কেশবপুর মঙ্গলকোট ইউনিয়নের হতদরিদ্র ২৩৮ টি পরিবারের মাঝে চাউল বিতরনDistribution of rice among 238 extremely poor families of Keshabpur Mangalkot Union
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে দুঃস্থ, হতদরিদ্র ২৩৮ টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের দুঃস্থ, হতদরিদ্র ২৩৮ টি পরিবারের মাঝে ২০২১-২০২২ চক্রের ভিজিডি মাসিক প্রতি কার্ডে ৩০ কেজি করে চাউল বিতরণের শুভ উদ্ধোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার হংসপতি, ইউপি সচিব মোখলেছুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা, ইউপি মেম্বর মোসলেম উদ্দীন গোলদার, জহির রায়হান, অাব্দুল বারি শেখ, কামরুল ইসলাম, মোসলেম উদ্দীন সরদার, মুতাহিরুল হক, মনিরুজ্জামান বাচ্চু, লিটন, মমতাজ খাতুন নাসরিন বেগম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ উদ্দীন মীরসহ পরিষদের সকল সদস্য ও গ্রামপুলিশগণ।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন