ঝিনাইগাতীতে পাগলা নদীর উপর সেতুর অভাবে জনদুর্ভোগ চরমে

  


ঝিনাইগাতীতে পাগলা নদীর উপর সেতুর  অভাবে জনদুর্ভোগ চরমে 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর -মোহনগঞ্জ বাজার  রাস্তার পাগলা নদীর  দাড়িয়ারপারে একটি সেতুর অভাবে পথচারীদের  চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।   

জানা গেছে, ২০২১ সালে ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর থেকে ধানশাইল ইউনিয়নের মোহনগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় এলজিইডি। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। 

গত বর্ষার পূর্বে রাস্তা নির্মাণ কাজ শুরু হলে পাগলা নদীটি ভরাট করে রাস্তা নির্মান করা হয় ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন  রাস্তাটির নির্মাণ কাজ  শেষ হতে না হতেই পাগলা নদীর  ওই স্থানে নির্মাণাধীন রাস্তাটি ভেঙ্গে পুনরায় একটি নদীর সৃষ্টি হয়। 

এতে দুপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।  কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি । তিনি বলেন গ্রামবাসীরা ওই নদীর উপর একটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে তাতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। 

এ পথে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর ভাঙ্গা অংশে কোন সেতু নির্মাণ করা হয়নি। ফলে শতশত পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জরুরী ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু  নির্মাণের দাবি জানান। 

এলজিইডি'র শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এখানে একটি সেতু নির্মানের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget