মধুখালীতে ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন

মধুখালীতে ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন
Outbreak of diarrhea in Madhukhali


ফরিদপুরের মধুখালীতে  সারাদেশের ন্যায় মৌসুমি  রোগ ডায়রিয়ার  প্রকোপ রুপ ধারন  করেছে। সারা দেশের ন্যায় মধুখালীসহ আশপাশের  উপজেলা গুলিতে ডায়রিয়া ছড়িয়ে পরছে। তার বেশীর ভাগ চাপ পড়ছে  মধুখালী হাসপাতালে। মধুখালী সদর হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী মার্চ মাসে ১৬২জন এবং  ৬ এপ্রিলের দুপুর ১২টা পর্যন্ত ৩৪ জন ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৬জন ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছেন। দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে। কোন ভাবেই থামছে  না । সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ বিষয়ে মধুখালী সদর  হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার জানান ডারিয়ার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে।এ সময় ডায়রিয়ার প্রকোপ  বাড়ে আমরা  সতর্ক আছি । জনসাধারণকে  বলি খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহনে সতর্কতা গ্রহন করা । এ পর্যন্ত  ডায়রিয়ায় কোন প্রাণ হানির ঘটনা ঘটে নাই । সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিড়ে গেছেন। 



আরো পড়ুন:





একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget