরিনা’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন নির্মাতা আশফাক নিপুণ। সবার উপস্থিতিতে সিরিজটির টিজারও রিলিজ করা হয়।

নারীকেন্দ্রিক এই গল্পের টিজার রিলিজের জন্য ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে বেছে নেয়া হয়েছে বলে জানান নিপুণ।  টিজারের শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তীতে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে সুচারু নির্মাতা আশফাক নিপুণ ওয়েব সিরিজের প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করেছেন।


সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

নির্মাতা আশফাক নিপুণ জানান, “আমার কাছে সব সময়েই সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দর্শকদের মনে প্রভাব বিস্তার করে এমন গল্প বলা খুব গুরত্বপূর্ণ। অনেকগুলো কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়, কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস দর্শক এর আগে হইচই এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। দর্শক এবার সাবরিনাকে কীভাবে গ্রহণ করে তা দেখতে আমি মুখিয়ে আছি।”


সাবরিনা ওয়েব সিরিজ এবং এর মাধ্যমে হইচই এর সাথে প্রথমবার কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, “সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রক্রিতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প। হইচই এবং আশফাক নিপুণকে ধন্যবাদ আমাকে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে ভাবার জন্য। হইচই এর সাথে এটি আমার প্রথম কাজ। এটি আমার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। আমি দর্শকদের অভিব্যক্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি দর্শকদের সিরিজটি ভাল লাগবে।”

ঘটনাক্রমে নাজিয়া হক অর্ষারও হইচই এর সাথে এটি প্রথম কাজ। তিনি বলেন, “সাবরিনাকে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য। এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে কাজ করতে পারার সুযোগ করে দেয়ার জন্য আশফাক নিপুণ এবং হইচইকে ধন্যবাদ। অবশেষে হইচই এ আমার অভিষেক হল। দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”


ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল সাবরিনা। অবশেষে এই মার্চে সিরিজটি রিলিজ করা হচ্ছে।


 ফেনীতে ৩০ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার; কাভার্ডভ্যান জব্দ


Youth arrested with 30 kg cannabis and 140 bottles of Fencidil in Feni; Covered van seized


ফেনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ মহিন উদ্দিন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার ৭ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার কৃত মোঃ মহিন উদ্দিন চাঁদপুর কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।


সংশ্লিষ্ট সূত্র জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন শাহিন হোটেলের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ট- ১১-৮৩২৭ কাভার্ডভ্যানটি জব্দ করে র‍্যাব।



উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ২০ হাজার টাকা।


 ফেনীস্থ র‌্যাব-৭'র কোম্পানী কমান্ডার গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যান যোগে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে এনে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত মালামালসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

Russia declares ceasefire to repatriate Indian students


সুমি ছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের পড়ুয়াদের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্যও এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে।


ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ (মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা) ফের যুদ্ধবিরতি ঘোযণা করল রাশিয়া। সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল ক্রেমলিন। রাশিয়ার বিদেশমন্ত্রক সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে ফেরানোর সুবিধা করে দিতে রাজি হয়েছে। সুমি ছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের পড়ুয়াদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্য এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলেও রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে।


এর আগেও মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের দাবি, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভ-সহ বহু শহরে। প্রাণ গিয়েছে সাধারণ মানুষের।


সোমবারও ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র অনুরোধেই এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দিন দু’য়েক আগে মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হয়, তার জেরেই এই সিদ্ধান্ত।


যদিও একে আমল দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি। তাদের অভিযোগ, এর আগে দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।



১৩ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে রবিবার জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে গিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা চালাতে তারা যে গ্র্যান্ড লঞ্চার ব্যবহার করছে, তার নিশানা তেমন পোক্ত নয়। ফলে যে কোনও মুহূর্তে ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে। এক বার যদি সেখানে বিস্ফোরণ ঘটে, তবে তার প্রভাব ইউরোপের দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এই পরিস্থিতিতে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির ডাক দিলেও তা সদর্থক ভাবে গ্রহণ করতে পারছে না কিভ।


আরো পড়ুন:

নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই দিলেন গাভাসকর

Gavaskar justified his controversial remarks



শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। তারই মধ্যে সুনীল গাভাসকর বলে দেন, তাঁর মতে, বিশ্বের সেরা স্পিনার ওয়ার্ন নন। অজি কিংবদন্তির থেকে অনেক এগিয়ে মুথাইয়া মুরলীথরন। শোকের আবহে ওয়ার্নকে নিয়ে গাভাসকরের এমন মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। এবার সেই বিতর্ক নিয়ে সাফাই দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার।


প্রথমে জেনে নেওয়া যাক একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে ওয়ার্ন সম্পর্কে গাভাসকর ঠিক কী বলেছিলেন। গাভাসকরকে প্রশ্ন করা হয়, তিনি কি ওয়ার্নকেই সেরা স্পিনার বলে মানেন? এর উত্তরে নিজের মতামত জানান গাভাসকর (Sunil Gavaskar)। বলেন, “আমার তেমনটা মনে হয় না। আমার মতে, ওয়ার্নের থেকে ভারতীয় স্পিনার এবং শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন অনেক এগিয়ে। এমনকী ব়্যাঙ্কিংয়ের দিকে তাকালেও দেখা যাবে ভারতীয় স্পিনাররা ওয়ার্নের উপরে রয়েছেন।” এখানেই থামেননি গাভাসকর। যোগ করেন, “ভারতের বিরুদ্ধে শেন ওয়ার্নের রেকর্ডের দিকে তাকান। অত্যন্ত সাধারণ। ভারতের মাটিতে নাগপুরে মাত্র একবারই পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। তাও আবার জাহির খানের জন্য। যে সব ভারতীয়রা স্পিনটা ভাল খেলেন, তাঁদের কাছে কিন্তু খুব একটা কঠিন বাধা ছিলেন না ওয়ার্ন (Shane Warne)। সেই কারণেই আমি তাঁকে সর্বশ্রেষ্ঠ বলতে পারব না।” ভারতের বিরুদ্ধে বেশি সাফল্য পাওয়ায় শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলিথরনকেই এগিয়ে রাখলেন গাভাসকর। বলে দেন, “আমার পছন্দের তালিকায় ওয়ার্নের (Shane Warne) উপরেই থাকবেন মুরলিথরন।”



আর এই নিয়েই যাবতীয় জলঘোলা তৈরি হয়। তবে বিষয়টি ঘিরে বিতর্ক দানা বাঁধার পর গাভাসকর (Sunil Gavaskar) আক্ষেপের সুরেই বলেন, এমন স্পর্শকাতর সময়ে এমন প্রশ্ন করা উচিত হয়নি সঞ্চালকের। পাশাপাশি তিনি এও স্বীকার করেন, সদ্য প্রয়াত ওয়ার্নের সঙ্গে কারও তুলনা টেনে তিনিও ঠিক করেননি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, “এমন পরিস্থিতিতে এই প্রশ্নটা যেন করা উচিত ছিল না, তেমনই আমারও উত্তর দেওয়া ঠিক হয়নি। কারও সঙ্গে তুলনা টানার এটা সঠিক সময় ছিল না।” এরপরই বলে দেন, “ক্রিকেট জগতে ওয়ার্ন অন্যতম সেরা তারকা। রডনি মার্শও বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। তাঁদের আত্মার শান্তি কামনা করি।”


তবে এও স্পষ্ট করে দেন, তিনি যা মনে করেন, সেটাই টিভি চ্যানেলে অকপটে বলেছেন। অর্থাৎ তাঁর চোখে যে ভারতীয় স্পিনার ও শ্রীলঙ্কার কিংবদন্তিই সেরা, ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েও সেটা আবার পরিষ্কার করে দিলেন।


 প্রতারণা করেছেন জায়েদ খান: ইলিয়াস কাঞ্চন


Cheated by Zayed Khan: Ilyas Kanchan


সেক্রেটারি পদে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি গত শুক্রবারের শিল্পী সমিতির প্রথম মিটিংও বাতিল ঘোষণা করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, জায়েদ খান আদালতের অন্য রায়ের ‘পুরোনো কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। সেটি রীতিমতো প্রতারণার শামিল।


সোমবার সন্ধ্যায় এফডিসির বাগানে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করেন সমিতির নবনির্বাচিত সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। তিনি বলেন, ‘৯ ফেব্রুয়ারির অন্য রায়ের কোর্টের একটি কাগজ দেখিয়ে শপথ নেন জায়েদ খান। নতুন কোনো কাগজ দেখাতে পারেননি৷ তড়িঘড়ি করে শুক্রবার শপথ নিয়েছেন। তিনি শিল্পী সমিতির সঙ্গে, সভাপতির সঙ্গে প্রতারণা করেছেন। একই সঙ্গে মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাঁর শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।’

তিনি বলেন, যেহেতু শপথ অবৈধ, তাই গত মিটিংয়ে জায়েদ খানের উপস্থিতিও অবৈধ। এ কারণে মিটিংয়ের কোরামও পূর্ণ না হওয়াতে শুক্রবারের মিটিংও বাতিল করা হলো।


এদিকে গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি অনুপস্থিত থাকলে তাঁর দায়িত্ব পালন করেন সহসেক্রেটারি। যেহেতু শিল্পী সমিতিতে আপাতত সেক্রেটারি কেউ নন, তাই আপাতত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী নায়ক সাইমন। 


ইলিয়াস কাঞ্চন বলেন, পরে মিটিং ডেকে বাকি সদস্যদের সঙ্গে কথা বলে সাইমনের সেক্রেটারি হওয়ার বিষয়টি পাস করা হবে। যত দিন জায়েদ-নিপুণের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে, আগামী মিটিংয়ের পর থেকে তত দিন গঠনতন্ত্র অনুযায়ী সাইমন সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই প্রতারণার আশ্রয় নিইনি। নিয়ম অনুযায়ী রায় পাওয়ার পরে যে কেউ তাঁর আইনজীবীর কাছ থেকে ল ইয়ার সার্টিফিকেট নিতে পারেন। আদালতের রায় হয়ে গেছে সবাই জানেন। আমি ল ইয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি। এটা বৈধ।’ তিনি প্রশ্ন করেন, ‘আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নিই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটার প্রমাণ দেখিয়ে আপিল করেছেন তিনি।’ তিনি আরও বলেন, ‘এমনিতে আমাদের শিল্পী সমিতির জন্য শপথ জরুরি না; বরং সেদিন আমাদের সভা বৈধ। সেখানে কোরাম পূর্ণ হয়েছিল।’


এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, সাইমন সাদিক প্রমুখ।


আরো পড়ুন:


Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget