পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা: যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসায় রাশিয়া

 


যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসায় রাশিয়া

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া।

পোল্যান্ডে হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে দায়ী করা হয়। তবে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।

বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পোল্যান্ডসহ অন্য দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা হিস্টিরিয়ায় আক্রান্তদের মতো মন্তব্য করছে।  কোনো অকাট্য প্রমাণ ছাড়াই তারা রাশিয়াকে অভিযুক্ত করেছে।
তবে সংবাদ সম্মেলনে পেসকভ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার প্রশংসা করেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র রাশিয়া ছুড়েছে তেমনটি মনে করেন না তিনি।’

পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি পেসকভ বাইডেনের এমন মন্তব্যের প্রশংসা করে বলেন,‘যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট সংযত এবং বেশ পেশাদার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে সর্বশেষ যে হামলা তারা করেছেন তা দেশের অভ্যন্তরেই হয়েছে এবং পোলিশ সীমান্ত থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরে। সূত্র: বিবিসি

আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget