Latest Post

লিহান লিমা: গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার পর বুধবার তাকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে ওমর আল বশিরকে সপরিবারে আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। আল জাজিরা, রয়টার্স


এদিনও বিক্ষোভকারীরা বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখে। রাজধানী খার্তুনে র‌্যালিতে ডাক্তার, সাংবাদিক, অধিকারকর্মীরা স্লোগান দিয়ে বলেন, ‘আমাদের বিপ্লবকে চুরি করা হচ্ছে।’ বিক্ষোভে নেতৃত্ব দেয়া দেশটির পেশাজীবী সংগঠন এসপিএ বলেছে, ‘বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।
১৯৮৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বশিরের বিরুদ্ধে ডিসেম্বরের দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের উর্ধ্বগতির প্রতিবাদের বিক্ষোভ শুরু হয়, যা রুপ নেয় সরকার-বিরোধী আন্দোলনে। জনগণের দাবির মুখে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই সময় সেনাবাহিনী ২ বছরের অন্তবর্তীকালীন সামরিক পরিষদ গঠনের কথা জানায়। সামরিক পরিষদ বিরোধী দলগুলোর সম্মতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা হস্তান্তর করার আশ্বাস দিয়েছে। তবে বিক্ষোভকারীরা অতিসত্ত্বর ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সুদানের সামরিক পরিষদকে সমর্থন দিয়েছেন। রাশিয়া সুদানের সামরিক পরিষদকে সমর্থনের কথা জানিয়েছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, যদি শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করে তবে সুদানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার রাষ্ট্রতালিকা থেকে মুছে ফেলার বিষয়টি বিবেচনা করা হবে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল সুদানের বিক্ষোভকারীদের বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নও এক কড়া বিবৃতিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়ে ১৫দিনের মধ্যে বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সীমারেখা বেঁধে দেয়।
(amadershomoy)
১৯৮৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বশিরের বিরুদ্ধে ডিসেম্বরের দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের উর্ধ্বগতির প্রতিবাদের বিক্ষোভ শুরু হয়, যা রুপ নেয় সরকার-বিরোধী আন্দোলনে। জনগণের দাবির মুখে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই সময় সেনাবাহিনী ২ বছরের অন্তবর্তীকালীন সামরিক পরিষদ গঠনের কথা জানায়। সামরিক পরিষদ বিরোধী দলগুলোর সম্মতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা হস্তান্তর করার আশ্বাস দিয়েছে। তবে বিক্ষোভকারীরা অতিসত্ত্বর ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সুদানের সামরিক পরিষদকে সমর্থন দিয়েছেন। রাশিয়া সুদানের সামরিক পরিষদকে সমর্থনের কথা জানিয়েছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, যদি শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করে তবে সুদানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার রাষ্ট্রতালিকা থেকে মুছে ফেলার বিষয়টি বিবেচনা করা হবে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল সুদানের বিক্ষোভকারীদের বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নও এক কড়া বিবৃতিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়ে ১৫দিনের মধ্যে বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সীমারেখা বেঁধে দেয়।১৯৮৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বশিরের বিরুদ্ধে ডিসেম্বরের দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের উর্ধ্বগতির প্রতিবাদের বিক্ষোভ শুরু হয়, যা রুপ নেয় সরকার-বিরোধী আন্দোলনে। জনগণের দাবির মুখে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই সময় সেনাবাহিনী ২ বছরের অন্তবর্তীকালীন সামরিক পরিষদ গঠনের কথা জানায়। সামরিক পরিষদ বিরোধী দলগুলোর সম্মতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা হস্তান্তর করার আশ্বাস দিয়েছে। তবে বিক্ষোভকারীরা অতিসত্ত্বর ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সুদানের সামরিক পরিষদকে সমর্থন দিয়েছেন। রাশিয়া সুদানের সামরিক পরিষদকে সমর্থনের কথা জানিয়েছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, যদি শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করে তবে সুদানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার রাষ্ট্রতালিকা থেকে মুছে ফেলার বিষয়টি বিবেচনা করা হবে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল সুদানের বিক্ষোভকারীদের বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নও এক কড়া বিবৃতিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়ে ১৫দিনের মধ্যে বে-সামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সীমারেখা বেঁধে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়: 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন সেশনে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার চেয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ডাকসু ভিপি নুরুল হক নুর, কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, স্বতন্ত্র জোটের সাবেক ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান প্রমুখ।

নুরুল হক বলেন, অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁস, জালিয়াতির মাধ্যমে অনেকে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে। জালিয়াতির বিষয়ে দায়সারা বক্তব্য দিয়েছে প্রশাসন। এটি প্রশাসনের জন্য কলঙ্কিত ঘটনা। সাংবাদিকরা জালিয়াত চক্রের এসব সদস্যদের অনুসন্ধান করে বের করেছে। যারা জালিয়াতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের সবাইকে সিন্ডিকেটের সভার মাধ্যমে আজীবন বহিষ্কার করতে হবে। পাশপাশি তাদের ছবিসহ পরিচয় বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় প্রকাশ করতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম বলেন, যখন প্রশ্নফাঁস হয়, তখন প্রশাসন বলে হয়নি, ডিজিটাল জালিয়াতি হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো- তাহলে ডিজিটাল জালিয়াতির মাধ্যমেও কী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়? জালিয়াতির সঙ্গে জড়িত বেশির ভাগ শিক্ষার্থী একটি ছাত্র সংগঠনের সঙ্গে আছেন। তারা দাপট দেখিয়ে ক্যাম্পাসে চলছেন। 
ডাকসুর এজিএস ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও জালিয়াত চক্রের সদস্যদের বহিষ্কার চেয়েছেন।
যখন সকল ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একমত, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি আমরা ভেবে নেবো এখানে প্রশাসনের হাত রয়েছে? সাদ্দাম হোসেন জালিয়াতি করা শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘মেধাবীদের পাঠশালায় জালিয়াতির ঠাঁই নেই’, ‘আমার ক্যাম্পাস রাখবো জালিয়াত মুক্ত’, ‘মেধাবীদের ঢাবিতে জালিয়াত চক্রের ঠাঁই নেই’, ‘জালিয়াতের ঠিকানা ঢাবিতে হবে না’, ‘জালিয়াত চক্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, চিটিং বাটপার জালিয়াত এই মুহূর্তে ঢাবি ছাড়’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন।
এছাড়া এদের বহিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগগুলোর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়।
(banglanews24)

অবশেষে Facebook Messenger এ যোহগ হল ডার্ক মোড। সম্প্রতি এক ব্লগ পোস্টে Facebook Messenger জানিয়েছে বিশ্বব্যাপী সব গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। গত বছর থেকেই ডার্ক মোড পরীক্ষা করছিল Facebook Messenger। গত বছর অক্টোবর মাসে এই ফিচার Facebook Messenger এ পৌঁছানোর কথা ছিল। সম্প্রতি বিশেষ ইমোজি ব্যবহার করে Facebook Messenger এ ডার্ক মোড ব্যবহার করা যাচ্ছিল। অবশেষে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে গেল।

নিজের ফোনে Facebook Messenger ডার্ক মোড এনেবেল করতে নিজের প্রোফাইল ছবির উপরে ট্যাপ করুন। এর পরে ‘Settings' সিলেক্ট করুন। এখানে আপনার নামের নীচে ডার্ক মোড সুইচ দেখতে পাবেন। এই সুইচ অন করে দিলে Facebook Messenger এ ডার্ক মোড এনেবেল হয়ে যাবে।
সম্প্রতি চাঁদের ইমোজি পাঠিয়ে Facebook Messenger এ ডার্ক মোড এনেবেল করা যাবে। নির্দিষ্ট এই ইমোজি পাঠালেই Messenger অ্যাপ এর মধ্যে ‘ডার্ক মোড' অন করার অপশান চলে আসবে।
ডার্ক মোডে Messenger অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে। এর ফলে চোখে যেমন কম চাপ পড়বে একই ভাবে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করবে ডার্ক মোড। বিশেষ করে ফোনে AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে পড়বে।
(ndtv)

মাকসুদা লিপি : গত পাঁচ দিনে বৃষ্টিতে ধান নষ্টের আশংকা করছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। এই অবস্থায় পাকা ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাই এবার আগাম বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ইনডিপেনডেন্ট টিভি


সুনামগঞ্জ সদর, দিরাই, তাহেরপুর, ছাতক ও ধর্মপাশা উপজেলাসহ জেলার সব হাওরেই শুরু হয়েছে ধান কাটার কাজ। কেউ কেউ ধান কেটে মাড়াই করা ও শুকানোর কাজেও ব্যস্ত সময় পার করছেন। হঠাৎ করেই কয়েকদিন টানা বৃষ্টির কারণে পাকা ধান নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা। ভারী বৃষ্টি না হলে আগামী দশদিনের মধ্যেই জেলার সব হাওরে ধান কাটা শেষ হবে বলে জানান কৃষকরা।কৃষকরা জানান, ধান এবার মোটামুটি ভালো হয়েছে। তাই ভারী বৃষ্টির কথা মাথায় রেখে ধান কাটা শুরু হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, উপজেলা নির্বাহী অফিসারদের আগাম ধান কাটার জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোথাও পাকা ফসল দীর্ঘসময় ধরে মাঠে পড়ে থাকতে না হয় । এবং আগাম বৃষ্টি ও বন্যার কারণে যাতে পাকা ফসল ডুবে না যায় ।
চলতি বছর সুনামগেেঞ্জ বোরো ধানের আবাদ হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪শ ৪০ হেক্টর। উৎপাদন ৮ লাখ ৭৫ হাজার মেট্রিক টন থেকে ৯ লাখ ১০ হাজার মেট্রিক টন হতে পারে বলে ধারনা করছেন কৃষিবিদরা।
(amadershomoy)

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে তার সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা সুজান হক।তবে তিনি এখন শঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।
সুজান হক জানান, 'স্পর্শিয়া কাজ শেষে রিকশায় করে বাসায় ফিরছিল। সে সময় তার রিকশাটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে বেশ আহত হয় স্পর্শিয়া। এরপরই তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আগের চাইতে একটু ভালো আছে






জানা গেছে, রিকসায় করে বাসায় ফেরার পথে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয় স্পর্শিয়ার রিকসায়। এর ফলে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান স্পর্শিয়া। তার মাথার একটা অংশ কেটেও যায়। দূর্ঘটোনার সঙ্গে সঙ্গেই তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ ঘটনার পর সব ধরনের শুটিং থেকে সাময়িক বিশ্রাম নেন তিনি।
উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের নাটক ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেলেও শিগগিরিই বড় পর্দায় আসতে চলেছে তার অভিনীত সিনেমা 'কাঠবিড়ালী'। সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা। ইতোমধ্যে চলচ্চিত্রের লোগো ও কিছু ছবি প্রকাশ করেছেন নির্মাতা। সিনেমাটিতে কাঠবিড়ালী’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার বিপরীতে দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।
ইত্তেফাক/জেডএইচডি
(ittefaq)

হাতুড়ে ডাক্তারের কথা শুনে অতিরিক্ত ভিটামিন ডি খেয়ে ফেলেন ৫৪ বছর বয়সী এক কানাডিয়ান ব্যক্তি। এরপর তার কিডনির চরম ক্ষতি হয়ে যায়। এ ঘটনার বর্ণনা দেওয়া হয় কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে।

ওই ব্যক্তি দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ভ্রমণের পর কানাডায় ফিরে হাসপাতালে ছোটেন। তিনি ভ্রমণের দুই সপ্তাহ প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা রোদে কাটিয়েছিলেন। এর পাশাপাশি হাতুড়ে ডাক্তারের কথা শুনে ৮-১২ ফোঁটা ভিটামিন ডি গ্রহণ করেন। এতে তার রক্তে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এবং তার কিডনিতে সমস্যা দেখা যায়।
জেনে রাখা ভালো, একজন সুস্থ মানুষ দৈনিক ৪০০-১০০০ আইইউ (ইন্টারন্যাশনাল ইউনিট) ভিটামিন ডি গ্রহণ করতে পারেন। যাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি আছে তারা ৮০০-২০০০ আইইউ খেতে পারেন। কিন্তু কানাডার ওই ব্যক্তি দিনে ৮,০০০-১২,০০০ আইইউ ভিটামিন ডি খাচ্ছিলেন। এ কারণেই তার ক্ষতি হয়।
হাড় শক্ত রাখার জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়ামের গুরুত্ব অনেক। কিন্তু খুব বেশি ক্যালসিয়াম (হাইপারক্যালসেমিয়া) উল্টো হাড়কে দুর্বল করে ফেলতে পারে। এমনকি হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কাজে তা বাধা দিতে পারে, কিডনিতে পাথর তৈরি করতে পারে। রক্তে খুব বেশি ক্যালসিয়াম থাকলে বমি, হাড়ে ব্যথা ও বিভ্রান্তি দেখা দিতে পারে।
হাসপাতালে যাবার পর ডাক্তাররা জানতে পারেন, ওই ব্যক্তি প্রায় আড়াই বছর ধরে অতিরিক্ত ভিটামিন ডি খাচ্ছেন। এর পাশাপাশি ভ্রমণে অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। কিডনির ওই ক্ষতির কারণে তার মৃত্যু হবে না ঠিক, কিন্তু এই ক্ষতি থেকে সেরে ওঠারও কোনো উপায় নেই। তাই যারা ভাবেন বেশি করে ভিটামিন খাওয়াটা উপকারী তারা আরেকবার ভেবে দেখুন।
(priyo)

 স্থানীয় সময় ১৫ এপ্রিল, সোমবার আগুন ধরে যায় প্যারিসের ঐতিহ্যবাহী নটর ডেম ক্যাথেড্রালে। ৪০০ দমকলকর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই অগ্নিকাণ্ডে যা ক্ষতি হয়ে গেছে, তা মেরামত করে তুলতে বছরের পর বছর চলে যেতে পারে।
ভালো সংবাদ হলো, নটর ডেমের সামনের অংশ এবং বড় দুটো টাওয়ার অক্ষত, আর ক্যাথেড্রালের ভেতরে থাকা শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শনগুলোও বাঁচানো গেছে।
খারাপ সংবাদ হলো, ক্যাথেড্রালের ছাদের বেশির ভাগটাই পুড়ে গেছে আর ১৯শ শতকে তৈরি করা সুচালো গম্বুজটিও ধসে পড়েছে।
ফায়ার ব্রিগেডের তথ্য থেকে অনুমান করা হচ্ছে, অ্যাটিক তথা চিলেকোঠা থেকে এই আগুনের সূত্রপাত। এই চিলেকোঠা কাঠের তৈরি। এ ছাড়া এতে এমন অনেক ময়লা জমে ছিল, যা দাহ্য। সেখান থেকে আগুন দ্রুত ক্যাথেড্রালের ওক কাঠের কাঠামোতে ছড়িয়ে পড়ে। এই ওক কাঠ ছিল ১৩শ শতকের নিদর্শন। তা পুরোটাই ধ্বংস হয়ে গেছে।এ ছাড়া ক্যাথেড্রালে আগুন ধরে গেলে তা থামানোর কোনো উপায় ছিল না আর বাতাস চলাচলের মতো জায়গা থাকায় আগুন বারবার জ্বলে উঠছিল, যাতে খুবই বিপাকে পড়ে যান দমকলকর্মীরা। ক্যাথেড্রালের নকশায় এমন ভুল থাকার কারণেই আগুন ছড়িয়ে যায় এবং এত বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটে।
সূত্র: আইএফএলসায়েন্স
প্রিয় বিজ্ঞান/আজাদ চৌধুরী

ভারতে গুগল প্লে থেকে টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ করে দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। অ্যাপলকেও একই পথ অবলম্বন করতে বলা হলেও বুধবার পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে এটি দেখা গেছে।
জনপ্রিয় এই ভিডিও অ্যাপ বন্ধে আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে তা বাস্তবায়নে গুগল ও অ্যাপলকে চিঠি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরেই এটির ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মনে করছে- এই অ্যাপটির মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে। শিশুদেরও এটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে।
টিকটকের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ২৪ কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ।
এক বিবৃতিতে ভারতীয় টিকটক জানিয়েছে, ভারতে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। তবে গুগল প্লের এই নিষেধাজ্ঞায় তাদের কোনো সমস্যা হবে না।
টিকটকের ব্যাপক সফলতা রয়েছে। কিন্তু বিষাক্ত আধেয়গুলোর লাগাম ধরতে অন্যান্য অ্যাপের তুলনায় তাদের সফলতা একেবারে কম।
শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করেছে। তবে কনট্যান্ট কিংবা আধেয় আপলোডের দায় গ্রাহকের ওপর চাপাতেই বেশি স্বচ্ছন্দ টিকটক।
এ ছাড়া বাংলাদেশেও টিকটক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বব্যাপী এ অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটি।
মঙ্গলবার এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, ভারতের বিচারব্যবস্থার প্রতি তাদের আস্থা রয়েছে। এ ব্যাপারে ইতিবাচক ফল পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
(jugantor)

প্রিয়.কম) বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ভারতে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ে মঙ্গলবার রাতে বিমানে করে দেশে ফিরেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে রাত পৌনে ১০টার দিতে তিনি ঢাকায় পৌঁছান।
ফেরদৌসের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক একটি সূত্র।
লোকসভা নির্বাচনে একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় তার ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ফেরদৌস আহমেদের ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করেছে।
এ ছাড়া তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
বর্তমানে ভারতে চলছে ১৭তম লোকসভা নির্বাচন। প্রথম দফায় ১৮টি রাজ্যের ৯১টি আসনে ১১ এপ্রিল ভোট হয়ে গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারণা করছিলেন বাংলাদেশের এ নায়ক। এতে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ফেরদৌসের ভিসা বাতিল হয়েছে।
গত রবিবার ফেরদৌস রায়গঞ্জ আসনের করণ দিঘি থেকে ইসলামপুর পর্যন্ত তৃণমূলের প্রচার মিছিলে অংশ নেন। এলাকাটি বাংলাদেশ সীমান্তের কাছে। নির্বাচনি ওই প্রচারে ফেরদৌসের সঙ্গে ছিলেন ভারতীয় বাংলা সিনেমার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।
রায়গঞ্জ আসনে বেশিরভাগ ভোটারই সংখ্যালঘু মুসলিম। জনসংখ্যার হারে মুসলিম বেশি। ওই আসনে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী, কংগ্রেসের প্রার্থী দীপা দাসমুন্সি আর সিপিএমের প্রার্থী বর্তমান বিদায়ী সাংসদ মোহাম্মদ সেলিম।
কমিশনে অভিযোগ দায়ের করার পর বিজেপি নেতা জেপি মজুমদার ভারতীয় একটি সংবাদপত্রকে বলেন, ‘ভারতে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বিদেশিরা। তৃণমূল ফেরদৌসকে প্রচারে ব্যবহার করে নির্বাচনি বিধি ভঙ্গ করেছে। ভিসার নিয়ম ভাঙার জন্য ওর গ্রেফতার হওয়ার কথা।’
১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।
পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে অভিনেত্রী নুসরাত জহান ও নায়ক দেব এবং বিজেপি থেকে গায়ক বাবুল সুপ্রিও।
(priyo)

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এর তিন সপ্তাহ পর বৈদ্যনাথতলা নামে পরিচিত ওই বিশাল আমবাগান এলাকাকেই পরে ‘মুজিবনগর’নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল।
বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
একাত্তরের ১৭ এপ্রিলের সেই মাহেন্দ্রক্ষণে তাজউদ্দীন আহমদ ও সৈয়দ নজরুল ইসলাম অন্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকাল ৯টার দিকে বৈদ্যনাথতলায় পৌঁছান। গ্রামবাসীর পাশাপাশি দেশি-বিদেশি শতাধিক সাংবাদিক এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আসেন। বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়। মেজর আবু উসমান চৌধুরীর পৌঁছতে বিলম্ব হওয়ায় ক্যাপ্টেন মাহবুব উদ্দীন আহমেদ ইপিআর আনসারের একটি ছোট্ট দল নিয়ে নেতাদেরকে অভিবাদন জানান। অভিবাদন গ্রহণের পর স্থানীয় শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করে স্বাধীন বাংলা অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয়। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি। এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও অনুমোদন হয়। আওয়ামী লীগের চিফ হুইপ দিনাজপুরের সংসদ সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী ঘোষণাপত্র পাঠ করেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
কর্মসূচি
আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ ছাড়া মুজিবনগরের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ১০টায় গার্ড অব অনার প্রদান এবং সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনমূলক কাজে অবদান রাখবে। তিনি বলেন, ‘স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।’
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
(ittefaq)

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের আটক মুসলিমরা অমানুষিক নির্যাতনের প্রতিবাদে গত ৮ এপ্রিল আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করে। এ অনশন কর্মসূচিতে তাদের সুনির্দিষ্ট কিছু দাবিও ছিল। দীর্ঘ ৮ দিন অনশনের পর গত ১৫ এপ্রিল রাতে ইসরাইল কারা কর্তৃপক্ষ তাদের কিছু দাবি মেনে নেয়।
ফিলিস্তিনের বন্দিদের সঙ্গে কারা কর্তৃপক্ষের একটি সমঝোতা হয়েছে। অনশনের ফলে তারা বন্দিদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। দাবি মেনে নেয়ার শর্তে আটক ফিলিস্তিনিরা অনশন ভঙ্গ করে।

বন্দিদের দাবি ছিল, কারাগারে বন্দিদের প্রতি নির্যাতন বন্ধ করা। নির্যাতনের আধুনিক অস্ত্র নয়েজ ডিভাইস প্রত্যাহার করা। কারাবন্দিদের সুবিধার্থে কারাগারে টেলিফোন বক্স স্থাপন করা এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুব্যবস্থা করা। এ ছাড়াও আরো অনেক দাবি রয়েছে যা তারা মেনে নিয়েছে।
ইসরাইলের বিভিন্ন কারাগারে অবস্থানরত ৪শ’র অধিক বন্দি অনশন করেন। তাদের দাবি বাস্তবায়ন না হলে আরো এক হাজার ফিলিস্তিনি বন্দি অনশনে অংশগ্রহণ করার হুমকিও দিয়েছিল।
উল্লেখ্য যে, ইসরাইলের কারাগারগুলোতে খারাপ অবস্থা বিরাজ করছে। বন্দিদের ভাষায়, কারাগারের অবস্থা দিন দিন খারাপ হয়ে ওঠছে। নানাভাবে তাদের নির্যাতন করা হচ্ছে।
উল্লেখ্য যে, ২০১৫ সাল থেকে ইসরাইলের কারাগারে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। কারাগারে বন্দি এ সব শিশুদের প্রায় ৯৮ ভাগই প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে।
ফিলিস্তিনের এসব বন্দিদের বিনা বিচারে বছরে পর বছর কারাগারে আটক করে রেখেছে ইসরাইল কর্তৃপক্ষ। ফিলিস্তিন তাদের সব কারাবন্দিদের মুক্তি দাবি জানিয়ে আসছে।
(jagonews24)

যেকোনো জাতি-গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকর্মের নিদর্শন শোভা পায় জাদুঘরে। যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শন, বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক মূল্যবান জিনিসপত্র সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে জাদুঘর। যেখানে সংরক্ষিত আছে হাজার হাজার বছরের পুরোনো মানবসভ্যতার নিদর্শন ও ইতিহাস।
সম্প্রতি সেনেগালের রাজধানী ডাকারে ব্ল্যাক সিভিলাইজেশন নামের একটি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এই জাদুঘরে অন্য সবের মধ্যে আছে একটি তরবারি, একটি কোরআন শরিফ ও অপরিচ্ছন্ন চামড়ার একজোড়া স্যান্ডেল। এসব ব্যবহার করতেন পশ্চিম আফ্রিকার রাজনৈতিক নেতা, ইসলামিক পণ্ডিত ও সুফি সেনা কমান্ডার হাদিজ ওমর তাল, যিনি ১৮৬৪ সালে মৃত্যুর আগপর্যন্ত ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করে নিজ জাতিগোষ্ঠীর জন্য বীরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ব্যক্তিগত অর্জনের অনেক স্মারক, নমুনা ও স্মৃতি হস্তগত হয়েছে। পরবর্তী সময়ে ওসবের ঠাঁই হয়েছে ফ্রান্সের বিভিন্ন জাদুঘরে। শুধু তাঁর নয়, আফ্রিকান ইতিহাস ও সংস্কৃতির অনেক কিছুই ফরাসি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। সম্প্রতি ডাকারে ওই জাদুঘর উদ্বোধন হওয়ায় অস্থায়ীভাবে ফ্রান্স এসব ফেরত দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘর নিয়ে কাজ করছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নেতৃত্বাধীন একটি কমিশন। গত বছরের নভেম্বরে কমিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আফ্রিকার ৯৫ শতাংশ সাংস্কৃতিক নিদর্শন রয়েছে আফ্রিকা মহাদেশের বাইরে। এসবের বেশির ভাগ বিভিন্ন সময় লুট, চুরি, জোরজবরদস্তি কিংবা ধার নেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে আর ফেরত আসেনি। এবার সেসব ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেছে কমিশন।
২০১৭ সালের নভেম্বর মাসে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘বেশ কিছু আফ্রিকান দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক ফ্রান্সে পড়ে থাকার বিষয়টি আমি মেনে নিতে পারি না। আগামী পাঁচ বছরের মধ্যে সাময়িক বা স্থায়ীভাবে আফ্রিকান ঐতিহ্যের নিদর্শনগুলো আমি ফেরত দিতে চাই।’
ফ্রান্সের মিউজিয়ামগুলোর পরিচালকদের সঙ্গে আলোচনা করার আগেই মাখোঁর এমন বক্তব্যে বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জিন-জ্যাকস অ্যালাগুন স্থানীয় সংবাদপত্র লি ফিগারোকে বলেন, কমিশনের সুপারিশ ফ্রান্সের মিউজিয়ামগুলোয় আফ্রিকান সংগ্রহকে খালি করতে প্রভাবিত করবে।
ব্রিটিশ মিউজিয়ামেও আছে বিভিন্ন দেশের পুরাকীর্তি। এটিও একই ধরনের চাপে পড়েছে। মিউজিয়ামটির পরিচালক হার্টউইগ ফিশার জানান, বেনিন ব্রোঞ্জের জন্য নাইজেরিয়া ক্ষতিপূরণ দাবি করেছে। তুরস্ক ও গ্রিস একই দাবি জানিয়েছে। কমিশনের ওই প্রতিবেদনে নাখোশ হয়ে তিনি বলেন, ‘প্রতিবেদনটি মোটেই আমাদের জন্য সহায়ক নয়।’
এবারই প্রথম নয়, পাশ্চাত্যের জাদুঘরগুলো এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ব্রিটেন ও গ্রিসের মধ্যে পুরোনো বিরোধের অন্যতম ছিল এথেন্সের মার্বেল মূর্তি। পরে ১৮১৬ সালে ব্রিটিশ সরকার তাদের মিউজিয়ামের জন্য তা কিনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিসের সাহায্যের প্রয়োজন ছিল ব্রিটেনের। তখন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর গ্রিসের পুরোনো নিদর্শনগুলো ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরিকল্পনা করেছিল। পরে সংকট কেটে গেলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চুরি যাওয়া ঢাল-তলোয়ার ফেরত চেয়ে রাশিয়ার কাছে আবেদন জানায় জার্মানি সরকার। রাশিয়া তা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকারের গবেষণা কেন্দ্র ও জাদুঘরগুলোর তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউট হাজার হাজার সমাধিস্তম্ভ ও পবিত্র বস্তু নেটিভ আমেরিকান উপজাতিদের ফেরত দিয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ জায়ারের (বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্র) সাবেক প্রেসিডেন্ট মোবুতু সেস সেকো ১৯৭৩ সালে প্রথম আফ্রিকান শিল্পকর্মের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ক্ষতিপূরণের বিষয়টি জনসমক্ষে আনেন। সে সময় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্র ফেরতের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘সেসব ফেরত পেলে আমরা আমাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ইতিহাস শিক্ষা দিতে পারি।’
গত কয়েক দশকে ইউরোপিয়ান মিউজিয়ামের কিউরেটেরা কেন আফ্রিকান পুরাকীর্তি সম্পদ ফেরত দেননি, তার ব্যাখ্যা দিয়েছেন। তাঁরা মনে করেন, দুর্নীতি একমাত্র সংকট নয়। শিল্পকর্মকে কেন্দ্র করে ধর্মীয় উগ্রপন্থীদের মধ্যে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়। তাই তাঁরা সেসব ফিরিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন। এ ছাড়া শিল্পকর্ম ফেরতসংক্রান্ত অর্থনৈতিক জটিলতাও আছে।
নিজ নিজ জাতিগোষ্ঠীর পুরাকীর্তি, শিল্পকর্ম, প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন ফেরত দেওয়ার বিষয়ে প্রচারণা চালিয়েছে জার্মানিস গ্রিন পার্টি। তারা বলেছে, প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মান উপনিবেশের সময় হস্তগত হওয়া বার্লিনে অবস্থিত জাদুঘরগুলোর ২০ হাজার জাতিগত শিল্পকর্ম ফিরিয়ে দেওয়া উচিত। অবশ্য এই প্রচারণাকে থোড়াই কেয়ার করেছে তানজানিয়া।
ফ্রান্সের কাছে ১০০ প্রাচীন সামগ্রী ফেরত চেয়েছে আইভরি কোস্ট। দেশটি বলছে, সেসব প্রদর্শনী করার জন্য তাদের গ্যালারি আছে। ইউনেসকোর সহযোগিতায় মালির গাওতে নতুন একটি জাদুঘর চালু হয়েছে। খুব শিগগির আরও একটি জাদুঘর উদ্বোধন করা হবে টিম্বাকটুতে। ১৮৯২ সালে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের রাজপ্রাসাদ থেকে শিল্পকর্ম লুট করে নিয়ে যায় ফরাসি সেনারা। সম্প্রতি বেনিনে জাদুঘরের জন্য তিনটি ভবন নির্মিত হচ্ছে। তারাও সেসব শিল্পকর্ম ফেরতের জন্য ফ্রান্সের কাছে অনুরোধ জানিয়েছে। এর মধ্য দিয়ে কিছু দেশের জাদুঘরের শিল্পকর্ম হারানোর আশঙ্কা ও অন্য কিছু দেশের তা প্রাপ্তির সম্ভাবনা। ফলে, এই একবিংশ শতাব্দীতে দেশে-দেশে জাদুঘরের সংকট ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
নাইজেরিয়ার ইদো রাজ্য সরকার ও রাজকীয় আদালত দেশটির বেনিন শহরে জাদুঘর ভবন নির্মাণের পরিকল্পনা করছে। ১৮৯৭ সালে লুট হওয়া সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। এরই মধ্যে দেশটি হাজারের অধিক বেনিন ব্রোঞ্জের সন্ধান পেয়েছে ইউরোপ, আমেরিকার ও ব্রিটিশ মিউজিয়ামে। খুব শিগগির মিউজিয়াম ভবনের সম্ভাব্যতা যাচাই করতে যাচ্ছে ইদো রাজ্য সরকার। যেখানে গ্যালারিসহ থাকবে একটি গবেষণা ইনস্টিটিউট। মূল্যবান সম্পদ ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা ইদো রাজ্যের নির্বাহী গভর্নর গডউইন ওবাসেকি বলেন, ‘আমরা কে, তা ফের জানান দেওয়া হবে।’
(prothomalo)



(প্রিয়.কম) ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও দুই ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
১৫ এপ্রিল, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন নুসরাতের পরিবারের সদস্যরা। এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।


গত ৬ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা ৪/৫ ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল নুসরাত মারা যায়।
এদিকে শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।’ প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রিয় সংবাদ/রুহুল

প্রিয়.কম) রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটককে উন্নত গ্রাহকসেবা দিতে বেশ কয়েকবার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। নির্দেশনা অনুযায়ী, মোবাইলে ইন্টারনেট সেবায় স্বল্পমূল্যে প্যাকেজ নিয়ে আসলেও ‘পে পার ইউজ’ (যতটুকু ব্যবহার ততটুকু বিল) প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনাই মানছে না টেলিটক
ইন্টারনেট প্যাকেজের বাইরে ‘পে পার ইউজ’-এর ক্ষেত্রে পাঁচ টাকার বেশি অতিক্রান্ত হলে (ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল/অফার ওটিপি-ইন বা সাবস্ক্রাইব করা ছাড়া) ইন্টারনেট বন্ধের নির্দেশনা থাকলেও তা না মেনে গ্রাহকের পকেট কাটছে এই অপারেটরটি।
এমন ভুক্তভোগী পাঠকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করে প্রিয়.কম। ফলাফলে এমন অভিযোগের সত্যতা মিলেছে।
দেখা গেছে, ‘পে পার ইউজ’-এর মাধ্যমে গ্রাহক যতক্ষণ ইন্টারনেট চালাচ্ছেন ততক্ষণ গ্রাহকের ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে।
যা ছিল বিটিআরসির নির্দেশনায়
চলতি বছরের ২৪ জানুয়ারি প্যাকেজ/অফার/বান্ডেল সম্পর্কিত একটি নির্দেশনা দেয় বিটিআরসি।
গ্রাহক স্বার্থ রক্ষার্থে বিটিআরসির এই নির্দেশনার ‘খ’ নম্বর ক্রমিকে জানানো হয়, একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকা ‘পে পার ইউজ’ (যতটুকু ব্যবহার ততটুকু বিল) প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) অতিক্রম করলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফার ওটিপি-ইন বা সাবস্ক্রাইব করতে হবে।
ওই ক্রমিকে আরও বলা হয়, এই সংক্রান্ত পূর্বের নির্দেশনাটি বাতিল করা হলো।
‘গ’ নম্বর ক্রমিকে বলা হয়, অটো রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট/প্যাকেজ/বান্ডেল/অফারসমূহ ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি পুনরায় চালু হয়ে যাবে। যদি গ্রাহক ‘অটো রিনিউ ফিচার’ চালু না করে থাকে সেক্ষেত্রে ‘খ’ নং নির্দেশনাটি প্রযোজ্য হবে।
টেলিটক সিম ব্যবহারে যা মিলল
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি টেলিটক সিম ব্যবহার করা হয়। সিমটিতে ব্যবহার করা হতো এক জিবির ইন্টারনেট প্যাকেজ। এই প্যাকেজটি ‘অটো রিনিউ’ ফিচারের আওতার বাইরে ছিল।
যাচাইয়ের আগে সিমটিতে থাকা চার এমবি ইন্টারনেট শেষ করা হয়। এমবি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টেলিটক থেকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ব্যবহারকারীর ইন্টারনেট প্যাকেজ শেষ হয়েছে এবং তিনি ‘পে পার ইউজ’-এর আওতায় রয়েছেন।
এ সময় মোবাইলের সেলুলর ইন্টারনেট কানেকশন বন্ধ করে ব্যালেন্স চেক করে ফের ইন্টারনেট কানেকশন চালু করা হয়। ‘পে পার ইউজ’ ফিচারের মাধ্যমে ইন্টারনেট চালানোর প্রায় এক মিনিট পর ইন্টারনেট কানেকশন বন্ধ করে ব্যালেন্স চেক করা হয়। দেখা যায়, নির্ধারিত সীমা পাঁচ টাকার বেশি ব্যালেন্স কেটে নিয়েছে অপারেটরটি।
কী বলছে টেলিটক
এ বিষয়ে কথা বলতে টেলিটকের নীতিনির্ধারক পর্যায়ে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। ‘পে পার ইউজ’-এর ক্ষেত্রে বিটিআরসির দেওয়া নির্দেশনা না মানার বিষয়টি তাকে অবহিত করলে ওই কর্মকর্তা বিষ্ময় প্রকাশ করেন।
তিনি দাবি করেন, এমনটি হওয়ার কথা না। রাষ্ট্রীয় অপারেটর বিটিআরসির নির্দেশনা পালন করছে না, এমন তথ্য ঠিক না।
বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি যাচাই সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
(Priyo)

(প্রিয়.কম) আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণ করেন পরিচালক উমাঙ্গ কুমার। নাম ভূমিকায় অভিনয় করে সমালোচনার শিকার হয়েছেন বিবেক ওবেরয়। কিন্তু আদালত থেকে নিষেধাজ্ঞা আসায় শিগগিরই মুক্তি পাচ্ছে না সিনেমাটি। আর একই নির্বাচনকে কেন্দ্র করে বায়োপিক নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। এরই মধ্যেই মুক্তির অপেক্ষায় মমতা ব্যানার্জির বায়োপিক ‘বাঘিনী’ । সম্প্রতি সামনে এলো সিনেমাটির ট্রেলার।
তবে ‘বাঘিনী’ নামাঙ্কিত সিনেমাটিকে মুখ্যমন্ত্রীর বায়োপিক বলতে নারাজ নির্মাতারা। এটি মমতা ব্যানার্জির জীবন থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছেন তারা। তিন বছরের গবেষণার পর এই সিনেমাটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক নেহাল দত্ত। মমতার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তুলে ধরা হয়েছে এই সিনেমায়।বায়োপিকের মুখ্য চরিত্রটিতে রয়েছেন রুমা পাল। এতে মমতার চরিত্রের নাম রাখা হয়েছে ইন্দিরা ব্যানার্জি। দক্ষিণ কলকাতার এক নিম্নবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে কীভাবে লড়াইয়ের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিলেন, তাই দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক।
‘বাঘিনী’র শুটিং হয়েছে ২০১৫ সালে। কলকাতা এবং শহরতলির বেশকিছু অংশে শুটিং হয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম এবং রাইটার্স বিল্ডিং ইস্যুর ছোঁয়াও রয়েছে ছবিতে। আর তার প্রমাণ মিলল ট্রেলারে। এর চিত্রনাট্য লিখেছেন পিঙ্কি পাল, প্রযোজনাও তারই।
২০১৬ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল এই বায়োপিকের। কিন্তু কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য তা আর মুক্তি পায়নি। সিনেমায় বাস্তবিক কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন পরিচালক। বিতর্ক থেকে দূরে থাকতেই পরিচালকের এই সিদ্ধান্ত। জানা গেছে, ৫ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা। সবমিলিয়ে ভোট যুদ্ধের ময়দানে এবার আলোচনা
(Priyo)

প্রিয়.কম) বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, সুবীর নন্দীকে হাসপাতালে আনার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাবে না।



১৪ এপ্রিল, রবিবার রাত ১১টার দিকে তাকে সিএমএইচ ভর্তি করা হয়। সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বাবা বর্তমানে একটু ভালো আছেন, দুশ্চিন্তার কিছু নেই। হাসপাতালে দর্শনার্থীদের ভীড় না করতে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ফাল্গুনী।
সুবীর নন্দীর আত্মীয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানিয়েছেন, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী।
সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে। আর চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৪ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।
প্রিয় বিনোদন/রুহুল

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget