পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মা-বাবা ও মেয়ে , দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

 



পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মা-বাবা ও মেয়ে , দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

মেয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সে জন্য তাকে কেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন মা-বাবা। সে যাত্রা থেমে গেছে এক দুর্ঘটনায়। পথে বাসচাপায় তিনজনই নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সদর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান (৫৫), তাঁর স্ত্রী হামিদা বেগম (৪৫) ও তাঁদের মেয়ে মেহের নিগার (১৪)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদুর-হামিদা দম্পতির মেয়ে মেহের নিগার সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। আজ তার সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সে জন্য সকাল ৯টার দিকে মাসুদুর রহমান একটি মোটরসাইকেলে তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেন। এ সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাসপাড়া এলাকায় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হামিদা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মাসুদুর রহমান ও মেহের নিগারকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget