নাটোরে ৩ মাদক কারবারি গ্রেফতার
নাটোরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকালে সদর থানার হরিশপুর বাইপাস মহাসড়কে এবং সন্ধ্যায় ডোমরাই এলাকায় এ অভিযান চালানো হয়।
সিপিসি-২ র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান।
আরো পড়ুন :
গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মো. দুখু মিয়ার ছেলে মোস্তফা কামাল মিন্টু (৪০), একই এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে মো. ছোটন (৩০) ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজার এলাকার মো. দুখু মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম সেন্টু (৩৫) ওরফে সেন্টু মণ্ডল।
পুলিশ সুপার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিশপুর বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি এবং ডোমরাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, ৬ হাজার ৪০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, ‘গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বেচাকেনা করে আসছিলেন। এ ঘটনায় নাটোর সদর ও বাগাতিপাড়া থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।’
আরো পড়ুন:
- Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
- জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
- ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
- ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
- বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
- পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে
- Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
- সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
- নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
- ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী
একটি মন্তব্য পোস্ট করুন