মাদারীপুরে নিখোঁজের দুদিন পর গৃহবধূর লাশ উদ্ধার
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মৌসুমি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী এলাকার মানিক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীও একই এলাকার বাসিন্দা সৌদিপ্রবাসী ইলিয়াস মিয়া। কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে মৌসুমির পরিবার। তাঁর পাঁচ ও চার বছর বয়সী দুটি সন্তান আছে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বিকেলে মৌসুমি তাঁর বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে দাদির বাড়ির উদ্দেশে বের হন। দাদির সঙ্গে দেখা করে আর বাড়িতে ফেরেননি তিনি। পরে তাঁর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ করে পরিবার। কোথাও মৌসুমির সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। গতকাল সন্ধ্যায় উত্তর দুধখালী এলাকার একটি বাগানে এক নারীর লাশ দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে জানালে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মৌসুমির খালাতো বোন তানজিলা আক্তার বলেন, ‘আমার বোনকে শ্বাস রোধ করে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কারা এ কাজ করেছে, তা আমরা বুঝছি না। আমার বোনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবু তাঁকে নৃশংসভাবে হত্যা করা হলো। যারা তাঁকে হত্যা করেছে, তাদের ধরতে আমরা পুলিশের সহযোগিতা চাই। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশটির গলায় রশি প্যাঁচানো অবস্থায় গাছের ভাঙা ডালের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি খুবই রহস্যজনক। পুলিশ তদন্ত করছে ও অপরাধীদের ধরতে কাজ করছে। নিহত মৌসুমির লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন